আমার সর্বাপেক্ষা প্রিয় সাহিত্যিক ঔপন্যাসিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে এই তথ্য জেনে সমৃদ্ধ হলাম। ওনার মত দয়াশীল সমাজ সংস্কারক যেন যুগে যুগে আবির্ভূত হন, এই কামনা করি।
@bunchoffact Жыл бұрын
Thank you for your information
@ashokehensh8647 Жыл бұрын
l
@nirmalmukhopadhyay2611Ай бұрын
@@ranjitkrmukherjeerecitatio4044 ভুল তথ্য জানলেন। এরা মানুষকে ভুলভাল বলে ডিস্ট্র্যাক্ট করে।
@souravacharya70578 ай бұрын
শরৎচন্দ্রের লেখা পড়ে আমি সবসময় অন্য একটা জগৎ অনুভব করি।।চোখের জল ধরে রাখা সম্ভব হয়না।।আমার সবচেয়ে প্রিয় লেখক
@gopalghosh21693 ай бұрын
Sootti kotha... amro
@Runusantra-no2xq2 ай бұрын
Amaro
@nayanikabhattacharya4858 Жыл бұрын
পথের দাবীর কোন তুলনা হয় না অসাধারন উপন্যাস
@manidipamallick8950 Жыл бұрын
শরৎচন্দ্র আমার প্রিয় সাহিত্যিক , ওঁনার লেখা আমার কাছে কোনোদিন ই পুরোনো হবার নয় !🙏
শরৎ চন্দ্রের লেখা পড়তে গিয়ে বহু বার কান্না করেছি,বহুবার হেসেছি l তার লেখার মধ্যে তৎকালীন যে সামাজিক চিত্র ফুটে উঠেছে সেটা বর্তমান সমাজের সাথে অনেক মিল। তার লেখার মধ্যে প্রেম,বিরহ, দাম্পত্য সুখ , কলহ ,সামাজিক বিবাদ ,শোষক,শোষিত ,সংস্কার,কুসংস্কার ইত্যাদি সবরকমের জীবনের উপাদান আছে। সারা পৃথিবীতে এত ভালোবাসা পাওয়া লেখক বোধ হয় দ্বিতীয় নেই ।
@umashankarghosh57429 ай бұрын
Victor Hugo is another example
@syedhabib6368 ай бұрын
kzbin.info/www/bejne/jprLopKrhM-imqM
@DipakBose-bq1vv8 ай бұрын
কান্না করেছি, is not Bengali. You are writing like Muslim Bengalis or Bangladeshis.
@mrzorrombo8 ай бұрын
@@DipakBose-bq1vv ওটা কান্নাকাটির short form 😉. এতটা ক্রিটিক্যাল হবেন না। মুসলমান বাঙালি বা বাংলাদেশীরা কি বাঙালি নন? নাকি তাদের বাংলা বাংলা নয়? একই ভাষা বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়, তাতে আমাদের কানে লাগতে পারে, কিন্তু সেই ব্যক্তিটির কাছে এটা তার মাতৃভাষা, সুতরাং অতি প্রিয়। হিন্দিতে একটি কথা আছে घाट घाट पर बदले पानी, कोस कोस पर बानी। একটি ভাষার যত প্রসার হয়, স্বাভাবিক ভাবেই তত পরিবর্তনও হয়। Take it in your stride 🙏🏼
@shilpigayen18547 ай бұрын
@@DipakBose-bq1vv এত ছোট মানসিকতার লোককে স্বধর্মী ভাবতে ভালো লাগে না।
@parimalsarkar133 Жыл бұрын
অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব লেখাই আমার কাছে খুব প্রিয়। এমন দরদী লেখক আর হবে না। মহান কালজয়ী কথাশিল্পী কে আমার সহস্র প্রণাম 🙏🙏🙏
@bunchoffact Жыл бұрын
Thank you for your information
@zz-ly4qd Жыл бұрын
সরতচন্দ্র ( বানান বাদ) রবীন্দ্রনাথ এর থেকে অনেক বেটার রাইটার। রবীন্দ্রনাথের দর্শন বেটার। কবিতা লিখলে রবির থেকে বেসী ভালো লিখতে পারতেন ।
@saktiprasadchakrabarti8983 Жыл бұрын
অমর কথা শিল্পী আমার প্রিয় তম লেখক। তাকে জানাই আমার প্রনাম।
@amarnathchattaraj8293 Жыл бұрын
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধএ তাঁর লেখা বই পড়ে চিনেছি। তখন শরৎ সাহিত্য সমাজে ভীষণ সমাদৃত হয়েছিল, তাঁর লেখা গল্পের উপর সিনেমা দেখার হুড়োহুড়ি লেগে যেত।বাংলা সাহিত্যেরে শ্রষ্ঠ লেখক বলে মনে করি।❤🙏🙏🙏😢
@malayray6586 Жыл бұрын
পরিবেশনাটি ভালো লাগলো। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ও উপন্যাসের ভক্ত আমি ছাড়াও নতুন প্রজন্মের ছাড়া সকলেই। তবে নেপথ্য বাজনা কথা শুনতে অসুবিধার সৃষ্টি করে।
@nirmalmukhopadhyay2611Ай бұрын
@@malayray6586 ভুল পরিবেশনা।
@matilaldebnath3429 Жыл бұрын
শরৎচন্দ্র একজন সর্বসাধারণের লেখক ।
@satyamdatta3265 ай бұрын
Hundred percent correct statement
@abuhenamostafakamal5029 Жыл бұрын
আমার সবচেয়ে প্রিয় লেখক তিনি। আমি নিজেও লিখি,তাতে শরৎ চন্দ্রের প্রভাব অস্বীকার করতে পারিনা।
@bunchoffact Жыл бұрын
Thank you for your information
@bangshibadandas49194 ай бұрын
কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে , তাঁর সাহিত্য সৃষ্টির জন্য অজস্র ধন্যবাদ জানাই, প্রণাম হে সাহিত্যিক।
@shailamannan68259 ай бұрын
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী তুলে ধববার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ !
@gurupadarang2071 Жыл бұрын
" যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে, দেশের মৃত্তিকা হতে নিল যারে হরি দেশের হৃদয় তারে রাখিয়াছে ধরি!"
@supriyamukhopadhyay67142 ай бұрын
... রাখিয়াছে বরি।
@mdaliazgarhossain44989 ай бұрын
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যতোবড় সাহিত্যক, ততো বড়, মনস্তাত্ত্বিক ও দেশ প্রেমিক।
@hanchmartynned9119 Жыл бұрын
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্যোপাধ্যায়।কেনো জানিনা আমার কাছে কবিগুরুর চাইতে শরৎচন্দ্রের লেখা বেশি ভালো লাগে।এরকম একজন লেখক বিদেশের মাটিতে জন্মালে আমার মনে হয় অনেক উচু আসন পেতেন।
@davebhaumik5455 Жыл бұрын
You have said a…very powerful statement regarding our Katha Shilpi. I agree with you 100%. I always loved and still loving our Katha Siloi.
@sangeetaseal3358 Жыл бұрын
। এই একই কথা শরৎচন্দ্রকে একজন বলেছিল, তার উত্তরের শরৎচন্দ্র বলেছিলেন, তোমার বোঝার ক্ষমতা হয়নি, আমি লিখি তোমাদের জন্য তাই তোমাদের এত ভালো লাগে, আর উনি লেখেন আমাদের জন্য, যা তোমাদের মাথায় ঢুকবে না।রবীন্দ্রনাথ সবার জন্য নয়,,,,,,
@AkashBose-dc9pt Жыл бұрын
@@sangeetaseal3358Akdm Thik
@hanchmartynned9119 Жыл бұрын
@@davebhaumik5455 Thanks
@Nandakumar123339 ай бұрын
সঠিক মূল্যায়ন ।
@malaykumarroy26098 ай бұрын
প্রতিবেদনটি তথ্যসমৃদ্ধ। বেশ ভালো লাগলো।
@ilaghosh41258 ай бұрын
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ লেখা যা সাধারণ মহিলা যাতে বুঝতে পারেন বা পড়তে পারেন সেই জন্য সরল ভাষায় প্রকাশ করেছেন। সেই জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকের ঘরের মানুষ হয়ে গিয়ে ছিলেন।
@scmandalscm4 ай бұрын
রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজ প্রীতির আরো একটা প্রমান পাওয়া গেলো
@SoumyaDey-e2p8 ай бұрын
Khub bhalo laglo 👏👏👏
@ferdoushirahaman1723 Жыл бұрын
সারা জীবন শরৎ সাহিত্য তে মগ্ন থাকবো।
@dilipgoswami55639 ай бұрын
কালজয়ী শরত চট্টোপাধ্যায় আমার খুব পিয়ানো লেখক ওনার সব রচনাই মনে দাগকেটে তায়।ভগবানের কাছে কামনা করি ওনার মতো কথাশিল্পীর আমাদেরদেশে আবার আবিভাব ঘটে।ওনার চরণেআমার শত কোটি পণাম।
@nirmalmukhopadhyay26112 ай бұрын
পিয়ানো লেখক মানে কী ভাই?
@achintyabiswas5388 Жыл бұрын
Sarat Chandra was aware of the atrocities of British rules but Rabindranath had to wait for Jaliwanabag. Sarat Chandra was better human lover
@shiprasen1042 Жыл бұрын
Pather Dabi published on 1926 and Jallianwala tragedy dated 1919.check the date then comment Tagore wrote Gora which was based upon sense of humanity which crossed the limits of religion n racialism. The book was banned. Film was boxed did not see light.
@krishnabhattacharya86684 ай бұрын
যথেষ্ট সমৃদ্ধ হলাম ।ধন্যবাদ
@sadhanasadhu272 Жыл бұрын
পেছনে বাজনার কোন দরকার পড়ে না। ভালো র চেয়ে মন্দ ই লাগে বেশি।
@pannalalganguly6085 Жыл бұрын
আমি ও তাই মনে করি
@craftbd4574 Жыл бұрын
আমার ত ভাল লাগছে, তবে আরো একটু কম আওয়াজ হলে ভাল
@sankarbijoychakraborty5144 Жыл бұрын
একেবারে সত্যি কথা
@c.k.mukherjee8725 Жыл бұрын
Akdom 😊😊😊
@sutapa_chatterjee Жыл бұрын
Khub I bhalo laglo. Somriddho holam
@gobindachandraroy4003 Жыл бұрын
এই মহান মানবদরদী বাংলার আশ্চর্য সন্তানের মহান সাহিত্য কীর্তি যিনি পড়েন নি, সেই সাহিত্যের স্বাদ যিনি আস্বাদন করেন নি, তিনি জীবনের বহু কিছু থেকে বঞ্চিত থেকেছেন। সেই রত্নভান্ডারের খোঁজ যিনি পেয়েছেন, তাঁর জীবন দর্শন বহু কিছু পরিবর্তন হতে বাধ্য।
@nabakishoremahato8275 Жыл бұрын
Absolutely correct
@mojammelhossain71627 ай бұрын
রবীন্দ্রনাথের ইংরেজ প্রীতির অনেক প্রমান আছে!
@meghchau16 ай бұрын
তাই বুঝি জালিয়ানওয়ালাবাগ কান্ডের পর ইংরেজদের দেওয়া "নাইট" (বা "স্যার") উপাধি ফিরিয়ে দিয়েছিলেন ?
@Sanhi-rs1sn2 ай бұрын
Ar apnader hotat gore otha Rabindra opritir-o dher dher praman apnara diye cholechhen.Age manushtake janun,sudhu sahitya ba geet rochona noi nijer jomidaritte projader jonno ki ki korechhilen khobor nin...Tarpor ar nijer-i eisob ojouktik kotha bolte valo lagbena
@ashiskumarmukhopadhyay17812 ай бұрын
Oh! Is it so ? Let us enrich with your profound knowledge.
@supravatbanerjee7939 Жыл бұрын
দারুন লাগলো। এক মণিষীর জীবনের শেষ পরিণতি আপনার এই মূলবান পোষ্ট থেকে।
@krishnabhattacharya86684 ай бұрын
যথেষ্ট সমৃদ্ধ হলাম ।ধ্যবাদ
@HarunUrRashid-g6m2 ай бұрын
😢 শরৎ বাংলা সাহিত্যের জন্য একজন শক্তিশালী লেখক।
@SalmaSultana-rb7kg9 ай бұрын
"পথের দাবী " উপন্যাসের সব্যসাচী চরিত্র টি আমৃত্যু মনে থাকবে।
সবটা স্পষ্ট তর জেনে আপ্লুত -- - তাহাদের প্রণাম!! কবি গুরু - কালজয়ী কথা সাহিত্যিক ভক্ত- শ্রোতাদের তরফ থেকে আমি কৃতজ্ঞ ধন্যবাদ !
@anindyabhattacharya840 Жыл бұрын
খুব ভালো লাগলো। কিছু অজানা জিনিসও জানলাম। ধন্যবাদ।
@bijanchaudhuri2346 Жыл бұрын
Bring muchmore stories of these great men who r ever green in the society.
@SyedKarim-m8n6 ай бұрын
SARAT CHATERJEE Was one of my Best Novelist and his Writings have Touched me and have influence me somewhat in my own life, but I have not became one of his characters anyway . But I did read most of his Books and enjoyed every one them and he will be in my heart ❤️ and memories for Ever . As one of Most Powerful Novelist in Bengal Literature for Ever . He might have disappeared physically, but is ALIVE in his writings for ever .
@SubhasreeB-ws5pv8 ай бұрын
খুব ভালো লাগলো এই প্রতিবেদন। মিউজিক দিলে শোনার ডিস্টার্ব হয়।
@indranichakraborty4803 Жыл бұрын
সত্যই বাজনাটা ভীষণই অপ্রাসঙ্গিক।
@bunchoffact Жыл бұрын
sorry for the inconvience
@biswanathdey9592 ай бұрын
আমার খুব প্রিয় এক জন মানুষ, আমি ভাষায় প্রকাশ করতে পারি না l সত্যটা সত্য করে বলতে লজ্জা করেন না 🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@MRDINO-wb3hm8 ай бұрын
প্রিয় উপন্যাসিক।
@sutapabanerjee8116 Жыл бұрын
কথাশিল্পির জীবনী শুনে সমৃদ্ধ হলাম।
@zahurulhaq3294 Жыл бұрын
Sarat Chandra Chattapadhyay's fiction rich in all the necessary aspects of human life remains immortal even in this age like a living witness. মানুষের জীবনের প্রয়োজনীয় সব রকমের উপাদানে সমৃদ্ধ শরৎ কথাসাহিত্য এ যুগেও চির অমর হয়ে আছে জীবন্ত স্বাক্ষীর মতো।
@sibpadasarkar1386 ай бұрын
খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাই।
@sudiproy96207 ай бұрын
ASaaaaaaaaaaaaaaadharon laglo apnar katha.
@sukantaroy37658 ай бұрын
Very good information
@hossenahmed16848 ай бұрын
রবীন্দ্রনাথ স্বার্থপর হিংসুটে কবি ছিলেন ।অথচ শরৎচন্দ্র ছিলেন অনেক উচ্চতরের কবি।এবং সত
@meghchau16 ай бұрын
শরৎচন্দ্র কবি ছিলেন ? আর রবীন্দ্রনাথ যে "স্বার্থপর ও হিংসুটে" ছিলেন এমন কথা কোথায় পেলেন বা কিভাবে জানলেন সেটা জানালে বাধিত হবো ।
@mdrezaulkarim5066 Жыл бұрын
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এর এক কথায় জুড়ি মেলা ভার। সাঁইথিয়া বীরভূম।🇮🇳
@Bikramjit-m1n Жыл бұрын
খুব ভালো লাগলো।
@snehasissamanta4171 Жыл бұрын
Sarat chandra till today can't be compare with others writer.His writing give us peace happiness forever.He is the best....
@arunavamaitra41068 ай бұрын
Interesting information. Thank you for this !!
@sujitbabu7567 Жыл бұрын
অনেক কিছুজানলাম ধন্যবাদ
@sanjoythakur9425 ай бұрын
One and only writer in India.
@golammahiuddinkazi4510 Жыл бұрын
আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে। আমি ঐ পানিতিরাশ্র হাই স্কুল এর হেট টিচারের মেয়ে। আমি এখন কলকাতা থাকি। আমার বাড়ি কল্যাণ পুর গ্রাম। আমি খুব ভালো করে জানি এবং পছন্দ করি ঐ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে। উনি হলেন বাংলার বিখ্যাত কবি বা পাঠকের জন্য বিখ্যাত। আমার খুব ভালো লাগলো আপনার পানিতারাস বলে তার পর সামতা বেড়ে বলা তে। অনেকের ভিডিও দেখেছি। কিনতু কেউ পানিতারাস বলতে সুনিনি। সামতা বলে ভিডিও বানিয়ে আমাদের বুঝিয়ে দেয়। এই আপনার ভিডিও তে এই রকম কথা শুনতে পাই। তাই আমি খুব খুশি হয়ে কমেন্ট বক্সে লিখে দিলাম। আমি এবং আমরা সবাই জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বাড়িটি পানিতারাসে। আপনার বক্তব্য শুনে খুব ভালো লাগলো ধন্য বাদ ভাই সত্য কথা বলার জন্য।
@Drubo9997 ай бұрын
Apnar comment pore Valo laglo ,,,unar lekhoni vishon Valo lage,,,,,lekhok poribarer k k ace bortaman a ,, bolben ki ???
@sanchitadutta7075Ай бұрын
জানতে পারলাম অনেক কিছু।
@taritmandal7232 Жыл бұрын
'KATHASILPI ' Sarat Chandra Chottopadhya was one of the best social reformer especially ❤ for the shake of backward people. I am very proud for him ❤😢. So I pray to God for heavenly peace to him.
@biswaruppaul8841 Жыл бұрын
Ami Bangla bhasha podte janina kintu Banglar mati r loker proti khub tan. Khub bhalo laglo.
@evanthebustard1871 Жыл бұрын
উনার দেবদাস ফিলিম আমার খুব ভালো লেগেছে।দারুন ! টিরাজিক ছবি।
@NabadutChakrabarty5 ай бұрын
Sarat Chandra is a great writer,no compare other's
@juranchandrabarai6275 Жыл бұрын
Very importent bio-data of ethical human being .
@BijanDas-xo5yh8 ай бұрын
শরৎচন্দ্র আমার প্রিয় লেখক বারবার ওনার বই পড়তে ভালো লাগে
@bunchoffact8 ай бұрын
amader others video gulo monojog sohokare dekhben
@DebendraNathmuktiar-dx5pb Жыл бұрын
Extremely valuable news item
@sauravsarkar8522 Жыл бұрын
A very powerful author, close to ground , very courageous with diverse life experience....all these gave his writing an altogether different dimension
@RsYeamin-lq7qw7 ай бұрын
Devdas is the Best story & movie in the world😭💔🥀
@barnaleebhattacharya276 Жыл бұрын
চমৎকার
@MDYeahia-cz5nr8 ай бұрын
❤❤amar favouriteik jini somajke niye likechen devdass tar sresto uponnash kaljoyi kotha sahittik tar moto somajke niye aaj porjonto keu likeni❤❤❤I love shorotchandro Chattopadhyay ❤❤
@meleshahinasultanamele35238 ай бұрын
আমি ওনার লেখা অনেক পড়েছি সেই ক্লাস সেভেনে থেকে। আমার প্রিয় লেখক আমি ছোট বেলায় ওনার একটা ছবি এঁকেছিলাম।❤❤
@bakibillahjamaddar97384 ай бұрын
❤ Sharat Chandra chattopadhyay
@narayanchattopadhyay1956 Жыл бұрын
My favourite writer ,novelist is still Sarat Chandra Chattopadhyay.
@subhashdutta3694 Жыл бұрын
Ato kichu jantam na. Bhalo legeche.
@bunchoffact Жыл бұрын
Thank you for your information
@sanjibbiswas3202 Жыл бұрын
খুব সুন্দর !
@irasengupta5115 Жыл бұрын
প্রিয় লেখক কে শ্রদ্ধা জানাই। অনেক কিছু জানলাম। দারুণ ভিডিও।
@bunchoffact Жыл бұрын
Thank you for your information👏 **
@nm3247 Жыл бұрын
Ravindranath is still an unparalleled talent. He was not only a writer but an all rounder… poet artist song lyricist musician even was a good cook. Whereas Saratcjandra was only an excellent writer. Ravindranath is of different level cannot be compared with any other contemporaries. Ravindranath had future visions… he penned several things with deep inner meaning and those were ahead of times whereas Saratchandra was only a very good story writer that’s it.
@Nandakumar123339 ай бұрын
I am agree with you.
@ছোটগল্পেরভান্ডার Жыл бұрын
খুব ভালো লাগলো
@prasantapathak77247 ай бұрын
Vdota tathyobahul bole bhalo laglo. Rabindranath ar Sharatchandrer manasikatay anek tafat. Prothom jon diplomatic ar ditiyojan sangrami. Sharatchandra sarbojaner. Robindranath sarbojaner non. Tabe Sharatchandrer khub ahonkar chhilo ar onar takar proti khub lobh chhilo. Taar lekha abosyo khub sahojei pathaker moner moddhe pounchhe jaay. Dui lekhakee adwitiyo.
@md.lokmanrana4927 Жыл бұрын
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@bunchoffact Жыл бұрын
Thank you .plz watch others video
@debapriyomitter6320 Жыл бұрын
Whereas Rabindranath transcended the harsh realities of life to their more philosophical and idealistic forms, Saratchandra portrayed the harsh realities of life in their exact harsh and real forms. Having said this, both were unique in their own ways of literary expression and were and are among the best and the brightest in Bengal's and India's literary landscape for all times.
@apubiw1923 Жыл бұрын
শরৎচন্দ্র ভালো
@radhaburma5308 Жыл бұрын
Amar prio lekhak. 🙏
@ritadutta3473 Жыл бұрын
Khub sundor 🙏
@ritadutta3473 Жыл бұрын
Khub sundor 🙏 w
@jayantisarkar884 Жыл бұрын
Aamar visan vlo laglo
@yeasinalikhokon4365 Жыл бұрын
দেবদাস গল্প পড়ার আমি অসুস্থ হয়েছি, আমার কোখনই কোন গল্প পড়ে এমনটা হয়নি, আর শরৎচন্দ্র অনেক আগেই আমার মনে জায়গা করে নিয়েছে।
@bunchoffact Жыл бұрын
Thanks
@Nandakumar123339 ай бұрын
শরৎচন্দ্রের নিজের কাছে দেবদাস ছিল কাঁচা লেখা । তিনি প্রথমে ওটা ছাপতে চাননি ।
@sudipbhaumik73318 ай бұрын
Saratbabu himself did not like it. He reportedly did not want it to get published. He perhaps disliked that coward alcoholic.
@abnayem4099Күн бұрын
সেরা
@manjur-a-moula538 ай бұрын
আমি বাংলাদেশ থেকে। আমার ছন্মনাম 'বিপ্রদাস' শরৎ সাহিত্য থেকে অনুপ্রাণিত।
@indranideb3958 ай бұрын
মহা মানব প্রণাম তোমায় ❤🙏🌹❤️
@prasantamukherjee42564 ай бұрын
Sarat chandra is one of the best writers in Bengali literature.
@suvrogamingff197720 күн бұрын
My favourite writer.
@kobimahabuburrahmangandu45372 ай бұрын
শরৎ বাবুর মত এমন একজন লেখক বাংলার বুকে আর আসবেন কিনা আল্লাহ ব্যতীত কেউ বলতে পারবে না।
@kalyanchatterjee1816 Жыл бұрын
রবীন্দ্রনাথ সাররচন্দ্র কে সহ্য করতে পারতেন না কথাটি ঠিক বলা হয়নি। ক্যাপশন a এরকম লেখা উচিত নয়। আপনাদের knowledge খুব লিমিটেড। Information দিন। মন্তব্য কম করুন।
@shiprasen1042 Жыл бұрын
Thik bolechen dui jon respectable ebang bigoto manush ke niye charcha sabdhane kora uchit.
@debasisbose4542 Жыл бұрын
একমত ।
@romasinharoy44718 ай бұрын
Ekdom tai.... sobcheye bhalo comment to Rabindranath e korechen
@rinkieghosh37828 ай бұрын
সত্যি ই তো দুজনেই নমস্য ব্যক্তি
@rinkieghosh37828 ай бұрын
শরৎচন্দ্র বাবুর সব গল্প ই অসাধারণ অথচ কী সহজ ও সরল ভাবে লিখিত
@gautamnath18977 ай бұрын
Sei janyo onake kothasilpi bola hoi. Onar lekha Mahesh ek apurba kahini jeta amader pathya pustoke chhilo. Seta porte geleo mon bisanna hoye jai.
অমর শিল্পীর কথা শুনলাম খুব ভালো লাগলো। একটা অনুরোধ - যদি Background Music একটু কমিয়ে রেকর্ডিং করেন ভালো হয়।
@bunchoffact Жыл бұрын
Thank you for your information
@santanukoner14458 ай бұрын
@@bunchoffactএর মানে কি?? পশ্চাতে যে টিং চলছে কথায় মনযোগ দিতে পারা যাচ্ছে না
@radhagobindasaudagar35308 ай бұрын
Saratchandra s all the romantic novels have been translated or enacted in many Indian languages. The first part of rajlakshmi o sreekanta was printed by Oxford University Press in England. His literature is so attractive that a reader cannot help controlling tears of emotion while reading the book from the beginning to end. But alas! The youtube has banished almost all the earlier movies away. This is painful to watchers. I think, Saratchandra also was to have Nobel Prize for his unparall gift in literature.
@DrighangchooPandit2 ай бұрын
Please stop the background music .
@tanmoy333908 ай бұрын
আমার প্রিয় লেখক!
@SeraSahityo8 ай бұрын
Subscribe korlam
@topicsandopinions5818 Жыл бұрын
"কেনো তাকে রবীন্দ্রনাথ সহ্য করতে পারতো না ' এ কেমন ভাষা !
@shiprasen1042 Жыл бұрын
Rabindranath Sarat chandra ke tolerate korten na e kotha baseless.
@-ey8vb6 ай бұрын
@@shiprasen1042 একদমই সত্যি। এইসব লেখা হচ্ছে আসর জমিয়ে টি আরও পি /ফলোয়ার বাড়ানো👎👎 'পারতো না 😮 Tolerate = সহ্য করা Baseless = ভিত্তিহীন।