শূন্য থেকে প্রোগ্রামিং হিরো! প্রোগ্রাম, প্রোগ্রামিং, এবং ক্যারিয়ার সব কিছু এক ভিডিওতে। আমাদের "নন-টেকনিক্যালদের জন্য কম্পিউটার সায়েন্স" কোর্সের এই ৪০ তম ভিডিও এটি। স্লাইড গুলো ডাউনলোড করুন এখান থেকে: facebook.com/photo/?fbid=8330769427033049&set=pcb.8330772710366054
@goldenindia_official2 ай бұрын
স্যার এই আলোচনা আমাকে প্রোগ্রামিং ও এর ক্যারিয়ার বিষয়ক সম্যক ধারণা দিয়েছে। 🎉❤❤❤
@authorenam2 ай бұрын
ধন্যবাদ, আপনাকে! 😊 যদি ভিডিওটি দেখে আপনার প্রোগ্রামিং এবং এর ক্যারিয়ার সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে থাকেন, তাহলে আমার পরিশ্রম সার্থক। 🎉❤❤❤ সামনে আরও এমন গাইডলাইন নিয়ে আসবো, ইনশাআল্লাহ।
@sunys75472 ай бұрын
আপনার উদ্যোগকে স্বাগতম
@authorenam2 ай бұрын
❤️
@debashishkumardas80813 күн бұрын
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, স্যার
@authorenam3 күн бұрын
❤️
@azmirhosenminhaz78342 ай бұрын
অনেক বিস্তর আলোচনা হয়েছে ❤
@authorenam2 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ! 😊 চেষ্টা করেছি যতটা সহজে এবং বিস্তৃতভাবে বোঝানো যায় ততটাই বোঝাতে। আপনার ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত! ❤ আরও এমন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।
@RopakDas-pe3wm2 ай бұрын
স্যার ব্লকচেইন ডেভেলপমেন্ট নিয়ে একটা বানাবেন কি।
@authorenam2 ай бұрын
please give me details
@Abdullahaljabir122 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার,,,আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন,,স্যার আমি মার্কেটিং বিভাগ থেকে অর্নাস করেছি,,,এখন স্যার আমি কি কি কাজ শিখতে পারি,,প্রথমে কি কাজ দিয়ে আমার ক্যারিয়া শুরু করতে পারি,,অনুগ্রহ করে আমাকে আপনার মূল্যবান পরামর্শ দিবেন
@authorenam2 ай бұрын
ওয়ালাইকুম আসসালাম! আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। মার্কেটিং বিভাগ থেকে অনার্স করেছেন-এটা খুবই ভালো ব্যাপার, কারণ ডিজিটাল জগতে মার্কেটিং-এর দক্ষতা অত্যন্ত চাহিদাসম্পন্ন। প্রথমে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে পারেন, কারণ এটি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। এখানে কিছু বিষয়ের উপর ফোকাস করতে পারেন: সোশ্যাল মিডিয়া মার্কেটিং: ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে মার্কেটিং-এর কৌশল শিখুন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারেন। ইমেইল মার্কেটিং: ইমেইলের মাধ্যমে কাস্টমারের সাথে সম্পর্ক গড়ে তোলার কৌশল শিখুন। এটা ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ টুল। কনটেন্ট মার্কেটিং: ব্লগ লেখার দক্ষতা বা ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করতে পারেন। এটি ডিজিটাল মার্কেটিং-এর মূল অংশ এবং কাস্টমারের জন্য ভ্যালু তৈরি করে। এসইও (SEO): সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন শিখুন। এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনার কনটেন্ট বা ওয়েবসাইট সার্চ রেজাল্টে উপরে আসতে পারে তা জানতে পারবেন। ডেটা অ্যানালাইটিক্স: আপনার ক্যাম্পেইনগুলি কতটা সফল হচ্ছে তা বিশ্লেষণ করার জন্য ডেটা অ্যানালিটিক্স শেখা গুরুত্বপূর্ণ। শুরুতে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টা করুন এবং ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে পারেন। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে ইনশাআল্লাহ আপনার ক্যারিয়ার শক্তিশালী হয়ে উঠবে। আপনার জন্য শুভকামনা রইল! 😊