আপনার উপস্থাপনার মধ্যে অনেক ধর্মীয় ইতিহাস জানা যায় ধন্যবাদ আপনাকে ।
@nasiruddinmolla12183 жыл бұрын
আমি একজন ভারতের সদস্য দোয়া করি আল্লাহ আছে তোমার সঙ্গে ধন্যবাদ
@S.AJabirBinHafiz4 ай бұрын
সজল ভাই, আমি মুগ্ধ হয়ে যায়,,, যে একজন মানুষ কি ভাবে বাংলা, ইংরেজি, আরবি,, দারুন ভাবে বলতে পারে,,,,,। ❤❤
@bindusultana91893 жыл бұрын
দীন ই ইলাহি সম্পর্কে অনেক জানার ইচ্ছা ছিলো। আপনাকে ধন্যবাদ।
@54shafiqulislam44 жыл бұрын
আপনার বাংলা উচ্চারণ আর বলার ধরণ দেখেই মুগ্ধ হয়ে যাই....!!! যার কারণে আসল বিষয়ে মনোযোগ কমে যায়...!!! কারণ, কিভাবে বলেন সেটাতেই আমি আটকে থাকি....!!
@mohibuldolon84113 жыл бұрын
vai, tar bangla uccharon jothestho prosongsar dabi rakhe, tobe apnake etao mante hobe je uni written script dekhe dekhe poren.
@mariyambinraz24053 жыл бұрын
And English also ..ur pronunciation ...but what a serious look...
@naturebd65772 жыл бұрын
Uni shamne script rakhe i think...its fine tho..
@abdulkhaleque2398 Жыл бұрын
সজল রোশান, ইসলাম ধর্মের উপর সুগভীর পান্ডিত্যের জন্য সাধুবাদ জানাই। Sajal Roshan Kudos to you for your profound scholarship on Islam.😊
@khajamoinuddin70903 жыл бұрын
প্রান প্রিয় দাদু ভাই, আপনার এই শ্রুতি মধুর বক্তব্য আমাকে মুগ্ধ করেছে। আপনার এই কঠিন সাধনা, মহান আল্লাহ্ পাক গ্রহন করুন। এবং সকল মানব জাতিকে প্রভুর প্রতি বিশ্বাস এবং আনুগত্য ধ্রুত বিস্তার লাভ করুক সুম্মা আমিন।
@SAIDULISLAM-hq6op3 жыл бұрын
তিনি কি স্ক্রিন থেকে দেখে বলছেন না?
@AbulBashar-cf5pj3 жыл бұрын
আল্লাহ সজল রোশন ভাই কে সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু দান করুণ।
@md.mojiburrahmankhan60522 жыл бұрын
এই পর্বের সত্তিকারের ইতিহাস জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@sarwaralam7393 жыл бұрын
আপনার এসব গবেষণার জন্য অনেক শুভেচ্ছা রইলো ।
@jadugarskumar22952 жыл бұрын
0ওোঐৈওোছছৈৌধথদ
@mamanik569 Жыл бұрын
আসসালামু আলাইকুম আমার বাড়ি বাংলাদেশ যশোর। সজল ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি। আমি পেশা একজন ফটো সাংবাদিক কাজের ফাঁকে আমি আপনার মহামূল্যবান বাণী গুলো শুনি। সেই বাণী গুলো আমার মেমোরিতে সেভ করার চেষ্টা করি আপনার বাণী গুলো শুনে। আমি আমার ভিতর একটা আমল পরিবর্তন লক্ষ্য করছি। আপনি এগিয়ে যান । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
@hannankhan26893 жыл бұрын
সজল ভাই, সুন্দর বলেছেন। সালাম আপনাকে।।
@abdulkhaleque1563 жыл бұрын
We term Sajol Roshan as the Best Alem and accurate Islam preacher of the present time. His speech is based on the authority of the Quran clear, correct and articulate. আমরা মনে করি সজল রোশান বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলেম ও ইসলাম প্রচারক। তার বক্তব্য ক্কোরআনের উপর ভিক্তি করে সঠিক, গোছালো ও সুস্পষ্ট।
@newbkash17404 жыл бұрын
এখন পরির্বতনের সময়ে এগিয়ে যান যে কোন সময় কোরআনের আলো জলে উঠবে
@mohammadaburashedkhan60464 жыл бұрын
ধন্যবাদ ভাই। অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য মন থেকে দোয়া রইল।
@sunshaine325 Жыл бұрын
সজল ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনার presentations প্রশংসনীয়।
@suptorahman87474 жыл бұрын
আপনার ভিডিওর অপেক্ষায় থাকে প্রতিদিন
@ahmedhossain42434 жыл бұрын
Thanks a lot for describe the details of the Deen E Elahi and provide some new information about Akbor the great. May Allah bless you.
@md.noorhossain23982 жыл бұрын
অনেক তথ্য পেলাম, যাহা অনেক দিন থেকে খুজতে ছিলাম.…. ধন্যবাদ
@avubkulaura61314 жыл бұрын
নির্মোহ আলোচনা। ধন্যবাদ
@obidursotonsoton97294 жыл бұрын
Sir আপনার আলোচনা শুনার পর থেকে এখন যে কোন বক্তার আলোচনা শুনলে বুজতে পারি কোনটা জাল, কোনটা জয়িফ,কোনটা ছহিহ্ এবং কোনটা কোরানিক। আল্লাহ্ আপনাকে দীর্ঘ জীবি করুন। আমীন!!!!!!
@shaheenbhuiyan84143 жыл бұрын
আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সহমত। পরমতসহিষ্ণুতা অর্জন অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মানবিক গুণাবলি, আর সজল রোশন ভাই এই গুণে গুণান্বিত একজন। আমি নতুন Subscriber এবং যে ভিডিও ক্লিপগুলো এখন পর্যন্ত দেখেছি, তাতে সহজেই বলতে পারি যে, উনার পরিবেষণা অনেকেরই গাত্রদাহের কারণ হবে, এখানের কিছু কমেন্টও তার সাক্ষী..!!! সহজ সত্যটি কেউ বুঝতে চায়না, উনিতো কাউকে বাধ্য করেননি যে ভিডিওর সব তথ্য-উপাত্ত মানতেই হবে...!!! তাহলে কেন আমরা বাজে মন্তব্য করে নিজেকে প্রশ্নবিদ্ধ করি...!!!
@RoberbaniOnlyQuran2 жыл бұрын
কুরআন পড়ুন বুঝে পড়ুন কুরআন শুনুন বুঝে শুনুন কুরআন খোলার সময় এসেছে লোগোর উপর ক্লিক করে কুরআনের ধারাবাহিক আলোচনা দেখুন।
@nasrinjubin59042 жыл бұрын
অনেক ভালো লাগলো। অনেক তথ্য বহুল ভিডিও। Proud of you sir...!
@shaheenbhuiyan84143 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই সজল রোশন, ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাই, আমি আপনার একজন নতুন Subscriber. আপনার পরিশীলিত, সাবলীল ও মার্জিত উপস্থাপনা আমার ধর্মীয় অনুভূতির চিন্তার মাত্রাকে সমৃদ্ধ করেছে। মুসলিম ধর্মের আমদানি-কারক, পাইকার ও খুচরো ব্যবসায়ীরা, কোরআনকে যেভাবে আম-মুসলিম থেকে আলাদা করা যায়, সেই রকমের পছন্দের পন্য-সামগ্রিই আমদানির ব্যবস্থা করে..!!! যাতে করে সাধারন মানুষ বিভ্রান্ত হয়ে, ভুল ধারণায় ভুল ধর্মচর্চায় অভস্ত্য হয়ে, সঠিক ধর্ম থেকে ছিটকে পড়ে..!!! ফলশ্রুতিতে ধর্ম ব্যবসায়ী উপজীব্য পরগাছা শ্রেণীর উত্তর উত্তর উদ্ভব হয়, আর আম-মুসলমান হয় সঠিক ধর্ম থেকে বঞ্চিত, ইতিহাস তার সাক্ষী..!!! ধর্মকে বুঝতে হলে, আল্লাহ্ তাআ'লার হুকুম যে, "বিবেক ও চিন্তা-চেতনার সমন্বয় সাধন করে কোরআনেকে বুঝতে হবে", আর কোরআনে আল্লাহ্ তাআ'লার এই হুকুম এসেছে ৪৯ বার...!!! আফসোস আমরা আল্লাহর হুকুমের পায়রবী না করে, কোরআনে কাছে না গিয়ে, ছুটে যাই তথাকথিত ধর্মের ব্যবসায়ীর কাছে...!!! আপনার জন্য শুভকামনা নিরন্তর....
@bigganinahid Жыл бұрын
ধন্যবাদ ❤
@eyakubhaze31183 жыл бұрын
আপনার বক্তব্য 90% Right.
@dr.haiderbhuiyan3 жыл бұрын
বেশ ভাল উপস্থাপনা।
@md.alhazfakir16063 жыл бұрын
ভাইয়া আপনার প্রথম দিকের কয়েকটি ভিডিও আমাকে আকৃষ্ট করে তাই আপনার দশ-বারোটি ভিডিও আমি দেখেছি, আমি যতোটুকু বুঝতে পারলাম তা হচ্ছে অন্যান্যদের মত আপনিও মনগড়া ব্যাখ্যা দিয়ে থাকেন। আমি বলবো না যে আপনাকে বয়কট করলাম কারোন আপনাকে তো আমি গ্রহণ'ই করিনি, আমি এটাও বলব না যে আমার সময় নষ্ট করে আপনার ভিডিওগুলো দেখেছি বরং এই সময়গুলোতে আপনাকে চিনতে পেরেছি, আপনার স্পষ্ট বাংলা ও মনমুগ্ধকর যুক্তি আমাকে মুগ্ধ করেছে, আপনি চাইলে আকবরের পক্ষে এবং দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছাহেব এর বিপক্ষে সরলমনা মুসলমানদের (মগজ ধোলাই করে) নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে, যদিও আপনি সরাসরি এমন কিছু বলেননি তবে যতটা নিরপেক্ষ এবং সহজভাবে আপনি বলেছেন সম্রাট আকবর মূর্খ হলেও এতটা নিরপেক্ষ ছিল না বিষয়টি এত সহজ ছিল না। আপনাকে উপদেশ দেওয়ার অধিকার রাখি না তবে মন্তব্য করার স্বাধীনতা রাখি তাই বলতেছি আপনি যে সকল ধর্ম ব্যবসায়ীদের নিয়ে সমালোচনা করেন , আপনি আপনার নিজের অজান্তেই হয়েছেন তাদের মত'ই একজন তবে একটু ভিন্ন আঙ্গিকের,
@md.alhazfakir16063 жыл бұрын
দুঃখিত, দ্বিতীয় শতাব্দি হবে না, দ্বিতীয় শতাব্দীর স্থানে দ্বিতীয় সহস্রাব্দী হবে।
@shahidkhan36554 жыл бұрын
I highly appreciate your very informative & educational spoken video. Thank you so much.
@mozammelhoque74353 жыл бұрын
Lots of information and historical evidence. JajakAllah khairun.
@shamimrezaliton602 жыл бұрын
ধন্যবাদ । অনেক সুন্দর আলোচনা শুনলাম
@ahmedselim20314 жыл бұрын
ভালবাসা সবসময়
@trafudiz32794 жыл бұрын
প্রথম বর্ষে থাকার সময় ড. আশফাক স্যারের বইয়ে পড়ছিলাম। আজকে অনকেটাই ক্লিয়ার। ধন্যবাদ মামা।
@mnraihan Жыл бұрын
সুন্দর আলোচনা
@kaziahmed3342 жыл бұрын
ধন্যবাদ।
@batayon38114 жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সজল ভাই! কেমন আছেন? আশা করছি, আপনি ভালো আছেন। কথায় কথায় এক ভাই আপনাকে তুলে ধরলেন। আপনার ব্যাপারে জানার আগ্রহটা খুব বেড়ে গেলো। সময় না নিয়ে আপনার বক্তব্যে চলে গেলাম। এ জীবনে অনেক উপস্থাপনা শুনেছি। সেসব উপস্থাপনাগুলোর শীর্ষে আপনারটাকে রাখতে হলো। আপনার উপস্থাপনা যাদুতে সত্যিই আমি মোহিত হলাম। এতোটা সরল ও সুন্দর করে কথা বলা যায় আমার জানা ছিলো না। আগে শুনতাম, কিন্তু এখন বিশ্বাস হলো, ‘সুন্দর করে কথা বলাটাও একটা শিল্প’। তবে কিছু মনে না করলে একটি কথা বলবো। আপনার ধর্ম বিষয়ক বক্তব্যগুলোতে অতুলনীয় ভালোলাগার ফাঁকফোকড়ে দু একটি সন্দেহ জেগে উঠে। জেগে উঠা সেসব সন্দেহ বিষয়ে আপনার কিছু সময় আমি কামনা করছি। যদি একটু সহযোগিতা ও অনুগ্রহ করতেন খুবই উপকৃত হতাম। কন্টিনিউ সময় আমি চাচ্ছি না। আপনার বক্তব্যের নির্দিষ্ট কোনো বিষয়ে আমি আমার সংশয়টা পেশ করবো। আপনি শত ব্যস্ততার মাঝে সময় সুযোগ করে আমার জেগে উঠা সংশয় বিষয়ে কিছু বলবেন। বিনীত অনুরোধ করে এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকুন সজল ভাই। বিনীত- হাফিজুর রহমান
@mdabdurrashid14908 ай бұрын
6:34 সজল ভাই আমিআপনার নতুন শ্রতা আপনাকে অনেক অনেক অভিনন্দন।
@apumazumder73004 жыл бұрын
অসাধারন💕💕💕💕💕
@আলেকসাঁই3 жыл бұрын
_________নবীর শা্ন_____ ♥____ওগো প্রভু মোহাম্মদ,,আপনি দিলেন পরম আনন্দ,,!! আমি অধম লোভী,,আপনাকে দিলাম জগন্য এক অরন্য,,!! ওগো ইয়া মোহাম্মদ,,আপনি দিলেন শান্তি ও প্রেমওলীলা,,!! আমি অধম পাপী,,আপনাকে দিলাম যাতোনা ও অবহেলা,,!! ওগো ইয়া দয়াল নবী,,আপনি দিলেন জীবনও আকৃতি,,!! আমি মহা পাপী,,আপনাকে দিলাম অশান্তি ও বিকৃতি,,!! ওগো ইয়া রাসূল পাঁক,,আপনি উম্মতের জন্য পাগল,,!! আমি পাপীষ্ট নরকের কীট,,দুনিয়ার জন্য পাগল,,!! ওগো দয়াল রাসূল পাঁক,,আপনি শাফায়াতের কান্ডারী,,!! আমি অধম লোভী পাপী,,কি হবে গো দয়াল সেই দিন হাশরের দিন,,!! ওগো মহান রাসূল,,আপনি জৌতিরও আলো নূরেরও কান্ডারী,,!! আমি মহাপাপী,,সেইদিন আপনার চরণতলে একটু ঠাই হবে কি,,!! ওগো প্রভু মোহাম্মদ,,আপনি মহান দয়ালু দয়ার সাগর,,!! আমি পাপী জাহান্নামি,,মন তোর লজ্জা থাকলে কেমনে চরনের আশা করবি,,!! ওগো প্রভু মোহাম্মদ,,,,আপনি মহান ধৈর্যবান শান্তিপ্রিয় নূরনবী,,!! আমি পাপী তাপী,,মন সেইদিন আপনার চরণদূলি পাওয়ার সাহস হারিয়ে ফেলেছি____________♥জয় গুরু___আলেক সাঁই _________===♥একান্তমত -------------------------**********-------------------------- মন বোকা চিনবি কি তোর, মহাপ্রভু মালিক সাঁই নিরাঞ্জনা,!! মন মনা ভাল মন্দ সব ভুলে,,সরূপের ভাল লাগায় মন লাগা,,!! _____________জয় গুরু _______আলেক সাঁই_ -------একান্তমত
@deedee71343 жыл бұрын
The video is so good. I have learnt many useful information from this video
@bibek37933 жыл бұрын
আপনাকে একটা অনুরোধ করতে চাই। আশা করি গুরুত্বের সাথে ভেবে দেখবেন। আপনি রাজনীতিবীদদের জন্যে Training Module বানান... Course Curriculum থাকবে এবং অন্তত: ২ বছর পড়ে লাইসেন্স নিতে হবে এবং course এর যে jurisprudence থাকবে, তার ব্যাত্যয় ঘটালে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে এবং সে আর কোনদিন রাজনীতি করতে পারবে না.... এবং সংবিধান এটাকে অনুমোদন করবে......
@jahangeeralam23394 жыл бұрын
Thanks a lot....
@al-aminabdullahal-amin45343 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাইজান
@shaukautfiroz57622 жыл бұрын
gracias
@yasmeenrahman76383 жыл бұрын
Bhaiya, you seem to have a photogenic memory and extensive knowledge and interest stretching from literature to religion. We are fortunate to have an all-rounder inspirational speaker like you. May Allah bless you and your family.
@mdmasudrana63974 жыл бұрын
সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৮ یَّسۡمَعُ اٰیٰتِ اللّٰہِ تُتۡلٰی عَلَیۡہِ ثُمَّ یُصِرُّ مُسۡتَکۡبِرًا کَاَنۡ لَّمۡ یَسۡمَعۡہَا ۚ فَبَشِّرۡہُ بِعَذَابٍ اَلِیۡمٍ উচ্চারণঃ ইয়াছমা‘উ আ-য়া-তিল্লা-হি তুতলা-‘আলাইহি ছুম্মা ইউসিররু মুছতাকবিরান কাআল্লাম ইয়াছমা‘হা- ফাবাশশিরহু বি‘আযা-বিন আলীম। অর্থঃ সে আল্লাহর আয়াতসমূহ শুনে, অতঃপর অহংকারী হয়ে জেদ ধরে, যেন সে আয়াত শুনেনি। অতএব, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।৷৷ সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৯ وَاِذَا عَلِمَ مِنۡ اٰیٰتِنَا شَیۡئَۨا اتَّخَذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ؕ উচ্চারণঃ ওয়া ইযা-‘আলিমা মিন আ-য়া-তিনা-শাইআনিত্তাখাযাহা-হুঝুওয়া- উলাইকা লাহুম ‘আযা-বুম মুহীন। অর্থঃ যখন সে আমার কোন আয়াত অবগত হয়, তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ৷ ৷ ৷ ৷ ৷৷৷৷ ৷৷৷ ৷৷ সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৩৩ وَبَدَا لَہُمۡ سَیِّاٰتُ مَا عَمِلُوۡا وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ উচ্চারণঃ ওয়া বাদা- লাহুম ছাইয়িআ-তু মা-‘আমিলূ ওয়া হা-কাবিহিমমা-কা-নূ বিহী ইয়াছতাহঝিঊন। অর্থঃ তাদের মন্দ কর্ম গুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আযাব নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তা তাদেরকে গ্রাস করবে। সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৩৪ وَقِیۡلَ الۡیَوۡمَ نَنۡسٰکُمۡ کَمَا نَسِیۡتُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا وَمَاۡوٰىکُمُ النَّارُ وَمَا لَکُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ উচ্চারণঃ ওয়া কীলাল ইয়াওমা নানছা-কুম কামা-নাছীতুম লিকাআ ইয়াওমিকুম হা-যা-ওয়ামা’ ওয়া-কুমুন্না-রু ওয়া মা-লাকুম মিন না-সিরীন। অর্থঃ বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী নেই। সূরা আল জাসিয়াহ (الجاثية), আয়াত: ৩৫ ذٰلِکُمۡ بِاَنَّکُمُ اتَّخَذۡتُمۡ اٰیٰتِ اللّٰہِ ہُزُوًا وَّغَرَّتۡکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ۚ فَالۡیَوۡمَ لَا یُخۡرَجُوۡنَ مِنۡہَا وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ উচ্চারণঃ যা-লিকুম বিআন্নাকুমুত্তাখাযতুম আ-য়া-তিল্লা-হি হুঝুওয়াওঁ ওয়াগাররাতকুমুল হা-য়াতুদ্দুনইয়া- ফালইয়াওমা লা-ইউখরাজূনা মিনহা-ওয়ালা-হুম ইউছতা‘তাবূন। অর্থঃ এটা এজন্যে যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা চাওয়া হবে না।
Sajal Vai really you are excellent.Preznt world you are the greatest.I think Allah make you in example.
@advocatemdnazmulislam35273 жыл бұрын
দারুন বিষয়...অনেক কিছু জানলাম!
@yusufbakhtiar48053 жыл бұрын
Thanks and Thanks
@sizanrahaman81634 жыл бұрын
Excellent.
@yasinkhan80383 жыл бұрын
কথাগুলো খুব হৃদয়ে লাগে থ্যাংকস
@shafiqmohammad32823 жыл бұрын
ভাল লেগেছে
@mahbubmurshid65644 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সবগুলো ভিডিও আলোচনা আমি শুনেছি, যুক্তিপ্রমান সহ আলোচনা সত্যিই আমি অভিভুত।এখন আপনার কাছে অনুরোধ, বাংলাদেশে বা ভারতবর্ষে ইসলাম কিভাবে আসলো বা কে বা কারা নিয়ে আসলেন এবং কওমী তথা দেওবন্দ সিলসিলা কতটুকু সঠিক। তারা কি আসলে সহি আকিদার উপর আছে? এ বষিয়ে আপনার একটা আলোচনা শুনতে আগ্রহী
@HamidAli-mc3lx3 жыл бұрын
Thank
@miron68983 жыл бұрын
very honest discussion thanks
@abdulkhalek59934 жыл бұрын
জ্ঞানগর্ব আলোচনা। ধন্যবাদ আপনাকে।
@maherazhossainmiraz35114 жыл бұрын
Thanks
@traveler69133 жыл бұрын
চমৎকার ভাই চমৎকার
@md.mizanurrahman20143 жыл бұрын
মাশাল্লাহ
@jisconlineclass63773 жыл бұрын
Very good lecture.............!!
@MdRaju-hv3ic3 жыл бұрын
জানার বিষয়, ভাল হয়েছে,
@RoberbaniOnlyQuran2 жыл бұрын
কুরআন খোলার সময় এসেছে লোগোর উপর ক্লিক করে কুরআনের ধারাবাহিক আলোচনা দেখতে।
@md.shafiullahkhan7896 Жыл бұрын
0:13 0:15 4:01😊😊
@mostafijurrahman48973 жыл бұрын
একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমি এই বিষটি নিয়ে ভাবছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিলাম না।আপনাকে ধন্যবাদ।
@akakash22273 жыл бұрын
Excellent Discussion...
@monirahmed764 жыл бұрын
thanks
@hiddentruth70164 жыл бұрын
আপনার কিছু ভিডিও শেয়ার করতে পারি কিনা ? তবে কিছু ভিডিও অনেক বড় হওয়ায় ছোট করে শেয়ার করতে চাচ্ছি। দয়া করে জানাবেন।
@SajalRoshan4 жыл бұрын
জি করতে পারেন ! আমার চ্যানেল এবং ফেসবুক পেজ লিংক এড করলে খুশি হবো , ধন্যবাদ
@hiddentruth70164 жыл бұрын
@@SajalRoshan অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ। আপনার চ্যানেল এবং ফেইজবুক লিঙ্ক এড করার ইচ্ছা রাখি। আমার চ্যানেলটিও Subscribes করার অনুরধ করতে আপনার ভিউয়ারসদের বলতেন তাহলে খুশি হতাম।
@yasinkhan80383 жыл бұрын
মঙ্গল কামনা সব সময়
@mdselim80373 жыл бұрын
আল্লাহ আপনার মঙল করুন আমিন
@najmulislam65184 жыл бұрын
Yes.
@munjilakhatun45873 жыл бұрын
Thank you for religious discussion
@yeasinarafat43103 жыл бұрын
Nice
@Beg7512 жыл бұрын
All day love
@AnowarHossain-uy7eq3 жыл бұрын
Very knowledgeful video
@diya72532 жыл бұрын
যাকাত সম্পর্কে আপনার ভিডিও টা পেলাম না,,
@md.rafiqurrosul44253 жыл бұрын
😍
@dilrubabanu73754 жыл бұрын
Amare je jagte hobe ki jani seta ashbe kobe itihas theke amra anek kichu shikhte pari tumi amader jaganor chesta korcho sejonno tomake anek donnobad
@sazzadtonoy45874 жыл бұрын
Can I contact you?? I have some Question to know. And I think you are kind of perfect for this question.
@newyoutube366 Жыл бұрын
সম্রাট আকবরের ইতিহাস আমার জানা ছিল না ধন্যবাদ আপনাকে, কিন্তু শুনে মনে হচ্ছে এটা পুরাই অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের সাথে মিলে যাচ্ছে😃
@amitghosh28994 жыл бұрын
অনেক অজানা তথ্য জানতে পারলাম।
@jamaljoy56094 жыл бұрын
Thank you...
@bankmandiary_oneminutebank87804 жыл бұрын
সুফিবাদ নিয়ে কিছু বলবেন!
@suffahomoeopharmacy53854 жыл бұрын
Thanks brother.live long and happy strong.
@shilposhakil77294 жыл бұрын
স্যার মোঘল সম্রাটরা ধর্মীয় দিক থেকে শিয়া ছিলেন?
@ashrafulbizoy80482 жыл бұрын
না, সুন্নি.... দক্ষিনের কিছু সালতানাত শিয়া ছিল ( বিজাপুর সালতানাত, কুতুব শাহী, নিজাম শাহী)
@didarulalam42264 жыл бұрын
ভাইয়া আপনি একদিন #হেযবুত তওহীদ আমাদের দেশেরই একটা আন্দোলন।এই আন্দোলনের সাথে আপনার অনেক কথাই মিলে যায় এ বিষয়ে কিছু জানাবেন?
@smasrl1624 жыл бұрын
আকবর ইসলামের তেমন একটা ক্ষতি করেনি, এই কথাটা বলার আগে মনে হয় আরো স্টাডি করা উচিত ছিল।
@SajalRoshan4 жыл бұрын
এই কমেন্ট করার আগে ভিডিওটা ভালো করে দেখা উচিত ছিলো
@jahanahmedshojib96173 жыл бұрын
অাকবর দা গ্রেটের জীবনি বোঝাবেন অাপনি অাধা ঘন্টার বয়ানে, তাই না? অাপনি ত দেখি ওভার গ্রেট ? অাকবর একটা পরীক্ষা চালাইছিল অার সেটাই তার জীবন? অাপনার জীবনের যে কোন একটা পরিক্ষাই কি অাপনান সম্পূর্ন জীবন?
@shamimamondal38112 жыл бұрын
এই হলো আসল ধর্ম । সব সমান । সজল ভাই সম্রাট আকবরের কয়টা হিন্দু বৌ আর মুসলিম বৌ ছিলো । খৃষ্টান বৌ ছিলো কয়টা । ধর্মের আসল পরিচয় এক ধরনের শাসন । ------ যুগে , যুগে সব ধর্মের মানুষ অনেক মেয়ে বিয়ে করেছে - রাজা , বাদশাহ আর ধর্ম যাযক সব । আর শুধুমাত্র মেয়েদের জন্য অহেতুক নিয়ম আর বদনাম । অনেক ধন্যবাদ ।
@miahbhay27394 жыл бұрын
sir valo acen?
@Quranstudygroup3 жыл бұрын
Thanks vi
@dromarfaruque713 жыл бұрын
আকবরের এসব পাগল স্বভাব কাহিনী শুনে অবশেষে শ্রোতাদের প্রাপ্তি কি হল? আপনার মূল্যবান সময়ের অপচয় হল কিনা ভেবে দেখলে ভাল করবেন।
@morshedalamsagor19894 жыл бұрын
yes
@golzarhossain59334 жыл бұрын
সজল ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই।
@md.moniruzzaman41343 жыл бұрын
ভাই আপনি কেন বই লিখেছেন? কোরআন কি হেদায়েতের জন্য যেতট্ঠ নয়।
@seumkhan83523 жыл бұрын
উনার বই এ কি লিখা আছে তা উনার বই পড়লেই জানতে পারবেন
@abdurrashed2593 жыл бұрын
থ্যাংক ইউ লট।
@bmbm64604 жыл бұрын
আমি আপনার ট্রেনিং করেছি অনেকবার ডিএসটিসি তে, মনে আছে? প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট।
@samimbapary93093 жыл бұрын
Yes...অামি ও
@abujafar86934 жыл бұрын
মনে হয় একবার শুনলাম দ্বীন ই ইলাহির সমর্থক ২০ জন। আরেক বার শুনলাম প্রায় হাজার খানেক। একটু ক্লিয়ার করবেন কি???
@staywithme15953 жыл бұрын
১৮ জন রাজ কর্মচারীসহ বাকি প্রজাদের মিয়ে প্রায় ১ হাজার
@powergame85073 жыл бұрын
আকবর আর বর্তমান জাস্টিন ট্রুডো মাঝে অনেক মিল (আছে সব কিছু নয়)...আকবর বাড়াবাড়ি করতো অনেক বেসি।