Рет қаралды 2,404
The Annual Celebration of Ramakrishna Sarada Mission Vivekananda Vidyabhavan (Girls' College) took place on 27th May, 2023. This year's theme was '75th Anniversary of the Independence of India.' The event showcased a captivating cultural program named '৭৫ এর শপথ' (The Oath of 75), featuring a collage of song, dance, recitation, and Yoga performances by the talented students of the college.
২০২২-২৩ জুড়ে ভারতবর্ষে নানাভাবে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর I বছরব্যাপী এই উৎসব, সভা, প্রদর্শনী আমাদের ভাবায় - স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা কী? পরাধীনতারই বা কোন মূল্য আমাদের সর্বাধিক চোকাতে হয়েছে? বণিকের রাজদণ্ডে শাসিত, শোষিত ও খণ্ডিত ভারতবর্ষ একদা বিস্মৃত হয়েছিল তার প্রাচীন গরিমা, তার ঐতিহ্য - একতা, তার সংস্কৃতি, এবং সর্বোপরি তার আত্মবিশ্বাস i বহু কাঙ্খিত স্বাধীনতা যে কেবল প্রশাসনিক স্বরাজ এনেছিল তাই নয়, এনেছিল সেই আত্মবিস্মৃতি থেকে মুক্তি i
বহু ত্যাগ, বহু আত্মাহুতি, বহু রক্তক্ষয়ের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আজ আমরা উদযাপন করবো আমাদের পরবর্তী অনুষ্ঠানের মাধ্যমে I প্রণাম জানাবো দেশমাতৃকাকে,স্মরণ করবো সেই অসংখ্য বীর সৈনিককে, যাঁদের অনায়াস আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়েছে আজকের ভারতবর্ষ - যশ, মেধা, অধ্যাত্বিকতায় শ্ৰেষ্ঠ এক দেশI
স্বামী বিবেকানন্দের প্রদর্শিত আদর্শে দীক্ষিত যে দেশ সকল সংকীর্ণতার ঊর্ধে - বহুত্ববাদ, সহনশীলতা, সহমর্মিতা যে দেশের মানুষের ধমনীতে - সেই স্বাধীন, উন্মুক্ত, উদার ভারতবর্ষকে আমরা আহ্বান করি, বন্দনা করি I
তবে একই সঙ্গে আমরা উপলব্ধি করি যে স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করতে কেবল উৎসব যথেষ্ট নয়, প্রয়োজন বিতর্ক, বিশ্লেষণ, এবং সর্বোপরি আত্মসমীক্ষার i স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজন আদর্শের i এই উপলব্ধিকে পাথেয় করে স্বাধীন ভারতের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিদ্যাভবনের ছাত্রীদের নিবেদন গীতিআলেখ্য "৭৫'র শপথ" ও নাটক "বিদ্রোহিনী" I