ছোটবেলা থেকেই ওনার গান আমার খুব পছন্দের। আমি আজও ওনার গান শুনি। ওনার প্রেম পর্যায়ের গান গুলি শুনতে অপূর্ব লাগে। আমার কাছ থেকে ওনার গান শোনার সৌভাগ্য হয়েছিল।
@shafakatalikhan45273 жыл бұрын
রবীন্দ্রনাথ আসলেই একজন মহামানব , কি অসাধারণ লিখেছেন , কি অনবদ্য ভাষা , অনুভূতি প্রকাশের এ কি চমৎকার ভঙ্গি , তেমনি এর সুর ও অনবদ্য । চিন্ময় গেয়েছেন ও অসাধারণ ।
@asimamajumder2153 жыл бұрын
চিন্ময় চট্টোপাধ্যায়ের গান আমার হৃদয়ের পরতে পরতে এক অনন্য সাধারণ অনুভূতি এনে দেয় ।বিশেষ করে কবি গুরুর গান চিন্ময়ের কন্ঠে রূপে রঙে রসে এক অনবদ্য রূপ নিয়েছে।শিল্পীর পেলব কন্ঠ স্বর শুধু মন ছুঁয়ে যায় না।স্বর্গ মর্ত্য পাতাল একাকার হয়ে যায় ।ধন্য হলাম ' মুগ্ধ হলাম মোথিত হলাম ।
@bhupalsinha8615 Жыл бұрын
yy6y 0:11 0:11 of 0:11 0:11 6
@prakashchandrasarkar2555 Жыл бұрын
শত সহস্র বিনম্র শ্রদ্ধা জানাই এবং আন্তরিক শুভেচ্ছা গায়কের প্রতি, ওনার সঙ্গীতের মুর্ছনায় অন্তরে গভীর বেদনা অনুভব করি। অসংখ্য প্রণাম গায়কের প্রতি।
@tapankumardas55432 жыл бұрын
Sakal bela ghum theke uthe gun gulo suna mon pran pate vara galo, chinmoy Chatterjee ka pranam sata coti.
@ashokeghosh226 Жыл бұрын
চিন্ময় চট্টোপাধ্যায় এক অসাধারণ শিল্পী। অপূর্ব গায়কি,সুরেলা কন্ঠের পরিবেশন।
@erd95664 жыл бұрын
অপূর্ব ।অসাধারণ ।অন্য জগতে নিয়ে যায় ।
@dr.ratnamukherjee3140 Жыл бұрын
সত্যিই অসাধারণ। মন,প্রাণ ভরে যায়।
@tanugoodruma83342 жыл бұрын
Darun
@aryabasuroy42232 жыл бұрын
Pronam janai borenno shilpike. Eto Rabindrik, eto megho gambhir gaoki amake chirokal mugdha kore. Ami Chinmoy dar gaane pranito hoi.
@kalpanasinha70189 ай бұрын
Darun sonkolon ,proti t gan hridoysporshi .❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️🙏🙏🙏🙏🙏🙏
@apurbabanerjee22262 жыл бұрын
Asadharon Gaaner Gala. Mon Bhorey Gelo.
@kalpanasinha70189 ай бұрын
Chinmoy babu ajeebon amader majhe ajo achen.onar gan sob somoi suni ar mugdho hoi .👌❤️🙏❤️👌❤️🙏❤️
@kalpanasinha70189 ай бұрын
Aaha ki sundor bhorot romantic konthoswor.chitto sworgiyo onubhutite bhore uthe.❤️👌❤️👌❤️👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@parimaldatta3152 Жыл бұрын
বেশ কয়েক বছর কর্ম ব্যাস্ত জীবনে গান শোনা হচ্ছিল না। নতুন মোবাইল ফোন কেনার পর আমার পছন্দের শিল্পীদের গান শুনছি বেশ ভালোই লাগছে। নমস্কার।
@MiliSaha-nw1sk Жыл бұрын
Amar khub priyo shilpi. Guru gombhir gan o surer sablil kantho sathe music khubi akrishto kare amay.Mantro mugdha hoye shuni prate o bikele .Pronam priyo shilpike 🙏🙏
😊😊😊😊😊😊😊77😊7😊7😊😊😊😊😊to to 77😊7😊😊😊😊😊777777777😊😮😮😮😮😮😮😮😮😮😮
@bimalendumohanta94455 жыл бұрын
রবীন্দ্র সঙ্গীত আমার প্রাণের আনন্দ, আত্মার শান্তি, সকল দুঃখের অবসান ।
@abhijitchattopadhyay57904 жыл бұрын
রবীন্দ্র সংগীত কোনো দিন পুরানো হয়না। আমার যে দিন থেকে গানের সম্পর্কে ধারণা এসেছে, সেদিন থেকে রবীন্দ্র সংগীত ভীষণ ভালো লাগে। অভিজিৎ চট্টোপাধ্যায়।
@gchakraborty86734 жыл бұрын
I am also a big fan of Rabindra Sangeet....so sweet...so soothing..... always mesmerizing...never feel tired of listening these songs... feeling nostalgic...❤️❤️❤️👍👍👍
@sourodeep.saumitra.chowdhury7 жыл бұрын
চিন্ময় চট্টোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের একজন কিংবদন্তি শিল্পী....বিশেষ করে কবিগুরুর প্রেম পর্যায়ের গানে তার কোনও তুলনা হয় না। এই মহান শিল্পীকে জানাই আমার শতকোটি প্রণাম।
@subratabhattacharya64432 жыл бұрын
আমারও শতকোটি প্রণাম🙏🙏🙏🙏🙏🙏✍️🙏
@sharmisthahazra82302 жыл бұрын
@@subratabhattacharya6443
@debjaniukil1494 Жыл бұрын
My favourite artist I had seen him in our university K u 1984 or 85
@TohfatunNesa-o4k5 күн бұрын
0:30 😅 0:30
@4c53sourayansaha33 жыл бұрын
সুখ,দুঃখ, প্রেম, প্রেম থেকে প্রত্যাখানের বেদনা, ও বিরহে মৃত্যু যন্ত্রনায় সব খানেই মন ভরে যায় ; কবিগুরুর গান শুনলে। অম সৃষ্টিকার বিশ্ব কবি সশ্রদ্ধ প্রনাম জানাই।
@malaybarua69103 жыл бұрын
ইনার কন্ঠ এবং উচ্চারণ গানকে অন্য মাত্রা দিয়েছেন। জামসেদপুর, ঝারখন্ড।
@jnansankarpatra26657 ай бұрын
সুর ব্রহ্মা নাদ ঈশ্বর।যে নিজের সুরের মূর্ছনায় সবাই কে মুগ্ধ করে সেই চিন্ময়,হেমন্ত বাবু।তোমাদের প্রণাম।
@manaouma150 Жыл бұрын
There is no substitute for Chinmoy Chatterjee.
@RAJARSHIMITRA-i4w7 ай бұрын
রবীন্দ্র সংগীত এ অমর শিল্পী
@swapande55576 жыл бұрын
রবীন্দ্র সংগীত মানুষকে দুঃখ শোক ভুলিয়ে নতুন করে ঁবাচার প্রেরণা দেয়, চিন্ময়,সাগর সেন দেবব্রত বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় এর গান এক স্বর্গীয় সুখের অনুভূতি সৃষ্টি করে।
@tapankumarbhattacharya96394 жыл бұрын
Right
@jayantahaldar19672 жыл бұрын
এঁদের পর আর কারোরই গান শুনতে ইচ্ছে করে না
@paromitaghosh3609 Жыл бұрын
@@jayantahaldar1967গু এও
@Respect_tv5329 ай бұрын
Because you are also gay in comments section
@rajdeepganguly98293 жыл бұрын
The description really worked for me . This aproved his specialty to me. Atodin bhabtam baje gola enar(bolteo lojja lagchhe) , tarpor discover e ei jukebox ta sune amar chokh khule gelo . Akhon inii amar favorite singer ❤. Thanksa lot to SA RE GA MA. 😃😃😃
@sabinayasmin34912 жыл бұрын
Late Chinmay Chatterjee was really great singer of Tagore's Song.
@tapashigupta66612 жыл бұрын
ওনার" শ্যামা " গীতিনাট্যে উত্তিওর গান অসাধারণ !!!!
@tapask.bhattacharyya632312 күн бұрын
উত্তীয়....
@ratulshome6275 Жыл бұрын
Splendid, simply spellbound with the extraordinary singing
@nurulislamchowdhury29544 жыл бұрын
হৃদয় গভীর থেকে উৎসারিত হয় মোহাবিষ্ট সুখ সুধা।
@santoshsinha65726 жыл бұрын
শুধু কন্ঠস্বর এবং গায়কী, অসাধারণ চিন্ময়!!👍👍👌👌
@md.anwarhossain5309 Жыл бұрын
চিন্ময়ের কন্ঠে রবী বাবুর গান সব সময় অপূর্ব লাগে॥
@gmvn195 жыл бұрын
যখন ছোট ছিলাম আমার মা চিন্ময় চট্টোপাধ্যায়ের গান শুনতেন রেকর্ড প্লেয়ারে। তখন থেকেই আমার ওপর এই গান গুলির প্রভাব খুব বেশি । আজ এই মধ্য বয়সে এখনো শুনি এবং মনে শান্তি পাই।
@abhijanmazumder22524 жыл бұрын
গান শুনতে শুনতে মন ভরে যায়। তাই বার বার শুনতে হয়।
@jagabandhumukherjee83973 жыл бұрын
আমার ভীষণ ভালো লাগতো চিন্ময় চট্টোপাধ্যায় এর গান। খুব কাছ থেকে দেখেছি। দাবা খেলা সম্বন্ধে খুবই ইন্টারেস্টেড ছিলেন। দেখতে খুব সুন্দর ছিলেন।
@কার্টুনেরগপ্পো3 жыл бұрын
এখন আর ভালো লাগে না?
@Respect_tv5329 ай бұрын
Because you are all gay :)🤡
@positivebrownie99519 ай бұрын
@@কার্টুনেরগপ্পো😂😂😂
@positivebrownie99519 ай бұрын
@@কার্টুনেরগপ্পো😂😂
@strongwater78142 жыл бұрын
গানের বিন্যাস যিনি করেছেন তাঁর কাছে একটি অনুরোধ - ২ ও ৩ নং দুটি গান পর পর "অনেক" শব্দ দিয়ে শুরু হওয়ায় তা কিছুদিন পরে কানে বড় লাগে, আমার সংগ্রহ থেকে বাদ দিচ্ছি শুধু এই কারনে। দুটি গান কিছু বিরতিতে অন্তর্ভুক্ত হলে আর এই কষ্ট হত না শ্রোতার। দয়া করে পারলে এই ত্রুটিটুকু সারিয়ে দেবেন। এই অসাধারণ শিল্পীর গান আমাদের ফিরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
@proshantkarmaker22034 жыл бұрын
কবিগুরুর গান তো তালের নয়! আমার কাছে প্রানের। তাইতো যখন শুনি তখনই নতুন করেই মানে খুঁজি।
@tirthankarmitra6792 Жыл бұрын
কবিগুরুর প্রেম পর্বের গান আজও চিন্ময় চট্টোপাধ্যায় অন্যন। প্রণাম জানাই।।
@IRONY2073 жыл бұрын
সুরের ভেলাতে ভেসে বাণীর উৎস স্পর্শ করছি। অন্তরের সঙ্গীত । আপ্লুত আমিও।
@uzzalsaha82235 жыл бұрын
চিন্ময়ের রবীন্দ্র সঙ্গীত অন্য রকম ভাল লাগে।
@avrajitbiswas82893 жыл бұрын
রবীন্দ্রসঙ্গীত এর সুরের জাদুকর 😍😍😍😍💟💟💟💟💖💖💝💘💌💕💟💞💓💗
@ashokeghosh226 Жыл бұрын
রবীন্দ্রনাথ বিশ্বময় এক অসাধারণ মহামানব। তাকে প্রনাম, জন্ম শৈশব, কৈশোর, যৌবন, অবসরের জীবন, বাদধক্য এবং সবশেষে মৃত্যুর সময় তার পর ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান,কবিতা..... আমাদের সবার জীবনেই পাথেয়।
@bxhdhxhxhxx1274 Жыл бұрын
রবীন্দ্রসঙ্গীতের দেবদূত চিন্ময়। সে অমর।
@rajdeepganguly98293 жыл бұрын
Rabindranath tagore er oshadharon kotha ar enar gola gaan gulo ke amon ekta rup diechhe je amader ekti onno jogote nie jay
@samarespradhan9984 Жыл бұрын
Chimay the master in singing of songs of Prem porjay and biroho porjay
@debasishmandal52906 жыл бұрын
বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে, মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে॥ তোমারে হৃদয়ে ক'রে আছি নিশিদিন ধ'রে, চেয়ে থাকি আঁখি ভ'রে মুখের পানে॥ বড়ো সুখে, বড়ো দুখে, বড়ো অনুরাগে রয়েছি জাগি। এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার, ভেসে গেছে মন প্রাণ মরণ টানে॥
@shudhuiaabritti10713 жыл бұрын
মনটা যেন তৃপ্তিতে ভরে গেল । সহস্র প্রণাম ।
@banasreebasu43946 жыл бұрын
শিল্পী গভীর ভাবে রবীন্দ্র সংগীতকে ভালবেসেছিলেন তাই তাঁর গাওয়া গান ও মনের গভীরে চলে যায় ।
@শ্রীম4 жыл бұрын
রবীন্দ্রসংগীত আমার বেঁচে থাকার ওয়েসিস।
@chishtinagarpanditsar6026 жыл бұрын
রবীন্দ্র সংগীত এবং চিন্ময় চট্টাপাধ্যায় - আমার কৈশোর এবং যৌবনের স্মৃতিপটে অমর, অক্ষয়। - মুরসালিন, চিশতীনগর
@timeline_creation7 жыл бұрын
রবীন্দ্রসঙ্গীত মানে এক গভীর প্রেমের ব্যথা, এবং সেই ব্যথার কণ্ঠের নাম চিন্ময় চট্টোপাধ্যায় । প্রচুর ভালবাসা এবং অশ্রু ছিল , আছে এবং থাকবে ।
@kajalchatterjee95965 жыл бұрын
Thanks so much.....
@tapankumarbhattacharya96394 жыл бұрын
Absolutely right
@kalpanasinha70189 ай бұрын
Amr sroddheyo priyo shilppi,♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏
@TheSaurabhsinha11 ай бұрын
Sumobhur premik konther odhipoti chinmoy babur hridoysporshi gan srotader poribeshon korar jonnyo saregama bengali ke oshesh dhonnyobad .ami shilpir ganer pagol sroddeyo shilpi ke prom .❤❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👍👌❤❤❤❤❤
@arunachatterjee84283 жыл бұрын
অসাধারণ কণ্ঠ।আমার প্রণাম।🙏
@অগ্রদূতকোচিংসেন্টারওসঙ্গীতকে5 ай бұрын
রবীন্দ্র সংগীত শোনার অনুভূতি পেতে গেলে চিন্ময় বাবুর গান শুনলে মন ভোরে জাবে ই
@amitakoley20413 жыл бұрын
কন্ঠে র ও গায়কি র দৃঢ়তাই শিল্পির পরিচয়।
@sumitmitra6064 Жыл бұрын
My introduction to Rabindra Sangeet through this versatile singer some 50 years ago. He is one of my most favourite singers since then. Sometimes I feel very nostalgic for those earlier days.
@dr.pravatbarua40904 жыл бұрын
কথা, সুর, কণ্ঠ ও শ্রোতারা একাকার করে দেয়।
@BinapaniBhattacharjee-t6o Жыл бұрын
খুব ভাল লাগছে গান গুলি I সব সময় ভালো লাগে I
@kalpanasinha70188 ай бұрын
Ebar milon hawaye ,prem porber ei gan t mon k matoara kore dey ,bar bar suneo mon bhorena.shilpi k sroddharghyo.♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏
Chinmoy chattopadhya is old is gold...don't foregate...Dolly o Monalisha...
@sujitranjansarkar51604 жыл бұрын
Nostalgic. Seieee 70 er dasak. Bangosansaskriti sanmelon. 5000 srotaaa. Guru rooo gaan gawoo
@tapasranjangupta24804 жыл бұрын
কৈশোরে যাদের গান শোনে রবিকবির গানের প্রতি প্রাণের টানে মন আনন্দ ঘণ হয় চিন্ময় চট্টোপাধ্যায় তাদের এক জন । আজ ঘরবন্দী মন কেমন করা দুপুরে আমি একা নিভৃত শ্রোতা ।
@sujitranjansarkar51604 жыл бұрын
Jibonyee prem er abeg elowoo onar haan sunyeee see 1968
@primalghosh41974 жыл бұрын
Yato sundor gola j bar bar suneo aabar sunte ichhe kore. Bhogobaner daner jonyo amader mon bhorchhe.
@sanghamitradasgupta4644 жыл бұрын
Tumi saundhyaro megamala
@moazzemnilu19258 жыл бұрын
রবীন্দ্রনাথের গান প্রাণের গভীরে এক ধরণের সম্মোহন জাগায়, অনুভূতির অতল তলদেশে মোহমুগ্ধতার আবেশে ভরিয়ে তোলে আমাকে নিয়ে যায় অলৌকিক জগতে, প্রার্থনার দেশে !!
আমি অত্যন্ত আবেগ প্রবন হয়ে পড়ি এই দরদী গলার আওয়াজ শুনে কবি গুরু র গান যেখ।না অসাধারণ
@asimamajumder2153 жыл бұрын
গানের ভিতর দিয়ে দেখি ভুবনখানি --কবিগুরুর গান সার্থকতম সুন্দরতম উজ্জ্বলতম রূপ পেয়েছে কন্ঠশিল্পী স্মরণীয় বরণীয় অসাধারণ চিরন্তন চিন্ময়ের গানের মধ্যে দিয়ে । চিন্ময়ের পেলব কন্ঠস্বর আমাকে মুগ্ধ করে মোহিত করে মোথিত করে ।
@tomarporosho976 Жыл бұрын
বেতারে চিন্ময় চ্যাটার্জির গান প্রথম শুনেই আমি তাঁকে আমার অসম্ভব প্রিয় শিল্পী হিসেবে মেনে নিয়েছি। আর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে খুব কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছি।উনি ইউনিয়ন দ্বারা অনুষ্ঠিত নবীন বরণে শেষ শিল্পী ছিলেন।
@m.a.quashem19894 жыл бұрын
Chinmoy Chatterjee er konther apurbo ekti Rabindra Shankalon.Saregama Bengali ke onek onek dhannyobad.
@tirthankarmitra6792 Жыл бұрын
অসাধারণ গায়কী
@avijitchakraborty3663 жыл бұрын
He is an Ideal singer of my life.
@dinendramarik72863 жыл бұрын
Chinmoy Chatterjee gaay bhalo.
@pagalstone8 жыл бұрын
What a melodious voice,one of the best male Rabindrasangeet singer.
@shaheentariquekhan63918 жыл бұрын
Vale chilam !!!
@biswanathdas42183 жыл бұрын
No word to explain.
@rupapal4707 Жыл бұрын
Beautiful song
@parthoroy12055 жыл бұрын
রবি ঠাকুরের প্রেমের গান এনার গলায় কেমন এক অন্য অনুভূতি ।
@proshantkarmaker22036 жыл бұрын
তোমারে তাই এড়াতে চাই ফিরিয়া যাই চলি---- অসাধারন।
@asitmondal15328 ай бұрын
Legend of Rabindra Sangeet
@debasishmandal52906 жыл бұрын
আজি সাঁঝের যমুনায় গো তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো ॥ তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো ॥ আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে না কি। একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি। যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে নেয় নি কি রে আমার পরম বেদনখানি আপন বেদনায় গো ॥ রাগ: পিলু তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৩০ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
@badkullalearning3642 жыл бұрын
Good short
@debasishmandal52906 жыл бұрын
কাছে ছিলে, দূরে গেলে--দূর হতে এসো কাছে। ভুবন ভ্রমিলে তুমি--সে এখনো বসে আছে॥ ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো-- এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে। জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল-- উন্মাদ তানে তানে কেটে গেছে তাল। কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কি না-- নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে॥
@mdabuwaheed10705 жыл бұрын
এ গানগুলো সচারচর শোনা যায়না
@debasishmandal52906 жыл бұрын
ঝরা পাতা গো, আমি তোমারি দলে। অনেক হাসি অনেক অশ্রুজলে ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে॥ ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে শেষের বেশে সেজেছ তুমি কি এ। খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে বসন্তের এই চরম ইতিহাসে। তোমারি মতো আমারো উত্তরী আগুন-রঙে দিয়ো রঙিন করি-- অস্তরবি লাগাক পরশমণি প্রাণের মম শেষের সম্বলে॥
@mdabuwaheed10705 жыл бұрын
অশ্রুত পুরব গান
@chinmoymondal35572 жыл бұрын
Sundar
@sulekhachaki23584 жыл бұрын
His voice will remain ever green.
@prafullamukhopadhyay84244 жыл бұрын
চিন্ময় চট্টোপাধ্যায় এর গাওয়া রবীন্দ্রনাথের গান গুলো চির নতুন মনে হয়।
@palashchowdhury41407 жыл бұрын
প্রাণের গান,অফুরন্ত ভান্ডার তবুও প্রাণে বার বার দোলা দেয়।
@alpanabiswas16152 жыл бұрын
Nice Mind Blowing
@jaymallick49127 ай бұрын
সরস্বতীর ছোট পুত্র
@debasishmandal52906 жыл бұрын
কাছে ছিলে, দূরে গেলে--দূর হতে এসো কাছে। ভুবন ভ্রমিলে তুমি--সে এখনো বসে আছে॥ ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো-- এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে। জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল-- উন্মাদ তানে তানে কেটে গেছে তাল। কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কি না-- নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে॥ রাগ: মিশ্র আলাহিয়া - মিশ্র কেদারা তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫ রচনাকাল (খৃষ্টাব্দ): 1888 রচনাস্থান: কলকাতা, দার্জিলিং স্বরলিপিকার: ইন্দিরা দেবী
@samarespradhan88083 жыл бұрын
আমার অতি প্রিয় শীলপী
@aminurrahman75288 жыл бұрын
All day long, I wish to listen Tagore songs. ( Chinmoy Chatta)