ম্যাম আমি পুরো লেখা নির্ভর সংগীত শিক্ষা করেছি। স্বরলিপি ছাড়া এক লাইন গান গাইতে পারি না। খুব কষ্ট হয়। মনে হয় আমার দ্বারা গান হবে না। কিভাবে স্বরলিপি ছাড়া গাইবো?গানের খাতা ছাড়া যেন আমি অন্ধ। আপনার ক্লাসগুলো ফলো করছি, একটু সময় বের করে যতটুকু পারছি। সেভাবে গানের ভিতর সময় দিতে পারি না। ওই সব কাজ সেরে দশ পনের মিনিট। কখনো হয়তো একটু বেশি হলো। আমার কি হবে দিদি?প্রসঙ্গত আমার ক্লাসিক্যাল মিউজিক সেকেন্ড ইয়ার পরীক্ষা দেওয়া ছিল, কিন্তু আপনার ক্লাশে জয়েন করে মনে হচ্ছে, সে শিক্ষা সম্পূর্ণ ছিলনা। অনেক ফাঁক থেকে গেছে। প্রণাম নেবেন ভালো থাকবেন।
@lipikastutorial28552 жыл бұрын
অন্তরা কোন চিন্তা নেই ! সব ঠিক হয়ে যাবে ! গানের খাতা ভুলে যাও ! শ্রুতি মাধ্যমে শেখ ! আমি কিন্তু কোন খাতা ছাড়াই শেখাই ! কারণ আমিও শ্রুতি মাধ্যমে শিখেছিলাম তাই ভোলা যাবেনা কোনদিনও ! তুমি আমার সাথে whatsapp এ এসো, বুঝিয়ে দেবো কি করতে হবে +919830847074/ +32473737853