আমি হজরতের একটা বয়ান শুনেছিলাম অনেক আগের। আমি সেখানের বিশেষ কথাগুলো মনি রেখেছি কিন্তু আমি সেই বয়ানটা হারিয়ে ফেলেছি। আমি চাই সেই বয়ানটা খুজেপেতে। সেনানে হজরত যা বলেছিলেন.. প্রথমেই হজরত বলেঃ আমার ভাই মানুষের সম্মান বৃদ্ধিপায় যে যত বড় সাথে সম্পর্ক রাখে, যে চেয়ারম্যানের গভর্নর প্রধানমন্ত্রী ওঠাবসা করে এবং তাদের সাথে সম্পর্ক রাখে তাকে মানুষ ঐ অনুযায়ী মূল্যায়নকরে এবং ভয়পায়, যে ধোপা কুলি মুচির সাথে সম্পর্ক রাখে এবং তাদের সাথে চলাফেরা করে মানুষ তাকে সেই অনুজায়ী মূল্যায়নকরে, ঠিক যার সম্পর্ক মহান রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু অ আম্মানাওয়ালুর সাথে হয় তার স্থর ঠিক ঐ পরিমাণেই বাড়তেথাকে মাওলায় পাক রব্বুল আলামিন মাকে দুনিয়া আখেরাতের বাদশা বানায়া দেন। আমার ভাই আমার সম্পর্ক যদি মাওলায় পাকের সাথে হয় তবে আমার আর কিচ্ছু চাইনা.. ভারতের এক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি বলতেন আয় মাওলা এক তু মেরা তো সারি কায়ানাত মেরি অর এক তু নেহি মেরা তো কুচ শাই নেহি মেরি! হে মুসমান ওঠো জাগো ইম্মৎ করো আগে বাড়ো তোমার এক এক মূহুর্ত আল্লাহর জন্য লাগাও, মুসলাম ঘুমন্ত শের চের যখন ঘুমায় তখন কুত্তা ডাকাতিকরে কিন্তু শের যখন উঠে নজর খোলে তখন কুত্তার কলিজায় কম্পন তৈরি হয়েযায়। এক বাঘের বাচ্চা হরিনের পালের ভেতর হারায়া গেছে এখন হরিনে যেভাবে ঘাস খায় বাঘের বাচ্চাও ঐরকম করতেছে একদিন বাঘ যখন বড় হইলো পানি পান করতে গিয়া দেখে আরেহ্ আমি তো বাঘ আমি কেন ওদের সাথে ঘুরতেছি এক হুঙ্কার দিছে হরিন সব পালাইছে, আজ মুসলাম নিজেদের ক্ষমতা ভুলে গেছে অথচ এক মুসলমান যখন কলামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাত আছমান ভেদকইরা ছির্ফ আল্লাহ পর্যন্ত গিয়া পৌছায়। ঈমান এই ঈমান এক একটা মরা জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিনত করছিলেন পর্বতে চুড়া পার কাউরুকে হাজি বানগায়ে ক্যা নাজার থি জিসনে মূর্দোকো মাসিহা কার্দিয়া। যেই মানুষগুলার কাজ ছিলো দিনের বেলায় পাহাড়ে পর্বতে ভেড়া বকরি চড়ানো এই কালেমার স্পর্শে তারা দুনিয়ার সর্ব শ্রেষ্ঠ মানুষ হইলেন। বিঃদ্রঃ এই বয়ানে সে তার একবন্ধুর কথা বলেছিলেন মজাকরে বন্ধুকে বলেছিলেনঃ আমি বন্ধুকে বললাম চলো আমার সাথে ফেনী তোমাকে ফ্যান খাওয়াইয়া নিয়া আসবো। এই বয়ানে নারীর সাথে আচরনের বিষয় বলেছেন হজরতঃ সৃষ্টির ভেতর নিকৃষ্ট ঐ ব্যক্তি যে তার স্ত্রীর গায়ে হাত তোলে স্ত্রীকেমারে! আরেভাই তুমার লজ্জা হয়না যাকে তুমি দিনে মারলে রাতে আমার তার কাছেই ভালোবাসা পাওয়ার জন্য যাবে! নারীর ভেতরবক্রতা আছে স্বয়ং আল্লাহ পাক বলেন নারীকে বানাইছি বাকা হাড্ডি দিয়ে সুতরাং তার ভেতর বক্রতা থাকবে। তাকে টাইনা সোটা করতে যাইয়ো না সব মেসমার হয়েযাবে। বিঃদ্রঃ এই বয়ান আমি শুনেছি 2012-13 দিকে আমি জানিনা এটা এখন পাওয়া যাবেকিনা। এই বয়ানটা হজরতের সকল বয়ান থেকে ভিন্ন এটা খুব দ্রুত আর অনেক উঁচু আওয়াজে কোথাও কোন থেমে টেমে করেননাই খুব জোশের সাথে এই বয়ান করেছেন। আমি অনেক বছর এটা হারিয়েফেলেছি আমি এটা চাই যদি এজন্য আমার টাকা দিতে হয় কাউকে আমি তাতে বার বার প্রস্তুত। প্লিজ আমাকে এই বয়ানটা কেউ কালেক্ট করে দিন প্লিজ।
@sabbirahmed-zu2xh2 жыл бұрын
mashallah
@আসমানীবানীАй бұрын
জাযাকাল্লাহ
@ratnaislam64249 ай бұрын
একমাত্র আল্লাহর জন্য কোনো খাঁটি ওলিকে ভালোবাসা বড়ো সৌভাগ্যের কারণ হে দুনিয়ার সচেতন চালাক মানুষ
@tachapp665 Жыл бұрын
Masaallah hojrotke nek hayat dan koruk
@Afrin66452 жыл бұрын
আল্লাহ তায়ালা হুজুরের নেক হায়াত বাড়িয়ে দেন । এবং সেই সাথে সুস্থতা কামনা করছি আল্লাহর দরবারে।
@sukhpakhi45203 ай бұрын
নূর ওয়ালা আললাহর ওলি শাহ আবদুল মতিন বিন হুসাইন হুজুর
@mdkamalkabir70538 ай бұрын
আলহামদুলিল্লাহ।
@Jiminj.m-d9t8 ай бұрын
Masalla
@BalayetHowlader10 ай бұрын
আধ্যাতিক শরিয়ত মারফতের সম্রাট আবদুল মতিন বিন হুসাইন হুজুর
@omayerabrar8243 Жыл бұрын
সুন্দর
@rakanraj4393 Жыл бұрын
নিঃসন্দেহে এ যুগের বিখ্যাত আল্লাহর অলি
@haqheallahsachheallah2232 жыл бұрын
মাশাল্লাহ
@MizanurRahman-i4b Жыл бұрын
Assalamu Alaikum, masaallah zamanar borw oli!
@BanglaislahiBayan Жыл бұрын
Waalaikumus Salam, Beshak
@mdsamir19109 ай бұрын
حضرت والا دامت برکاتہم کو نیک حیات عطاء فرمایئے مولانا اسماعیل دعاء مانگتا ہوں میرے خدمات کے لیئے
@fahimulhaque11482 жыл бұрын
♥️♥️♥️♥️
@maksudaakhter67872 жыл бұрын
hazroth ami apnar sathe kotha bolte chai
@muhammadarifislam91782 жыл бұрын
🥰🥰🥰🥰
@mehedihasanujjal2614 Жыл бұрын
হুজুর আমলোকদের সময় দেয় কোন সময় প্রতিদিন নাকি প্রতি সপ্তাহে দয়া করে আমাকে জানান