Рет қаралды 980
বসিরহাটে নিরামিষ খাবারের খোঁজ | ইস্কন ভক্তের দ্বারা তৈরি নিরামিষ বিরিয়ানি | Vojon Roshik Bapon
নমস্কার 🙏 আজ আপনাদের জন্য নিয়ে এলাম বসিরহাট এলাকার নিরামিষ খাবারের খোঁজ! এখানে আপনারা পাবেন ইস্কন ভক্ত দ্বারা তৈরি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বিরিয়ানি এবং আরও অন্যান্য খাবার।
আমরা সমগ্র বাংলা জুড়ে নিরামিষ খাবারের সন্ধান দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। যেসমস্ত নিরামিষভোজী মানুষেরা এই ভিডিও টি দেখছেন তাঁদের কাছে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আরও নানা ধরণের এবং নানান এলাকার নিরামিষ খাবারের সন্ধান আপনাদের দিতে পারি।
ভিডিও তে দেওয়া দোকানটির ঠিকানা -
▫️শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে নামুন ভ্যাবলা হল্ট স্টেশানে। সেখান থেকে টোটো ধরে চলে যান শংকর ইমিটেশনে। ১০ টাকা ভাড়া নেবে। শংকর ইমিটেশনের পাশের গলিতেই রয়েছে এই দোকান টি, যার নাম " মাধব ভেজ বিরিয়ানি " বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও টি সম্পূর্ণ দেখুন।