শ্রদ্ধেহ্ গফুর হালি স্যার কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবে আমাদের আশেকানে মাইজভান্ডারীদের মাঝে।
@mdzamshedkhan39432 жыл бұрын
খাটি আধ্যাত্নিক সুরের ঝংকার
@mirajahmedmiru2581 Жыл бұрын
অনেখ আফসোস লাগে যে এতো বড় একজন গায়ক একজন গীতিকার _একজন লেখক ২১ শে পদক পায় নাই 🙂 কিন্তু পেয়েছে ভক্তি শ্রদ্ধা জ্ঞান_ খেদমত 🙂 ভান্ডারীকে _🙂 পেয়েছে হযরত কেবলা কে পেয়েছে বাবা ভান্ডারী কে পেয়েছে গাউসে জামান শফিবাবা কে তার মতো যেনো আমিও গাউসে মাইজভান্ডারির গোলাম হতে পারি🙂❤️🩹
@dr.nizamuddinjami1047 Жыл бұрын
❤
@atjnshj5612 жыл бұрын
Amin
@mdlaltushai9052 жыл бұрын
জয় গুরু আলেক শাঁই
@monjurrashed96732 жыл бұрын
Extraordinary
@sylotibaha8302 жыл бұрын
সিলটী,রংপুরী এবং চাটগাঁইয়া ভাষা, বাংলা ভাষার কোন আঞ্চলিক ভাষা নয় বা সিলটীরা,রংপুরী বা চাটগাঁইয়ারা, জাতিগত ভাবে বাঙালী জাতী নয়। তার সব চেয়ে বড় প্রমাণ হলো তাদের ভাষা। যেমন সিলটি ভাষা লিখার জন্য যে বর্ণমালা ব্যবহার করা হয় তার সাথে বাংলা বর্ণমালার কোন মিল নেই। যদি সিলটি ভাষা, বাংলার আঞ্চলিক ভাষা হতো তাহলে একটি আঞ্চলিক ভাষা লিখার জন্য শত শত বছর সেই ভাষা কে নিয়ে চর্চা এবং গবেষণা করে আলাদা বর্ণমালা তৈরী করার করার কোন প্রয়োজন ছিলো না। যেহেতু বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালা সেখানে আগে থেকেই ছিলো। সিলটী ভাষা বাংলার কোন আঞ্চলিক ভাষা হলে নিশ্চয়ই সিলটীরা সেটা জানতেন আর শুধু শুধু সিলটী ভাষার মতো একটি আঞ্চলিক ভাষার জন্য অকারণে বর্ণমালা তৈরী করে সময় নষ্ট করতেন না। সিলটী ভাষার ব্যাকরণ, বর্ণমালা এবং শব্দ ভান্ডার সব কিছু বাংলা ভাষার চেয়ে আলাদা। সিলটী ব্যাকরণের সাথে হিন্দি ব্যাকরণের অনেক মিল লক্ষ করা যায়। বাংলা ভাষা থেকে সিলটী ভাষার জন্ম হয়েছে এমন কোন তথ্য আজ পর্যন্ত সিলটী ভাষার কোন পুরোনো পুঁথি বা পান্জিতে লিখিত প্রমাণ পাওয়া যায় নি। বরং সিলটী অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে স্পষ্ট লিখা আছে সিলটী ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে এবং সিলটী বর্ণমালা গুলো কে বিহার অঞ্চলের কাইথি লিপি থেকে অনুকরণ করে সৃষ্টি করা হয়েছিল। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না বা নেই। অনেক পুরোনো পুঁথি পাওয়া গেছে যেখানে সিলটী নাগরী লিপি এবং আসামী লিপি দিয়ে বাংলা লিখা হয়েছে কারণ তখনও বাংলা ভাষার জন্য বাংলা বর্ণমালা সৃষ্টি করা হয় নি! এতেই প্রমাণ হয় সিলটী ভাষা বাংলা ভাষার চেয়ে অনেক প্রাচীণ একটি ভাষা। সিলটী ভাষায় পুরোনো কিছু পুঁথিতে তারিখ লিখা আছে যা ২ হাজার বছর আগে লিখা হয়েছিলো। গবেষণা করে জানা গেছে পুঁথি গুলো ২ হাজার বছর আগে লিখা হয়েছিল। বাংলা ভাষার বয়স ১ হাজার ৩০০ বছর। সিলটী ভাষার বয়স ২ হাজার বছর। এতেই প্রমাণ হয় সিলটী ভাষার সাথে বাংলা ভাষার কোন সম্পর্ক ছিলো না আর সিলটীরা বাঙালী না। সিলটীরা হলো সিলটী জাতী। নুয়াখাইল্লা,কুমিল্লা,বরিশালি আরো অন্যান্য আঞ্চলিক ভাষা লিখার জন্য কোন আলাদা বর্ণমালা নেই কারণ এই সব গুলোর জন্ম বাংলা ভাষা থেকে।