ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহঃ) অনেকের মধ্যে অন্যতম একজন আলেম ছিলেন।মহান আল্লাহর জন্য তাঁকে অনেক বেশি পছন্দ করি, মহান আল্লাহ তাঁকে জান্নাত দান করুন এবং আমাদের সবাইকে সঠিক দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমীন!!
@hemaahmed40833 жыл бұрын
আমীন
@1991alamin3 жыл бұрын
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে একজন। যেহেতু তিনি মানুষ, সেহেতু স্যারেরও ভূল থাকতে পারে। কিন্তু আমাদের উচিত নয় শুধু ভূলগুলিকে ধরে রেখে তাকে খারাপ জানা। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক পথ দেখান, আমিন।
@michaelalan55209 ай бұрын
না, ড:আবদুল্লা জাহাঈীরের আাকীদার বই-এ কোন ভুল নেই। যেহেতু উনি সঠিক,সহীহ আকীদার বই লিখেছেন, যা বর্তমান হানাফী মাজহাবের আকীদার সাথে সাংঘরষিক, বিরুদ্ধতা, বিপরীত - তাই এই অভিযোগ। কারন বর্তমান হানাফীরা ইমাম আবু হানীফার আকীদা মানে না, বিশ্বাস করেন না - - বর্তমান হানাফীরা ইমাম আবুল হাসান আশায়ারী- ইমাম আবুল মনসুর মাতুরিদী -এদের আকীদা মানে, বিশ্বাস করে। এক কথায় - বর্তমান হানাফীরা - ফিকাহ-র বিশয়ে আবু হানীফাকে মানে,ফলো করে কিনতু আকীদায় আশায়ারী- মাতুরিদী। ড: আবদুল্লাহ জাহাঈীর এর বইয়ে - আল্লাহ আরশের উপরে, কিনতু জ্ঞান, শোনা, দেখা দিয়ে তিনি সবজায়গায়। আল্লাহ র সব সিফাতকগুলো হুবুহু মানে, কোন সাদৃশ্যকরণ, তুলনা, বেখখা, রুপক অর্থ করে না। ( এটা সালাফী, আহলে হাদীস আকীদা). কিনতু আশায়ারী- মাতুরিদী আকীদা - আল্লাহ আরশে নয়, সব জায়গায় আছেন, ৭ টি সিফাতকে মানে,বাকী সিফাতগুলোর ভিন্ন অর্থ করে, বেখখা করে। এটাই মৌলিক পার্থক্য। আরোও অনেক আছে। নুরুল ইসলাম ওলিপুরির( হানাফী) ওয়াজ শুনুন - আল্লাহ সব জায়গায় আছেন। সুতরাং, আপনি এটা বলবেন না যে, ভুল থাকলে থাকতেও পারে ড: জাহাঈীর এর বইয়ে। ছোটকাঠ ভুল থাকতে পারে, কিনতু আকীদায় নয়। জনাব আহমাদুললাহ নিজেও সালাফী( আহলে হাদীস) আকীদায় বিশ্বাসী। ইমাম আবু হানীফা সহ ৪ ইমামই সালাফী আকীদায় বিশ্বাসী ছিলেন।
@gaffarmondal19947 ай бұрын
আমার প্রিয় একজন মানুষ ছিলেন ড :খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে আল্লাহতালা উনাকে উত্তম আদর্শ দিয়েছিলেন যা বর্তমানে আলেমদের নেই
আমরা স্যারের পুজারী নয়, আমরা তাকে পরিত্রাণকারীও ভাবি না। তিনি ছিলেন আমাদের আলোর দিশারী। আমাদের প্রতি সৃষ্টিকর্তার বিশেষ নিয়ামাহ। ক্ষণিকের জন্যে যিনি এসে অসংখ্য হৃদয়ে জ্বালিয়ে দিয়ে গেছেন নূরের আলোকপ্রভা❣️ শিখিয়েছেন- "ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে সহজকাজ আল্লাহর ওলী হওয়া" বলেছেন- "তোমার আল্লাহ তোমার সবচেয়ে আপন, মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তোমায়" চোখে আঙুল দিয়ে নয়, বরং হৃদয়ে নাড়া দিয়ে বুঝিয়েছেন- "দলাদলি নয়, এসো একতায়".. যিনি না আসলে হয়ত কেউ এভাবে সতর্ক করতো না, " যুবক যুবতীদের বলছি, সমাজ তোমাদের বিরুদ্ধে! সচেতন হয়ে চলবে। নামাজটা কখনো ছেড়ো না, সিনেমা হলে থাকলেও নামাজ টা পড়ে নিবে৷ একদিন এই নামাজই তোমায় সিনেমা হল থেকে বের করে আনবে!" নিজের সবচেয়ে বড় শত্রুকেও কিভাবে ভালোবেসে বন্ধু করে ফেলা যায়- ১৪০০ বছর আগের এই নববী মডেল- কে শেখাতো আমায়! পথভোলা হাজারো পথিককে ভালোবেসে রাসূলের সুন্নাহর ভালোবাসায় বিগলিত করেছে যে চিরায়ত হাসিমাখা মুখ, কিভাবে ভুলি তাঁকে......😥 রাহিমাহুল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠতম জান্নাতে অধিষ্ঠিত করুন❣️
@rasel75482 жыл бұрын
আমিন ❤️ স্যারকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। যদি বেচে থাকতো একবার মন ভরে দেখতাম 😪 আল্লাহ ওনার দ্বীনের খেদমতের উসিলায় আমাদের কে সহজ সরল ভাবে ইসলাম কে বুজার তৌফিক দান করুক। স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
@nowshinnira2116 Жыл бұрын
আমিন
@zahedkhan1830 Жыл бұрын
আমীন
@Md.MohshinAli-dc9bc Жыл бұрын
স্যারের বইগুলো এতো সাবলীলভাবে লেখা, শুধু পড়তেই ইচ্ছে করে। আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন
@rasel75482 жыл бұрын
ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
@itsMarufChy3 жыл бұрын
ভয় নাই, নাহি ভয়! মিথ্যা হইবে ক্ষয়! সত্য লভিবে জয়! - কাজী নজরুল ইসলাম আমি ত্রিশ বছর ব্যয় করেছি আদব শিখতে এবং বিশ বছর ব্যয় করেছি জ্ঞানার্জনে। - আব্দুল্লাহ ইবনে মুবাররক (রহ.)
@zahidhasan46343 жыл бұрын
জাঝাকাল্লাহু খাইরান শায়খ😊 মহান আল্লাহ তায়ালা আপনার জ্ঞান ও যোগ্যতাকে আরও বাড়িয়ে দিন আমিন🙂
@mahadihassan36813 жыл бұрын
স্যার তো বলেছেন মানুষকে খুশি করা কঠিন আর আল্লাহকে খুশি করা সহজ। অতএব হাজারো চেস্টা করলেও মানুষকে খুশি করতে পারবেন না।তাই কারো কথায় কান না দিয়ে আপনি প্রোগ্রাম চালিয়ে যান আল্লাহকে খুশি করুন
ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ একজন নির্ভরযোগ্য আলেম,তার গ্রন্হগুলো মুসলিম উম্মাহর জন্য অমুল্য সম্পদ।তার গ্রন্হে কুরআন হাদিসের যে রেফারেন্স পাওয়া যায় তা অন্য কিতাবে খুজে পাওয়া মুশকিল।হজরতকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হিসেবে কবুল করে নিক-আমিন।
@mdkawsermahmud30913 жыл бұрын
আব্দুল্লাহ জাহাঙ্গীর রঃ এর ইসলামি আকিদা বই টা আমার কাছে শায়েখ সালেহ আল ফাওযান হাঃ এর আকিদা বিষয়ক যত কিতাব আছে তাঁর পরে এই বই কে স্থান দিচ্ছি।
@jahidshaike36393 жыл бұрын
আলহামদুলিল্লাহ আমি গর্বিত ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামী আকিদা বই পেয়ে
@sajallinja97803 жыл бұрын
প্রিয়,শায়খ আপনারা অপপ্রচারকারীদের কথায় কান দিবেন না....। আপনাদের মত ইসলামি বুজুর্গ আছে বলেই আমরা দিকভ্রান্ত ও তথাকথিত ইসলামি আলোচকদের থেকে দূরে থাকতে সমর্থ হচ্ছি। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ।
@bestreligionislam27512 жыл бұрын
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা প্রিয় স্যার ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর সকল প্রকার ভুল-ত্রুটি গুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমীন 🤲
@md.robiulislam5904 Жыл бұрын
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের জীবনের অল্প সময়ের মধ্যে যে বইগুলো রচনা করছেন এবং যে আলোচনা করে গেছেন তা অবিস্মরণীয়। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।আর উনি হয়তো সময় পেলে অবশ্যই উনার ভুল ও বিতর্কিত বিষয়গুলো অনায়াসেই স্বীকার করে সংশোধন করতেন।।
@michaelalan55209 ай бұрын
আপনি ড:আবদুল্লা জাহাঈীর এর প্রশংসা করলেন, আবার পরের কথায়ই উনার ভুল ধরলেন, ভুল করেছেন বললেন? এটা তো একটা গাঁজাখুরি মন্তব্য হয়ে গেল। উনি কি ভুল করেছেন - দলীল দিয়ে, তার বই উল্লেখ করে বলুনতো জনগনের সামনে?
@sazedulalam50983 жыл бұрын
আমার প্রিয় একজন মানুষ ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর (রা)
@ShamimAhmed-mb4wi3 жыл бұрын
মাশাআল্লাহ শায়েখ কে উত্তমভাবে উত্তর দেয়ার জন্য ধন্যবাদ ❤️❤️❤️
@mdbipul646711 ай бұрын
ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের গর্ব অহংকার।উনার বই পড়া উচিত সকলকে।
@michaelalan55209 ай бұрын
ড: জাহাঈীর এর আকীদার বইয়ে - সালাফী আকীদার কথা লেখা আছে যা বর্তমান মক্কা -মদীনার আলেমগন বলেন, মানেন। ( সালাফী আকীদা). ইমাম আবু হানীফা সহ ৪ ইমামই সালাফী ছিলেন। কিনতু বর্তমান হানাফীরা ইমাম আবু হানীফার আকীদাকে মানে না, হানাফীরা আকীদায় আশায়ারী- মাতুরিদী। হানাফীরা ইমাম আবু হানীফার শুধু ফিকাহ মানে, কিনতু আবু হানীফার আকীদার বিরুদ্ধতা করে। বিস্তারিত জানতে আকীদার বই পড়ুন, এবং সরাসরি উঁচুদরের দেওবনদী কওমি আলেমদের জিজ্ঞাস করুন এবং আবু হানীফার বই পড়ুন - সব পরিষ্কার হয়ে যাবে - আসল দন্দ, আপওি, অভিযোগ, পার্থক্য কোথায়? ( আকীদার বিশয়ে).
@michaelalan55209 ай бұрын
ড: জাহাঈীর এর বই নিয়েই তো প্রতিবাদ হচছে। এটাতো গুরুতর বিষয়। বইটা - আকীদার। সুতরাং, ড: জাহাঈীর এর আকীদার বই মানে -এই আকীদাই ড: জাহাঈীর এর নিজের আকীদা। তার মানে, যারা প্রতিবাদ করছেন, তারা ড: জাহাঈীর এর আকীদা মানেন না, বিরোধিতা করেন। তার অর্থ - তারা ভিন্ন আকীদায় বিশ্বাসী। মূল বিষয়টা প্রতিবাদকারীরা বলছেন না, লুকোতে চাচছেন, কেন? ড: জাহাঈীর সারের আকীদা বইয়ে - সালাফী আকীদা লিখেছেন, বেখখা করেছেন। কিনতু বর্তমান যুগের হানাফীরা - ফিকাহ-র বিষয়ে ইমাম আবু হানীফাকে মানে, ফলো করে,কিনতু আকীদায় আশায়ারী- মাতুরিদীকে মানে, ফলো করে। বর্তমান হানাফীরা ইমাম আবু হানীফার আকীদা মানেন না, বিরোধতা করেন, শুধু ইমাম হানীফার ফিকাহ মানেন। ইমাম আবু হানীফা সহ ৪ ইমামই সালাফী ছিলেন - যা এখনও মক্কা -মদীনার আলেমগন মানেন, ফলো করেন। ইমাম আবুল হাসান আশায়ারী- র জনম- ২৬০ হিজরী, মৃত্যু -৩২৪ হিজরী। ইমাম আবুল মনসুর মাতুরিদী - জনম- ২৭০ হিজরী, মৃত্যু - ৩৩৩ হিজরী। উনাদের আগে আশায়ারী- মাতুরিদী আকীদার কোন অস্তিত্বই ছিল না। এটা বিদাতী আকীদা। কিনতু পরবর্তি হানাফীরা এই আশায়ারী- মাতুরিদী আকীদায়ই গ্রহণ করে,বিশ্বাস করে নেয়, ইমাম আবু হানীফার আকীদা বাদ দেয়, বিরোধতা করে, শুধু হানীফার ফিকাহ মানে, আকীদা নয়। দেওবনদী, কওমি মাদারসা, বেরেলভী - সবাই ফিকাহ-র বিষয়ে আবু হানীফা, আকীদায় আশায়ারী- মাতুরিদী। এখানেই সমস্যা - আকীদা। যারা অভিযোগ করছেন ড: জাহাঈীর এর আকীদার বইয়ের বিষয়ে, তাদেরকে প্রশ্ন করুন - কেন প্রতিবাদ, থলের বিড়াল বেরিয়ে আসবে। প্রশ্ন করুন প্রতিবাদকারীদের।
@ohahmad84435 ай бұрын
😂 @@michaelalan5520
@travelersujonibrahim89213 жыл бұрын
মাশাআল্লাহ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, মহান আল্লাহ যেন কবুল করুন, আমীন।
@irtizahishan99383 жыл бұрын
মাশা-আল্লাহ। আল্লাহ আপনাদের এর উত্তম জাযা দান করুক।এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের সমস্ত ভুল আল্লাহ ক্ষমা করে দিয়ে তার দ্বারা আমাদের উপকারের উত্তম প্রতিদান দিক এবং তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুক।আমিন।
@mdanowar-xk9kv3 жыл бұрын
ইনশাআল্লাহ মানুষ এখন আরও বেশি পরবে ইসলামি আকিদা
@mijanurrahman84313 жыл бұрын
আল্লাহর জন্য ভালবাসি ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে
@মনমুগ্ধকর3 жыл бұрын
আল্লাহ্ তা'য়ালা আপনার এই খেদমতকে কবুল করুক' এবং আশা করি সাধারণ মানুষের দিকে খেয়াল করে শর'য়ী সমাধান দিবেন🌷আর আমি মনে করি এটাই যে,যে আকিদার হোক সঠিকটা জানা উচিত..
@mohammadrahmatullah90363 жыл бұрын
আবদুল্লাহ জাহাঙ্গীর রাঃ আল্লাহর নেয়ামত ছিল বাংলাদেশের জন্য, আমি উনাকে আল্লাহর জন্য ভালোবাসি
@doulotunnesa61843 жыл бұрын
বর্তমান যুগে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর তুলনা হয়না। সর্বস্তরের মানুষের বোঝার ক্ষেত্রে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর বাংলা ভাষায় লিখিত কিতাব সবার উপরের সারিতে থাকবে বলে আশা করছি ইনশাআল্লাহ। তার কিতাব পড়লে মনে হয় আল্লাহ তাআলা তাকে মানুষকে বোঝানোর ক্ষেত্রে বিশেষ জ্ঞান দান করেছেন যার মাধ্যমে তিনি সহজেই মানুষকে খুব শক্ত এবং জটিল বিষয়গুলো বোঝাতে পারেন এবং মানুষ তার কথাগুলো এবং লেখাগুলো বুঝতে পারেন। তার কিতাব পড়লে জানার বোঝার এবং পড়ার আগ্রহ বাড়তে থাকে। সত্যিই তার লিখিত কিতাব গুলো অসাধারণ । আমি মনে করি প্রত্যেকটি মুসলমানের ইসলামের সঠিক জ্ঞান অর্জনের জন্য এবং ইসলামকে সঠিকভাবে জানার এবং বুঝার জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর বই পড়া জরুরী। কারণ আমি আশা করি তার কিতাবগুলো অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত। আমি ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সারকে অত্যন্ত ভালবাসি। তার কিতাব গুলো পড়লে এবং তার আলোচনা শুনলে আশা করছি আপনারাও তাকে ভালবাসবেন। হে আল্লাহ আপনি আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারকে।
সালাম। কিছু মানুষের অভ্যাস, সবকিছুর মধ্য থেকে নেগেটিভিটি বের করা। যদি কোনো বিষয়ে নেগেটিভ কিছু না-ও পাওয়া যায় তারপরও নিজস্ব গোঁড়ামি বজায় রেখে তারা তাদের বিরোধিতা চালিয়ে যাবে, আফসোস হয় ঐ ধরণের মানুষদের জন্য, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ ও জ্ঞান দান করুন...
@jakariahussain45803 жыл бұрын
আপনার কথা শুনে মুগ্ধ হলাম শায়েখ
@masumalam31213 жыл бұрын
Your behaviour always admire me, Jazakallah khiran.
@Safayethridoyy3 жыл бұрын
মাশা আল্লাহ স্যার। কত সুন্দর করে বললেন।💜
@abdurrahman003 жыл бұрын
মাশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি একমত যে এ রকম প্রতিযোগিতা শুরু করছেন
@ashiqabid72683 жыл бұрын
ভাই এই প্রতিযোগিতা কোথায় এবং কবে হবে জানলে একটু জানাবেন
@abdurrahman003 жыл бұрын
আপনি হুজুরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন
@ashiqabid72683 жыл бұрын
হুজুর কে কীভাবে জিজ্ঞেস করবো আপনার জানা থাকলে একটু বলেন
@abdurrahman003 жыл бұрын
এই ভিডিওটার শেষে আপনি তাদের জিজ্ঞেস করতে
@abdurrahman003 жыл бұрын
@@ashiqabid7268 এই বিষয়ে ওনাদের ফেসবুক পেজ এ আছে
@nazmulsacademy3 жыл бұрын
আলহামদুলিল্লাহ, সুন্দর জবাব দিয়েছেন।
@mdbipul646711 ай бұрын
আমি নিজেও দুইটা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আবার হোক এমন প্রতিযোগিতা
@easminara53993 жыл бұрын
Ami Ai boi ta pore sesh korchi onk valo lagche onk kichu jante parchi Alhamdulillah
@mamunahmed70583 жыл бұрын
মাশা'আল্লাহ শায়খ! খুবই উত্তম জবাব
@gaffarmondal19947 ай бұрын
আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ কথাগুলো খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ
@mdsabbirahammed23503 жыл бұрын
ভাল একটা উদ্যেগ ভাই।।।।।সহি আকিদার প্রচার প্রসার চাই ♥️♥️♥️♥️♥️♥️
@abdullahbiswas41943 жыл бұрын
মাশাআল্লাহ অনেক সুন্দর জবাব দিয়েছেন প্রিয় শায়েখ
@hemaahmed40833 жыл бұрын
আমি অন্ধ বিশ্বাসী নই। তার পর ও খন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর স্যার কে কেউ কিছু বললে চোখে পানি চলে আসে। 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@abdullabinah94763 жыл бұрын
আপনি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রতিটা ভিডিও তাছাড়া ইসলামিক ভিডিও গুলাতে অনেক বেশি কমেন্ট করেন তাই আপনার আইডি এর নাম আর রং আমার মুখস্ত হয়ে গেছে। কিছু মনে করবেন না এমনি বললাম, তবে মাঝে মাঝে আপনার কিছু প্রশ্ন বা কিছু মন্তব্যে রিপ্লাই দিবো ভেবেও দেই নি আপনি মেয়ে তাই। আমার ধারণা এত দিনে আপনি বেঁচে থাকার জন্য ইসলামিক বেসিক ধারণা থেকে শুরু করে ফিকাহ শাস্ত্রের ও অনেক কিছু জেনে গেছেন হুজুর দের আলোচনার মাধ্যমে। দোআ রইলো আপনার প্রতি।
@hemaahmed40833 жыл бұрын
@@abdullabinah9476 Assalamualaekum..... ধন্যবাদ 🧡🧡 মেয়ে মানুষ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 Please 🙏🙏🙏 রিপ্লাই দেন । আমি খুব খুশি হবো। খুব সুন্দর একটা কথা লিখেছেন। বেঁচে থাকার জন্য অনেক কিছু শিখেছি। ধন্যবাদ 🧡🧡
@hemaahmed40833 жыл бұрын
@@abdullabinah9476 সালাম সে দিন এক মহিলার সাথে পরিচয় হল । মার্কেটে।সে মহিলা বললো সে মুসলিম,,,,, পরে বুঝলাম অনেক কষ্টে । উনি Ismailism Muslim.উনারা নিজেকে মুসলিম বলে। আজকে ২ সপ্তাহ বিভিন্ন KZbin channel দেখে সব বুঝলাম। মহিলা। উনাদের দোয়া নামাজ ,,,,,,, খুব দুঃখ জনক,,,, তাদের কে নিয়ে কেউ কিছু বললেন না । 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@abdullabinah94763 жыл бұрын
@@hemaahmed4083 আপনি আপনার জন্য ননমাহরাম, টাই পর্দা সংক্রান্ত ব্যাপার এর জন্য কখনো রিপ্লাই দেওয়া হয় নাই। ইসমাইলিজম সমর্কে আমার তেমন ধারণা নাই তবে আমি গুগোল সার্চ করে বুজলাম এটা শিয়া দের একটা শাখা আর সম্ভবত শিয়া দের ৭ তম ইমাম ইসমাইল ইবনে জাফর থেকে আসছে। শিয়া সম্প্রদায় নিয়ে আমাদের দেশে সালাফী আকীদার মানুষ ছাড়া বাকিদের অন্তরে অনেক মমতা ভাব দেখা যায়। একজন লেখক যিনি ইসলামিক লেখক ও না, তার লেখা বিষাদ সিন্ধু বই পরে এদেশের মানুষ কারবালার পূর্বে বা কারবালার পরের ইতিহাস অনেকটা এক তরফা জ্ঞান রাখে, ওই দিকে না যাই, তবে আপনি যেরকম বললেন এরকম মানুষ অনেক কম আছে আর তাদের নামাজ বা দোয়ার থেকে তাদের ঈমান এ অনেক বেশি ঘাটতি আছে, শিয়া দের মধ্যে সব থেকে ভালো ঈমান যাদের তুলনামূলক তাদের আকিদা হচ্ছে হযরত মুহাম্মাদ স আর আলী র ছাড়া বাকি সাহাবী সব কাফের হয়ে গেছিলেন এবং হযরত আয়েশা র নাকি জিনা করি, নাউজুবিল্লাহ। এসব ৫০-১০০ হিজরত থেকে চলে আসছে, আমরা আপনারা চাইলেও ওদের এসব বুঝানো যাবে না। দেশে এখন সবাই দলা দলি তে বিভক্ত। কে কাকে দমিয়ে নিজের মত সেরা সেটা প্রমাণ করতে দলাদলির নামে যেরকম করতেছে তাদের উদ্দেশ্য নিয়ে আমি সন্দিহান। হিজবুত তাওহীদের, কাদিয়ানী এসব কিছুর পরে আবার ইসমাইলিজম,,, এদের আসলে কিছু বুঝানো যাবে না আর কিছু বলেও লাভ নেই, তবে অনেক ভাইদের এসব এ চেষ্টা করতে দেখেছি কিন্তু চেষ্টা বৃথা ছিলো।
@hemaahmed40833 жыл бұрын
@@abdullabinah9476 সালাম ননমাহারাম 🤔🤔🤔🤔🤔 টাই ,,,,, পর্দা ,, নিয়ে আমাকে কি রিপ্লাই দিবেন?????? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ধন্যবাদ আপনাকে । আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন। আমীন
@mawaandfamily3 жыл бұрын
আচছলামুআলাইকুম কেমন আছেন ভাইয়া মাশআল্লাহ দারুন একটি আলোচনা সুনলায়ম মন মুগ্ধ কর
@salafderpoth4423 жыл бұрын
আল্লাহ স্যার কে জান্নাত বাসি করুক 💖
@Yeamin-hf3cz Жыл бұрын
ভাই ছার না বলে আলেম বলা জায়না
@salafderpoth442 Жыл бұрын
@@Yeamin-hf3cz স্যার বললে সমস্যা কি
@Yeamin-hf3cz Жыл бұрын
ছার বলা হয় শাধারন শিক্ষায় শিক্ষত দেরকে
@salafderpoth442 Жыл бұрын
@@Yeamin-hf3cz এই কথা আপনি কই পাইসেন।
@Hinata_BG2 жыл бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন
@mohammadyasinofficial Жыл бұрын
আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি স্যার
@MdGiasuddin-l2h8 ай бұрын
Masha Allah Alhamdulillah subhanallah Allahu Akbar ❤❤
@minhasuddin77383 жыл бұрын
মাশাআল্লাহ। কথাগুলো মন ছুঁয়ে গেলো। ❤️
@nasrin68273 жыл бұрын
নিন্দুকের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। শেখ সাদী'র গুলিস্থা অথবা বুস্থার বঙ্গানুবাদে সুন্দর একটা গল্প ছিল। ভাল / মন্দ যা-ই হোক দোষ খুঁজে বের করাই তাদের কাজ। সালাম।
@shantokhan57853 жыл бұрын
শায়েখ এগিয়ে যান, আল্লাহ আপনাকে কবুল করুন, এই দেশের আলেমদের সরনাপুন্ন হন, এই ভিডিও দিলে ভাল হয়,।
@followtheislam88293 жыл бұрын
যুগে যুগে আবু জাহাল ,আবু লাহাবরা এই আকিদা নিয়ে প্রশ্ন তুলবে ।তাই বলে আমরা আকিদা কি জানার চেষ্টা করবো না । এই দেশের ভ্রান্ত ্আলেমদের আল্লাহ হেদায়াত দান করুক ।
@abdullahsaeed66453 жыл бұрын
মাশাআল্লাহ। অনেক ভালো উদ্যোগ । শুনে অনেক খুশি হলাম। আল্লাহ আপনাদের সহায় হোন।
@rb88403 жыл бұрын
হুজুর আমি একটি ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি যে ওমুক ঘটনা ঘটার আগে পর্যন্ত আমি ওমুক কাজ থেকে বিরত থাকবো।তারপর আবার ওয়াদা করেছি যে এই কখনো ভঙ্গ করব না বলা ফিরিয়ে নেব না।এখানে আমি ২টি ওয়াদা করেছি এবং আমি আল্লাহকে এটাও বলেছি যে যদি আমি এগুলোর কোন একটি ভঙ্গ করলে আমাকে শাস্তিস্বরূপ পুনরায় এই ক্ষতি দিয়ে দিতে।এবার কি আমি এগুলো ফেরাতে পারবো এবং ফেরালে কি আল্লাহ আমাকে শাস্তিস্বরূপ পুনরায় সেই ক্ষতিটি দেবেন কি?বা কোন শাস্তি দেবেন কি?
@alzihadabdullah65323 жыл бұрын
আল্লাহ তায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন।
@alaminrazu41553 жыл бұрын
মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আলোচনা
@emonhossinemon7981 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, আমার কাছে আছে।
@mnislam976 Жыл бұрын
সুন্দর উপস্থাপন ♥️
@mdkawsaruddinrakib3 жыл бұрын
আলহামদুলিল্লাহ ❤️❤️
@tanvirkhan55753 жыл бұрын
Please answer my question. আমি Engineering এর পর Finance নিয়ে MBA শেষ করেছি। চাকরি করতে গিয়ে দেখি প্রতিটা বড় কোম্পানি ব্যাঙ্ক থেকে ঋন নিয়ে তাদের প্রতিষ্ঠান দাড় করিয়েছে।এখন Finance এর লোক হিসেবে আমাদের বিভিন্ন হিসাব এর সাথে ঐ ঋন এর হিসেব ও করা লাগে যার সাথে সুদ যুক্ত। আবার যখন consultant করি কোনো শিল্প প্রতিষ্ঠান মালিক কে তখন সার্বিক খরচ এর হিসাব এর সাথে ব্যাঙ্ক ঋন ও সংযুক্ত থাকে। কারন বর্তমান system তাই এটা।ব্যাংক ঋন ছাড়া বড় প্রতিষ্ঠান দাড় করানো প্রায় অসম্ভব বর্তমানে। আমার চাকরি করতে হলে কোম্পানির অন্য হিসাব এর সাথে ঋন এর হিসেব করতে হবে । আমার অপছন্দ থাকা স্বত্তেও আমি অপারগ। এখন আমার প্রশ্ন এতে আমার বেতন এর অর্থ কি হারাম হবে বা আমি কোনো দায়বদ্ধ খাকব কিনা?
@musaibrahim84682 жыл бұрын
মাশাআল্লাহ। খুব সুন্দর কথা
@sahinurislam90772 жыл бұрын
জাযাকাল্লাহু খাইরান 💚
@labonikitchen3 жыл бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা শুনলাম আলহামদুলিল্লাহ
@mdanisurrohoman4814 Жыл бұрын
জাঝাকাললাহু খইর
@mdmasudrana85563 жыл бұрын
Mashallah🥰
@enashfirnas3 жыл бұрын
যাজাকাল্লাহ খাইরান শায়খ ❤️❤️
@nazmulhasanshuvo50193 жыл бұрын
মাশাল্লাহ, সুন্দর আলোচনা!
@mahadihasansumon87212 жыл бұрын
শেয়ার বাজার সম্পর্কে জানতে চাই (কুরআন এবং হাদীসের আলোকে)
@abdullahdr94583 жыл бұрын
জাযাকাল্লাহু খাইরান
@Alualoiiii3 жыл бұрын
Zajakallahu Khairan.
@kazihafiz35133 жыл бұрын
খুব সুন্দর আলোচনা
@nowshadhosen66513 жыл бұрын
Kotah 10000000% sotik Alhamdu lillah shyak.
@Peace4allchannel3 жыл бұрын
MashaAllah Darun uttor diesen sheikh
@md.mohobbothali94112 жыл бұрын
MashAllah... MashAllah...
@tamimhasan Жыл бұрын
এরজন্যই শায়েখ আহমাদুল্লাহ্কে ভালোবাসি 💚💚💚
@raharazakther89653 жыл бұрын
Yes no blindfold follow up, Jajak Allah Khairan
@tamimhasan Жыл бұрын
এই বইটির উপর আবার কুইজ প্রতিযোগিতা চাই
@mezisanislam45363 жыл бұрын
হুজুর আপনার কথা মানি,,,আপনাকে ভালোবাসি
@ahnafadil133 жыл бұрын
মাশাআল্লাহ অসাধারণ শায়খ।
@bongobazar22933 жыл бұрын
আমার প্রশ্ন বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা দেশি মুদ্রায় কনবার্ট করে যে রেমিটেন্স পাওয়া যাই তা যায়েয হবে কিনা
@comeoninthelight40833 жыл бұрын
এই বিষয়টাই জানতে চেয়েছিলাম প্রিয়!!
@naiyarinagrofarm3 жыл бұрын
মাশা আল্লাহ, খুব সুন্দর।
@fatemaalam19703 жыл бұрын
"স্বামীর সাথে ভিডিও কলে কথা বললে কি পর্দা করতে হবে? "৷ জানা খুব জরুরি কারণ আমার স্বামী প্রবাসে থাকে।
@tauhidhasan82033 жыл бұрын
স্বামী স্ত্রীর মাঝে পর্দা নেই,
@fatemaalam19703 жыл бұрын
@@tauhidhasan8203 ভিডিও কলে কথা বললে "messenger " কর্তৃপক্ষ কি দেখে না। ওদের কাছে রেকর্ড থাকে না?
@tauhidhasan82033 жыл бұрын
@@fatemaalam1970 জ্বি না, তাদের কাছে কোনো রেকর্ড থাকে না, WhatsApp, imo messenger এসব ভিডিও কলে কোনো রেকর্ড থাকে না
@fatemaalam19703 жыл бұрын
@@tauhidhasan8203 thanks for information.
@abusayeedrinku79753 жыл бұрын
খুব সুন্দর উত্তর দিয়েছেন
@chanchal7973 жыл бұрын
জাযাকাল্লাহ খাইরান
@imdadulhaq18643 жыл бұрын
শুকরিয়া।
@Ohir_Alo3 жыл бұрын
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা
@wazwithislam5 ай бұрын
এই বইয়ের মত সহজপাঠ্য কোনো বই নেই।
@Zin4t3 жыл бұрын
আসসালামুয়ালাইকুম প্রিয় শায়েখ। একটা প্রশ্ন ছিল,, মৃত মানুষের নামে কোরআন খতম দেওয়া যাবে কি যাবে না। এ ব্যাপারে যদি কিছু বলতেন। আমার জানাটা খুব জরুরি।
@michaelalan55209 ай бұрын
আমি মধ্যপ্রাচের বিভিন্ন মুসলিম দেশে কাজ করেছি, এমনকি ইরানেও। ঐ সব দেশে যা দেখেছি ও শুনেছি - মৃতের জননে ( পিতা মাতা হলেও) ১. সব সময় দোয়া করা, প্রতি নামাজে, এমনকি নামাজ ছাড়াও। ২. মৃতের নামে মসজিদ,মাদারসা বানানো, কোরান দান করা মাদারসায়, গরীবকে খাওয়ানো, গরীবের বাড়ী তৈরি করা, রাস্তা, পুুল বানানো, জনকল্যাণ মূলক কাজ। ৩.মৃত যদি কোন ইসলামী শিক্ষা দিয়েছে কাউকে, তা হলে ঐ শিক্ষার সওয়াব কেয়ামত আসা পরযনত পেতে থাকবে। এটাই দেখেছি ঐ সব দেশে। ঐ সব দেশে কোরান খতম করে নিজের জননে, আর নামাজে মুসল্লি দের জননে, মৃত কারো জননে করতে দেখিনি। খতম কোরান করে বখশিয়ে দেয়া - এটা ঐসব দেশে নাই।
@mdakram51863 жыл бұрын
শায়েখ আপনি ঠিক বলেছেন
@nihalisnail22583 жыл бұрын
জাযাকাল্লাহু খইরণ
@tamimhasan Жыл бұрын
এই প্রতিযোগিতা আবার চাই
@shahadatshrabon67933 жыл бұрын
Dr Abdullah Jahangir best writer...
@আমারবাংলাদেশ-ত৫ণ3 жыл бұрын
শুভকামনা প্রিয় শায়খ
@innocentshawon6253 жыл бұрын
এগিয়ে যান।।।গুজবে কান দিবেন না
@AmirHossain-tt4ww3 жыл бұрын
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি কলকাতা থেকে বলছি আমার প্রশ্ন হল... আমি একজন ট্রাকচালক ড্রাইভার তাই ইন্ডিয়ার যেকোনো প্রান্তে কাজের জন্য যেতে হয়। এক্ষেত্রে সালাতুক অ্যাপের মাধ্যমে নামাজের টাইম নির্ধারিত করি এবং নামাজ পড়ি এটা কি ঠিক.......?
@QURANERALOMedia37003 жыл бұрын
ইসলামি আকিদা ও ভ্রান্ত মতবাদ বইটি নির্বাচন করলে সবার জন্য সহজ হত।
@ahammadullah35293 жыл бұрын
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার খুব প্রিয় লেখক.... ওনার বইগুলো খুবই ভালো লাগে
@mdfaijulislamramjan68423 жыл бұрын
ইসলামি আকিদা বইটা তো অনেক ভালো,,,,,এই বই নিয়ে ও আলেমদের মতানৈক্য আছে??????
@alamin-tn3gq3 жыл бұрын
প্রিয় শাইখ❤️
@MdMonir-dv5rz3 жыл бұрын
সুন্নত নামাজ কি আমরা নবীর জন্য পড়ি নাকি আল্লাহর জন্য পড়ি দয়া করে বলবেন
@shoponhossain13093 жыл бұрын
সবায় আল্লাহর জন্যে পরে. আপনি কার জন্য পরেন
@TanvirAhmed-vs4tz3 жыл бұрын
আল্লাহ ব্যাতিত অন্য কারও জন্য সালাত আদায় করা বা ইবাদত করা শিরক।