হরে কৃষ্ণ প্রভু।দন্ডপদ প্রনাম। আপনার শিক্ষায় অনুভব করতে পারছি যে কৃষ্ণভক্তি সম্পূর্ণ বিজ্ঞান তথ্য। যেটাকে ভগবানের সেবার মাধ্যমে ও গুরুদেব ও বৈষ্ণবের কৃপার মাধ্যমে জানা যায়। আপনার শিক্ষায় আমি মায়ার সাথে সংগ্রাম করে ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করছি। হরে কৃষ্ণ।