যৌবনের মধ্য গগনেই আপনি হৃদয়ের গভীরের অতলান্তিক সমুদ্রের অতলে ডুব দিয়ে তুলে আনছেন অনুভূতির মনি মুক্তো। Hats off to you👍🏼 What I'm really missing is: কৌশিকী - শৌনকের যৌথ প্রয়াস। আপনাদের সেই অশ্রুত (এখনও পর্যন্ত) যুগলবন্দীর কথা ভাবলেই আমার হৃদয়ের একূল, ওকূল - দুকূল ভেসে যায় ……!! ‘চিন্তক’ আর ‘সখী’ সম্মেলনের আশায় পথ চেয়ে রইলাম।
@doraroy17702 жыл бұрын
বেঁচে থাকো একশো বছর এই আশীর্বাদ করি। এমন কণ্ঠস্বর ঈশ্বরের অবদান।মন ভরে গেল 🌹🌹🌹
@promidebnath62835 жыл бұрын
আমার বন্ধুরা এসব গান গাওয়া তো দূরের কথা শুনতেও পছন্দ করে না।এমনকী আমার প্রজন্মের বেশীরভাগ মানুষও এধরণের গান পছন্দ করে না। কিন্তু এদের মাঝের একজন হয়েও আমি গোত্র ছাড়া কারণ আমার এধরণের গানই সবচেয়ে বেশী ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ রবীন্দ্র ও রাগকে এক সাথে শোনানোর জন্য।
@SONGSOUNAK4 жыл бұрын
Apnake oshongkho dhonyobaad ! ~ S
@dipakbanerjee62364 жыл бұрын
Sounak er gala & gayaki Attanta kothin siksha & Ruchir fasal. Or uttorottor sribridhi kamona kori. Tabe aktai anurodh Pa jeno matite thake.
আমার অসম্ভব এক পছন্দের শিল্পী। অত্যন্ত তৈরী গলা এবং প্রত্যেকটি গানের ওপরে নিখুঁত নিয়ন্ত্রণ ! অনেক বেশী জনপ্রিয়তা প্রাপ্য ওঁর।
@sabitachakraborty35118 ай бұрын
Haa thik bolechen . Amaro khub pochonder❤❤❤❤❤
@deepakbanerjee81684 жыл бұрын
আপনার গান হঠাৎ শোনা,।আর চমকে ওঠা; এতদিন কেন সন্ধান পাইনি। দেরিতে এসেছেন, কিন্তু ভরিয়ে দিয়েছেন।
@sandeeplaha90923 жыл бұрын
.
@sandeeplaha90923 жыл бұрын
.
@sandeeplaha90923 жыл бұрын
A.aa@
@sandeeplaha90923 жыл бұрын
.aq.aqq.a
@sandeeplaha90923 жыл бұрын
A.
@bahitra6 жыл бұрын
Onek din por contemporary kono shilpi'r gaan consistently ato bhaalo laagchhey !!!!! Rabindra-shongeet e bhaab-er obhibyakti bhaari shundor, aar shastriyo base ak kothay onobodyo !!!!! Chena gaan ke notun bhaabey chinchhi.
@SONGSOUNAK5 жыл бұрын
apnake ojosro dhonyobaad ! ~ Sounak
@ssen855 жыл бұрын
এবারে কলকাতা গিয়ে আপনার গান লাইভ শোনার সুযোগ পেলাম (অভ্যুদয় সোসাইটির অনুষ্ঠান এ ) . আবার নতুন করে আপনার কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও গানের রেশ থেকে গেলো। আশা করি আপনার গান এভাবেই সবাই কে আনন্দ দিতে থাকুক। শুভেচ্ছা রইল।
@SONGSOUNAK5 жыл бұрын
Apnake Oshongkho dhonyobaad ! :) ~ Sounak.
@keyabhattacharya65243 жыл бұрын
তোমার গলা মন প্রাণ জুড়িয়ে দিচ্ছ ভাই বলার ভাষা নেই ভগবান তোমার মঙ্গল করুক তুমি আরো গান গাও আমাদের আনন্দ দাও জীবনে অনেক বড় হও অনেক উঁচুতে উঠবে তুমি আশীর্বাদ করি
ভালোলাগা প্রকাশ করার কোনো ভাষা নেই। এক আকাশ ভালোবাসা প্রিয় গায়ক ।
@shilpisaha41512 жыл бұрын
একজন বন্ধুর সৌজন্যে একবার আমার সুযোগ হয়েছিল সামনে দর্শকের আসনে বসে ওনার গান শুনার।টিভিতেও পরে শুনেছি।আজকে ভিডিও আবিষ্কার করে খুব আনন্দ পেলাম।ক্লাসিক্যাল মিউজিক কে উনি সাধারণের জন্যে entertaining er পর্যায়ে নিয়ে এসেছেন।ভয়েস মিউজিক সুর ভিডিও editing সব মিলিয়ে অনবদ্য।ভালো থাকুন।শুভকামনা রইলো
@chandrimazmuzicalz6 жыл бұрын
GAHANA KUSUMA KUNJA MAJHE..... whenever whoever wherever listens it... just gets lost in the melody of the song... its beyond words beautiful... "saiyan mora gayo bides"... "chhup jaa o chanda" each and every part is just.... too too too beautiful...
@shree3636 жыл бұрын
Chandrima Mukherjee Moreeee than perfectttt……
@SONGSOUNAK6 жыл бұрын
Thank you !
@chandrimazmuzicalz5 жыл бұрын
@@SONGSOUNAK dada... Don't mention....
@lishakunduchowdhury66312 жыл бұрын
রেডিওতে প্রথমবার আপনার গান শুনি। "আজি দখিন দুয়ার খোলা"। মন ছুঁয়ে গিয়েছিল। গায়কের নাম জানতাম না তখন। তার পর প্রথম স্মার্ট ফোন পেলাম। খালি ওই গানটাই সার্চ করতাম, শুধু প্রিয় গায়কের নামটি জানব বলে। একদিন খুঁজতে খুঁজতে পরশপাথর মিলল। অনেক ভালো থাকুন আপনি। এভাবেই প্রানের কবির গানগুলো কে আরও সুন্দর করে তুলুন। প্রনাম নেবেন আমার❤ 🥰❤
@aparnaguhathakurta9712 Жыл бұрын
অনবদ্য। অপূর্ব নিবেদন। এতো অপূর্ব মিশে যায় রাগের সাথে রবীন্দ্র সংগীত। সবার ক্ষেত্রে যা হয় না। আনন্দ।
@Priyangboda10152 жыл бұрын
কি চমৎকার ❤️❤️ দ্বিতীয় গানটি দিনে ১০ বার শুনতেই হয় আমার৷ এত সুন্দর তবলা সঙ্গত🥰
@swarnendudas33864 жыл бұрын
মনে হয় সারাক্ষণ বসে শুধু শুনতেই থাকি... কি অসাধারণ সৃষ্টি কবির..
Apnake oshongkho dhonyobaad o kritogyota ! ~ Sounak.
@ranjankumarbanerjee9184 жыл бұрын
রাগ, অনুরাগ ও শৌনকের অপূর্ব পরিবেশন। খুব সুন্দর।
@madhusreetagore24136 жыл бұрын
অনুরাগ, fantastic fusion,তবলা ছোট্ট লহরা was mind blowing,so for .বাঁশী এবং সেতার।
@SONGSOUNAK6 жыл бұрын
Dhonyobaad ! ~ Sounak.
@krishnasinha2292 Жыл бұрын
যারা পছন্দ করে না তাদের এ গান গাওয়া সাধ্যের বাইরে। আঙ্গুর ফল টক। স্বয়ং রবীন্দ্রনাথ এই রাগের উপর সুর দিয়েছেন।।আমরা কতদিন আর অচলায়তন হয়ে থাকবো! সৌনক কে ধন্যবাদ।
@souradipbanerjee13122 жыл бұрын
গহন কুসুম কুঞ্জমাঝে আমার অতীপ্রিয় একটি গান, বিশেষ করে সৌনকদার কণ্ঠে 💕💓
@rachanachoudhuri4960 Жыл бұрын
রবীন্দ্র সংগীতের সাথে উচ্চাঙ্গ সংগীতের পরিবেশন মন প্রাণ ভরিয়ে দিলো। মা সরস্বতীর বর পুত্র আপনি।
@Mou_er_Kitchen11 ай бұрын
Darun gailen gara gan bojhena tader kotha alada 😂
@poulamideymajumdar98037 ай бұрын
😢😢😅❤😂😂🎉😢😢🎉😮😅😮😅@@Mou_er_Kitchen
@parthasaha26883 жыл бұрын
রাবীন্দ্রিক প্রেমের অপূর্ণ স্পর্শে প্রথম পরিচয় - আপনার কন্ঠের সাথে, আপনার কন্ঠে রবীন্দ্রনাথের সাথে। যার হাত ধরে এই পরিচয়পর্ব সে হারিয়ে গেলেও তার রেখে যাওয়া স্মৃতি স্মারক হয়ে আছে মুহূর্তগুলো, রাগ ও রবীন্দ্রসংগীতে প্রেম - অনুরাগ!
@samarpitamukherjee91703 жыл бұрын
খুবই সুন্দর প্রকাশ
@prabritdas25316 жыл бұрын
হারিয়ে যাওয়া সেই সুর .... মাটির টানে , মাটির গানে .... অসাধারণ অনবদ্য .... ধন্যবাদ শৌনক স্যার এবং আশা অডিও .... পুরোনো সেই স্বর্নালী সুরের ঝর্ণা নূতন রূপে সৃষ্টির জন্য ....
@SONGSOUNAK6 жыл бұрын
Apnake sohongkho dhonyobaad ! ~ Sounak.
@polashcorraya48053 жыл бұрын
দাদা,তিন বছর হয়ে গেল। যত বার শুনি ততবারই নতুন লাগে। এ-ই রকম রাগ মৃশ্রন নতুন আরো এলবাম শুনতে চাই। ধন্যবাদ।
@nilimachatterjee19106 жыл бұрын
সব কটি গানই বড়ই শ্রুতিমধুরভাবে গেয়েছেন শৌনক, রাগপ্রধানে যেমন পারদর্শী, রবীন্দ্রসঙ্গীতেও তেমনই সাবলীল, গলাটিও খুব মিষ্টি! সব মিলিয়ে মন-ভাল-করা গান গেয়েছেন!
@SONGSOUNAK6 жыл бұрын
Onek Dhonyobaad ! ~ Sounak
@mukulsarkar9532 Жыл бұрын
আজকের সকাল যেন শেষ না হয়। আহঃ প্রান জুড়িয়ে গেল ধন্য গর্ভধারিনী। পায়ে শতকোটি প্রনাম।
@chandramabiswas74422 жыл бұрын
এতো সুন্দর গেয়েছ তুমি কি বলবো , কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা। ঠাকুর তোমার সর্বাঙ্গীন মঙ্গল করুন।
@anasuyaray20243 жыл бұрын
শ্রবণের আরাম , প্রাণের শান্তি.... Experiments অনেক হয় , কিন্তু এ কথা সর্বতোভাবে সত্যি যে এমন সুন্দর স্বাভাবিক ভাবে অথচ নতুনত্বের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত কে represent করা শাস্ত্রীয় তালিম ছাড়া সম্ভব নয়.. এর কোনো তুলনা নেই । নতুন হলেও এ চির সনাতন ... তাইই এত সুন্দর ... Salutes 🙏
@susmitadattaray77472 жыл бұрын
sounok er galar madhurjo khub e sundar, devotional gan theke Rabindrasangeet, ragasrayee sab e asadharan, shrutimadhur 👌❤
@chandranathchatterjee90294 жыл бұрын
Ae projanmer Rabindr sangeet, semi classical classical music r hero amaar mone hoy. Thanks for uploading.
@abhijitgoswami91455 жыл бұрын
শৌনক এককথায় অনন্য অসাধারণ । আমি তোমার অন্যতম শ্রোতা ।
@SONGSOUNAK5 жыл бұрын
Apnake dhonyobad ! ~ Sounak
@simanacharea93692 жыл бұрын
ভীষণ মনখারাপেও মন ভালো করে দেওয়া গান।মুগ্ধতা একরাশ।
@supriyabiswas63732 жыл бұрын
Original and intelligent presentation of mixture of Tagore and Classical music. Singer’s refreshing voice is extremely pleasing.
@animeshghosh49509 ай бұрын
অসাধারণ। কতবার যে শুনলাম, তবুও মনে হয় আবার শুনি। কী অসাধারণ গায়কী। আরও অনেক এরকম ফিউশন শোনার ইচ্ছা রইল।
@jayshreechakraborty63774 жыл бұрын
মন জুড়িয়ে গেল। একটা রবীন্দ্র সঙ্গীতের mood এর সাথে corresponding রাগের mood এ'র এত natural blend !! মনে হচ্ছে গান টা ঠিক ঐ রাগ প্রধান গানের মধ্যে situated, ঐ গানের ই এক টা অঙ্গ। শিল্পী র গলার স্বর, imagination আর গায়কি সব কিছু অসাধারন। মন ভরিয়ে তুলল শিল্পীর গান।
@bijayadas8502 жыл бұрын
শৌনক তোমার গান অসাধারণ লেগেছে, বিশেষত রাগরাগিণীর ফিউশন । আরও গাইলে আমরা শুনে অনেক অনেক উপভোগ করতে পারবো ।
@papribanerjee55822 жыл бұрын
Khub valo lagar gan....sundor uposthapona
@sajan1642 жыл бұрын
অসাধারণ। আমার একান্ত ব্যক্তিগত মত, যদি কবিগুরু এই গান শুনতেন তবে ভালো না বেসে পারতেন না
@sandipanchakrabarti52702 жыл бұрын
অসাধারণ । বন্ধুরা বা কলিগ রা কি শুনতে পছন্দ বা অপছন্দ করে তা দিয়ে আমি আমার পছন্দ নির্ধারণ করিনা । আমার ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ সংগীত অপূর্ব লাগে । সঙ্গত কারণেই এই গানগুলোও অপূর্ব লাগলো । "তিনি আমার প্রাণের আরাম , মনের আনন্দ , আত্মার শান্তি " ।
@suchandradutta15942 жыл бұрын
আমি ভিষণভাবে এইরকম সংবেদনশীল গানের প্রতি অনিরক্ত। অনবদ্য.....
@nabanitamisra46076 жыл бұрын
শৌনক সবসময়ই অনবদ্য! অসাধারণ বললে কমই বলা হয়... প্রতিটা গান কে অদ্ভুত সুন্দর করে ফুটিয়ে তুলেছে... শাস্ত্রীয় সংগীত অন্য মাত্রা এনেছে...
@tistachatterjee30466 жыл бұрын
অসাধারন লাগলো শৌনক
@SONGSOUNAK6 жыл бұрын
Amar aantorik dhonyobaad janben ! ~ Sounak
@SONGSOUNAK6 жыл бұрын
Onek dhonyobaad ! ~ Sounak
@shouviknag47836 жыл бұрын
শৌনক অনবদ্য ,আমরা অনুরাগী
@nuralampannu86356 жыл бұрын
Nabanita Misra cv
@shiladityabanerjee34506 жыл бұрын
Gahana kusuma kunja majhe is Heavenly & the best presentation of this song I've ever heard. Amazing!
@SONGSOUNAK6 жыл бұрын
Thank you so much , sincerely appreciate ! ~ Sounak.
@divinecolors19466 жыл бұрын
agreed
@SONGSOUNAK5 жыл бұрын
@@divinecolors1946 Thank you too ! :) ~ Sounak
@debjitdasgupta44664 жыл бұрын
I agree also Sounak.
@manimalachakraborty55393 жыл бұрын
Keya baat. Apurba mind blowing🌹🌹🌹 asadharan. Thank you for your presentation.
@debaratidey23493 жыл бұрын
Apni khub dedicated ekjon shilpi,protyek ta word tar signature rekheche
@anirbanchakraborty95874 жыл бұрын
Khub vaalo proyas!!!! Kichhu somalochak sob samay badha dite chaibe.....kintu sesober toakka na kore egiye cholun......khub vaalo legechhe.
@arunkumarbhattacharya32544 жыл бұрын
A beautiful experiment. Rabindra Sangeet is purely classical based, that's why it has not been faded away after a century even. Your voice is melodious and classical. You can be another Ajoyda in this field. Why not? Try it. Best wishes.
@SemontiNag-t1z Жыл бұрын
Onoboddo poribeson !! Mon ta bhore galo gaan gulo sune . Amar protidiner Sokal suru hoy Ei gaan diye
@reeteshmaitra8203 жыл бұрын
There are 175 odd people who have disliked the album. I am still trying to figure out what they didn't like. The raag interpretations are beautiful and rendered asthetically . The selection of the songs are so nice. The singing is peaceful and relaxing. Therefore I can say without doubt that those people who have disliked must be completely deaf to good serene music and have no idea what class singing is. The difference between sub par performance and musical artistry is lost for them. This is musical artistry. connoisseurs if music they are definitely not. Anyways why waste precious breath on them. Let me enjoy Tagore and the beautiful performance and rendition of Shounak. Lots of good wishes for more such wonderful musical presentations.
@baadindyan3 жыл бұрын
Bhai don’t need to pay attention to these things. A few people might have just clicked a button on their phone by mistake.
@sukhendusinharoy36623 жыл бұрын
এক অন্য জগতের সন্ধান দিলে৷বড় আনন্দ পেলাম৷অপূর্ব সংমিশ্রণ৷অনুপম৷
@suparnasarkar30673 жыл бұрын
it's not just listening song but experiencing something divine...
@taritaroy21412 жыл бұрын
No words and numbers can express how much!Really i enjoyed his all songs!!N.J.
@chandnichakraborty32205 жыл бұрын
Sarthok... Aro anek gaan sonar apekkhay roilam... Dhanya Baad shounak
@SONGSOUNAK5 жыл бұрын
apnakeo Onek dhonyobaad ! ~ Sounak
@monzilachowdhury65904 жыл бұрын
This is the first time I I have listened to your songs and I became your fan already. I have never heard such a wonderful mixture of Tagore's song with classical. May God bless you .
আমরা যারা রবীন্দ্রসঙ্গীত ও নজরুল ও classical ভালবাসি তোমার গানগুলো খোলা হাওয়া নিয়ে এসেছে। আশীর্বাদ করি তোমরা অনেক উন্নতি কর।
@sunandahaldar103 Жыл бұрын
কী স্বর্গীয় পরিবেশনা ! চোখ বন্ধ শুধু অনুভব করলাম, শরীর মন জুড়িয়ে গেল ! এমন সঙ্গীতে আত্মার শুদ্ধি, উত্তোরণ ।
@jayshreesarkar73944 жыл бұрын
Shounak tumi sabsamayei anabadya, ai album ta asambhab valo, rag er aloy rabindra gaan Mon pran variye dey. Valo theko, aro aro gane bhuban bhariye dao.
@VickySingh-mi1iw3 жыл бұрын
পীযূষ কান্তি সরকারের পর এমন perfect diction এ আমি কারও গান শুনিনি। গান বুঝে গাইলে তার স্বরূপ বা আত্মা শ্রোতার কাছে উন্মোচিত হয়। আপনি পারেন। গহন কুসুম কুঞ্জ brought tears to my eyes.
@leenadas70744 жыл бұрын
Apurbo, apurbo,, age o shunechhi, kintu ajj jeno notun kore hridoy chhunye gelo gaan guli
@guptashonit6 жыл бұрын
Sounak da k pronam aar ek bar...bahu baar...
@amitadas63582 жыл бұрын
Khub sundar apanar এই প্রচেষ্টা। দারুণ লাগল। I become your fan. God bless you.
@barindranathnanda61062 жыл бұрын
দারুন গাইছ কিন্তু ভাই, গলায় এত সুর তোমার! রবীন্দ্র গানের নিখুঁত গায়কীতে নিখুঁত ভাবের প্রকাশ ;শাস্ত্রীয় মূল রাগের গায়ন শৈলী ও চমৎকার। শাস্ত্রীয় এবং রবীন্দ্র এই দুটি সংগীতের ধারাতেই তুমি বহুদূর যাবে এই আশা ই রাখি। তোমার একজন নতুন ফ্যান তৈরি হল
@thewhistleblower28273 жыл бұрын
Simply fantastic! I shall go on listening to you. You made me cry....tears of nostalgia rolling down my cheeks.
@sipradas30222 жыл бұрын
অসাধারণ!!শ্রোতার প্রাণমন ভরিয়ে দেয়া পরিবেশন, প্রেক্ষাপটে রাগের পরিবেশন গানগুলিকে আরও হৃদয়গ্রাহী করেছে। রবীন্দ্রসঙ্গীত কে এমন ভাবে গাওয়া বড় ভালো লাগল। ভবিষ্যতে দীর্ঘ দিন এমনভাবেই তোমার গান শুনতে চাই। তোমার প্রতিটি সঠিক উচ্চারণ ও প্রশ্্সার দাবী রাখে। অনেক ধন্যবাদ।
@prakashroy1552 Жыл бұрын
Excellent 👌 অসাধারণ একটি অ্যালবাম পেলাম। যেটা সর্বকলের জন্য যত্ন ও উপাভোগ করার মত