যারা খুজে খুজে এই সব নাটক দেখে তারা সত্যি ভালো মানুষ ।
@konokrahmanbokul6483 жыл бұрын
আমি খুঁজে খুঁজে এসব নাটক দেখি!
@AlamgirHossain-ru4io3 жыл бұрын
আমিও তো খুঁজে খুঁজে এসব নাটক দেখি কিন্তু আমি তো ভাল মানুষ না। আমাকে কেউ ভাল বলে না😪
@md.swaponsarkar38013 жыл бұрын
@@AlamgirHossain-ru4io যে মানুষ খুজে খুজে এসব নাটক দেখে সে ভালো মানুষ অবশ্যই। তার রুচি চিন্তা চেতনা দেখেই বোঝা যায় । আর ভাইয়া নিজেকে কখনোই ছোট ভাববেন না। আপনি অবশ্যই ভালো মানুষ ।
@nkmanik70303 жыл бұрын
Ji thik bolecen valo mon na hole aysob dekhena...
@priyontipriya89213 жыл бұрын
কিন্তু আমি এমন নাটক আর মুভি দেখার জন্য পরিবারের সবার কাছে ছোট হই আর আমার ননদ আমাকে নানী বলে।
@mdsabbirkhan95123 жыл бұрын
আসাদুজ্জামান নুর ওনার অভিনয় এত ন্যাচারাল আমার কাছে উনি একজন বিশেষ ব্যক্তি মনে হয় যার ব্যক্তিত্বই আলাদা।
@shahidulislam-oj9mo3 жыл бұрын
নামটা কত সুন্দর কিন্তু নাস্তিক
@hamzahkabbir40013 жыл бұрын
আমি আজো খুঁজে খুঁজে বেড়াই, এইসব নাটকগুলো যেন মনে শান্তি ফিরে পাই। জাগায় কি এক শুদ্ধ অনুভূতি মনে! চোখের ধারা পারি না রুখতে প্রাণপনে। কি বলিষ্ঠ ভাষা! কি জীবনবোধ ! কি সাধারণ অথচ অগ্রাহ্য প্রেম নিবেদন ! মূহুর্তেই হয়ে যায় কি সব অসাধারণ ভ্রম। আজকের এই রঙচটা প্রজন্মের ধারে এই সব নাটক নিস্ফল আবেদনে ফেরে। ভাবতেই শরীরে জাগে কাঁপন, কি সব নিয়ে মেতেছে আজকের জনগন।।
@rubiakta9272 Жыл бұрын
❤🙏
@shawonahmed4841 Жыл бұрын
সুন্দর মন্তব্য
@mpalash77733 жыл бұрын
বই পড়ুয়া ব্যক্তিদের দ্বারা তৈরি নাটক গুলোর কোনো তুলনা হয়না,,,এতো শ্রুতি মধুর সংলাপ,,শব্দচয়ন, ,শুনলে মন ভরে যায়,,,,
@azampoly22543 жыл бұрын
এমন সত্য ও সুন্দর কথা সবায় বলতে জানে না। যোগ্যতা থাকতে হয়। শুধু শিক্ষা দিয়ে হয় না। শিক্ষার সাথে ওরুপ চিন্তা-চেতনার মানুষ হতে হয়।
@চন্দ্রাবতী-ণ৯খ2 жыл бұрын
right
@nayanmandal1659 Жыл бұрын
Right
@FahimKhondokar270 Жыл бұрын
অনেক ভাল লিখেছেন মশাই। সংলাপ শব্দচয়ন যারা খুঁজে তারা নিঃসন্দেহে রুচিশীল সুশিক্ষিত মার্জিত।
@touhidhasan70274 жыл бұрын
অসম্ভব সুন্দর। বর্তমান নোংরা নাটক গুলো দেখতে গেলে গা ঘিন ঘিন করে বলে বাংলা নাটক দেখাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই টেলিফিল্মটি দেখে একদম বিমোহিত হয়ে গেলাম। কি সুন্দর ছিলো আমাদের নাটক টেলিফিল্ম গুলো!
@jannatulmim9396 Жыл бұрын
এগুলো অসম্ভব সুন্দর, আর যেখানে আসাদুজ্জামান নূর স্যার, সেখানে আর ২য় কোনো কথাই নেই ❤❤
@sufiyakhatun76849 ай бұрын
Khub bhalo laglo Murshidabad West Bengal
@majumderpanna7463 Жыл бұрын
কী মুগ্ধতা ! ভাবতেই ভালো লাগছে আমরা এই নাটক গুলো দেখেই বড় হয়েছি! কী ঐশ্বর্যশালী ছিল আমাদের শৈশব ও কৈশোর !!!
@saymatuli39263 жыл бұрын
বিপাশা হায়াত অসম্ভব সুন্দরী 🥰। আসাদুজ্জামান নুর এর অভিনয় যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই । কত সুন্দর ছিল পুরোনো দিনের নাটক, টেলিফিল্ম গুলো ❤❤। সকলের অভিনয় প্রশংসার দাবিদার । ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যার আমাদের এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য 😇😇
@msrahman13703 жыл бұрын
এইটা আব্দুল্লাহ আল মামুনের নাটক।
@neeldhrubotara3446 Жыл бұрын
আব্দুল্লাহ আল মামুন বাংলা নাটকের এক জ্যোতিষ্ক বিশেষ। "সুবচন নির্বাসনে" দিয়ে তাঁর যাত্রা শুরু। 'এখনো ক্রীতদাস' সহ অনেক অনবদ্য মঞ্চ ও টিভি নাটকের এই জনককে শ্রদ্ধাঞ্জলি ও ভালবাসা।
@asimkumartah13193 жыл бұрын
বিঞ্জানসম্মত ভাবে সবাই এত সুন্দর অভিনয় করেছেন যে ধন্যবাদ না দিলে কৃপনতা করা হবে ও অবিচার করা হবে। বিশেষ ভাবে লাস্যময়ী বিপাশা হায়াত। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে আমি- এই প্র বীণ নাগরিক- কলকাতায় বসে প্রতিদিনই কোন না কোন নাটকের মাধ্যমে বঙ্গবন্ধুর দেশে পাড়ি দিই - আমার পছন্দের শিল্পী দের টানে। আজ তিন বছরেও বেশী প্রায় ৩০০ র ও বেশী নাটক ও বিভিন্ন শিল্পীদের আমি গুণমুগ্ধ ও ঋণী- আমার মনোরঞ্জনের জন্য। ধন্যবাদ সকলকে।
@rainbowsartcenter91804 жыл бұрын
গর্ব করে বলতে ইচ্ছে হয় এ আমাদের নাটক। আমাদের বাংলাদেশের নাটক।
@educationhunters17132 жыл бұрын
♥️♥️♥️
@minhazbd55302 жыл бұрын
আসলেই গর্ব করে, চিৎকার করে বলতে মন চায়!!!
@masudkamrul111 ай бұрын
বরাবরই আমি পুরাতনের পাগল।বর্তমানের নাটকগুলো অনেকের প্রিয় হলেও কেনো জানি এসব নাটকের দেখার নেশা আমার থেকেই গেলো।রুচিশীলতা, বাচনভঙ্গি, শব্দচয়ন ন্যাচারল অভিনয় সব মিলে এক অসাধারণ ভাবে মনের তৃপ্তি নিয়ে আসে
@himalaydebsourav3 жыл бұрын
আমি সত্যিই অভাগা আসাদ বিপাশাদের সময়ে জন্মাই নি,জন্মেছি একুশ শতকের বিচ্ছিরি অপসংস্কৃতি চর্চার যুগে। ভালোবাসা আনিস ও হিমানীদের প্রতি।
@rahnuma95233 жыл бұрын
আমার নিজেরো আফসোস হয় এইটা🙂
@rofikulislam63743 жыл бұрын
অনন্য অবিশ্বাষ্য!
@educationhunters17132 жыл бұрын
সহমত ♥️
@nayonislam4947 Жыл бұрын
Comnt pore e feel korsi Khub sundor moner manush apni, atak nosto hote dibenna
@GholamMaola4 жыл бұрын
অসাধারন - কথা গুলা কত বাস্তব! কত সুন্দর! আগে জীবন কত সুন্দর ছিলো!
@HMHimel-bz3um3 жыл бұрын
যখন তাচ্ছিল্য করতে শুরু করেছি নাটক দেখে, তখন এমন সৃস্টিশীল অনিন্দ্যসুন্দর কথোপকথন সত্যি মনটা দোলা দিয়ে উঠে🥰
@jharnabarua96492 жыл бұрын
Neha
@CarbonmonoxideCO Жыл бұрын
কথার সাবলীলতায় আমি মুগ্ধ, আমাদের সময়ের নাটকগুলোর জন্য সত্যিই গর্ব হয়। তখন বেশিরভাগই নাটকই ছিলো মানসম্মত মঞ্চ অভিনেতা-অভিনেত্রী দ্বারা পূর্ণ❤❤
@provashchatterjee79773 жыл бұрын
নাটকের গল্প, চরিত্র, অভিনয় অসাধারণ । আজকের আধুনিক সব নাটক গুলোকে দূরে সরিয়ে রাখলাম । সম্পুর্ন গল্পে যেন প্রানের স্পর্শ খুঁজে পেলাম । ( কলকাতা থেকে )
@rebatiranjanmondal61322 жыл бұрын
এ সময়ের বাংলাদেশের সব নাটকই এমন ছিল।
@monirakhatun3313 жыл бұрын
বিপাশা অনেক অনেক সুন্দর।মাশাআল্লাহ।বিপাশা আসাদুজ্জামান ,বিপাশা জাহিদ হাসান জুটি সেই ছোটবেলা থেকেই প্রিয়।যখন কিছু বুঝতাম না তখন থেকেই ভীষণ ভাল লাগত। কোথায় হারালো সেই সোনালী দিনগুলো?
@taufiqs7872 Жыл бұрын
এই নাটক গুলি যারা দেখেন ও সুন্দর সুন্দর কমেন্ট করেন তারা অবশ্যই সুন্দর রুচির মানুষ। সৃতি রেখে গেলাম। ❤
@shohanurrahman85802 жыл бұрын
নাটকের সংলাপ গুলো যে সাজিয়ে গুছিয়ে বানিয়েছে তিনি সত্যি ই লিজেন্ড 💜
@gobindaprosad65062 жыл бұрын
THIS IS MY BEST ROMANTIC DR
@sultanachannelbd91172 жыл бұрын
যখন তাচ্ছিল্য করতে শুরু করেছি নাটক দেখে, তখন এমন সৃস্টিশীল অনিন্দ্যসুন্দর কথোপকথন সত্যি মনটা দোলা দিয়ে উঠে
আহ! কতকাল পরে যেন তৃষ্ণার্ত বুক একটু জল পেল। নাটকের কলাকুশলীদের অন্তর থেকে শ্রদ্ধা জানাই।❤️
@md.ibrahimhasan43752 жыл бұрын
কি অসাধারণ শব্দ চয়ন! মনোমুগ্ধকর সংলাপ, বাস্তবিক অর্থে ব্যবহার গুরুত্বপূর্ণ। সম্মান জানাই বিপাসা ম্যাম ও আসাদুজ্জামান স্যারকে ♥️ সাথে যিনি রচনা করেছেন।
@sarifuddinsk30703 жыл бұрын
এগুলোই হচ্ছে প্রকৃত নাটক,, বর্তমানে নাটকের নাম নিয়ে যে বেহায়াপনা শুরু হয়েছে তাকে নাটক বলতে অস্বীকার করি আমি ।। আর এই নাটকটার সাথে জীবনের কথা আমার একজায়গায় মিল রয়েছে।।
@মীরামৃধা3 жыл бұрын
খুব কস্ট হয় এজন্য যে, এমন সুন্দর নাটক আর আমরা দেখতে পাইনা। অনেক বছর পর এই পুরানো শিল্পীদের দেখে খুব কান্না পেল। আহা কি অভিনয়। আমার রাগ হয়, ক্ষোভ হয়, অভিমান হয় এই ভেবে যারা চলে গেছেন পরপারে তাঁরাত গেছেন চলে কিন্ত যারা আছে তাঁরা কেন নাট্যাঈনকে এমন এতিম করে রেখেছেন? সত্যি আমাদের নাটকে এখন খরা চলছে। ভালো কাহিনী নেই, ভালো পরিচালক নেই ভালো শিল্পীও তৈরি হচ্ছেনা। সব নাটক হয় ঢাকাইয়া ভাষাই মনে হয় শুধু ঢাকাবাসীরাই নাটক দেখবে। এ কেমন কথা শুদ্ধভাষার চর্চা নেই কনো নাটকে। আফসোস।
@mehedimolla22692 жыл бұрын
Sijonsil comment
@anamolhossain13692 жыл бұрын
সত্যিই অসাধারণ। ভালবাসা এমন একটা জিনিস, কখন আসে কেউ বলতে পারে না।
@debasishpaul22272 жыл бұрын
Aw'purbo laglo natok-ti. Bipasha Madam .... really beautiful and talented. ✨✨ Myself Debasish from Kolkata (India).
@saidulbashar5703 Жыл бұрын
মানুষের মনোজগৎ নিয়ে হুমায়ুন আহমেদের মত করে এভাবে কাউকে ভাবতে দেখিনি। নিজেও ভাবিনি।তবে নাটকটা দেখার পরে মনে হলো, এ যেন আমার মনের মাঝে কোথায় লুকিয়ে ছিল।আজই টের পেলাম।কি অদ্ভুত তার ভাবনা যা আমাদের কে নাড়িয়ে দিয়ে যায়।জীবন বড় অদ্ভুত, আবার অসম্ভব রকমের সুন্দর। সুন্দর কে কুড়িয়ে আনতে হয়,চিনে নিতে হয়। সাজিয়ে রাখতে হয় খুব যতন করে।আমি পারিনি আমার জীবনের সেই অদ্ভুত রকমের অনুভূতি, অসম্ভব মোহময়তায় ভরা ভাললাগার সামনে দাঁড়িয়ে আমার অনুভূতি কে প্রকাশ করতে।এভাবেই স্বপ্নরা মরে যায়,হারিয়ে যায়।কেউ জানে না,বুঝে না,বুঝতে পারে না।আমিও পারিনি নিজেকে বুঝতে,নিজের ভাললাগাকে বুঝতে। আমি কি সত্যিই হাদুরাম?
@piaraahmed9683 Жыл бұрын
এটা হূমায়ূন আহমেদের লেখা নয়। আব্দুল্লাহ আল মামুনের লেখা। নাটকের শুরুতেই তো রচয়িতার নাম লিখে দিয়েছে
কত সুন্দর গল্প,সংলাপ সেই সাথে অনবদ্য অভিনয়। আমরা যারা ৯০ দশক কিনবা তারো আগের জন্মেছি তাঁরা জেনে এসেছি যে পৃথিবী জুড়ে বাংলা নাটকের একটা বড় স্থান আছে এবং সেই স্থান তৈরির মুলে ছিল এই সকল সুন্দর কাজ গুলো কিন্তু ভাবতে দুঃখ লাগে এই সময়ের ছেলে পেলেরা কি আমাদের মত বলতে পারবে যে পৃথিবী জুড়ে বাংলা নাটকের একটা বড় স্থান আছে?
@sheikhtanvir51063 жыл бұрын
কত মাধুর্যতা তাদের কন্ঠে কি অসাধারণ সংলাপ কি সুন্দর অভিনয় এখন কেন হারিয়ে গেল? কেন এখন এমন গল্প হয় না?
@anjanganguly9363 жыл бұрын
এত অপূর্ব বাংলা নাটক আমার জীবনে আগে দেখিনি । পরিচালক নায়ক নায়িকার জন্য আন্তরিক ভাবে দীর্ঘ আয়ু কামনা করি ।
@MdZahid-zn3io2 жыл бұрын
নাটক দেখে কেন জানি আমাদের সেই সুন্দর সংস্কৃতির ইতিহাসে ফিরে যায়। ইস যদি সত্যি ফিরে যেতে পারতাম।
@ansaruttariq55613 жыл бұрын
শুধু গ্রামের ভাষায় কথা বললেই নাটক মজার হয় না। কাবিলাদের নাটকের আয়ু 1 বছর আর এসব নাটকের 25-30 বছর।
@abrittygazi60983 жыл бұрын
Ai sob natok ar ayu hazard hazar bosor
@shammitalukdar21052 жыл бұрын
পরিচালক যেমন কলা কুশলী রা তেমন ।বিপাশার মত এত সুন্দর করে অভিনয় কি এখনকার একজন ও নায়িকা করতে পারবে ??
@refreshing37042 жыл бұрын
এতোদিন পরেও হুমায়ুন আহমেদ ছাড়া নাটক দেখতে ইচ্ছে করে না। এমন সৃষ্টি আর হয় না।
@mehedimolla22692 жыл бұрын
25-30 na hajar bosor
@Bappi_Riffer2 жыл бұрын
Right bro
@golamrabbymunshi8673 Жыл бұрын
অসম্ভব সুন্দর একটা নাটক। এই নাটকের মতো আর একটাও এই প্রজন্মের কেউ উপহার দিতে পারবে নাহ আমি মনে করি।এখন যত সব নাটক সব কুরুচির পূর্ণ
@mabiamishu3842 Жыл бұрын
অসাধারণ যার কোনো তুলনা নেই। ভাবতে অবাক লাগে আমরা আধুনিকতার নামে কি ভয়ংকর অসুস্থ সমাজে বাস করি ❤❤
@debashissarkar19823 жыл бұрын
Eto sundar natok ajo bangla deshey sambhov.eto sundar sanglap avinoy bachon vangi,mughdho hoe gelam.Joy bangla.
@ahmedsohel41173 жыл бұрын
আসাদুজ্জামান নূর স্যারের অভিনয় এক কথায় অতুলনীয়! যত দেখি মুগ্ধ হয়ে যাই।
@shaymapervin3902 Жыл бұрын
আজকের সভ্যতার চাকচিক্যময় বাহ্যিক রূপে এই অনুভূতিগুলো কেন জানি হারিয়ে যাচ্ছে! ভালোবাসার জন্য সারাজীবন না একটা মুহূর্তই যথেষ্ট,চারপাশের পৃথিবীতে সবাই ভালোবাসা চায়,সহমর্মিতা চায়,যান্ত্রিক জীবনের মোড়কে সব ঢাকা পড়ে যাচ্ছে। ধন্যবাদ নাটকের লেখক এবং শিল্পীদের।আমাদের সংস্কৃতির প্রগতি আর সুস্থ জীবনের জন্য এমন নাটক আরো দরকার।
@কচিখাঁন4 жыл бұрын
এখানে কিছু না লিখলেই নয়। অসাধারণ প্রকাশ ভঙ্গি লেখা কথা কতই না চমৎকার কারুকর্যময় মন মুগ্ধকর সৈলপিক ভাব সব মিলিয়ে অসুন্দর পরিবেশনা !!! আমি ভাষা গত শব্দ সাথে পরিচিত নই, সেজন্য ব্যবহার করতে পারিনাই শৈলপিক ভাষা।
@pankajpoddar51173 жыл бұрын
সকলেই দক্ষ অভিনয় শিল্পী। টান টান উত্তেজনা। ভালো লেগেছে।
@rakibrayhan375 Жыл бұрын
কোথায় থেকে কোথায় আসলাম আমরা! অতীত সুন্দর🎉
@pinakmondol613 Жыл бұрын
কি মুগ্ধতা! অসাধারণ নাটক। কি সুন্দর ভাষার ব্যবহার ও শব্দচয়ন! আর কথোকপথের তো তুলনা হয় না!
@ShafikulIslam-jw1bj3 жыл бұрын
বাংলাদেশের সোনালী যুগের নাটক ❤️ অামরা কি পারিনা অাবার এই সোনালী নাটক নির্মাণ করতে?
@arbrahimbadsa55713 жыл бұрын
Ji na, parina :(
@shamimhossain89963 жыл бұрын
আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত এনাদের জন্য ভালোবাসা রয়ে যাবে আজীবন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও হয়তো খুজে খুজে এনাদের খুজে পাবে। শিখবে মানুষকে ভালোবাসার শিক্ষা, কথা বলার ধরণ আর অন্যদিকে পরিচালক শিখিয়ে দেবেন সুন্দর-সাবলীল বাংলা ভাষা, আমার বাংলা ভাষা।❤️
আসলেই আমরা মানুষ, ইচ্ছা করলেই সব কিছু সম্ভব হয় না
@ধুপকাঠি-ট৬ধ Жыл бұрын
অসাধারণ, কথাগুলো চমৎকার মনে কেমন যেনো একটা সস্তি ফিরে আসে৷ এ রকম নাকট আর হবে না কখনো কোনদিন
@স্মৃতিপুনশ্চপুনশ্চ3 жыл бұрын
ওহহ! শেষ টা এত মধুর কেন?নূর স্যার অসাধারণ,,, আর হিমানী ক্যারেক্টার টা অসাধারণ। ❤️❤️❤️
@jubelahmed11522 жыл бұрын
আসলেই ১৯৯০/১৯৯৫ দশকের নাটকের কথা মনে পরেযায় নাটকের কথার মাঝে সাজানো গোছানো খুজেপাই আহারে বি টি ভি সাদাকালো টেলিভিশন ধণ্যবাদ
@ahmedulkabirrumel8741 Жыл бұрын
আমাদের সময়ের নাটকগুলো যে কত উচ্চমানের ছিল তা নতুন প্রজন্ম এই ধরনের নাটক গুলো দেখলেই বুঝতে পারবে❤❤❤
@labidahmadfaysal4558 Жыл бұрын
আহ্ কত সুন্দর শব্দচয়ন আর ধৈর্যের সুনির্দিষ্ট মাপকাঠি।
@alauddinmiah7180 Жыл бұрын
৩০ বছর আগের কথার মিল খুঁজে পাইনি আজ 2023 তার উত্তর খুঁজে পেলাম আসলে জীবন বড়ই নির্মম অসাধারণ একটি নাটক দেখলাম
@abushahma20474 жыл бұрын
আমি বাকরুদ্ধ, কত জটিল বিষয়ের কী সাবলীল উপস্থাপন, কী অভিনয় আর কথোপকথন, দৃশ্যপট, কী পরিচালনা!! আমি নতুনভাবে চিনলাম প্রয়াত আব্দুল্লাহ আল মামুন স্যারকে।
@mahabubalam58754 жыл бұрын
একদম ঠিক
@dreamtv33014 жыл бұрын
এত সুন্দর গল্প এত সুন্দর শিক্ষা আবার কবে পাবো?
@ferdowsibegum13193 жыл бұрын
এই অতুলনীয় নাটক আমাদের গর্ব।যা আজও খুঁজে খুঁজে দেখি। কোন দিন পুরানো হবেনা।
@prafullasangeetniketan59892 жыл бұрын
অনেক দিন কোন দেশের কোন নাটকই দেখিনা। ছেলে বললো ইউটিউবে পুরনো নাটকগুলো দেখ। কিছুদিন যাবত সময় পেলেই দেখি- কিযে ভালো লাগে- যেমন গল্প তেমনই অভিনয়। তখনের অভিনেতা অভিনেত্রীরা এতো সুন্দর অভিনয় করতো।আর হুমায়ুন আহমেদের গল্প মানে মারাত্মক আকর্ষণ।
@aieubkhan65002 жыл бұрын
এসব নাটক এত সুন্দর না দেখলে বিশ্বাস হবে নাখেই দেখুন।আমার মনে হয় এই সব নাটক মানুষ সারা জিবন দেখবে। শিক্ষানীয় একটি নাটক।
@minhazbd55302 жыл бұрын
এই কর্মগুলোর মৃত্যু নেই।
@shahriarmegh30383 жыл бұрын
আহা, কি সুন্দর সাবলীল নির্মাণ, ডায়লগ। আসাদুজ্জামান নূর এবং বিপাশার অভিনয় তো অসীম মুগ্ধতা জাগায়। ২০ আগষ্ট ২০২১।
@khadijatuleqra32123 жыл бұрын
Natoker kotha gulo khub valo laglo very nice
@pradyutjoardar37162 жыл бұрын
Khub.sundar.tele.flim
@jifan_nafij9 ай бұрын
অসাধারণ
@MdShahadatKazii2 жыл бұрын
সার্চ করে খুজে দেখছি.... অনেক ভালো লাগলো।
@hossainmahmud1326 Жыл бұрын
হিমানীর ঠোট দুটো অসম্ভব সুন্দর, যা আমি এই পৃথিবীতে খুব কমই দেখেছি, সম্ভব সুন্দর
@munshikamruzzaman35242 жыл бұрын
Oti sundar natak, nur saheb asadharan, kolkata
@kamaleshroy63063 жыл бұрын
অপূর্ব একটি নাটক দেখলাম খুব সুন্দর হয়েছে। কিছুটা এখানকার দ্বীপজ্বেলে জাই সিনেমার অনুকরণে। তবে খুব লাগলো।
@elias44622 Жыл бұрын
Aaahhh, ❤️🔥 চোখ জুড়ায়, মন ভরে যায় যতবার দেখি যতবার🖤🖤 যুগ যুগ ধরে বেচে থাকুক এসব নাটক, এ প্রজন্ম দেখুখ....
@imtisharimran3493 жыл бұрын
কি অসাধারণ সেই নব্বই দশকের নাটক কি অসাধারণ আজ পযুক্তির যুগে পযুক্তিয সহয়াতাই আবার দেখার সুযোগ হল।নতুন প্রজন্ম দেখে অনুপ্ররেণা পাবে
@drsatchidanandachoudhury90163 жыл бұрын
নাটকের বিষয়বস্তু এবং অভিনয় অসাধারণ। আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌসী মজুমদার সত্যিই অসাধারণ। অভিনন্দন সবাইকে।
@yeakubislam33003 жыл бұрын
দেখে গেলাম।মন ভালো করে গেলাম।বেঁচে থাকার শক্তি কুড়িয়ে নিলাম। ❤️❤️❤️❤️
@yeakubislam33003 жыл бұрын
৬/১০/২১
@user-zahid1m9 ай бұрын
অসম্ভব সুন্দর নাটক,,,,,ফাগুন ও ভালোবাসা কে বরন করে আবার দেখে নিলাম প্রিয় মুখগুলো ❤️❤️
@ShahinAhmed-ei5cf2 жыл бұрын
গতবছর দেখেছি।আবার ২২ সালে হঠাৎ কি মনে করে যেন সার্চ দিয়ে দেখলাম। শেষ মুহুর্তে খানিকটা আবেগিক হলাম। কি সুন্দর! কি মনোমুগ্ধকর!
@pinstore8910 Жыл бұрын
বিপাশা একজন অসম্ভব সুন্দর বাঙালী নারী
@imranhimu92602 жыл бұрын
কত সুন্দর নাটক,কি সুন্দর বাচনভঙ্গি!!! আগের নাটক গুলা কতই না সুন্দর ছিল।
@Rakib-dt5vg2 жыл бұрын
এ শুধু নাটক নয়, অন্য কথা বলে। যাকে সব চাইতে বেশি পছন্দ করি, তার কাছেই ত আমার শান্তি❣️❣️ ভালবাসার শক্তিটা আসলেই অনেক কিছু, ভালবাসা দিয়েই পৃথিবী বদলানো যায়। ❣️❣️❣️❣️০৫-১০-২০২২
@shihabbashar82254 жыл бұрын
এত গোছানো কথাবার্তা....এত সুন্দর উপস্থাপনা 😍😍😍😍
@limonfarid92244 жыл бұрын
ওনারা তখন থিয়েটারে কাজ করেই তবে টিভি নাটকে অভিনয়ে আসতেন। এখন আর সেটা নেই। বর্তমানে যে কেউ অভিনয় আসে।
@alpanamanna85504 жыл бұрын
Aronnye ekoda...apurbo sensitive ekta natok.jato bangkadesher natok o telefilm dekhlam tader modhhye best holo Bipasa.....eto plesant nd strong personality, karo modhye dekhini..r o duto natok dekhe realy mugdho...jemon avinai temon ruposhi...dr anis o asadharon acting korechen...director k na bolle baro bhul habe....khub i sundar o perfect.....r ekta jinis bangal bhasa ta kathhya bhasa.but apnader natok serial e besirvag avineta o avinetri r modheye ekta bhasa r tan dekha jai.kintu ekhane hero heroin karo r oi tan ta chilo na.tai aro besi avijato legeche sanlap.....super fine.👍👍👍👍👍👍👍👍
@mahabubalam58754 жыл бұрын
এখন আর ওদের মতো কেউ মঞ্চ নাটকে অভিনয় করে না।
@rumantalukder30942 жыл бұрын
নাটকের সংলাপগুলো এত গুছালো অভিনেতারাও বাস্তবমুখর অভিনয় করেছেন এটাকে বলা যায় আর্ট বাংলার আর্ট..।
@samcottage2174 Жыл бұрын
অসাধারণ নাটক ২০-০৯-২০২৩ কমেন্ট করলাম এমন একটা দিন আসবে আমি তখন দুনিয়াতে থাকবো না।কিন্তু আমার কমেন্ট টা থাকতে পারে
@mosammatkhadijatulkobra74212 жыл бұрын
বিপাশার কথা নয়,যেন আবৃত্তি। এত সুন্দর বার বার শুনতে ইচ্ছে করে।
28-8-2023 এসে আবার দেখলাম অসম্ভব সুন্দর একটি নাটক ❤❤❤❤❤।
@MDMuhib-kd8ve3 жыл бұрын
এসব নাটক দেখলে,এই যুগের প্রতি ঘৃন্যা আসে।কি একটা নস্ট সমাজের মানুষ আমরা!!
@sishtabiswas70263 жыл бұрын
Wow,daru....n bhalo laglo,heart touching.Onek din pore ekta moner moto movie dekhlam,thank you,Madam Hayat
@debasishpaul22272 жыл бұрын
This telefilm sweetly touched my heart. 💗 I found its resemblance with another natok "Etodin Kothay Chhile" (protagonist : Richi Solaiman & others) and also much with the Indian Bengali feature film, "Hospital" (protagonist : Suchitra Sen & others). ✨✨ [ Myself Debasish from Kolkata ].
@fatimaakter8298 Жыл бұрын
কিছু নাটক জীবনের সাথে মিলে যায়! তাই বলে এমন কাহিনি মিলে যাবে ভাবিনি,আমার জীবনের গল্পটাও এমনই একটা হৃদয় বিদারক গল্প......!! কখনোই ভুলতে পারবো না সেই মানুষটাকে যাকে আমি ভুল করে ভালোবেসে ছিলাম,কিন্তু ভুল করেও কখনো ভুলে যেতে পারবো না 😥
@moshiurrahman5132 Жыл бұрын
কিছু মানুষকে আমরা কখনোই ভুলতে পারি নাহ ঠিক যেমন ভুলতে পারি নাহ নিজ সত্তাকে। যে যায় সে যায় আর সে ফেরে নাহ,একাকীত্বে বিভোর হয়ে রই মোরা!😢
@Md.Albiruni Жыл бұрын
বলার ভাষা হারিয়ে ফেলেছি, তারপরও বলব এত ভালো মানের নাটক দেখে আমর খুব ভাল লেগেছে।
@tuhinislamnur75903 жыл бұрын
বিপাশা হায়াত এর শেষ দিকের অভিনয় সত্যি দুর্দান্ত ছিল।
@johoruddin4053 жыл бұрын
মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা অনেক। এতো আবেগ মিশ্রিত, এতো সুন্দর, এতো গভীর সম্পর্কের নাটক ( শ্লিল্পকর্ম) আজ বিরল।
@sheikhnasim46612 жыл бұрын
Onek khujar por natok ta dekthe parlam.ki odbhut sundor hole 2022 shaler ei juge ajo manush dekthe ashe ei bisshoykor basthobota🥰🥰
@debashissarkar19823 жыл бұрын
Asadujjaman nur ekjon priyo avineta
@riazuddinahmedsomrat360 Жыл бұрын
বিপাশা কতো সুন্দর, কতো সুন্দর অভিনয় !!
@gayatribandyopadhyay65313 жыл бұрын
Very nice acting of all and heart' touching story.Thanks to all for giving opportunity to get these short films of Bangladesh.