মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতের ইনফেকশন হতে রক্ষা করে এগুলো আগেই জানি কিন্তু স্কিন ইনফেকশন ও চর্মরোগ থেকে অনেক টাই মুক্তি মিলে এটি জানা ছিল না । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভ সকাল
@samirbhattacharyya4046 Жыл бұрын
আজ পাঁচ দিন ধরে আমি ফিটকিরি ব্যবহার করছি ডিওডোরেন্টের বদলে। এই পাঁচ দিন ধরে "ঘামের" কোন গন্ধ নেই। Under arm ব্যবহার করে যে কি উপকার পেয়েছি সে আপনাকে বলে বোঝাতে পারবো না। প্রতিদিন দাড়ি কাটার পর ফিটকিরি ব্যবহার করছি বহুদিন ধরে, আজ আপনার জন্য জানতে পারলাম যে ফিটকিরির উপকারিতা আর কি-কি আছে। এজন্য আপনাকে অশেষ -- অশেষ ধন্যবাদ। স্বাস্থ্যের উপর আপনার অন্য ভিডিওগুলো আমি ফলো করি এবং ব্যবহার করার চেষ্টা করি। আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি ।
@ashokebhattachariya5344 Жыл бұрын
আপনার ভক্ত, খুব ভালো লাগে , ভগবান আপনাকে সুস্থ রাখুন, আপনি জগতের মানুষ দের ভালো রাখার মহান প্রয়আস চালিয়ে যান। শুভ রাত্রি
@danielhawlader1409 Жыл бұрын
দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো একটা পরামর্শ দিয়েছেন।
@danielhawlader1409 Жыл бұрын
আসলে এই ব্যাপারটা আগে আমরা জানতাম না আপনার পেইজে আসার পরে সব জানলাম আপনাকে ধন্যবাদ।।
@shyamalchattopadhyay5556 Жыл бұрын
আপনার এই ভিডিওটি অসাধারণ। জল পরিশোধন এবং দাড়ি কামানোর পর ফটকিরি ঘষা ছাড়া অন্য অনেক কিছুই জানতাম না। এই ইনফোরমেটিভ ভিডিওর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
@karimohamamd Жыл бұрын
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস দিয়েছেন। 🥰🥰
@santosanto6223 Жыл бұрын
ফিটকিরির জীবন মুখি উপকারিতা সম্পর্কে আপনি যে বিবরণ দিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনি সুস্থতার সাথে বেঁচে থাকুন এবং এ ধরনের জীবন উপকারী আরও তথ্য দিয়ে আমাদেরকে ধন্য করুন আল্লাহ আপনার সহায় হোন।
ধন্যবাদ।ভীষণ নিরহংকার এক চেহারার মানুষ আপনি।আপনার এই প্রতিবেদনটি ও ভীষণভাবে সর্বসাধারণ এর গ্রহণীয় হবে।
@mumtazali2453 Жыл бұрын
আপনার এপিছট প্রদর্শনে খুবই উপকৃত হবে। ফিটকিরি কিন্তু রেডিওর মতো হয়ে গেছিলো, আপনার এপিছট প্রদর্শনে ইন্টারনেট ও টিভির যোগ্যতা স্থান পেয়ে গেলো । আমার লেখা স্পষ্ট হলো না তবু আপনার এপিছট প্রদর্শনে উপকৃত হব এটা সত্য। ধন্যবাদ আপনাকে।
@tapasmondal202 Жыл бұрын
আপনার এই ভিডিওটি খুব কম খরচের ।তাই মধ্য বিত্ত মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ।
@bibhasdebroy4248 Жыл бұрын
অসাধারণ। এতো সব জানা ছিলো না। আমাদের প্রাত্যহিক জীবনে এই তথ্য গুলো জানা খুবই জরুরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ স্যার৷ আপনার কথা শুনে খুব উপকার হইল। স্যার ফিটকিরির গুঁড়ো নোকের কুনি সারাতে ভালো কাজ করে।
@al-aminmohammad2730 Жыл бұрын
জনাব মুখার্জি , অনেক অনেক ধন্যবাদ আপনাকে । বেশীরভাগ উপকারিতা আমার জানা ছিল না । আজ বুঝতে পারলাম ফিটকিরি কতটা valuable resource . // অধ্যাপক আল - আমীন , ঢাকা ।
@bipalkrbasu1221 Жыл бұрын
বেশির ভাগ উপকারিতাই জানতাম না।ধন্যবাদ দাদা
@saleharahman9082 Жыл бұрын
আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে খুব উপকারী অনেক তথ্য জানতে পারলাম,।
@rajshahicity-qz2ft Жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ! সেভ করার পর ফিটকারীর ব্যবহার ছাড়া অন্য কিছু জানতাম না।
@bhabanidasbose3119 Жыл бұрын
১০০ ভাগ সত্য কথা।পরশ পাথর বলে এক কল্পিত পাথরের কথা শোনা যায় যা কেউ দেখেনি। কিন্তু ফটকিরি সত্যিকারের পরশ পাথর।
@badaldas36329 ай бұрын
স্যার আপনাকে ধন্যবাদ জানাই আপনার স্বাস্থ্যকথা অনুযায়ী নিজেকে প্রয়োগ করি তাতে উপকার পাচ্ছি
@maniladam2944 Жыл бұрын
Sir khub upokari suggestions delan thankyou.
@বারুণমিয়া Жыл бұрын
অসাধারণ একটি ওষুধ আমরা অনেকেই জানিনা কিন্তু আপনার কাছে শুনেছি পথমcongrlations
@manjunandi86067 күн бұрын
ফটকিরির উপকারিতা জেনে খুব ভাল লাগল ।ধন্যবাদ ডাক্তার বাবু
@sanchitadey8037 Жыл бұрын
সত্যিই দারুন উপকারী বার্তা দিয়েছেন। খুব দরকার ছিল। অনেক ধন্যবাদ এইজন্য।