ভাবলে অবাক লাগে বাংলাদেশ পররাষ্ট্র। আমার বাবার দেশের বাড়ি ছিল বাংলাদেশের বরিশালে। উনি কখনো যদিও ফিরে যাননি তবু বরিশালে মনের মধ্যে চিরকাল বাস করতেন। আপনার বলার ধরনটা বড়ো সুন্দর। আপনার কন্ঠস্বর ও চমৎকার। ভ্রমণের সাথে সাথে এটাও একটা প্রাপ্তি। ধন্যবাদ।
@mdrumman6287 Жыл бұрын
Apni kothay thaken
@MoiyNous-uj3qb Жыл бұрын
Love from barisal
@kumkumbhattacherjee381 Жыл бұрын
Surabardir calcutta killings ar noakhali killings pray 12 lac hindu khun hoi ,neheru ar gandhi aro agun diye jay .bangalee hindu marche .muslim league bangla bhag kare rato rat bhikari kare chere day, tara holo refugee . deser sadhinata andolane jara mukhya bhumika niye chilo ,taara ses holen .dat ber kara ai shibajir msto lok bangladesh ghure triptir dhekur tole , aderke ses kara uchit .
@md.tariqulislam3770 Жыл бұрын
বরিশাল কোথায় আমার বাড়ি বরিশাল আমি বরিশাল থাকি
@tanmaydey1489 Жыл бұрын
Excellent video
@rubelhasansr5829 Жыл бұрын
বাংলাদেশ ভ্রমণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের দেশকে যেভাবে উপস্থাপন করেছেন তা সত্যি অসাধারণ। আবার আসবেন।
@gautamkumardas1971 Жыл бұрын
খুব ভাল লাগল বাংলাদেশ ভ্রমণ। আমার পিতৃপুরুষ বাংলাদেশে ফরিদপুরে থাকতেন। নড়িয়া গ্রাম। প্রচুর গল্প শুনেছি বাবার কাছে। আক্ষেপ রয়ে গেল দেশের বাড়ি দেখা হল না।
@jitelecom9062 Жыл бұрын
অসাধারণ লাগলো, এবং ভোমরা বর্ডার সম্পর্কে জানলাম, ধন্যবাদ প্রিয়
@subratadey9008 Жыл бұрын
বারবার বাংলাদেশ যাবার ইচ্ছে জাগে কিন্তু যাওয়া হয়ে ওঠে না তাই বাংলাদেশ নিয়ে আপনার তৈরি প্রতিটি পর্ব দেখে মনের ইচ্ছে পূরণ করে নেই😊!! আর একটা ইচ্ছে আছে, আপনাদের সামনা সামনি দেখার! এই ইচ্ছে টাও হয়তো একদিন পূরণ করা যাবে কারণ আমি কলকাতায় থাকি, একদিন দেখা হয়ে যেতেই পারে 😊। আপনাদের দুজন কে খুউউউব ই ভালো লাগে 😊। দাদা আপনারা ভালো থাকবেন🙏🏻।
বাবা-মার জন্মভূমি দেখে আমাদের খুব ভাল লাগলো।ভারতে চৈ ঝাল আছে মেদিনীপুর জেলাতেও।আমাদের বাগানে চৈ লতা আছে আমগাছে লতিয়ে।চৈ ঝাল দিয়ে যে কোন রান্না আপূর্ব লাগে।কারও লাগলে বলবেন।
@abdussaburkhanchowdhury7306 Жыл бұрын
আপনার প্রতিটি পর্ব গোগ্রাসে গিলেছি ঢাকা থেকে। অপূর্ব উপস্থাপন। পরিমিতিবোধ আর নান্দনিকভাবে তুলে ধরার প্রকৃষ্ট উদাহরণ প্রতিটি পর্ব। অ'সম বললে কম বলা হবে। নিট বললেও কম বলা হবে। চাতক প্রতিক্ষায় রইলাম। ছত্রপতির জয় হোক।
@mohidulislam8451 Жыл бұрын
আমার তো বসিরহাটেই বাড়ি। তবে কখনোও বাংলাদেশ যাওয়া হয়নি! আশা করি খুব শিঘ্রই যেতে পারবো আমার অন্যতম প্রিয় দেশ, বাংলাদেশে।🙂
@sharifhossain8261 Жыл бұрын
আপনার বলার মধ্যে অনেক গুলো সুন্দর ব্যপার রয়েছে। কিন্তু একটা ব্যাপার অনেক বেশি ভালো, আর সেইটা হচ্ছে আপনি যেকোন নেগেটিভ ব্যপার বা জিনিস কে অনেক সুন্দর করে গুছিয়ে পজেটিভ করে বলেন, যা শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ, আবার বাংলাদেশে আসবেন। আর যাদের আদিনিবাস বাংলাদেশে ছিলো তাদের জন্য যদি ভিসা ফ্রি করে দেয়া যেত তাহলে আমি সত্যিই অনেক খুশি হতাম, কারন মাটির টান যে অনেক বড় টান। ভালোবাসা রইল সবার প্রতি।
@swapanmondal5170 Жыл бұрын
এবারের সুন্দরবন সিরিজ খুব ভালো লাগলো। এপারের সুন্দরবন আমি অনেক বার ঘুরেছি কিন্তু বাংলাদেশের সুন্দরবন সত্যিই খুব সুন্দর।অসাধারণ লাগলো দাদা।আপনাদের তিন জনকেই অশেষ ধন্যবাদ এমন সুন্দর ভ্রমণের সিরিজ উপহার দেবার জন্য।আপনি ঘোজাডাঙ্গা থেকে কাটিয়াহাট, তেঁতুলিয়া হয়ে মছলন্দপুর থেকে বাড়িতে যেতে পারতেন। আমার বাড়ি ওই পথে চন্ডীপুর গ্রামে। অসংখ্য ধন্যবাদ আবার ও।।
@debasishpal1247 Жыл бұрын
Debasish pal nimta belghoria
@adityakumarroy8309 Жыл бұрын
খুব উপভোগ করলাম বাংলাদেশ ভ্রমণের এই সিরিজগুলো। একটা অসাধারণ অভিজ্ঞতা। আবার বার কয়েক দেখব সুন্দরবনের ব্লগ তিনটে। সবাই ভালো থাকবেন।
@shahidulislamsajal9082 Жыл бұрын
বাংলাদেশে আবারও আসার নিমন্ত্রণ রইল। এবার বাংলাদেশের উত্তরবঙ্গে ভ্রমণের স্বাদ নিবেন আশাকরি ❤
@saumajumder9279 Жыл бұрын
Hya ghurte jawar jnno thik ache, kintu thakar jnno noi, apnara Hindu der jevbe tarachhn r apnader dekhte iccha kore na
@milibasak1600 Жыл бұрын
আপনার ভাষা ভীষণ ভালো লাগে আমি ব্যঙ্গালোরে থাকি কিন্তু আমি আপনার সব ভীডিও দেখি খুব ভালো লাগে ৷ ভালো থাকবেন
@rumaballav2688 Жыл бұрын
খুব ভালো লেগেছে সড়ক পথে বাঙলাদেশ থেকে ভারতে আসার জার্নি। সীমানা পার হ ওয়ার গল্প শুনেছিলাম,আজ স্বচক্ষে দেখলাম বলা যায়।সুন্দর পুরোটাই কভার করেছেন।তবে আপনার বাঙলাদেশের সুন্দরবন অসাধারণ অসাধারণ অসাধারণ।আজ দেখছিলাম দ্বিতীয় পর্ব।আমি কারো ভিডিওতে এর আগে এত সুন্দর সুন্দরবন দেখিনি বিস্তারিত।অপূর্ব বনাঞ্চল,সমুদ্রতট, অদ্ভুত শ্বাসমূল,নানান ধরনের হরিণের বিচরণ ভূমি, বিস্তৃত জলরাশি।তার ই বুকে ভেসে চলা। বাঙলাদেশ বলতে আমার স্বপ্নএ ছিল রবীন্দ্রনাথ এর শিলাইদহ।এবার যুক্ত হলো স্বপ্নে নতুন পালক ওদেশের অপার সুন্দরী সুন্দরবন।অসঙখ্য ধন্যবাদ আপনাকে,এমন সুন্দর উপহারের জন্য🙏🙏💐
@khulnarcooking2754 Жыл бұрын
youtube.com/@Joya__Lifestyle
@mitaghosh5962 Жыл бұрын
আপনার মাধ্যমে নিজের দেশকে দেখতে পেলাম কোন ছেলেবেলায় ঐ দেশ থেকে চলে এসেছি সুযোগ হলে একবার যাওয়ার ইচ্ছে আছে। আমার বাপের বাড়ির অনেক আত্মীয় ঢাকায় আছে। ভালো লাগলো ব্লগটা ধন্যবাদ।
@aparnahazra7012 Жыл бұрын
সব কটা পর্ব দেখলাম। বাংলাদেশ আমার পূর্ব পুরুষ এর দেশ।ছোটবেলায় দুবার গেছি, আপনার vlog দেখে আবার যাবার ইচ্ছে হচ্ছে। If God allows হবে।
@jayantasarkar445610 ай бұрын
শিবাজী বাবু আর পৃথিজিৎ বাবু আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পরে বাংলাদেশ কে আপনাদের ক্যামেরা দিয়ে দেখলাম খুব ভালো লাগলো
@dipankarghosh7564 Жыл бұрын
Madhyamgram থেকে দেখছি, সপরিবার আমরা আপনার ভক্ত। ভালো থাকবেন।
@chandanroy7634 Жыл бұрын
খুব ভালো লেগেছে ভিডিও
@travelwithms20 Жыл бұрын
আবার আসবেন বাংলাদেশে দাদা, ভাল লাগে আপনার উপস্থাপনা, আর হ্যা একটা ভাল বন্ধু জীবনকে সহজ করে দেয়,আপনাদের বন্ধুত্ব বজায় থাকুক আজীবন ♥
ভিডিওটি দেখে অনেক ভালো লেগেছে, শিবাজি ভাইয়ের বাংলাদেশ থেকে বাড়ি ফিরে যাওয়ার অভিজ্ঞতা শুনে আমাদেরও খুব ভালো লেগেছে। তার সাথে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
চুঁইঝালের মটন দিয়ে বাংলাদেশের সুন্দরবন পর্বটা পুরো জমে উঠেছে। ভালো থাকবেন দাদারা ❤️🙏।
@skgoswami7251 Жыл бұрын
আপনার প্রতিটি পোস্ট খুব খুটিয়ে খুটিয়ে দেখি, খুব ভালো লাগে, এইরকম ভাবে আর ও পোস্ট করবেন, ভালো অবশ্য ই থাকবেন
@sunnydey405 Жыл бұрын
আপনার ভিডিও দেখে, শিবাজি দা, আপনার সাথে ভার্চুয়াল ট্রিপ করার মতো মনে হয়েছে! বাংলাদেশ থেকে আপনার বাড়িতে ফিরে আপনার অভিজ্ঞতা সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল. আপনার দুঃসাহসিক মনোভাব এবং ইতিবাচক মনোভাব সত্যিই প্রশংসনীয়। অন্বেষণ এবং আমাদের সাথে আপনার আশ্চর্যজনক অভিজ্ঞতা শেয়ার করুন. আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য উন্মুখ!
@mohonalhaz9340 Жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছিলাম। আমার মনে হয় এটাই আপনার সেরা ভিডিও।
@mdsaifulfakir Жыл бұрын
বাংলাদেশ নিয়ে আপনার তৈরি করা সবগুলো পর্ব দেখে শেষ করলাম।আপনার চোখে নিজের দেশটা দেখলাম
আপনাদের দুজনের ভ্রমণ বৃত্তান্ত খুব ভাল লাগে। আপনার চ্যানেলের আমি নিয়মিত দর্শক।
@journeywithanindya Жыл бұрын
বারবার বাংলাদেশে ফিরে যাবার মনে ইচ্ছে জাগে প্রতিটি পর্ব কতবার দেখলে মনের মধ্যে শান্তি খুঁজে পাবো তা জানি না। তাই শুধু ভালো বলে ছোট করতে চাই না । ❤
@dungavhai3319 Жыл бұрын
Opare bondhur bari epare te ami maj khane vhora nodi dehuer matlami re. Always welcome in our beautiful Bangladesh
@alihossainkhan6675 Жыл бұрын
ঋঋ
@mdmahavobhosain7880 Жыл бұрын
দাদা আমি মনজুর খান রংপুর থেকে। বলছি। আপনাদের সকল কে অনেক অনেক ধন্যবাদ। যে আপনার সকল ভিডিও এত ভাল লাগে বলে বুজাতে পারবোনা।আর আপনার সাথে দেখা অনেক ইচ্ছা।
@thebongvisitors7554 Жыл бұрын
আপনি শুধু ট্রাভেল vlogger নয়, আপনি খুব ভালো একজন ফুড vlogger 💓💓 দারুন এপিসোড, ঠিক ই বলেছিলেন সেদিন, বাংলাদেশ সুন্দরবন খুব সুন্দর।
@soumitraroy361 Жыл бұрын
আপনার সুরে সুর মিলিয়ে বলি, এই বর্ডার না থাকলে, প্রায়ই যেতাম। অশেষ অশেষ ধন্যবাদ।
@blue-orchid Жыл бұрын
দাদা অনেক অনেক ধন্যবাদ। আশাকরি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের। ❤❤❤❤❤ শুভ কামনা Explorer Shibaji
@basudevghosh6715 Жыл бұрын
জাহাঙ্গীর ভাই আমি Explorer Shivaji র নিয়মিত দর্শক। আপনার মত মানুষদের দেখে ভালো লাগে। যখন মন্দির ভাঙার ঘটনা দেখি তখন মনে হয় এরা কোন জগতে বাস করে? কিছুদিন আগেই যারা ধর্ম পরিবর্তন করে নিজেদের ভাইয়ের সাথে এরা কি করছে? ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।
@blue-orchid Жыл бұрын
@@basudevghosh6715 “ মসজিদ ভাঙে ধার্মিকেরা,মন্দির ও ভাঙে ধার্মিকেরা তারপর ও তারা দাবী করে তারা ধার্মিক আর যারা ভাঙাভাঙি তে নেই তারা অধার্মিক বা নাস্তিক ” বিধাতা মৌলবাদী নয়। কে প্রার্থনা করলো, কে করলো না; কে কোন তরুণীর গ্রীবার দিকে তাকালো, কোন রূপসী তার রূপের কতো অংশ দেখালো, এসব তাকে বিন্দুমাত্র উদ্বিগ্ন করে না। কিন্তু বিধাতার পক্ষে এতে ভীষণ উদ্বিগ্ন বোধ করে ভণ্ডরা।
@dg7901 Жыл бұрын
অনেকদিন থেকেই আপনার ফ্যান,আপনার প্রতি ভিডিও ফলো করি, পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকি আপনাদের দুজনের উপস্থাপনা,খুঁটিনাটি তথ্য সব কিছু মিলিয়ে দুর্দান্ত ট্রাভেল ব্লগিং আমাদের কাছে আপনারা দুজন ইনস্পিরেশন, আপনাদের জার্নি গুলো দেখে মনে হয় আমিও বেরিয়ে পড়ি, কখনও হয়তো পারবো।। এরকমই চলতে থাকুক আপনাদের ভ্রমণ যাত্রা, নতুন নতুন জায়গায় নতুন মাত্রা নিয়ে নতুন গল্প নিয়ে,, শিবাজী স্যার ও পৃথ্বিজীত স্যার 🙏
@shamssujon5972 Жыл бұрын
দাদা তোমার চোখে আমার দেশটাকে দেখে নিলাম আবার আসার দাওয়াত রইল দাদা❤❤❤
@sohagkhan7718111 ай бұрын
দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বাংলাদেশকে এত সুন্দর ভাবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য, আপনাদের মত জ্ঞানীগুণী মানুষ আছে বলেই আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু দেখতে পারি শুনতে পারি জানতে পারি শিখতে পারি,,, দোয়া ভালোবাসা শুভকামনা রইল আবার আসবেন ❤❤❤❤
@arifulislam51563 Жыл бұрын
দাদা আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ ভ্রমন করার জন্য, আবার আসবেন, ভালোবাসা অবিরাম❤
@dipanroy6769 Жыл бұрын
শিবাজী দাদা ও পৃথ্বী দা আপনার video পোষ্ট টি ভালো লেগেছে, Thankyou so much দাদা।
@ahmedashiqueraazi878 Жыл бұрын
ঘরে ফেরার ভিডিও টা দেখলাম। একই কপোতাক্ষ নদ, একই মাটি, একই মানুষ, সেই একই প্রিয়জন ! "বর্ডার টা না থাকলে সপ্তাহে একবার খেয়ে যেতাম" - বড্ডই নস্টালজিক হয়ে যাচ্ছি ভাই !🥰 আপনাদের মতন ভাল মানুষগুলোর হাত ধরে বেঁচে থাকুক দুই বাংলার অবিচ্ছেদ্য ভালবাসা।♥️ ভাল থাকবেন। পৃথ্বীদাকে অজস্র শুভ কামনা।
@basudevghosh6715 Жыл бұрын
আহমেদ ভাই এই রকম হওয়া দরকার কিন্তু গুটিকয়েক স্বার্থানেশী ও মূর্খ মানুষ এই ভালবাসা দেখতে চায় না। আপনি ও একজন ভালো মনের মানুষ ভালো লাগলো, ভালো থাকবেন। অজস্র ধন্যবাদ।
@ahmedashiqueraazi878 Жыл бұрын
@@mallikakundu5805 আপনিও ভাল থাকবেন। লখনৌ একটি অসাধারণ শহর, একটা জীবন্ত ইতিহাস। অজস্র শুভেচ্ছা।
@zahurulislam600411 ай бұрын
ভারতে যেতে আমাদেরও ট্যাক্স দিতে হয় এখন ১০০০ টাকা। ভাল লাগলো আপনাদের সম্পূর্ণ ট্যুরটা।
@fuadahmed966 Жыл бұрын
"Chuijhal"is available in Khulna region of Bangladesh. But now it's a popular dish in Bangladesh. Welcome again and explore another region of Bangladesh. Best wishes from Sylhet.
@ArindamGangulyKolkata Жыл бұрын
আব্বাসের দোকানের কোনো franchise যদি কলকাতায় থাকতো !!
@JamilAhmed-nr3zm Жыл бұрын
You can get in some restaurants in Dhaka, it is tasty but just too hot for me.
@kalyandasgupta4311 Жыл бұрын
@@JamilAhmed-nr3zm. 😮l. .
@sohailislam6096 Жыл бұрын
আপনার travel description 👌👍🌹ভালো লেগেছে, all the best to your channel 😊, a Bangladeshi 🇧🇩 from SOUTH AFRICA 🇿🇦
@sharifulislamkhan4348 Жыл бұрын
দুই বাংলার সবচেয়ে জনপ্রিয় ব্লগার শিবাজি দা।
@arifurrahman317 Жыл бұрын
স্যার, আমি বাংলাদেশ থেকে নিয়মিত আপনাদের ভিডিও দেখি। খুব ভালো লাগে। শুভকামনা আপনাদের জন্য ❤।
@ytrixenin1832 Жыл бұрын
বর্ডার না থাকলে সপ্তাহে একদিন আসতাম।😍🙌
@tariquemahmudasad9318 Жыл бұрын
যদি বর্ডার না থাকতো তবে আমিও এই কটকটা রৌদ্রে সিকিমের বরফ গায়ে মাখিয়ে নিতাম এবং সেখানকার বরফ গলা নদীর তীরে একা একা বসে সময় কাটাতাম।
তিনটি পার্ট দেখলাম আর আজকের টাও দেখে নিলাম খুব ভালো লাগলো ।
@RahulRoy-jx4ny Жыл бұрын
বাংলাদেশ ভারতের বন্ধুত্বের নতুনমাত্রা পেয়েছে শিবাজীর ভিডিওতে দুইদেশের প্রাণ সুন্দরবনের ভিডিওতে -- আমি বরাবরই আপনাদের চ্যানেল নিয়মিত দেখে থাকি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশে আসলে উত্তরবঙ্গে আসবেন --- দেখা হবে সেখানে কোন একদিন আশায় থাকিলাম দাদা--
For air travel, tourist tax is already included in the ticket price itself unlike in land border crossing. Being part of Maitree Super Thermal Power project I have visited B'desh many times in last 06 yrs through both these borders and in land and air. To avoid rush at border, you can also pay tourist tax online one day in advance in Sonali bank. You are doing great.
@amirulislamtushar58833 ай бұрын
আমি আপনার চ্যানেলে নতুন আসলাম, ভাল লাগল আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে নিয়ে আপনাদের অভিজ্ঞতা, ভাল থাকুন।
@avishekadhikary002 Жыл бұрын
আপনাদের দেখলে মন টা ভালো হইয়ে যায় ❤
@anwarulkarim3454 Жыл бұрын
শিবাজী ভাইয়ের মাংসের পিছটা আসলেই ছোট ছিল । খুলনা অঞ্চলে চুই ঝাল আর আমরা বলি চই ঝাল । মাঝে মাঝেই চই ঝালের আস্বাদন বাড়ীতেই নিয়ে থাকি। ভিডিওতে আপনার ছোট ছোট কথার বর্ননা আমার বেশ ভাল লাগে। ভাল থাকবেন সবসময় সবাইকে নিয়ে । আল্লাহ আপনাদের সহায় হোন।
@mahabubulislam2954 Жыл бұрын
আবার আসবেন দাদারা। আমাদের দেশ কে খুব সুন্দর ভাবে উপস্হাপনের জন্য ধন্যবাদ
@kumkumbhattacherjee381 Жыл бұрын
Apnader des noy ,a des amader ,amader bap thakurda anynara ,jader las pare ache okhane surabardir hate ses howa ,sei refuigee takma niye beche achi .Hitlar ar ss camp holo bangladesh
@arpitagoswami253 Жыл бұрын
ভীষণ ভালো লাগল বাংলাদেশ সিরিজ। সুন্দরবনের দৃশ্য খুব সুন্দর, আমাদের এপারের থেকে ওপারের সুন্দরবনকে যেন আরও সবুজ, আরও রোমাঞ্চকর লাগলো। পায়ে হেঁটে বর্ডার পেরনোর সময়ে গায়ে কাঁটা দিচ্ছিল, ঈশ্বর তো অখন্ড ভূমিই বানিয়েছিলেন, আমরা কাঁটাতারের বেড়া দিয়েছি। কপোতাক্ষ নদকে এক ঝলক দেখে আশ মিটল না, মাইকেলের কপোতাক্ষ, সাম্প্রতিক জনপ্রিয় সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর সেই কপোতাক্ষ নদ! ভালো থাকবেন। শুভেচ্ছা জানাই। 🙏
@anismostafa6411 Жыл бұрын
সুন্দর আরও রোমোজ্ঞ্চকর হিরন পয়েন্ট, দুবলার চর এবং ত্রিমহনা স্পট !
@JumpingMindHaimanti Жыл бұрын
বাংলাদেশ একটা আবেগ ❤
@rivericeland2111 Жыл бұрын
❤❤
@gopalkundu9900 Жыл бұрын
বাংলাদেশের বেড়াবার সিরিজ বেশ ভালো লাগলো। ওদের আতিথেয়তা দারুণ। আপনাদের দুজনের সাথে আমাদের মানস ভ্রমণ হয়ে যায়। অপেক্ষায় থাকি পরের পর্বের জন্য। আপনাদের উপস্হাপনা এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করে উঠতে পারিনা। তবে মাঝেমধ্যে উত্তর দিলে ভালো লাগে।
@khulnarcooking2754 Жыл бұрын
youtube.com/@Joya__Lifestyle
@bdgexplore3541 Жыл бұрын
Travel tax শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়, বাংলাদেশী passport Holder এর জন্যও প্রযোজ্য। ধন্যবাদ
@biswajitdas-tg1ot Жыл бұрын
Tai, kintu kano, aar 500/- takar roshid diye 520/- kano newa uchit ki?
@biswajitdas-tg1ot Жыл бұрын
@@Neel71 apni 520/- teha niya 500/- tahar roshid diben, eita uchit na onuchit hei tao sorkar koibo, emon koihen na mia, ghurai hasbo
@biswajitdas-tg1ot Жыл бұрын
Bangladeshi ra travel tax kon government k dai?
@mobarokhossan002 Жыл бұрын
@@biswajitdas-tg1ot বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় ৫০০টাকা ট্রাভেল ট্যাক্স বাংলাদেশ সরকার নেয়।
@biswajitdas-tg1ot Жыл бұрын
@@mobarokhossan002 ei tax ki bangladeshi passport holder der janno applicable?
@meghla9152 Жыл бұрын
Vaiya Abar bd asben কিন্তু r bd ashar jonno shuvo kamona roylo Bd theka chola jassan deka mon ta khrap hoya gelo
@mustakhossain3266 Жыл бұрын
আপনারাও ভাল থাকবেন আর বারবার বাংলাদেশ আসবেন।
@sarbaribanerjee3495 Жыл бұрын
সাবলীল ভাবে কথা বলা ও উপস্থাপনা বরাবরের মতোই এবার ও নজর কাড়লো। সঙ্গে আপনার সঙ্গী দের সঙ্গত ভীষন ভালো লাগে। এই ভাবে দেশ বিদেশ এর সমাজ ব্যবস্থা ও জীবন যাত্রা র বিবরন সকলের কাছে তুলে ধরেন, খুব ভালো লাগে। যেন আমরা ও আপনাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। ভালো থাকবেন ধন্যবাদ।
@pavelhasnat6239 Жыл бұрын
দাদা, ট্রাভেল ট্যাক্স শুধু ভারতীয় টুরিস্ট দের জন্য নয়, বাংলাদেশ থেকে যারা ভারতে যাবে সবার জন্য প্রযোজ্য অর্থাৎ বাংলাদেশিদের জন্য প্রযোজ্য।
@alokesen9361 Жыл бұрын
আপনাদের দেওয়া বাংলাদেশের সব ভিডিও খুব ভালো লাগলে। বাংলা বাংলাদেশ এই বাংলা একটা আবেগ।।
@shyamalkumar4767 Жыл бұрын
বাংলদেশ ভ্রমন সবসময়ই ভাল লাগে । আসলে বাঙালীর আসল জায়গা হচ্ছে বাংলাদেশ। আপনাদের কলকাতা তো আগে আদিবাসীরা থাকত । ইংরেজ আসার পর থেকে পশ্চিমবঙ্গকে মানুষের বসবাসের জন্য কিছু উপযুক্ত করা হয়েছে । যাই হোক আপনারা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ফিরছেন এটাই ভাল লাগছে । আসলে ভাল লাগছে ভিডিওটি পেয়ে । আপনাদের পরবর্তী ভ্রমন কোথায় হবে তার ঘোষনা চাইছি । পৃথ্বীজিৎবাবু ঝাল পছন্দ করেন না মিষ্টি খেতে ভালবাসেন । আপনি মিষ্টি ভালবাসেন না, ঝাল পছন্দ করেন । লক্ষ করুন দুজনের পছন্দ যদি এক হতো তাহলে আপনাদের রসায়ন অন্যরকম হতো ।
@jiteshchakraborty4487 Жыл бұрын
এখন আমার বয়স ৮৫ বছর। আমি যদি এই ট্যুরটি প্রায় 5 বছর আগে দেখতে পেতাম, তবে আমি অবশ্যই আপনার সাথে যাওয়ার সাহস পেতাম।
@chandrasekharpalit8083 Жыл бұрын
খুব ভালো লাগলো। আমার বাড়ি বসিরহাট। ঘোজাডাঙ্গা বর্ডার ক্রস করে ভায়া বসিরহাট হয়ে ফিরছেন দেখে ভালো লাগলো।
@ShahidulIslam-pc5gz Жыл бұрын
খুব ভালো লাগলো....... From Rajshahi Bangladesh
@arabindamahajan6392 Жыл бұрын
খুব ভালো লাগলো সুন্দরবন ভ্রমণ এবং বাংলাদেশ থেকে ভারতে আসার দৃশ্য বর্ডারে।
@anitaroychowdhury2267 Жыл бұрын
Khub sundor kore sesh holo apnar Bangladesh r vedio.Border o dekha hoye galo. Take care.
@shohrabkhan83504 ай бұрын
Khub valo laglo..Apnader video skip kortei pari na.. purata dekhte dekha lage eto shundor kore explain kore..shundor kore kotha bolen atai valo lage...dhonnobad dada abar ashben bangladeshe..❤
@arun.akdbkp Жыл бұрын
খুব ভালো লাগলো বাংলাদেশ ভ্রমণের এই ভিডিও। বর্ডার পেরোনো ও চুকনগরে আব্বাসের ছুঁইঝাল মটন এর অভিজ্ঞতা অনবদ্য। প্রসঙ্গত জানাই চুইগাছ একরকম লতাজাতীয় উদ্ভিদ। অনেকটা মেটে আলুর মতো দেখতে। পূর্ববঙ্গে এর চাষ ও ব্যবহার অনেক বেশি। খেতে অনেকটা গোলমরিচ এর মতো হলেও একটা আলাদা গন্ধ ও স্বাদ আছে। যত মোটা কান্ড হবে ততো স্বাদ বেশি,দামও বেশি। যশোর, খুলনার লোকেরা খুবই খায়। জন্মসূত্রে আমিও যশোরের লোক। অনেকবার খেয়েছি এবং খুবই প্রিয়। তবে মটন এর সঙ্গে খাইনি। এখানে পূর্ববঙ্গের লোকজন যেখানে বেশি থাকে, সেই এলাকার বাজারে এটা পাওয়া যায়। বারাসাত, হাবড়া, মসলন্দপুর, বনগাঁয় বেশ পাওয়া যায়। দামও ৭০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত কিলো দরে বিক্রি হয়। বাড়িতে একবার এই রেসিপি বানিয়ে খাবার ইচ্ছে রইলো। 😄 ভালো থাকুন আর চালিয়ে যান।
@A660 Жыл бұрын
আমাদের গ্রামের পাশ থেকে আসলেন দাদা।কপোতাক্ষ নদ আমাদের গ্রামের নদ। বাবার সাথে যখন বাংলাদেশ যেতাম ছোটবেলা এই বর্ডার দিয়েই যেতাম।। আপনার ভিডিও দেখে আবারও যেতে ইচ্ছা করছে।।
@rivericeland2111 Жыл бұрын
❤❤❤ আবার আসুন
@kaberibasu8560 Жыл бұрын
খুব ভালো লাগল ভালো থাকবেন ,নূতন ভিডিওৱ অপেক্ষায় ৱইলাম
@shyamalpaul4844 Жыл бұрын
ল্যান্ড বর্ডার দিয়ে সোজা বাংলাদেশ 🎉সাতক্ষীরা দিয়ে জানা ছিল না 😮 তথ্যসমৃদ্ধি ভিডিওটি ভালই লাগলো 🌹
@sikhadutta9374 Жыл бұрын
সত্যই খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে সুন্দর বন ও বাংলাদেশ দারুন ঘুরে দেখা হয়ে গেল।ধন্যবাদ।আপনারা ভালো থাকবেন ও এই ভাবেই আমরা আপনাদের সঙ্গে দেশ বিদেশ ঘুরবো।
@MaksudaSadiq Жыл бұрын
সুন্দরবন ভ্রমণের সবগুলো ভিডিও অনবদ্য হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ভ্রমন পর্ব প্রত্যেকটিই আমি দেখেছি কিন্তু আজ প্রথম লিখতে বসেছি। পরপর দু'বার বাংলাদেশ দেখলাম। বাংলাদেশের সুন্দরবন দেখে খুব ভালো লাগলো। নেপাল সিরিজ দেখে বুঝলাম গোরক্ষপুর দিয়েও নেপাল ঢোকা যায়। খুব ভালো থাকুন। নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম।
@mukulnamata1308 Жыл бұрын
দারুন লাগলো বাংলাদেশে সফর, নতুন কোনো ভ্রমণ সঙ্গী হবার অপেখ্যায় রইলাম ।
@ashimkumarghosal2549 Жыл бұрын
আপনার সাথে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম। খুব সুন্দর লাগল।
@sudakshinakundu6436 Жыл бұрын
খুব ভালো লাগলো। আপনাদের কি মজা, এত ঘোরেন। কিন্তু সেই সঙ্গে এই কঠিন কাজটাও করে যেতে হয়। আপনাদের সঙ্গে বেশ আমি ঘুরে এলাম একটুও পরিশ্রম না করে, শুধু শুয়ে শুয়ে। কিন্তু সত্যি করে বেড়াবার আনন্দটাও পেলাম। এর জন্য ধন্যবাদ।
আপনার চোখ দিয়ে বাংলাদেশের সব কিছু দেখলাম। অনবদ্য লাগলো শিবাজী দা
@santanusahu9113 Жыл бұрын
অসাধারণ বর্ণনা । ল্যান্ড বর্ডার ক্রস করার ভিডিও আমি এই প্রথম দেখলাম , খুব সুন্দর লাগলো ।
@bhaskarmahalanobish4582 Жыл бұрын
যেন বাস্তবের গুপি- বাঘা জুটি, চমৎকার উপস্থাপনা। I cordially appreciate your vigorous liveliness, mesmerizing voice as well as skilled editting. If possible , kindly pay a visit to Raiganj, Uttar Dinajpur.
@sanghamitrabhattacharya7654 Жыл бұрын
Khub sundor , anek anek video dekhlam, ajana k janlam, adakha k deklam, upnar r upnar friend ar jori asadharon.
@sanghamitrabhattacharya7654 Жыл бұрын
Thanks
@MehediHassan-ck1bs Жыл бұрын
আমার প্রানের সাতক্ষীরা আর দাদা তোমাকে ধন্যবাদ বাংলাদেশ কে এতো সুন্দর করে তুলে ধরার জন্য ❤❤
@Subrata_roy70 Жыл бұрын
বাংলাদেশ ভ্রমণ এর সবকটা ব্লগ দেখেছি। মন ছুঁয়ে গেলো
@jayantapal8755 Жыл бұрын
রবিবার ছুটির দিনটা মধুর হয়েগেলো বাংলাদেশ সিরিজের সুন্দরবন পর্ব দেখে । আমি আপনার প্রতি টি পর্ব মন দিয়ে দেখি সেটা রাজস্থান , কাশ্মীর, উত্তরাখন্ড , মুম্বাই যেটাই হোক । কারণ আপনার কণ্ঠে নুতন জায়গার কথা শুনতে শুনতে আমি কল্পনায় সেখানে চলে যাই । আপনার প্রতিটি ভিডিওতে শুরু , মাঝখানে ও শেষে সংগীত দারুন লাগে । অনেক নতুন নতুন জায়গার ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন এবং ভালো থাকবেন ।
@keyachakraborty1886 Жыл бұрын
Bhison bhalo laglo Bangladesh....sobuj sundor ...tar toto bhalo lage apnader dujoner uposthapona....aro dekhar ashay roilam....bhalo thakben dujonei ❤❤
@satyabratadas6573 Жыл бұрын
ভীষন ভালো লাগলো আপনার বাংলাদেশ ভ্রমণ ভিডিওটা দেখে। ঠাকুর আপনাদের কে সুস্থ রাখুন,আপনার যেন আরো ভ্রমণ ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারি। ভালো থাকবেন আপনারা।
@ncdam2399 Жыл бұрын
খুব ভালো লাগল বাংলাদেশ এর সুন্দর বন সিরিজ । অপেক্ষায় রইলাম ।