এতো আনন্দ আয়োজন সব ই বৃথা তোমায় ছাড়া। স্যালুট জয়তু নেতাজী, জয় হিন্দ বন্দেমাতরম।
@prakritishbagchi3076 Жыл бұрын
একদম মনের কথা বললেন। দেশের ১নম্বর মানুষ হয়ে যে সম্মান টা ওনার পাবার ছিল। হায় আমার দেশ, একজন এবং একমাত্র মহান এই দেশপ্রেমিক কে আমরা সেটা দিতে পারিনি।ঠাকুর স্বামীজীর যোগ্য শিষ্য নেতাজি, আপনাকে আভূমি প্রনাম।
@sujataguha3302 Жыл бұрын
সত্যি কথা মেনে নিতে ই মানুষ ভয় পায়,
@Bloggerbhat Жыл бұрын
Apurbo.....🙏🙏🙏
@sumitamukherjee3447 Жыл бұрын
সত্যিকারের দেশপ্রেমিক বলতে যদি বোঝানো হয় তাহলে নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম সর্বাগ্রে থাকবে🙏🙏🙏
@chhandadebnath8816 Жыл бұрын
Apni tar sathe kadhe kadh rekhe sangram korechhilen ? Delhechhen take samne theke ???
@palashroy87 Жыл бұрын
সত্যি কথা বলতে প্রমাণ লাগে না, সত্যি কোনো দিন লুকিয়ে থাকে না, Rita banerjee কে অনেক ধন্যবাদ, ইশ্বর ওনাকে ভালো রাখুন, আজ না হলে আমরা হয়তো কিছুই জানতে পারতাম না
@shobhachakrvarti8746 Жыл бұрын
Thanks. a. lot. Rita. Banerjee
@madhusudonbose14610 ай бұрын
প্রশ্ন শুধু একটাই যদি একজনকে একটি নির্দিষ্ট যায়গায় দাহ করা হয়, যেটা শ্মশান নয়,প্রসাশন কোন আপত্তি জানালো না কেন? এবং কিরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তার কোনো কারন জানা গেলো না কেন?
@chhabidutta-di7oo10 ай бұрын
দেশপ্রেমিক সুভাষচন্দ্র সম্পর্কে অনেক সময় বলা হয় ,তাঁর মত মানুষ গুমনামী বাবা হয়ে ফৈজাবাদে ঐভাবে থাকতে পারেন না। ।আমার উপলব্ধি ,এটা তাঁর পক্ষেই সম্ভব ।অসীমের আহ্বান - তাঁর কাছে জাগতিক সব চাওয়া , পাওয়াকে তুচ্ছ মনে হয়েছিল । তাঁর একমাত্র লক্ষ্যেই ছিল ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। এজন্য দেশে , বিদেশে তাঁর কর্মকান্ডকে আমার অলৌকিক মনে হয় । I am Bose এর মাধ্যমে তাঁর কিছু চিঠির সঙ্গে আমার পরিচয় হয়েছে ( সম্ভবত তরুণের স্বপ্ন ) তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে, প্রেরণা জোগাতে যা স্বাধীনতার ইতিহাসে এক অমূল্য সম্পদ । স্বাধীন দেশে দিনযাপনই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। আমাদের মত সাধারণ মানুষের পক্ষে তাঁর অসাধারণত্ব উপলব্ধি করা সহজ নয়। কত মহৎ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আমরা লাভ করেছি। জীবনে ধন ,মান,ঐশ্বর্যা শিক্ষা ছাড়া ও যা ছিল তার আত্মবিষয়ক বা ব্রহ্ম সম্বন্ধীয় জ্ঞান যাকে আমরা আধ্যাত্মিকতা বলি । শ্রদ্ধেয় রীতা ব্যানার্জীকে আমার অনেক শুভেচ্ছা ও নমস্কার যে তিনি নেতাজির সান্নিধ্য লাভ করেছেন।
@somnathchatterjee620 Жыл бұрын
পর্দা উন্মোচন শুধু সময়ের অপেক্ষা। কুনালভাই আপনার এই মহৎ কাজকে সেলাম। লালকেল্লা থেকেই সত্যকে স্বীকার করতে হবে। জয়তু নেতাজী। জয়হিন্দ 🇮🇳🙏🙏
@SwapnaSanyal-vn7eb9 ай бұрын
স্বপ্ন দেখে যাও। কিন্তু আশায় মরে চাষা।
@travelwithlg Жыл бұрын
ছোটবেলায় অপেক্ষায় থাকতাম নেতাজী ফিরে আসবেন, এখন চাই সত্য উদঘাটন হোক।
@nilimasen1991 Жыл бұрын
নেতাজি সম্পর্কের কথা গুলো মুগ্ধ হয়ে হয়ে শুনি তোমার চ্যানেলে।আর আমি মনেপ্রাণে বিশ্বাস করি এতগুলো ইন্টারভিউ দেখে শুনে ভগবান জি নেতাজি🙏🏼🙏🏼
@lopa1108 Жыл бұрын
জয়তু নেতাজি!আমরা আপনার প্রাপ্য সম্মান দিতে পারিনি। আপনি প্রকৃত ভারতবর্ষকে ভালোবেসে ছিলেন।🙏🙏🙏🙏
@arindammitra3975 Жыл бұрын
কুনাল বাবু ও রীতা দেবী কে ধন্যবাদ এই সুন্দর ও বলিষ্ঠ সাক্ষাৎকারটি দেখার সুযোগ করে দেবার জন্য। কুনাল বাবুকে অনুরোধ এই বিষয়ে Dr. পূরবী রায়ের কোনো সাক্ষাৎকার যদি নেওয়া হয়, খুবই ভালো হয়। ধন্যবাদ।
Netaji's Phool Rani Ma you are great, lucky, you have seen our and your god. Long live Rita Banerrjee.
@malabasu7 Жыл бұрын
খুব ভালো লাগলো ভিডিওটা দেখে ... শ্রীমতী রীতা ব্যানার্জি খুব ভাগ্যবতী, নেতাজীর মতো এক ব্যক্তিত্বের সান্ধ্য পেয়েছিলেন। উনি ভালো থাকুন । আমার শুভেচ্ছা ও প্রণাম জানাই 🙏🏼🙏🏼❤️
@debarati0689 Жыл бұрын
কিছু বলার ভাষা নেই । প্রণাম । প্রণাম। জয়তু নেতাজি । 🙏🙏🙏🙏🙏
@urvashisinha4821 Жыл бұрын
finally , এই দিন টির অপেক্ষ্যা শেষ হল , rita banerjee র সাথে সামনাসামনি , মাঝে মাঝে খুববব হিংসে হয় আপনি কতওওও lucky যে আপনি আমাদের নেতাজী কে সামসামনি দেখেছেন 😔 আমাদের জেনারেশনের দুংখ….আমরা আমাদের নেতাজী কে দেখতে পেলাম না……kintu আজকে আপনার interview টা আর আপনাকে সামনাসামনি দেখে মন ভোরে গেল ,মনে ho66e কোনো কিছু missing ছিল , কোনো কিছু incomplete ছিল যেটা পূরন হল আজ . সত্যি কথা যদি বলি তো মনে হল যেন সয়ং নেতাজীর সাথেই দেখা হল ॥❤😊🇮🇳 #justicenetaji
@anitaneogi74785 ай бұрын
গুমনাম বাবার নাম অনেক দিন ধরে শুনছি কিন্তু এতো বছর আগে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না বা ঠিক সেই সময় আমি জানতে পারিনি ,আমার মা তাকে দেখে ছিলেন মায়ের কাছে অনেক গল্প শুনেছি ।আজ সব কথা শোনে খুব আফশোস হচ্ছে, তবুও আমার অনুরোধ রইলো উনার সমাধি কোথায় রয়েছে জানালে উপকৃত হব ।চেষ্টা করবো দর্শন করতে ।
@subirroy9778 Жыл бұрын
উনি তো ভগবানজী সত্যি তো উনিই তো আমাদের মুক্তিদাতা ভগবান।
@saratchandrakhatua8906 Жыл бұрын
জয়তু নেতাজি ! আমরা তাঁকে যন্ত্রণা দিয়েছি । তিনি আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন ।
@sumitamukherjee3447 Жыл бұрын
Mr Bose আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই গুরুত্বপূর্ন তথ্যগুলি জানান আপনার এই ইন্টারিউয়ের মাধ্যমে🙏
@rajarshilahiri Жыл бұрын
রীতা দেবী আপনিও পাপ করেন নি, আমাদের জানার অধিকার আছে। উনি আমাদের ভগবান 🙏🙏🙏
@mitabanerjee133 Жыл бұрын
Miramar batman dash parading. Hoy gahilo Manish batman Tai netaji haryana galo Kinta Mona sabar madhya netaji bacha Acha hhank you for all
@koelibanerjee5308 Жыл бұрын
@@mitabanerjee133 ¹
@shantanukumarghosh1353 Жыл бұрын
ভদ্রমহিলার কথাতে অসঙ্গতি আছে।
@shantanukumarghosh1353 Жыл бұрын
ভদ্রমহিলার ভগাওয়ানজি কে নেতাজি ভাবার কারণ কি? দে ব্যাপারে কিছু বললেন না।
@bkbhattacharyya4974 Жыл бұрын
Hi j ni
@arpitatagore6766 Жыл бұрын
রীতা দেবীর প্রতি কথা সর্ব অর্থে সত্য
@anamitrabhattacharyya6029 Жыл бұрын
Gumnami babar dead body dakhan ni ,but tao bolen dekhechen
@BEBEAUTIFUL263 Жыл бұрын
ক্ষমা করো ভারত মাতার বীরপুত্র🙏🏻,তোমার প্রাপ্য সম্মানটুকু তোমায় আমরা দিতে পারিনি..,তুমি ছিলে,,আছো আর থাকবে...❤️❤️
@prasunroy1128 Жыл бұрын
কাল 23 জানুয়ারি, অনেক সরকারি,অসরকারি অনুষ্ঠানে স্মরণ করা হবে নেতাজীকে, মালা দেবেন মহান স্বাধীনতা যোদ্ধা নেতাজীকে কিন্তু কেন উনি চলে গেলেন অন্তরালে, কেন আর ফিরলেন না? কেন দেশবাসী জানতে পারছেন না নেতাজী কোথায়? শুধু জন্মদিন পালন? সত্যিকারের সম্মান আমরা দিচ্ছি মহান নেতাজীকে?
@Bima-dl6qz Жыл бұрын
ঠিক তাই। জন্মদিন পালন হবে প্রতি বছর। কিন্তু মহামানবের শেষের দিনের সত্যি টা জানব কবে? শ্রদ্ধা নিবেদন কি এভাবেই চলতে থাকবে? একে তো শ্রদ্ধা বলে না। আপনার প্রতিটি কথার সঙ্গে একমত। পরবর্তী প্রজন্মের কাছেও দায়বদ্ধতা থেকে যায়, কিজবাব দোবো। কেন সত্যটা গোপনে। আমাদের সকলের অধিকার জানার। উনি সকল দেশবাসীর 🙏
@debjanichowdhury7303 Жыл бұрын
😊😊
@MuktaChatterjee Жыл бұрын
Daroon daroon Kunal and Ritu.Joto baar e bishoy shuni aaro shunte ichche hoy.Uni je Netaji onake to dekhini kintu interview aar live dekhe etai mani Bhagwanji hi Netaji chilen 200%.
@mikgsal1384 Жыл бұрын
Thank you Kunalbabu 23rd January er age ei rokom video asha korchilam.
@sudeshnagupta130910 ай бұрын
মুগ্ধ হয়ে শুনলাম । তাঁর অভিমানী কথায়, অসম্ভব কষ্টে মনটা ভারী হয়ে গেল। রীতা ব্যানার্জী ম্যাডাম, আপনারা সৌভাগ্যবতী, এমন মহামানবের সংস্পর্শ পেয়েছেন। এমন একটি সাক্ষাৎকার যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ে সর্বদা কাম্য ছিল। তা সত্যি হতে দেখে, এক অপূর্ব আবেশ তৈরী হল।
@krishnapadabhattacharjee9116 Жыл бұрын
শুভ জন্ম দিনের প্রাক্কালে মহান দেশপ্রেমিক মহাবীরের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণতি। 🙏🙏🙏🙏
@kalkasen973810 ай бұрын
আমাদের পরম ভাগ্য এত মূল্যবান তথ্য জানলাম ধন্যবাদ কুনাল বোস রীতাদেবীর স্মৃতি কথা শুনে সমৃদ্ধ হলাম। প্রণাম রীতাদেবীর।
@supravatsarkar852 Жыл бұрын
কুনাল দা গতকালইপ্রথম আপনার ভিডিও দেখলাম । আর একটি ভিডিও দেখার পর থেকে আমি আর চোখে জল রাখতে পারলাম না । সাক্ষরতার শুনতে শুনতে মাঝে মাঝে আমার গা কাটা দিয়ে উঠছিল । দাদা আপনাকে অনেক ধন্যবাদ । আপনি এই গবেষণা চালিয়ে যান । আমরা আপনার পাশে আছি। আমাদের প্রিয় নেতাকে সশ্রদ্ধ প্রনাম । আপনার সত্যকে সরকার কবে স্বীকৃতি দেয় দেখি । তবে সত্য কখনও চাপা থাকে না, থাকবেও না । জয় হিন্দ।
@bhabatoshganguly961 Жыл бұрын
সরকার যদি নেতাজীকে সিকৃতি দেয় তবে সবার গদি টলে উঠবে তাই এরা সব নিরব হয়ে আছে ,এরা সবাই জানে নেতাজির রহশ্য।তবে এটা ঠিকই সত্য গুমনামী বাবাই আসল নেতাজী। 😊
খুব কষ্টকর...কখনোই সত্যটা উন্মোচিত হতে দেবেনা.. তাঁর বাড়ির লোকেরা আর যেকোনো কেন্দ্রীয় রাজনৈতিক দল ভোট পাবার স্বার্থে... খুব আশা করেছিলাম এ সরকার কিছু করবে। তবুও বলছি কুণালবাবু আপনার অক্লান্ত পরিশ্রম, উদ্দেশ্য যেনো সফল হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি 🙏 আমরা অনেকেই আপনার পাশে আছি, ঈশ্বর আপনার মঙ্গল করুন 🙏🙏 🙏
@biswanathsasmal3124 Жыл бұрын
কলির সন্ধ্যা কেটে পুবের আকাশ রাঙা হয়ে এসেছে
@soumenpatra9065 Жыл бұрын
আপনি কোনো পাপ করেননি আপনি দেশের মানুষের আশা আকাঙ্খাকে সন্মান জানিয়েছেন।
@sangeetaduttabanik. Жыл бұрын
রীতা ব্যানার্জী কে অসংখ্য ধন্যবাদ ও নমষ্কার 🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️ ২৭ মিনিটস পরে দেখতে নিয়েছি...৮২ নম্বরে লাইক 👍 করেছি...😊😊😊😊...।।
@atasimukherjee1579 Жыл бұрын
এতো রাত পর্যন্ত তিনি কথা বলতেন তো উনি আহার করতেন কখন দিদি। রীতা দি অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে এই কথা শুনলে ভীষন আবেগ প্রবন হয়ে পড়ি । নেতাজী কে অনুভব করতে পারি।
@subrotomitro3897 Жыл бұрын
Kunal, I am listening to Rita with Anuj, From a Long time. I believe her truly. I always Speak the Truth. All my life I have been Honest. For last 50 yrs I have been in USA. I trust her completely. I speak Hindi and Bengali equally and English too.
@sayaksc3590 Жыл бұрын
Baah khub bhalo laglo 👌❤️❤️ abaro Osaadharon episode 🔥 Rita Debi ke pronam 🙏🙏🙏 sob kathagulo sotti 🙏🙏 Hats Off Kunal Da..aro egiye jao..sotti ta samne asbei..Joy Netaji 🙏🙏 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
@KakaliNath-zz1ox Жыл бұрын
আর ওনাকে পাবো না ঠিক কথা কিন্তু ভুলিনি ভুলবো না কোনো দিন ই। কোটি কোটি স্যালুট জানাই আন্তরিক ভাবে আমাদের ভগবান তুল্য নেতাজী সুভাষ চন্দ্র বসু কে।
@Withdaliya8 ай бұрын
Thanks apnar jonno aj onek kichu janlam ei
@alokedutray3626 Жыл бұрын
যত সমস্যাই থাক ওনার পরিচয় সামনে আনতেই হবে।
@subhenduchanda6350 Жыл бұрын
Thank you Didi Thanks a lot Kunal. Keep it up.
@sabyasachibasu9847 Жыл бұрын
". World is a mystery......Unfold it " "Netaji is mystery....... Unfold it" Being an Indian it's responsibility to learn about the dedication of netaji and abide by his valuable thought for the United India. Joy hind.
@ajantachakrabarty271 Жыл бұрын
Kunal বাবুকে বলছি,আপনার এত সুন্দর উপস্থাপনা,এক ভিডিও যে কতবার দেখি,বলতে পারব না। রিতাদির কথাও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। ধন্যবাদ
@sarmistabatyacharyya6895 ай бұрын
শ্রীমতী রীতা ব্যানার্জি কে অসংখ্য ধন্যবাদ এবং তোমাকে বলছি কুনাল ওনার বক্তব্য গুলি যে কত তাৎপর্যপূর্ণ তা বলার নয়! তোমাদের দুজনকেই salute! ❤
@thedadaofentertainment3210 Жыл бұрын
এইভাবে চালিয়ে যাও মিঠুন দা সত্য একদিন সামনে আসবে
@SthitadhiDas Жыл бұрын
Mithun da !!???
@thedadaofentertainment3210 Жыл бұрын
কুনাল দার ডাক নাম মিঠুন
@suddhadas775 Жыл бұрын
রীতা দি কে আর আপনাকে অজস্র ধন্যবাদ অনেক অনেক শুভকামনা
@KakaliNath-zz1ox Жыл бұрын
ম্যাম আপনি পাপ করেননি।বরং আমাদের কপাল খারাপ যে, আমরা ভগবানের মতন এতো বড় দেশের নেতা,যার জন্য আমরা দেশকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি।
@senguptanilanjan Жыл бұрын
Congratulations for presenting another exquisite interview with Rita Banerjee madam. As always Mrs Banerjee here has been very firm, bold, non ambivalent, consistent and focused. The best thing to observe is that though firm in her views, unlike many personalities discussing on this topic, Mrs Banerjee did not try to impose the same on the listeners; second she repeatedly refused to comment or surmise an answer to any question ,the reply to which was unknown to her . Finally her emphatic words have explained beyond doubts the apparent discrepancies between her statement and those of Dr RP Mishra regarding the end of Bhagwanji in Sept 1985 and also explained the reason for such variance. A very unbiased and informative interview
@anindyaratanmajumdar160 Жыл бұрын
Nicely put dada.
@soumyadeepdatta8753 Жыл бұрын
সত্য কখনো ঢাকা থাকে না। সত্যকে যদি কেউ বিশ্বাস না কৰে তবুও সত্য সবসময় সত্যৰূপেই থাকে। সত্য উন্মোচিত হবেই।ইতিমধ্যে হচ্ছে।। যারা এতোবড় মিথ্যার আবরণ সরানোর চেষ্টা করছেন, তাদের জয় হবে। দেশব্যাপী তারাই শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন।।
@kabitadutta6160 Жыл бұрын
PRONAM SUBHASH BOSE 🌹🌹🌹🙏🙏🙏. Very nice video and vlog 🌹🌹♥️.JOY HIND 🇮🇳🇮🇳🙏🙏🙏🌹🌹🌷.
@bithimitra26010 ай бұрын
My greetings to Madam Rita Banerjee. She has such a pleasant gesture and it is a pleasure listening to her about our great leader Bhagwanji (Netaji Subhash Chandra Bose). A true Indian. God bless her and her family!
@sanjoysarkar9079 Жыл бұрын
RITA DEVI YOU ARE SO LUCKY TO SEE AND HEAR LIVING GOD OF INDIA. WE ARE ALSO LUCKY TO HEAR YOU.
@papiachatterjee3829 Жыл бұрын
রীতা ব্যানার্জী র এই সাক্ষাৎকার এই ভাবে ছড়িয়ে দেওয়া উচিত সবার মধ্যে।অনেক মানুষ জানলে বিশ্বাস করতে শুরু করবে ওই শ্রদ্ধেয় মানুষটার এতদিন বেচেঁ ছিলেন। আমরা খুবই ভাগ্যবান ওনার কথা শুনতে পাচ্ছি।
@Bima-dl6qz Жыл бұрын
ঠিক। ছড়িয়ে দেয়া উচিৎ। আমায় পাঠালো এক বান্ধবী। ও জানে নেতাজী কে নিয়ে আমি উৎসুক, কি হোলো শেষের সময়। ঐ বান্ধবীর মামাবাড়ির family আজাদ হিন্দ বাহিনীতে যুক্ত ছিলেন। ওর মা র দাদু "আশুতোষ কালী" নেতাজীর সাথে গোপনে যোগাযোগ রাখতেন, এটা ওনার মুখ থেকে শুনেছি। অদ্ভুত রহস্যময় মৃত্যু হয় ওনার। বাড়ির লোকের সন্দেহ আছে ঐ মৃত্যু নিয়ে। ঐভাবে মারা যাবার কথা নয়। বান্ধবীর মা র কথা লিখেছিলাম কোথাও কমেন্টে, যে উনি কিছু কিছু কথা জানেন, জানাতে আগ্ৰহী, জানতে চাইলে। আশুতোষ কালী মহাশয়ের নামে কলকাতায় একটি রাস্তা ও আছে। গুগলে ওনার সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া যায়
@sanjibnayak5705 Жыл бұрын
জয়তু নেতাজী লহ আমার প্রণাম। আপনি সত্যিই খুব ভাগ্যবতি যে নেতাজীর সঙ্গে এতো দিন সাক্ষাৎ করেছেন এতো ভালোবাসা পেয়েছেন ।
@anupkumarsinha24522 ай бұрын
Samagra prithibite ekjani leader uni Sri Subash Chandra Bose.Onake sata sata kotikoti pranam.
@sujitroychoudhury5084 Жыл бұрын
রীতা দেবী আপনি মহা পূর্ণবতী, স্বয়ং ভগবানের সআখত পেয়েছেন । কুনালবাবু অসংখ্য ধন্যবাদ। লালকেল্লা থেকে নেতাজীর জন্মদিনে ঘোষণা করার জন্য একটু চেষ্টা করুন।
@prahladdas3687 Жыл бұрын
Vison valo laglo apni amar pronam neben joy hind 🇳🇪🇳🇪♥️🙏🙏
@dipendranarayanchowdhury2290 Жыл бұрын
দিদি আপনি ভাগ্যবান তাই নেতাজীর আশীর্বাদ পেয়েছেন।উনি যে আপনাকে অত্যন্ত স্নেহ করতেন সেটা উপলব্ধি করা যায় আপনাকে উনি ফুলওয়ারী মা বলে ডাকতেন।দিদি সত্যিই আপনি ভাগ্যবান। এনিওয়ে নমস্কার নেবেন।
@MrRamsankar11 ай бұрын
So nice Kunal ji that you presented live talk on Netaji with Mrs Rita Banerjee, an eye witness to Netaji. Thank you so much. Pl carry on the crusade till its final conclusion.
@mrxgamer3193 Жыл бұрын
কুনাল দা দিদি যা বলছেন একদম ধ্রুব সত্য
@ankitaghosh2273 Жыл бұрын
বসু পরিবার নেতাজীর রক্তীয় হলেও সারা ভারতবাসী নেতাজীর আত্মীয়....তাই সারা ভারতবাসীর অন্তর থেকে চাইলে সত্য উম্মুক্ত হবেই... কোনো কিছুই বাঁধা হবেনা....🙏🏻
@mukhopadhyayphysicsclass4031 Жыл бұрын
আপনাদের এই সত্য উন্মোচন আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতার দাবি রাখে।
@subhrakantiroy2375 Жыл бұрын
Madam, You did no sin or mistake. Your statement will be extremely vital in coming days, we believe. Your interview is very candid. You are among very few who came so close to him. Now we visualize that great men through you & only you. Awaiting more deliberations from you as early as possible because memory may get blurred.
@subhrakantiroy2375 Жыл бұрын
Read man instead of men
@ShibabrataChakraborty10 ай бұрын
গোটা Interview টা তে রিতা দির সতস্ফুর্ত তো the point Response, itself is a Testimoni that she is telling the Truths & unbised . আমাদের মনে কোনো অবিশ্বাস বা প্রশ্নের কোনো অবকাশ রাখেনি এই Interview. She is Really a Blessed Sole that she could get blessings of Netaji Subhas Chandra Bose.🎉
@sumitanandy3077 Жыл бұрын
Sundar pratibedan, Joyotu Netaji 🙏
@lokjay2012 Жыл бұрын
Many thanks.. opurbo. Salute to both of you.
@deepa.sohomsohom2247 Жыл бұрын
Rita madam k onk shrodhha, pronam.... Onar jotobarii interview dekhi totobari ekii onubhuti... Gaye kata dewa....kunal babu keo onk onk dhonyobad
@ghoshbaburboithok Жыл бұрын
Sotti gaye kanta dicchilo… Thank you Kunal Babu..,, apner channel r ekjon follower add holum… Netaji k jananor jonno dhonnobad!
@bivashchowdhury9589 Жыл бұрын
Good interview Thanks a lot both of you
@ratnabose607 Жыл бұрын
Remembering 🙏 true freedom fighter of India Netaji Subhas Chandra Bose on his special day. Long Live Our Hero We salute you Netaji.🙏🙏
Netaji bhakta hishebe amader sotyo janar adhikar achhe , ei video ti moner biswas bariye dilo . Anek dhonyobaad 🙏
@manashdutta1499 Жыл бұрын
এইসব অনুষ্ঠান কখনও পুরনো হয় না আপনাদের মতো মানুষের কাছে। আপনি বা আপনার মতো কিছু ব্যক্তি আছেন যারা এইসব অনুষ্ঠান এর মাধ্যমে যে একজন মহান মানুষের রহস্য উদঘাটনের প্রচেষ্টা এইটাই যথেষ্ট। ধন্যবাদ।❤
@bibhaschatterjee7970 Жыл бұрын
আমাদের সৌভাগ্য যে যিনি নেতাজি কে দেখেছিলেন তার কথা শুনছি।
@dilipkumarmandal8549 Жыл бұрын
রীতা দেবী আমার প্রণাম নেবেন। আপনি ঈশ্বর এর কন্যা তাই এত দিন নেতাজীর সান্নিধ্য পেয়েছেন। ঈশ্বর আপনাকে সুস্থ্য শত আয়ু দিন। যদি কখনও কলকাতা আসেন অনুগ্রহ করে জানাবেন । একবার আপনাকে চাক্ষুষ করার ইচ্ছা ।
@Voyn-o5k Жыл бұрын
Kunalda apnar kache akta abdar jadi sambhab hai Mrs. Rita Banerjee ke akbar kolkata anun ar paper add kare sabai ke janan tahole amra onake nijer chokhe dekhe pranam kare dhanya hote chai. This same request is also to Mr. Anuj Dhar and his friend.
@srikantahazra3886 Жыл бұрын
দিদি 🙏❤️নেতাজি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি ভালো থেকো সুস্থ থেকো,
@biplobkumarmohanty27 Жыл бұрын
রীতা দি আপনি অনেক ভাগ্যবতী ।আমাদের দেশের একজন যুগপুরুষের সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছেন ।
@triptichanda398019 күн бұрын
আমি মনে করি রীতাদি সব সত্যি কথা বলছেন। জয়তু নেতাজি।
@grd7338 Жыл бұрын
Kunal babu apnar ei lege thaker prachesta ghataner bistarito alochana satyi apnake dhanyabad janai, namasker
@debibrataray3054 Жыл бұрын
শ্রদ্ধেয়া শ্রীমতী রীতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি বিষয়ে স্মৃতিচারণ অমৃত সমান। শুনে ধন্য হলাম। বার বার শুনতে ইচ্ছা হয়, এতই ভালো লাগে।
@apuchowdhury580 Жыл бұрын
Very enriching episode -Dr. A Chowdhury
@bijoudas5842 Жыл бұрын
The most fortunate rather divine soul to be in touch with Pujya Netaji. Pranam.🙏🕉🙏🌷🌷🌷💌👍💌
@JnanBani Жыл бұрын
Apni Dhonno Rita Didi 🙏
@kushalpurkait72834 ай бұрын
নেতাজী তুমি আমাদের উপর রাগ করোনা আমরা তোমাকে তোমার উপযুক্ত সম্মানটুকুও দিতে পারলাম না ।।। তবে তুমি যদি আমার বাংলায় ফিরে এসে আমাদেরকে দেখা দিতে তাহলে তখন তোমায় আমরা মাথায় তুলে রেখে দিতাম এতো বেদনা তোমায় পেতে দিতাম না ❤🥺💝😢
@bikachprasunchandra4023 Жыл бұрын
জয়তু নেতাজি সুভাষচন্দ্র বসু কুনাল বোস আন্তরিক অভিনন্দন জানাই এই সত্যি ঘটনা আমাদের কাছে রাষ্ট্রের মিথ্যা প্রচার এর বিরূধ্যে কলম ধরেছেন সত্য প্রকাশ করেছেন
@safatsdiary852010 ай бұрын
রীতা দি নেতাজীকে চাক্ষুষ দেখা একজন প্রত্যক্ষদর্শী। উনার প্রতি শ্রদ্ধা 🙏 ধন্যবাদ কুনাল দা 💖
@mukhopadhyayananda Жыл бұрын
এটা হয়তো ওনারই ইচ্ছা; তাই পাপ বলে ভাববার কোনও কারণ নেই।
Rita Devi, Apnake Respect janai....Apnader Family Satti "Bhaghyaban" "Netaji Subhash Chandra Bose Touch e chilen.. Amrao feel korchi. Kivabe kasto kotechen.Apnader Family thk Leeter doc. Nye chole gache, Return kareni! Tara Original valo Manus na!! Mone ho66e. Letter modhye Ank Sriti,Abeg jorye.. Thank you Kunal 🎉🎉🎉🎉❤❤
@mitanroy839 Жыл бұрын
Onek pranam apnake mem. Really you are lucky.ami netaji niye news valo lage
@kajalchakraborty2319 Жыл бұрын
Yes, Madam really you are very lucky that you have seen our respected 'Netaji'.
@dr.mowsumedatta3556 Жыл бұрын
অসাধারণ,অনবদ্য channel এটি।আপনার তথ্যগুলো 100% সঠিক বলে আমি মনে করি। মিসেস ব্যনার্জী ভাগ্যবতী যিনি নিজের চোখে 10 বছর গুমনামী বাবা ওরফে ভগবানজীকে ওরফে নেতাজিকে দেখেছিলেন এবং সান্নিধ্য লাভ করে ছিলেন । আমি মনে প্রাণে সেই মহান নেতাকে শ্রদ্ধা করি যার তুলনা তিনি নিজেই ছিলেন। ভীষণ কষ্ট হয় দেশভক্ত দেশপ্রিয় এই মহান ও মহাত্মাকে তথা কতিত ভারত সরকার প্রকৃত মর্যাদা দিতে পারেনি।আপনি তাকে সকলের সামনে সঠিক ভাবে তুলে ধরার চেষ্টা চালাছেন। মিস্টার ধর ও মিস্টার ঘোষও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে আমি বিশেষ করে কৃতজ্ঞ 🙏 আপনারা সফল হোন এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি।ভাল থাকবেন মিস্টার বোস।নমস্কার🙏❤😊
@moumitabanerjee3268 Жыл бұрын
Kunal sir thanks to you,best of luck you interested Bose investigation, we are fil very galad .nice, so 👏👏👏
@titly6831 Жыл бұрын
রীতাদি প্রনাম....
@joydeepmukherjee9419 Жыл бұрын
আপনারা সত্যিই ভাগ্যবান জয় হিন্দ
@anshumanbose8912 Жыл бұрын
গল্প হলেও সত্যি।🙏❤️🙏🙏🇮🇳🙏 এবারের2023 কলকাতা বই মেলা থেকে কিনলাম, "নেতাজীর গুপ্তচর"
@tapaskumarmandal7607 Жыл бұрын
আমি ধন্য যে আপনাকে দেখতে পাচ্ছি যে নেতাজীকে দেখেছি কাছ থেকে।
@sreelekhapal91813 ай бұрын
আপনি কোনো পাপ করেন নি । আপনি আমাদেরকে আমাদেরই পূর্ব্বতনের একটা চরম সত্যিকে জানতে সাহায্য করেছেন। আমরা ধন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের পরম প্রিয়, পরম শ্রদ্ধেয় মহাপুরুষ নেতাজীর কাছে পৌঁছুতে পারছি এবং তাঁর সঠিক জীবনী সম্পর্কে অবগত হচ্ছি। আপনাদের দু'জনকেই জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আর অশেষ ধন্যবাদ। ভালো থাকুন আপনারা সবসময় 🙏🙏
@IAMBOSE2 ай бұрын
Thanks
@pampadebnath1119 Жыл бұрын
একবার আপনার চোখগুলো যদি আমি পেতাম।।আমি একবার উনাকে যদি দেখতে পেতাম😭আর সত্যি আমরা আসল দোষী,উনাকে উনার প্রাপ্য সম্মানটুকু দিতে পারলাম না।।সত্যি বেরোক।ভগবান বসু❤❤❤❤❤
@kirtikumarahf8453 Жыл бұрын
Thanks a lot from Gujarat
@tathaihilalisec-croll32arp56 ай бұрын
Khub valo kaj korchen.thank you
@debayakdutta6317 Жыл бұрын
সাক্ষাতকার ভাল লাগল। রিতাদির সাথে আপনার আগের সাক্ষাৎকার শুনেছি কিন্তু আজকের সাক্ষাৎকার এক জায়গাতেই উনি বললেন ক্যান্সার ওষুধ সম্পর্কে , নেতাজী সুভাষচন্দ্র ঐ উত্তর দেবেন?
@BengaliInUK-SoulInIndia Жыл бұрын
jodi oi uttor na diten...tahole sorbosomokkhe prochar hoto ontoto osudh niye...tahole r nijeke lokano hotona hoito...