আমি সাহিত্যিক নয়। পেশায় একজন ব্যাংকার। লেখক হিসেবে হুমায়ুন আহমেদ এর উপর আলোচনাটি শুনে বেশ ভালো লাগলো।
@rehenaesiddik234 жыл бұрын
এতো গবেষণামূলক কথাবার্তা ছিল ৪২ মিনিট কিভাবে অতিবাহিত হলো বুঝতেই পারিনি। স্যার কে আন্তরিক ধন্যবাদ বাংলা সাহিত্যের রাজপুত্র হুমায়ুন আহমেদকে নিয়ে এতো সুন্দর আলোচনা করবার জন্য।
@hossainshuvo60133 жыл бұрын
জ্ঞানগর্ভ অসাধারণ সত্য সুন্দর বিশ্লেষণ। হুমায়ুন আহমেদকে সবসময় আমরা দেখেছি আমাদের পত্রিকা, চ্যানেলে ছোট করে উপস্থাপন করতে চেয়েছে। কিন্ত একজন সফল লেখক হিসেবে হুমায়ুন আহমেদের গল্প বলার যে নিপুণতা সেই দক্ষতা স্যার সুন্দরকরে তুলে ধরেছেন। স্যারকে অংসখ্য ধন্যবাদ। ধন্যবাদ রকমারি টিমকে। জ্ঞানীর কদর যেন আমরা করতে ভুল না করি।
স্যারের লেকচার শুনে অভ্যস্ত বিধায় এতো বড় ভিডিওটা দেখতে বোরিং লাগেনি। বরঞ্চ আনন্দ পেয়েছি তথ্যসমৃদ্ধ আলোচনা দেখে।
@sagirmiah50713 жыл бұрын
🤣🤣🤣
@parvezahmedemon44994 жыл бұрын
হুমায়ুন আহমেদ কে নিয়ে এযাবৎ শ্রেষ্ঠ আলোচনা
@abdulmazed91634 жыл бұрын
আমি একটু আগে দুটি কমেন্ট করেছি দেখতে পারেন
@atiasohel3 жыл бұрын
অসাধারণ। হুমায়ুন আহমেদ এর মতো কিংবদন্তি লেখক কে আধুনিক প্রজন্মের জন্য বাচিয়ে রাখতে হবে।আপনার মতো বিশিষ্ট জনেরা হুমায়ুন গবেষণায় এগিয়ে আসুক।
@Orko-3x4 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ স্যার। আজম স্যার হলেন একজন উচ্চ মানের সমালোচক। আমি ব্যক্তিগত ভাবে তাকে অনেক পছন্দ করি। উনি এযুগের মানুষের মন রাখতে পেরেছেন বলে আমি মনে করি।
@RokomariOfficial4 жыл бұрын
ধন্যবাদ, সাথে থাকুন।
@ahmedshatilalam73184 жыл бұрын
দুর্দান্ত বিশ্লেষণ। ধন্যবাদ প্রফেসর আজম। আপনি বেশ কৌতুহল উদ্দীপনা সৃষ্টি করেছেন আমার মধ্যে৷
@abdulmazed91634 жыл бұрын
ভালই বলেছেন। আমিও একটু আগে দুটি কমেন্ট করেছি।দেখতে পারেন
@nahidbadsha7623 жыл бұрын
ড. মুহাম্মাদ আজম স্যার বাংলাদেশের অন্যতম একজন নিরপেক্ষ আলোচক।
@md.golamfaruk36673 жыл бұрын
Humayun Ahmed was natural talent . I have read a lot of books of him.I think that 'Nandito Noroke' 'Aguner Poroshmoni' 'Josho O janonir golpo' & 'Madhanno' are greatest creations of him. Also I think that he will be lived forever to his readers for these creations.May Allah give peace to his departed soul.
@MrSharifulhasan4 жыл бұрын
খুব মনোযোগ দিয়ে শূনলাম। অনেক ভালো লাগল বিশ্লেষণধর্মী এই আলোচনাটির জন্য।
@RokomariOfficial4 жыл бұрын
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
@saifulislam-pb7bk3 жыл бұрын
হুমায়ুন আহমেদ সম্পর্কে এত সুন্দর আলোচনা সত্যিই দরকার ছিলো। ধন্যবাদ স্যার আপনাকে।
@md.shafayatulislam10824 жыл бұрын
“বাজারি বই মানেই নিম্নমানের সাহিত্য আর যেগুলো বিক্রি হয় না সেগুলো উচ্চমার্গী সাহিত্য” এই ভাবনা যাদের মাথায় গেঁথে গেছে, তাদের উচিত নিজের সাহিত্যজ্ঞান নিয়ে প্রশ্ন তোলা।
@mohammadtareq7924 жыл бұрын
অসাধারণ লাগলো আপনার কথাগুলো।
@abdulmazed91634 жыл бұрын
ভালই বলেছেন। আমিও ২ টি কমেন্ট করেছি একটু আগে। দেখতে পারেন
@mohammadabdullahalmamun63024 жыл бұрын
@@abdulmazed9163 এ যাবত তিন বার বলছেন 🤣😅🤣😅
@chikmik78993 жыл бұрын
এ দেশের নিচু মানের পাটক দের কা ছে হুমায়ুন আহমেদ এর বইএর চাহিদা ছিল। এ দেশের মানুষের চিন্তা র উন্নতি হওয়ার কারণে হুমায়ুন আহমেদ এর বইয়ের পাটক হারিয়ে যাবে। আর যাদের চিন্তা অধপতিত তাদের জন্য হুমায়ুন আহমেদ ই ভরসা,,,,,,,,
@mohsinahmed23964 жыл бұрын
It's heard first time from some one intellectual said positive thing about Humayn Ahmed ! Great to know
@hypocritehippocampus54794 жыл бұрын
রকমারি'কে অনুরোধ করবো, একইভাবে আহমদ ছফাকে নিয়েও বিশ্লেষণধর্মী ভিডিও চাই। ভাল হয় যদি সলিমুল্লাহ খানের মুখ থেকে শোনা যায়। ধন্যবাদ।
@istiaqahmed57084 жыл бұрын
আমারও মনের কথা👍
@saifulmilton80164 жыл бұрын
আহমদ ছফার বই তো এত চলে না হুমাইনের মত, তাই রকমারির লাভ নাই এটা করে
@abdulmazed91634 жыл бұрын
আমিও একটু আগে দুটি কমেন্ট করেছি দেখতে পারেন
@kc7114 жыл бұрын
আহমদ ছফা নিয়ে বহু বাতচিত করেছেন - সলিম খান, খুঁজে দেখেন।
@sayemhossain83235 жыл бұрын
আজম স্যারের আলোচনা সবসময়ই যুক্তি নির্ভর।
@efratsheikh5265 жыл бұрын
হুমায়নকে নতুন ভাবে জানলাম। ধন্যবাদ রকমারী।
@maishazaraofficial74163 жыл бұрын
আমি বিজ্ঞানের ছাত্র । সাহিত্য বেশি একটা পড়া হয় না । তবে হুমায়ূন আহমেদের বেশ কয়েকটি উপন্যাস পড়েছি। পড়ার সময় মনে হয় চরিত্র গুলো আমার কাছের মানুষের । যতবার পড়তে বসেছি , কখন যে সময় চলে গেছে সেটা টের পাই নাই । আমি মনে করি এরকম হুমায়ূন আহমেদ ভবিষ্যতে তৈরি হবে কিনা সন্দিহান।
@mohammadarifmokammel2706 Жыл бұрын
Excellent analysis. My respect!
@md.aminulislam112 жыл бұрын
এমন বিশ্লেষনধর্মী আলোচনার জন্য স্যার এবং রকমারি কে ধন্যবাদ। আমার ধারণা, হুমায়ূন স্যারের লেখালেখি এত সংক্ষিপ্ত কথায় ব্যাখ্যা করা যায় না। দীর্ঘ ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণা প্রয়োজন।
@mushkaangroup35343 ай бұрын
that’s really great , awesome & congratulations 🎉🎉🎉❤❤. Assalamualaikum dear prof dr. muhammad azam.
@hosnearakhan82043 жыл бұрын
হুমায়ূন আহমদের সায়েন্স ফিকশন বাংলা ভাষায় লেখা ফিকশনসমূহের মধ্যে সেরা । তেমনি মিসির আলী সিরিজের বইগুলো রহস্য উপন্যাসগুলোর মধ্যে সেরা । আর সাহিত্য হিসেবে আমার শেষেরদিকের বাস্তব ঘটনা অবলম্বনে উপন্যাসগুলো বেশী ভালো লাগে । যেমন বাদশাহ নামদার, মাতাল হাওয়া , দেয়াল, জোৎস্না ও জননীর গল্প ।
@masumakanta96033 жыл бұрын
বহুদিন পর অত্যন্ত পরিশীলিত সাহিত্য আলোচনা শুনলাম ।
@learnoncologytogether5 жыл бұрын
এভাবে চিন্তাই করিনি।ধন্যবাদ এত সুন্দর করে তুলে ধরার জন্য।
@RokomariOfficial5 жыл бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
@mahmudurrahman39405 жыл бұрын
ভালো লাগলো । অনেক তত্ত্ব আর যুক্তি ভিত্তিক কতা বার্তা 👍
@RokomariOfficial5 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ।
@pubgchutiyapa93864 жыл бұрын
অত্যন্ত গবেষণালব্ধ কথাবার্তা।
@shafiqmcmohammed3221Ай бұрын
It is very significant that seriousness of Humyun literacy been discussed...
@milonhassan47327 ай бұрын
You are right sir
@towheedelahi92953 жыл бұрын
মোঃ আজম স্যারের আলোচনাগুলো জ্ঞানগর্ভ।
@khairsamadi21223 жыл бұрын
অসাধারণ একটি আলোচনা। ধন্যবাদ আজম স্যার।
@shifatbinalishifat62855 күн бұрын
you did a great job Azam sir
@morshedmahamud56384 жыл бұрын
খুব সুন্দর আলোচনা।
@RokomariOfficial4 жыл бұрын
ধন্যবাদ, সাথে থাকুন।
@mahamudalrabbi47744 жыл бұрын
স্যারকে ধন্যবাদ।
@কদমফুল-ষ৫ছ2 жыл бұрын
অসাধারণ বলেছেন।
@Rajuraju-cq2se3 жыл бұрын
শূন্য লেখাটি পড়লে বুঝা যাবে তিনি কতো বড়ো লেখক
@romonkhan41153 жыл бұрын
সত্যি বলতে কি,,আমি হুমায়ূন আহমেদ এর সহজ সরল ভাবে লেখা,,,অন্য কোনো লেখকদের মাঝে খুজে পাইনি
@riadahmed16095 жыл бұрын
সুন্দর আলোচনা
@RokomariOfficial5 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ।
@maruf.h4 жыл бұрын
Excellent discussion. Thank you so much.
@mahfuzrahman6853 жыл бұрын
excellent realization. thanks
@tasnuvatazintuba29643 жыл бұрын
অতি বিচিত্র কারণে বাংলাদেশের মানুষ সব কিছুতেই শিক্ষা খোঁজে। গল্প-উপন্যাসে শিক্ষা, নাটক-সিনেমায় শিক্ষা। একসময় ঈদে প্রচারিত হাসির নাটকের শুরুতেই আমি লিখে দিতাম 'এই নাটকে শিক্ষামূলক কিছু নেই।' সাধারণ মানুষ এবং অসাধারণ সমালোচকরাই শুধু যে শিক্ষা খোঁজেন তা নয়, দেশের প্রধানরাও শিক্ষা নিয়ে আগ্রহী। তাঁরাও একে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য নানান ব্যতিক্রমী কর্মকাণ্ড হাতে নেন। শিক্ষা নিয়ে এত উদ্বেগের পরও জাতি হিসেবে আমরা ক্রমেই মূর্খ হচ্ছি কেন কে বলবে?" (ফাউনটেনপেন)
@mohammadalamgir70552 ай бұрын
সাহিত্য সমালোচনায় হুমায়ুন আহমেদ খুব বেশী আলোচিত নন কারণ সমালোচকদের প্রায় সকলেই হুমায়ুনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত।
@rhymehasan15372 жыл бұрын
Excellent discussion sir 💖
@kowshikmajumder58254 жыл бұрын
দারুণ আলোচনা
@masummoshi37633 жыл бұрын
দারুণ লাগল
@ashikkhan-uh2xo4 жыл бұрын
একটানা শুনে গেলাম❤️
@azizhasan1384 жыл бұрын
কোনো তত্ত্ব ও জনপ্রিয়তাকে সাক্ষী না মেনে হুমায়ূন আহমেদের বিচারের ভার সময়ের ওপর ছেড়ে দিন। মাণিক বিভূতি তারাশঙ্করের মতো অতদিন না, মাত্র পঞ্চাশ বছর পর তখনকার পাঠক-অধ্যাপক বলবেন কি অবস্থায় আছেন এখনকার হুমায়ূন আহমেদ।
@abdulmazed91634 жыл бұрын
ভালই বলেছেন। আমিও একটু আগে দুটি কমেন্ট করেছি দেখতে পারেন
@windwit3 жыл бұрын
অসাধারণ আলোচনা!
@robinvlog88783 жыл бұрын
Erudite discussion on Humayon 🍃
@sayemhossain83235 жыл бұрын
রকমারিতে এরকম আয়োজন অব্যাহত থাকবে এই আশা করি।
@abulkashem28594 жыл бұрын
আজম স্যারের কথা এত ভাল লাগে ক্যা রে????
@TheArafatHossain3 жыл бұрын
সুন্দর বিশ্লেষণ
@fahimrezwankhair73443 жыл бұрын
Beautiful analysis!
@muhammad-emdad-rony5 жыл бұрын
Yes yes Misir Ali is the best creature of Humayun Ashamed.
@abdulmazed91634 жыл бұрын
ভালই বলেছেন। আমিও একটু আগে দুটি কমেন্ট করেছি দেখতে পারেন
@mohammadabdullahalmamun63024 жыл бұрын
@@abdulmazed9163 😅🤣😀🤣
@matishimel63434 жыл бұрын
চমৎকার
@mostafijurrohoman22064 жыл бұрын
তিনি বড় লেখক না ছোট লেখক! সেই বিষয়ে আমার কোন মাথাব্যথা নেই। এটা সাহিত্য নিয়ে যারা গবেষণা করেন তারা বলবেন। তবে আমি একটুকু বলতে পারি হুমায়ুন আহম্মদ আমাকে বই পড়া শিখেয়েছেন। প্রাইমারি স্কুল থেকে যখন হাইস্কুলে উঠলাম তখন স্কুলের ল্যাইবেরিতে স্যারের কিছু বই পেলাম। ল্যাইবেরিতে আমরা যেতাম বিভিন্ন খেলা খেলতে। ক্যারাম, লুডু,লেগো বিভিন্ন রকম খেলার সামগ্রী ছিলো। আর সেগুলোই আমাদের প্রধান আকর্ষণ। মাঝে মাঝে বিভিন্ন বইয়ের ছবি দেখা, একটা দুইটা পাতা উলটানো। বইয়ের পাতা উল্টাতে উল্টাতেই স্যারের কিছু বই পেয়ে যাই। পড়তে লাগি- দেখি পড়তে ভালো লাগছে, শেষ না করে উঠতে ইচ্ছে হচ্ছে না। ল্যাইবেরি থেকে আমার বই আনা শুরু হলো। ল্যাইবেরিয়ানকে বিরক্ত করে মারি।১ টা বইয়ে হচ্ছে না আমার, কম করে হলেও দুইটা বই বাড়িতে নিয়ে যেতে দিতে হবে। এদিকে ল্যাইবেরির বই পড়া চলছে অন্যদিকে খুঁজছি এমন বই আর কোথায় পাওয়া যায়। কেও পকেটে ১০০/১৫০ টাকা জিনিস খেতে দিলে আমি এই ভেবে আনন্দ পেতাম এই টাকা দিয়ে আমি একটা বই কিনতে পারবো। শুরু হলো বই পড়া। স্যারের কোনো লেখা পড়ে কেঁদেছি, বুক হুহু করেছে সারাদিন । লেখার রসবোধে হো হো হেসেছি, ঘরের বাইরে থেকে আম্মা বলেছেন পাগলের মত একা একা হাসিস কেন? বিভিন্ন বইয়ের চরিত্রগুলোর সাথে আবেগে মিশে গেছি, চরিত্রগুলোকে নিজের মানুষ বলে মনে হয়েছে। স্যারের লেখাতে আমি একটা জিনিস দেখতাম - মানুষের প্রতি ভালোবাসা, মমতা। এই সব চরিত্র গুলো পড়েছি আর মনে হয়েছে আমি তাদের মত হবো। আমারও মানুষের কষ্টে বুঁক দুরু দুরু করতে হবে। আর এগুলোর জন্যই তার লেখা পড়তে বিরক্ত লাগে না। বই শেষ না করে উঠতে ইচ্ছে হয় না। এখন দেশ বিদেশের অনেক বই পড়ি এবং পড়ছি। তবে হুমায়ুন আহম্মদ আমার কাছে হুমায়ুন আহম্মদ।
@mdfaridul24424 жыл бұрын
Vai amar moner kothagulo balchen.
@mostafijurrohoman22064 жыл бұрын
@@mdfaridul2442 ধন্যবাদ ভাই।
@farjanaislam79504 жыл бұрын
Thanks sir
@HKinUK3 жыл бұрын
Well discussed sir
@mdsaidurrahman30553 жыл бұрын
Analysis at it best
@musicphilebd98622 жыл бұрын
এই বইটির কোন ডিজিটাল ভার্সন কি কোথাও পাওয়া যাবে?
@md.abulkhairhossain63063 жыл бұрын
HUMAYUN AZAD ER SAHITTAY SHRISTIR BISOYA EKTI ANUSTAN KE KORBAN ___ THANKS
@adnanlikhon59925 жыл бұрын
অনেক ভালো লাগলো😍
@RokomariOfficial5 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ।
@Boierferiwala4 жыл бұрын
আমাদের চ্যানেলে স্যারের বিস্তারিত আলোচনা আছে |
@istiaqahmed57084 жыл бұрын
আমি দেখেছি👌 যদি সলিমুল্লাহ খান স্যারের লেকচার upload করলে আরো সমৃদ্ধ হতো
@rahimachowdhury52914 жыл бұрын
Udvash varsity ka and engineering question bank konta chi
@MdSohelRana-jh5ce4 жыл бұрын
সলিমুল্লাহ খানকে দেখতে চাই
@ontorahmed5566 Жыл бұрын
❤
@ruma4867 ай бұрын
❤❤
@mduzzal49054 жыл бұрын
👌👌
@mohenulislamadnan5475 жыл бұрын
Nice
@mytablet36135 жыл бұрын
Konthota darun Besh vari
@mdshaquat90054 жыл бұрын
sir Humayun ahmed boro lekhok ar tokmar dor kar nai,ar jonno tene lheka likhi koren nai . sir amder somajer prtiti manus ke nea t likasen. Humayun sir omor hoya thakben amder Bngladeshi der moner maje hajar bosor
@azizhasan1384 жыл бұрын
আমি একজন পাঠক মাত্র, সেই আধিকারেই প্রশ্ন : 'আরণ্যক' 'পদ্মা নদীর মাঝি' 'হাসুলি বাঁকের ইতিকথা' 'কাঁদো নদী কাঁদো' 'খোয়াবনামা' পড়ার পর যে মন ভাবনায় ভারি হয়ে ওঠে হুমায়ূন আহমেদের দু-চার পাতা পড়ার পর সেই মন আর এগুতে চায় না। কেন এমন হয়? হুমায়ূন ফ্যান ক্লাবের সদস্যরাও কি 'পদ্মা নদীর মাঝি' সম্পর্কে একই কথা বলবেন? মাননীয় অধ্যাপকের কাছে হয়ত এর একটা জুতসই সদুত্তর পাওয়া যাবে।
@saifulmilton80164 жыл бұрын
আরে কই মানিক বন্দোপাধ্যায় আর কই হুমাইন
@abdurraquib3874 жыл бұрын
*"পদ্মা নদীর মাঝি" ছবিটি ছিল বিশাল ক্যানভাসের। সে ক্ষেত্রে হুমায়ুনের গল্পে প্রাসঙ্গিক বিষয়টি উপেক্ষিত। তবে "কোথাও কেউ নেই" নাটকের কারণেই বাংলাদেশে হুমায়ুন প্রথমবার বিখ্যাত হন।*
@brewedmeditation28864 жыл бұрын
আমি 'রাইফেল রোটি আওরাত' পড়ে যা ভেবেছি ততটা 'জোৎস্না ও জননীর গল্প' তে পারি নাই
@zabedhasan494 жыл бұрын
আপনি বিরাট বড় পাঠকরে ভাই তাই। আমরা যারা সাহিত্য কম বুঝি বা সাহিত্যের গভীরতা সমন্ধে জ্ঞান রাখিনা তাদের কাছে হুমায়ূন আহমেদ স্যার জনপ্রিয়। খুশি?
@azizhasan1384 жыл бұрын
@@zabedhasan49 আমাকে খুশি করার জন্য আপনার কোনো দায়িত্ব নেই। আপনার আমার সাহিত্যরুচি আলাদা। হতেই পারে। আপনার মহান হুমায়ূন স্যারকে নিয়ে আনন্দে থাকুন। ধন্যবাদ
@abdulmazed91634 жыл бұрын
কিছু কথা বলা খুব প্রয়োজন বোধ করছি, তাই বলছি। হুমায়ুন আহমেদ খুব সহজ ভাষায় লিখতেন বলে কিছু মানষের ধারনা তিনি ভাল লেখক না। এটি মনে হয় ভুল ধারনা। তাদের কাছে আমার প্রশ্ন হলো যে শিক্ষক একটি কঠিন বিষয়কে খুব সহজভাবে বুঝাতে পারে সেই শিক্ষককে কেন সবাই ভাল শিক্ষক বলে? আমি বলছি না হুমায়ুন আহমেদের সব লেখাই ভাল। কোন লেখকেরই সব লেখা সমানভাবে ভাল হয় না। যারা হুমায়ুন আহমেদকে সস্তা বা জনপ্রিয় লেখক বলে নিজেকে খুব বিজ্ঞ মনে করতে পছন্দ করেন তাদেরকে অনুরোধ করছি হুমায়ুন আহমেদের জলজোছনা, মধ্যাহ্ন, নন্দিত নরকে, কে কথা কয়, মিসির আলির অমিমাংসিত রহস্য, পুতুল, অমানুষ এই গল্পগুলো মন দিয়ে যেন পড়ে দেখেন। তাদের উদ্দেশ্যেই বলছি, জনপ্রিয় হলেই খারাপ বা জনপ্রিয় হলেই ভাল কোনটাই একতরফা বলা ঠিক না। রবীন্দ্রনাথের " শেষের কবিতা ", শরৎচন্দ্রের " দেবদাস ", লিও তলস্তয়ের " ওয়ার এন্ড পিস" তখনকার সময়ে খুব জনপ্রিয় ছিল সেজন্য কি আমরা তাদেরকে খারাপ বা সস্তা লেখক বলব? আবার বর্তমানে ইউটিউবে কিছু ভিডিও দেখা যায় " এক প্রবাসীর বউয়ের পরকিয়ার ফোনালাপ "। সেগুলোতেও অনেক বেশি ভিউয়ারস দেখা যায়। সেগুলোকে কি ভাল বলা যায়। এ থেকেই বুঝা যায়, কোন কিছুকে ভাল বা খারাপ বলতে হলে সেটির গুনগত মানের বিচার করতে হয়, সেটির জনপ্রিয়তা দিয়ে না। ধন্যবাদ
@zabedhasan494 жыл бұрын
রাইট
@ahmadhasan83553 жыл бұрын
চমৎকার বলেছেন। বইয়ের নামগুলোর জন্য ধন্যবাদ।
@abdulmazed91633 жыл бұрын
@@ahmadhasan8355 অনেকেই হুমায়ুন আহমেদকে নাস্তিক বলে ও গালাগালি করে। তাদেরকে বলবেন " unforgettable moment of Humayun Ahmed " এটি ইউটিউবে দেখতে। উনার জীবনে হয়তো কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু উনার অনেক গুণও ছিল। উনার ছোট ভাই আহসান হাবিব বলেছেন হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে কিছু মানুষ বলেছেন তাদের চিকিৎসার খরচ হুমায়ুন আহমেদ দিয়েছিল। হুমায়ুন আহমেদই বলেছেন ব্যাপারটা গোপন রাখতে। অভিনেতা চঞ্চল চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছিল, " আমার সৌভাগ্য হয়েছিল হুমায়ুন আহমেদের সাথে কাজ করার। আমি উনাকে যতটুকু দেখেছি তা থেকে মনে হয়েছে উনিই মিসির আলি এবং উনিই হিমু। "
@ahmadhasan83553 жыл бұрын
@@abdulmazed9163 অনেক ধন্যবাদ। আমি নিজেও দেখি নি। দেখব সত্বর।
@arifhopu11 ай бұрын
Bold.
@abdurraquib3874 жыл бұрын
*হুমায়ুন আহমেদ বড় মাপের লেখক, কথাসাহিত্যিক ও বিখ্যাত হলেও একজন পিতা ও স্বামী হিসেবে ছিলেন চরম ব্যর্থ এবং পারিবারিক জীবনে অসুখী একজন মানুষ।*
@mdrayhanakon5 жыл бұрын
ভালো লাগলো তবে আমাকে কেউ বই গিফট করে না.....
@RokomariOfficial5 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ।
@MonirulIslam-wf4pb4 жыл бұрын
ঔপনিবেশিক লেখক নিয়ে স্যার যা বললেন, কেউ একটু বুঝিয়ে বলুন
@abhikbanerjee49424 жыл бұрын
Prothomoto banglabhasai " bajari" Kothati bola ruchi sommoto noi Mohan sahityokar Humayuon Ahmed somporke bolei mone kori. Bam ponthi kotha bartai ei dhoroner sobdo choyon kora hoi jeta bokta nijeder atlami ke prokash korar chesta koren thik jemon purnimai sondhyakase groho nokhotrer samne jonakider alo jalanor chestake. Asol bishyoye nojor deoa proyojon chilo ja bokta erie gelen. Uchu maner gyan jeta bigyaner ek jotil bishoi rosayon take abolilakrome ekdike rekhe sadharon nimno modhyobritto poribar theke uthe asar somoi tini je kosto jotrona ghat protighat peyechen seta tini jotno kore nijer grey cell rekhe diyechilen ar sei adrisyo sorbo soktiman er nirdeshe , pitar anupreronai nijo grihe sahityo noi jibon ke je bhabe jokhon dekhechen kach theke ba door theke , nijeke nie ba nijer kacher manushder nie seta eker por ek sada kagoje akhhor hoye fute eseche jar beshirbagtai na payoar modhye ek sopner moto choritro je sokoler kache thekeo dure kintu tar kajer dara nisobde gopone tader bhalo korar chesta kokhono daibo sokti kokhono ba alaukik khomotar sahajye , anekta fakir dorbesh sadhu sonyasi ke mathai rekhe jader sompoke bohu alaukik khomotar kotha tini bibhinno boite porechen jeta tar ekmatro kaj chilo joto beshi sonkhok boi pora jai toto beshi pora. Tini kokhono lekhok saradindu banerjeer bomkesh bokshi ba kokhono boroda rupe esechen alaukik kahinite abar Sirshendur moton science fiction enechen bibhinno somoye. Kintu Sarat chandra chattopadhyaier polli jiboner bhitor diye jemon choritrer por choritrer somabesh ghotaten , Humayun Shabeb eki bhabe ba bolte badha nei aro adhunikbhabe aro chorityoke niye je sabaner fenar moto asonkho bibhonyo chotriyaon korte gie setake sesh somoi porjonto niye jeten ek kotha theke arek kothai , take ejuger kotha sahityeek bola jai anaase. Kintu dukher bishoi Bangladeshe ei dhoroner sristisheel lekhok dhire dhire sonkirno dhormandhotar andhokare dube jabar bhoi beshi karon tini jader jonyo likhe gachen tader modhye samanyo ansho ei boi poreche ba sei boiguli pore tar gurutyo nie bhabche bole amar dharona. Borong take bajari lekhok bole take nie marketing kore nijeder akher gochanoi ekhon beshi dekha jachhe tar 2012 te entekaler por. Eta emon beshi rokom hochhe etake tar kothai entropy ar setai dhonsher karon hoito hote choleche agamidine. i
@nazimuddin69394 жыл бұрын
হুমায়ুন আহমেদ একজন গার্হস্থ্য গল্পকার মাত্র। আর যারা হুমায়ুন-ভক্ত, তাদের মানসিকতা ওই গৃহস্থ তথা কূপমণ্ডূকতায় ভরা। এবং তিনি যথার্থই বাজারি লেখক; তবে একটি সস্তা পাঠকগোষ্ঠী তৈরি করেছেন- এটাও স্বীকার্য।
@mustaheedfarhan85744 жыл бұрын
একমাত্র হিংসুকরাই তাঁকে অপছন্দ করে। অন্যকে কূপমণ্ডূক না ভেবে নিজের চিন্তা করেন।
@sunlight314 жыл бұрын
আপনি যথার্থই বলেছেন। হুমায়ূন আহমেদ হতে পারেন বিখ্যাত, কিন্তু সেটা কেবলমাত্র এক শ্রেণীর সল্পবুদ্ধি সম্পন্ন ও সহজপাঠ্য ব্যক্তিদের নিকট। আজ পর্যন্ত কোন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য বিশারদ ও সমালোচক তার তেমন কোন ই প্রশংসা করেন নি। তার লেখা গুলো খুবই হালকা, সেখানে সমাজের বিভিন্ন সমস্যা, বিভিন্ন সাংঘর্ষিক সংঘাত-দ্বন্দ্ব ও জটিল জটিল বিষয়গুলো তেমন স্থান পায় নি।
@mdadi38674 жыл бұрын
You spoke out my mind. All the time end up achiving nothing that has been passed to read him.
@nazimuddin69394 жыл бұрын
@@mustaheedfarhan8574 জনপ্রিয় লেখা আর মননশীল লেখা- দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। হুমায়ুন আহমদ জনপ্রিয় লেখক হতে পারেন, কিন্তু মননশীল নন। লেখক হুমায়ুন আহমদকে আমি শ্রদ্ধা করি; কিন্তু হুমায়ুন-পাঠকদের (যারা শুধু হুমায়ুনই পড়ে নিজেকে বইপ্রেমীক দাবি করে) আমি তাদের বলি ভাইরালপ্রেমী (অর্থাৎ গড্ডলিকা প্রবাহে গা-ভাসানো পাব্লিক)।
@rezowanrizvee6024 жыл бұрын
পুরাটা শুনেছেন তো। আমার মনে হয় আপনার চেয়ে স্যার অনেক বেশিই বাংলা সম্পর্কে জ্ঞান রাখেন।
@subhasishdutta24275 жыл бұрын
422 no.Viewer
@mahmudhossain92124 жыл бұрын
Mohammad Azam ta ke??
@ahmadhasan83553 жыл бұрын
বাংলা সাহিত্যর সহযোগী অধ্যাপক ঢাবির।
@afrozakhatun9904 Жыл бұрын
আপনার বক্তব্য শুনে মনে হয় বাংলাদেশে এর আগে কোন কিছুই হয়নি।আপনি প্রথম শুরু করেছেন।
হুমায়ুন আহমেদ স্যার কে বিচার করার যোগ্যতা আপনার নাই। আর আপনি সরাসরি হুমায়ূন বলে সম্ভোধন করছেন। যে ব্যাপার টায় কষ্ট পেলাম। আশা করি এমন ব্যায়াদবি করবেন না। আমি গত দুই বছর ধরে হুমায়ূন আহমেদ স্যার এর প্রায় ১০০+ বই পড়েছি। কাজেই আপনার কথায় আর পাঠক হিসেবে আমার অনুভূতি তে মিল খুজে পাচ্ছি না।
@jahidmasud10994 жыл бұрын
Humayun Ahmed's writing will soon be irrelevant to the time...his writing style is kind of similar to today's facebook writers, there is humour, there is story but no depth, it doesn’t really have impact in your thoughts. However, I'll remember him as a good drama director and film maker.
@zabedhasan494 жыл бұрын
যারা ওনার লিখা বুঝেন না তাদের জন্য নাটক গুলো হচ্ছে ব্যাখ্যা