*অবিভক্ত বাংলার দার্শনিক আরোজ আলী মাতুব্বর* সাহেবের প্রথম পর্বের ভিডিও টি ভীষন ভালো লাগলো স্যার *অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ম্যামকে ও অনেক ধন্যবাদ এতটা পথ পায়ে হেঁটে অতিক্রান্ত করার জন্য। ভালো* থাকবেন *🙏🌷💞🌷🙏
@IamSagorBD4 жыл бұрын
আমার আইকন, আর সবচেয়ে পছন্দের ব্যাক্তিত্ব আরজ আলী মাতুব্বর! যে না থেকেও শত শত আরজ আলীর জন্ম দিয়ে গেছে, নতুন করে ভাবতে শিখিয়েছে। ধন্যবাদ স্যার! Salute!
@@MizanurRahman-sg6ds আরিফ আজাদ ত্যানাবাজি করেছেন বইটিতে। সাধারণ বিজ্ঞান জানা শিশুরাও তার ত্যানাবাজি ধরতে পারবে।
@mudra26442 жыл бұрын
@@MizanurRahman-sg6ds বালুর আরিফ আজাদ।
@moinul2006 Жыл бұрын
@@mudra2644 কিরে বল্টু😅
@habiburrahman-ri6zd3 жыл бұрын
আমার অন্তরের অন্তস্তল থেকে অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি কালজয়ী দার্শনিক মরহুম জনাব আরজ আলী মাতুব্বরের আত্মার প্রতি।
@shahanajasmin83973 жыл бұрын
অনেক কিছু ই জানলাম।
@miajee16 жыл бұрын
পাশ দিলেই শিক্ষিত হওয়া যায়না কিন্তু পাশ নাদিয়েই আরজ আলী মাতুব্বর হয়েছিলেন শিক্ষিত ! বিশ্বের অন্যতম শ্রেষ্ট দার্শনিক ! সালাম ! আবারো আরজ আলী মাতুব্বরকে ।যাঁরা এই মহান দার্শনিকের প্রচারনায় অংশ নিয়েছেন তাঁদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা !
@searchlight332 жыл бұрын
আরজ আলী তাঁর প্রাপ্য সম্মান পান নাই। ধর্মান্ধতা শেষ হলে প্রাপ্য সম্মান পাবেন।
@hasanali3336 жыл бұрын
ভাইয়া আরজ আলীর বইগুলো অনেক সুন্দর।তার রচিত সব বই পড়েছি।
@ummekulsum29575 жыл бұрын
জ্ঞানী মানুষকে সম্মান করতে হয়, আরজ আলী মাতুব্বর একজন মৌলিক জ্ঞানী দার্শনিক !
@gamingwithdip2214 жыл бұрын
ইয়েস
@nandagopal11594 жыл бұрын
বঙ্গের সর্বশ্রেষ্ঠ অারবি ফারসি ও সংস্কৃত ভাষার পন্ডিত ও দার্শনিক ছিলেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী । তারা গৌড়ের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী ছিলেন। রাজদরবারে তারা সাকর মল্লিক ও দবিরখাস নামে পরিচিত ছিলেন।গৌড়ের নিকট মোড়গ্রাম মাধাইপুর মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তাদের জন্ম স্থান বাকলা চন্দ্রদ্বীপ(বরিশাল) । পূর্ব আশ্রমে তাদের নাম ছিল অমর ও সন্তোষ।
@pskch86563 жыл бұрын
দার্শনিকের মুল লাইয়ন বাংলাদেশের মানুষ বুঁজে না ধন্যবাদ
@saifwali73256 жыл бұрын
আরোজ আলী মাতুব্বর কে নিয়ে আলোচনা হয় না বল্লেই চলে, এই প্রথম আপনার প্রতি অন্য রকম ভালো লাগা কাজ করলো, ভালোবাসা নেবেন
@korshed6 жыл бұрын
ধন্যবাদ সুন্দর একটি ভিডিও উপহার দেয়ার জন্য।
@subhankarsarkar68426 жыл бұрын
apnar sob video ami dakachi... amar choka apni akjon darun porjotok...
@sahilkhansahab.6 жыл бұрын
Boni Amin bhai greetings from India.
@RedMultimedia6 жыл бұрын
আপনাকে আমাদের বরিশাল এ স্বাগতম
@mdkashem85036 жыл бұрын
Red Multimedia 5r
@creativeskylanternkolkata41086 жыл бұрын
Oh... Osadharon Osadharon...Gram.
@md.basheerhussain92813 жыл бұрын
অনেক সুন্দর একটা বিষয় 👍 আগ্রহ নিয়ে অপেক্ষা করছি স্যার আরোজ আলী মাতুব্বর কে আরো জানবার জন্য।
@sumiakter-sr7ix3 жыл бұрын
ধন্যবাদ ভাই তোমাকে
@imranmullick78276 жыл бұрын
খুব সুন্দর গ্রাম মন ছুয়ে গেলো
@কাছেআশারগল্প-ষ৯ম4 жыл бұрын
Aroj ali matubbar Bangladesh er gorbo
@arnabdutta89866 жыл бұрын
Boni amni vai i always respect you for showing me this vidios.i have seen your all vidios and all vidios are very nice.we know about the whole world through your vidios.i am fond of travelling .so carry on
@s.m.moniruzzaman24586 жыл бұрын
বাকী ২ টি পর্ব দেখার অপেক্ষায় থাকলাম অাঙ্কেল।
@বাংলাদেশ-খ৮ম6 жыл бұрын
বাংলার গর্ব আমাদের শ্রদ্ধেয় স্যার আরোজ আলী মাতুব্বর
@salimullah7229 Жыл бұрын
❤❤❤❤❤
@sahadat2009rbl6 жыл бұрын
বাকি অংশ দেখার জন্য অপেক্ষা করছি। আশা করছি বাকি অংশ দ্রুত আপলোড করবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
@biplobislam17426 жыл бұрын
Sahadat Hossai
@sweetboy43626 жыл бұрын
Vai apnar kotha gulo shunte valo lage amar. Please eirokom video aro diben please. Duwa roilo vai
@tahominaalam77442 жыл бұрын
বনি ভাইয়ের স্রস্ট কাজ।
@nazmulkarim82434 жыл бұрын
মাতব্বর যদি দার্শনিক হয় তাহলে গোজামিলটা ভালোই লক্ষ করা যায়
@ashikurrahman16344 жыл бұрын
অল্প বিদ্যা ভয়ংকর। যার নামই ভাল করে জানেন না তার বিষয়ে মন্তব্য অনুচিত
@manoranjanballov72536 жыл бұрын
আবার আসিব ফিরে ..............
@ashishroy33116 жыл бұрын
Valo laglo.
@rajibsarker70616 жыл бұрын
আশা করি নামটা শুদ্ধ করবেন। আরজ আলী মাতুব্বরের লামচরি দেখতে পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
@sadaksaffiullah8810 Жыл бұрын
বনি তুমি ভাল থাক
@FAKHRUL6 жыл бұрын
10:01 মহিলার উত্তরটা ভাল লাগল। যার ধর্ম সে পালন করবে। [আরজ আলীর যুক্তি আপনি খণ্ডন করতে পারেন, কিন্তু গালি দিতে পারেন না। তার লেখাগুলো কতটুক যৌক্তিক তা নিয়ে আলোচনা হতে পারে, যুক্তির পিঠে যুক্তি আসতে পারে। ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকুন]
@tushermia4361 Жыл бұрын
Love you sir
@raserhari6 жыл бұрын
আমি আসলে জানি না, আপনার ভাষা নিয়ে কে কি বলেছে। আমি নতুন করে বাংলা শিখিতেছি, আপনার কাছ থেকে! এগিয়ে যান দোয়া করি আল্লাহর কাছে। অবিরাম ভালবাসা রহিল আপনার প্রতি।
@mybangla-ul8dv6 жыл бұрын
বস'"আপনে এবং ভাবি স্পিট ভোটে উঠতে লাইফ জ্যাকেট পরা উচিৎ ছিলো ""
@sekendersk30203 жыл бұрын
Namashkar boni da
@SohelRana-916 жыл бұрын
onek onek kritoggota , vaiya onek valo legeche
@SajuMiah363 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা আরজ আলী সমীপে।
@kalyanbanerjre36164 жыл бұрын
Asir Socratics aroj ali,amar pronam
@Travel126 жыл бұрын
খুব সুন্দর, বরিশাল খুব সুন্দর
@mukhomukhos6 жыл бұрын
আপনার ভিডিওগুলো এডিট করে দেয় কে??
@Jagadiswar5 жыл бұрын
বনি ভাই আপনি বাস্তবিক ই বিশ্বনাগরিক।
@subratamohanto67465 жыл бұрын
কাকু আপনার কাছেই উনার সম্পর্কে আমি প্রথম জানতে পারি। আর আপনার কথা শুনেই উনার লেখা বই পড়ার প্রতি আর উনার সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমার মনের মধ্যে তীব্র আগ্রহ জাগে। তাই সামনের দিন গুলোতে উনার সম্পর্কে দেওয়া আপনার সব ভিডিও গুলো ধারাবাহিক ভাবে দেখব। আমি জানি আপনি উনাকে অনেক শ্রদ্ধা ও সম্মান করেন। আর তাই তো দূর পরবাসে থেকেও .আজ উনার বাড়ি পর্যন্ত চলে এলেন। আর আমাদেরকে উনাকে জানার জন্য কিছু ভিডিও দিলেন। কারো প্রতি অসীম ভালোবাসা না থাকলে কখনই এটা সম্ভব নয়। আর ওই মহিলার কথা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।উনার মতো করে সবাই চিন্তা করতে পারলে, এত হানাহানি, মারামারি থাকত না এই পৃথিবীতে। কারণ পৃথিবীতে যত হানাহানি, মারামারি হয় তার অধিকাংশই আর একজনের মতকে সহ্য না করতে পারার কারনেই হয়ে থাকে।
@tahominaalam77442 жыл бұрын
ভাই জাগা টাকে তার মতে, থাকতে দিয়েন।এই প্রকৃতিকে রক্ষা করবেন, কোন রাক্ষস যেন,তার ক্ষুদার দৃষ্টি, আরজ আলীর বুকে,নগ্ন আঁচড় না বসাতে পারে।
@oliullahsikder53314 жыл бұрын
আমাদের বরিশাল।
@kanokhossain6 жыл бұрын
vai apnar video gula besh valo.....
@basirahamed55076 жыл бұрын
Waiting for your nexr part......
@YellowPurple6 жыл бұрын
*Barisal Is Beautiful Place*
@krishnadasbhakta39953 жыл бұрын
অতীব সুন্দর...
@amirsdairy7966 жыл бұрын
valo laglo vai
@mehedihasanrabbi88686 жыл бұрын
আমি আপনার সব ভিডিও দেকি ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগে। আমি একটা কথা বলতে চাই সেটা হচ্চে আপনার কথায় অর্থ আছে। যেমন আব্দুল আলিমের গানে অর্থ আছে সেই রকম আপনারাও কথায় অর্থ কেউ কেউ বুজে আর কেউ কেউ বুজেউ না বুজার বান করে। আর একটা কথা না বললেই নয় সেটা হচ্চে বাংলাদেশ সঠিক কথার ভাত নেই। আশাকরি আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন আল্লাহ আপনার সহায় হবেন।।।। আমি মেহদী হাসান রাব্বি।
@biplabhasan47826 жыл бұрын
৩য় পর্ব পাচ্ছি না কেন??
@BoniAmin6 жыл бұрын
ব্যাস্ততার জন্যে এতদিন দিতে পারিনি। সহসা দেব ভাবছি। প্লীজ অপেক্ষা করুন।
@pareshbiswas33314 жыл бұрын
Darun darun
@তুমিসুন্দরমনেহয়6 жыл бұрын
স্যার শেয়ার করলাম। দুই লক্ষ । Facebook দলে
@dewanroni22746 жыл бұрын
বনী স্যার আমার সালাম নিবেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিলো অস্ট্রোলিয়ায় নতুন যে ইমিগ্রেশন প্রোগ্রাম চালু হয়েছে সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন এবং একটি ভিডিও তৈরি করতেন কারণ অনেকেরই স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া প্লিজ আমার অনুরোধ রাখুন আপনি আপনার ব্যাস্ততার মাঝে যখন সুযোগ পাবেন তখন এই বিষয়ে একটি ভিডিও তৈরি করুন! ভাল থাকুন সুস্থ্য থাকুন পরিবার পরিজন নিয়ে সর্বদা শুখি থাকুন এই দোয়া আল্লাহ তায়ালার কাছে! ধন্যবাদ এবং আসসালামুআলাইকুম!
@কুরআনেরকথাবাংলায়6 жыл бұрын
বাংলাদেশের ৮০% মুসলমান তারা মুশরিক জালিম ফাসেক ও ভন্ড ধার্মিক। এর বিশেষ একটি কারণ হলো ৪৬ বছর ধরে এদেশের সরকারী প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে কুরআনের ইসলামিক শিক্ষা ব্যবস্থা নেই। আর মৌ লোভীদের স্কুলগুলিতে রয়েছে বিভেদের ও ঘৃণার শিক্ষা। নেই পারিবারিক ভাবে কুরআনের শিক্ষা। যা আছে তা নৈতিকতাবোধ সম্পন্ন বিবেকবোধ সম্পন্ন উন্নত ভদ্র ভাল মানুষ গঠনে কার্য্যকরী না। ২০১৮ সালেও তাই দেখা যাচ্ছে গা গ্রাম অঞ্চল থেকে শুরু করে দেশের সর্ব স্তরে প্রশাসনের প্রায় ৮০% বাংলাদেশী মুসলমান মানুষেরা নিকৃষ্ট জঘন্য সব কাজে জড়িত। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য মানুষের বুকে গুলি করে আবার গুমও করে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য মানুষকে পুঁড়িয়ে মারে আবার ডুবিয়েও মারে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য অন্যায় ভাবে বিচার করে আবার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারের সাপোর্ট পেয়ে সুযোগ তৈরী করে অন্যায় ভাবে দেশ ও জনগণের কাছ থেকে টাকা খায়। এদের অধিকরা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান ও সালাফি মুসলমান। এরা আবার বহু আয়োজন করে বহু ধরনের মনগড়া ইবাদত বন্দেগীও করে। ঈবাদত বন্দেগীর পর পরই আবার খারাপ নোংরা নিষিদ্ধ হারাম কাজে জড়িত হয়েও যায়। কোন প্রকারের বিবেকবোধ মানবতাবোধ দায়িত্ববোধ ডর ভয় নেই এদের। এরা প্রতি নিয়তে স্বাভাবিক ভাবে গুনাহ পাপ বা অপরাধ মুলক কাজ কারবার করেই যাচ্ছে। অনেক ক্ষেত্রে এরা "বিসমিল্লাহির রাহমানের রাহীম " " আল্লাহর নামে শুরু করছি" সকল প্রশংসা মহান আল্লাহর " এরকম বলে অবৈধ অনৈতিক হারাম কাজও শুরু করে। সৎ দ্বীনি ও ঈমানদার মুসলিম লোক পাওয়া মুশকিল সর্ব খাতে। দুর্নীতিবাজ সরকার ও প্রশাসন এর জন্য দায়ী। কারণ তারা দেশের শিশুদেরকে ভাল মানুষ হওয়ার জন্য কুরআনের শিক্ষা ব্যবস্থা এবং কুরআনের ন্যায় বিচার থেকে মাহরুম রেখে গোনাহ্গারদেরকে হাত করে নিয়ে নিজেদের গদি টিকিয়ে রেখেছে। বাংলাদেশী সেবা পার্টি ৪২/১৩ আয়াত মতে এরা এদেশে রব তন্ত্র কায়েম করতে চায়। বাংলাদেশী সেবা পার্টি ১৬/৯০ আয়াত মতে এরা এদেশে ন্যায় বিচার ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে চায়। ডক্টর এ,কিউ,এম,মাহবুবুল্লাহ যশোরী হাফেজ,আলেম,মুফতি,মুহাদ্দেস,মুফাস্সের চেয়ারম্যান : বাংলাদেশী সেবা পার্টি
@shohanulislam26636 жыл бұрын
Music ta darun hoice
@dementeddeeds4985 жыл бұрын
I know that nigga from "Aroj Alir shomipe" by Arif Ajad It was a great book
@JahidsWorldwide6 жыл бұрын
বাকি পর্ব দেখতে চাই।
@hotgamebd25406 жыл бұрын
sir bd dase kobe asben ami imran opakhai ase apnar sate dakha korbo ,,,,valo thakban sir
@hotgamebd25406 жыл бұрын
thanks sir
@whole43394 жыл бұрын
A great job indeed. You are doing a great job in bringing this unsung hero to our awareness. I am Indian, non practising Hindu. My parents lived in the then Purba Banga. I have never been in Bangladesh. But I am overwhelmed to see your video of river journey, a village of Barisal, it has effected me emotionally. আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
@sbhrit19326 жыл бұрын
Like you Bony Amin... Bcz of your secular mentality and real emotion for your motherland
@mkavlogs75934 жыл бұрын
প্রশ্ন গুলা নিরন্তন সত্য
@mdtofazzal74675 ай бұрын
Arjoj Ali akjon nastik chilo Allah tomaka Hadayet dik
@bonggojbihonggo9915 ай бұрын
কাউকে নাস্তিক হতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়, আর ধার্মিক হতে হলে গরু-ছাগল-গাধার বাচ্চার মতো জন্মালেই জন্মসূত্রে ধার্মিক হওয়া যায়৷
@sazzadhosain95512 жыл бұрын
শ্রদ্ধা এবং ভালবাসা❣️
@minhajulislam29676 жыл бұрын
আরজ আলী ...........
@talhatalha13406 жыл бұрын
স্যার ভিডিওর শুরুতে যে গানটা বাজে সে গানটার নাম কি?
@ismailmadaripur10525 жыл бұрын
মাঝি বাইয়া যাওরে অকুল দরিয়ায়......
@haqueshahidul80035 жыл бұрын
Every century will Allah send like this man. God bless everyone. Thanks
@shakil3006702 жыл бұрын
He was a anti religion, atheist. A human form of Iblis..
@snafees76 жыл бұрын
amar bhoy hoy....ato shundor ekta desh othocho manush ki poriman shohingsho hoye geche...comment section porte gele bomi ashe.....boni shaheb ke onek onek dhonnobad
@65bdnews786 жыл бұрын
স্যার আপনার গ্রমের পরিবেশ ভালো লাগে....?
@saifuddinueo5 жыл бұрын
OK NICE !
@jakirhussain.b73186 жыл бұрын
Khud sundar barisal
@md.nayansikder84996 жыл бұрын
Boni vi carry on
@ziaulhoque13866 жыл бұрын
so nice👌👌👍👍👍
@pennpen66336 жыл бұрын
Boni Amin asole k onar about ki ki koren??? Details???
@shimulahmed36136 жыл бұрын
U r great..
@beautybuffetbd6 жыл бұрын
2nd part ta chai?
@amirsdairy7966 жыл бұрын
আপনার জন্য শুভ কাননা ,!, এগিয়েন যান
@salehinlablu41666 жыл бұрын
nice
@shadabgaming33066 жыл бұрын
আরোজ আলী মাতুব্বর এর বই পড়েছি অনেক আগেই - অনেক জ্ঞান এর লেখা
@কুরআনেরকথাবাংলায়6 жыл бұрын
বাংলাদেশের ৮০% মুসলমান তারা মুশরিক জালিম ফাসেক ও ভন্ড ধার্মিক। এর বিশেষ একটি কারণ হলো ৪৬ বছর ধরে এদেশের সরকারী প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে কুরআনের ইসলামিক শিক্ষা ব্যবস্থা নেই। আর মৌ লোভীদের স্কুলগুলিতে রয়েছে বিভেদের ও ঘৃণার শিক্ষা। নেই পারিবারিক ভাবে কুরআনের শিক্ষা। যা আছে তা নৈতিকতাবোধ সম্পন্ন বিবেকবোধ সম্পন্ন উন্নত ভদ্র ভাল মানুষ গঠনে কার্য্যকরী না। ২০১৮ সালেও তাই দেখা যাচ্ছে গা গ্রাম অঞ্চল থেকে শুরু করে দেশের সর্ব স্তরে প্রশাসনের প্রায় ৮০% বাংলাদেশী মুসলমান মানুষেরা নিকৃষ্ট জঘন্য সব কাজে জড়িত। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য মানুষের বুকে গুলি করে আবার গুমও করে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য মানুষকে পুঁড়িয়ে মারে আবার ডুবিয়েও মারে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য অন্যায় ভাবে বিচার করে আবার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারের সাপোর্ট পেয়ে সুযোগ তৈরী করে অন্যায় ভাবে দেশ ও জনগণের কাছ থেকে টাকা খায়। এদের অধিকরা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান ও সালাফি মুসলমান। এরা আবার বহু আয়োজন করে বহু ধরনের মনগড়া ইবাদত বন্দেগীও করে। ঈবাদত বন্দেগীর পর পরই আবার খারাপ নোংরা নিষিদ্ধ হারাম কাজে জড়িত হয়েও যায়। কোন প্রকারের বিবেকবোধ মানবতাবোধ দায়িত্ববোধ ডর ভয় নেই এদের। এরা প্রতি নিয়তে স্বাভাবিক ভাবে গুনাহ পাপ বা অপরাধ মুলক কাজ কারবার করেই যাচ্ছে। অনেক ক্ষেত্রে এরা "বিসমিল্লাহির রাহমানের রাহীম " " আল্লাহর নামে শুরু করছি" সকল প্রশংসা মহান আল্লাহর " এরকম বলে অবৈধ অনৈতিক হারাম কাজও শুরু করে। সৎ দ্বীনি ও ঈমানদার মুসলিম লোক পাওয়া মুশকিল সর্ব খাতে। দুর্নীতিবাজ সরকার ও প্রশাসন এর জন্য দায়ী। কারণ তারা দেশের শিশুদেরকে ভাল মানুষ হওয়ার জন্য কুরআনের শিক্ষা ব্যবস্থা এবং কুরআনের ন্যায় বিচার থেকে মাহরুম রেখে গোনাহ্গারদেরকে হাত করে নিয়ে নিজেদের গদি টিকিয়ে রেখেছে। বাংলাদেশী সেবা পার্টি ৪২/১৩ আয়াত মতে এরা এদেশে রব তন্ত্র কায়েম করতে চায়। বাংলাদেশী সেবা পার্টি ১৬/৯০ আয়াত মতে এরা এদেশে ন্যায় বিচার ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে চায়। ডক্টর এ,কিউ,এম,মাহবুবুল্লাহ যশোরী হাফেজ,আলেম,মুফতি,মুহাদ্দেস,মুফাস্সের চেয়ারম্যান : বাংলাদেশী সেবা পার্টি
@rashed29365 жыл бұрын
amio porechi, vul val totther karone porte onek hossokor lage.
@salahuddin-wd6xg4 жыл бұрын
Sagol akta
@salahuddin-wd6xg4 жыл бұрын
Je nastik ajkal sei darshonik
@dewansajidaseef69136 жыл бұрын
hotel is.nice.. I love Barisal..thanks for visiting Barisal
@OmanOman-dg8nd4 жыл бұрын
I love u barisal
@BoniAmin6 жыл бұрын
m.d.topan@প্রিয় বন্ধু, ওই মুসলিম হুজুরদের পেছনে নামাজ পড়া ছেড়ে দাও, ওই জালিম ধর্ম ত্যাগ করে অতি সত্তর আল্লাহ ও তার রসূল মোহাম্মদ (সঃ) নির্দেশিত পথে আসো। না হলে কপালে বহু দুর্ভোগ আছে তোমার। অতিসত্তর ওদের ধর্ম ছেড়ে দাও এবং সঠিক মুসলিম পথে আসো। চোখ মেলে দেখো বিশ্বে এখন মুসলিম দেশগুলোর হাল কি। মনে রেখো বাংলাদেশে শতকরা ৭০ থেকে ৮০ জন মুসলমান জালিম ও কাফের। ওরা আগরবাতি বনাম ধূপকাঠি, খেঁজুরপাতা বনাম তুলসীপাতা, জল বনাম পানি, খালাম্মা বনাম মাসীমা, গোস্ত বনাম মাংশ, ইত্যাদি শব্দ ও জিনিসের মধ্যে ধর্ম ও ভেদাভেদ খুঁজে বেড়ায় যা আমাদের নবী মোহাম্মদ (সঃ) করতেন না। তোমার বাবা-ও সেই প্রকৃতির মুসলমান। লক্ষ্য করবে আমার ভিডিওতে জঘন্য ভাষায় যারা খারাপ-খারাপ গালি দেয় বা যারা বাজে ভাষায় মন্তব্য করে তারা সকলেই মুসলমান, ওরা আমাকে ইসলামিক উপায়ে গালি দেয়। প্রকৃত ইসলাম যদিও তা বলে না। গালি দেয়া কমেন্ট কারী মুসলমানেরা নিজেদের মা ও বোনদের ইসলামিক পদ্ধতিতে দেহব্যবসায় খাটায়, ভাড়া দিয়ে থাকে। প্রয়োজনে মধ্যপ্রাচ্য মুসলিম শেখদের কাছে ওদের বোনকে পাঠায়, কিন্তু অন্যের মা বোন নিয়ে ওরা গালি দেয়। মনে রেখো যারা আমার ভিডিওগুলোতে মা-বোন তুলে গালি দিয়ে কমেন্ট করে ওরা সক্কলেই মুসলমান এবং ওদের মা ও বোনেরা সকলেই দেশে নানা কারণে (অর্থ বা যৌন চাহিদা) দেহ ব্যবসা করে থাকে। এটা পরীক্ষিত সত্য। তুমি আমার ভিডিও কমেন্টগুলোতে নজর রেখো বন্ধু, খোঁজ নিয়ে দেখবে ওদের বাবা ও ভাইরা দুহাতে ঘুষ খায়, হারাম খায়, রান্ডিবাজি করে অতঃপর মক্কায় গিয়ে হ্বজ করে আলহাজ হয়ে সমাজে আলোকিত হয় (সাতশো ইঁদুর মেরে বেড়াল চল্লো হ্বজে) । ওই মুসলমানদের বাবা বাইরে জ্বেনা করে আর তাদের মা-বোনরা 'ইসলামিক উপায়ে' ঘরের ভেতর পর্দার আড়ালে অহরহ ব্যাভিচার করে থাকে। আমরা প্রবাসীরা দেশে বেড়াতে গেলে [কোনো অমুসলিম নারী নয় বরং] এই শ্রেণীর কমেন্টকারী লোকগুলোর স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া যুবতী মুসলিম বোনরাই টাকার বিনিময়ে আমাদেরকে দেহ দান করার জন্যে দামি দামি হোটেলগুলোর লবীতে লাইন ধরে বসে থাকে। আমি ওদের চিনি, ওরা মুসলমান মেয়ে, আমার ভিডিওতে গালিদিয়ে কমেন্টকারীর যুবতী বোন ওরা। যারা গালি দিয়ে কমেন্ট লিখে আমি ভালোভাবে চিনি ওরা কেমন, ওদের ঈমান কেমন। ওরা 'শুয়োরের মাংস ও ঘুষের মধ্যে পার্থক্য খুঁজে পায়না, ওরা প্রাক্তন প্রেসিডেন্ট হোমো এরশাদ ও মাদার তেরেসার মধ্যে জান্নাত ও জাহান্নামের ফয়সালা করে। ওরা 'মুসলমান', জ্বেনা ওদের কাছে কোন মানবিক দেনা নয়। আমি বিরক্ত হই না বা রাগ করিনা। কারণ আমি আমার মনকে প্রবোধ দেই আর বলি -ও তো মুসলমান নামের কাফের, সুতরাং ও আমাকে ইসলামিক পদ্ধতিতে বা ও কোরআন ও হাদিস থেকে যা শিখেছে সেটাই তার কমেন্টে এস্তেমাল করছে। আরো লক্ষ্য করবে যে আমার ভিডিও পোস্টে যারা গঠনমূলক বা উপদেশমূলক কমেন্ট করে তারা সকলেই অমুসলিম অথবা ভালো মুসলিম (যাদের সংখ্যা খুবই কম) এই অমুসলিমরা বা ভালো মুসলিমরা তাদের স্ত্রী বা বোনদেরকে দেহ ব্যাবসায় কোনোদিন পাঠাবে না, বা কমেন্টে কাউকে মা-বোন তুলে গালি দেবে না, কারণ ওরা প্রকৃত মানুষ। মুসলিমরূপী আমি ঐসকল কাফেরদের কারণে কোনো ইসলামিক অনুষ্ঠানে যাই না। যার ফলে আমি এই সকল হুজুরদের পেছনে নামাজ পড়া ছেড়ে দিয়েছি ২৮বছর আগে। ঘরে বসে নিজে নিজে নামাজ পড়ি, আল্লাহর দিদার পেতে নবীজির আদেশগুলো মনে করি। কবে কোনকালে আমি মসজিদে ঢুকেছি আমি সত্যি জানি না, বাকি জীবন যেন আল্লাহ আর কখনো মসজিদে না ঢুকায়। আমার দীলে শুধু আল্লাহ ও রসূল থাকলেই যথেষ্ট, আমি সে-ই ঈমান নিয়ে শেষ নিঃস্বাশ ত্যাগ করতে চাই বন্ধু। -আমীন।
@sumoninox56786 жыл бұрын
আপনার ভিডিও টা ছিল ভ্রমন নিয়ে। এখানে উসকানিমূলক লেখা গুলো লিখার কোন মানে হয়না। আপনি যদি প্রকৃত মুসলমান হতেন তাহলে এগুলো লিখতে পারতেন না। তাছাড়া আমি আপনার অন্য একটি ভিডিওতে মুসলমানদের নামের আগে মোহাম্মদ লেখা নিয়ে আপনার মন্তব্য গুলো শুনছি। আমি যতটুকু বুঝতে পারি আপনি আপনি ইসলাম সহ্য করতে পারেন না। আপনার আর আপনাকে গালি দেবার লোকদের মধ্যে আমি কোন পার্থক্য খুজে পেলাম না, আপনি পেয়েছেন কি?
@bonggojbihonggo9915 ай бұрын
@@sumoninox5678 আপনি নিজে কি প্রকৃত মুসলমান?
@সিয়ামবিনহোসাইন6 жыл бұрын
বনি ভাই জিন্দাবাদ
@MizanurRahman-sg6ds4 жыл бұрын
আরজ আলী এ দেশের সামাজিক ইসলামের সমালোচনা করতে গিয়ে ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারনে কিছু প্রশ্নের উত্তর খুঁজেছেন যা তার অল্প লেখা পড়ার কারনে বুঝে আসতোনা।আপনাদের কারো যদি তাহয় তাহলে paradoxical sajid বইটি পড়লে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
@topteenbangla85736 жыл бұрын
india kobe asben ?
@কুরআনেরকথাবাংলায়6 жыл бұрын
বাংলাদেশের ৮০% মুসলমান তারা মুশরিক জালিম ফাসেক ও ভন্ড ধার্মিক। এর বিশেষ একটি কারণ হলো ৪৬ বছর ধরে এদেশের সরকারী প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে কুরআনের ইসলামিক শিক্ষা ব্যবস্থা নেই। আর মৌ লোভীদের স্কুলগুলিতে রয়েছে বিভেদের ও ঘৃণার শিক্ষা। নেই পারিবারিক ভাবে কুরআনের শিক্ষা। যা আছে তা নৈতিকতাবোধ সম্পন্ন বিবেকবোধ সম্পন্ন উন্নত ভদ্র ভাল মানুষ গঠনে কার্য্যকরী না। ২০১৮ সালেও তাই দেখা যাচ্ছে গা গ্রাম অঞ্চল থেকে শুরু করে দেশের সর্ব স্তরে প্রশাসনের প্রায় ৮০% বাংলাদেশী মুসলমান মানুষেরা নিকৃষ্ট জঘন্য সব কাজে জড়িত। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য মানুষের বুকে গুলি করে আবার গুমও করে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য মানুষকে পুঁড়িয়ে মারে আবার ডুবিয়েও মারে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারকে বাঁচানোর জন্য অন্যায় ভাবে বিচার করে আবার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে। তাদের কেউ দুর্নীতিবাজ সরকারের সাপোর্ট পেয়ে সুযোগ তৈরী করে অন্যায় ভাবে দেশ ও জনগণের কাছ থেকে টাকা খায়। এদের অধিকরা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান ও সালাফি মুসলমান। এরা আবার বহু আয়োজন করে বহু ধরনের মনগড়া ইবাদত বন্দেগীও করে। ঈবাদত বন্দেগীর পর পরই আবার খারাপ নোংরা নিষিদ্ধ হারাম কাজে জড়িত হয়েও যায়। কোন প্রকারের বিবেকবোধ মানবতাবোধ দায়িত্ববোধ ডর ভয় নেই এদের। এরা প্রতি নিয়তে স্বাভাবিক ভাবে গুনাহ পাপ বা অপরাধ মুলক কাজ কারবার করেই যাচ্ছে। অনেক ক্ষেত্রে এরা "বিসমিল্লাহির রাহমানের রাহীম " " আল্লাহর নামে শুরু করছি" সকল প্রশংসা মহান আল্লাহর " এরকম বলে অবৈধ অনৈতিক হারাম কাজও শুরু করে। সৎ দ্বীনি ও ঈমানদার মুসলিম লোক পাওয়া মুশকিল সর্ব খাতে। দুর্নীতিবাজ সরকার ও প্রশাসন এর জন্য দায়ী। কারণ তারা দেশের শিশুদেরকে ভাল মানুষ হওয়ার জন্য কুরআনের শিক্ষা ব্যবস্থা এবং কুরআনের ন্যায় বিচার থেকে মাহরুম রেখে গোনাহ্গারদেরকে হাত করে নিয়ে নিজেদের গদি টিকিয়ে রেখেছে। বাংলাদেশী সেবা পার্টি ৪২/১৩ আয়াত মতে এরা এদেশে রব তন্ত্র কায়েম করতে চায়। বাংলাদেশী সেবা পার্টি ১৬/৯০ আয়াত মতে এরা এদেশে ন্যায় বিচার ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে চায়। ডক্টর এ,কিউ,এম,মাহবুবুল্লাহ যশোরী হাফেজ,আলেম,মুফতি,মুহাদ্দেস,মুফাস্সের চেয়ারম্যান : বাংলাদেশী সেবা পার্টি
@tonichowdhury31005 жыл бұрын
Akti movi / television drama tairi howa uchit
@mikelkivines19626 жыл бұрын
Plis apnar bour madhi kapor ta deabolban plis
@কাছেআশারগল্প-ষ৯ম4 жыл бұрын
❤❤❤
@mdsumon23936 жыл бұрын
সিলেট শহ জলাল মাজারে আসেন ত্রক বার
@robiu.k.45046 жыл бұрын
Classic village
@KamrulIslam-cw1ff6 жыл бұрын
যার জন্য ভ্রমন সেটাই তো জানা হল না
@furqanahmed26436 жыл бұрын
try 2 used nice bangla & normal way
@md.yasirkamal3548 Жыл бұрын
বুনি টিপন।
@dhakacity65425 жыл бұрын
হাতুরে ডাক্তার যদি বলে আমি mbbs.তাহলে সেটা কে মেনে নিবে। তেমনি আরজ আলী ক্লাস ৪এ পড়ে এবং ঘরে বসে থেকে দার্শনিক হওয়াটা কে মেনে নিবে।দর্শন সাশ্রে না আছে তার ঙ্গেন আর না আছে তার লেখা পড়া।
@bonggojbihonggo9915 ай бұрын
মুমিন মূর্খ, আল্লাহ-মোহাম্মদের লেখাপড়ার দৌড় কতদূর ছিলো? নিজের কমেন্টটা কোনো মেধাবী স্কুলছাত্রকে দিয়ে পড়িয়ে কতটা বানান ভুল লিখেছো তা জেনে নিজের বিদ্যার দৌড় বুঝে আরজ আলী মাতুব্বরের সমালোচনা করতে এসো।
@bazlurrahman87564 жыл бұрын
আরব পৃথিবীর কেন্দ্রবিন্দু এটা ঠিক নয়
@searchlight333 жыл бұрын
বেঠিককে ঠিক বলে মেনে নিতে ঈমানের দরকার হয়। মিথ্যাকে সত্য বলে মেনে নিতে ঈমানের দরকার হয়। ঈমান ছাড়া ইসলাম হয় না। আপনি ঈমান হারা। জান্নাৎ কেনসেল।
@md.shafiulalam6366 жыл бұрын
who bear this long journey cost ?
@mdsobaj44496 жыл бұрын
পাকিস্তান জিন্দাবাদ জয় হউক পাকিস্তানে এই বাংলাদেশে
@miajee16 жыл бұрын
বনি আমিন সাহেব, আপনি কি শুদ্ধ বাংলা উচ্চারণ করতে পারেননা ?