Рет қаралды 6,625
সংশোধনী: ১৩ নং প্রশ্নের উত্তর 3 হবে। অনিচ্ছকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
১৩. f(x)=x^3+mx^2-3x-6 হলে m এর কোন মানের জন্য f(-3) = 3 হবে?
সমাধান: দেওয়া আছে, f(x)=x^3+mx^2-3x-6
বা, f(-3)=〖-3〗^3+m〖(-3)〗^2-3(-3)-6
= -27+9m+9-6
= -24+9m
প্রশ্নমতে, -24+9m=3
বা, 9m=27
বা, m=3
উত্তর: =3
বিভাগীয় নির্বাচনী বোর্ড, সিলেট-২০২৪, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান-২০২৪, পরীক্ষার তারিখ: ২৪ মে ২০২৪
Question PDF Link: drive.google.c...
সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
আমাদের Facebook Page: www.facebook.c...
আমাদের Facebook Group : / 822928402412283
আমাদের Facebook Page: www.facebook.c...
পূর্ণমান: ১০০, পরীক্ষার তারিখ: ২৪ মে ২০২৪, সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
১. সংক্ষিপ্ত উত্তর দিন
ক. "বন্য" শব্দের চলিত রূপ কী?
উত্তর: বুনো
খ. কৃষ্টি" শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন।
উত্তর: কৃষ+তি
গ. “পেয়ারা" কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তর: পর্তুগিজ
ঘ. বাংলা ছন্দ কত রকমের?
উত্তর: তিন প্রকার: মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত
ঙ. “কল্লোল” শব্দটির অর্থ কী?
উত্তর: ঢেউ
২. ণ-ত্ব বিধান বলতে কী বুঝায়? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুন।
৩. বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন
ক. সন্ধি (সন্ধি বিচ্ছেদ করুন)
উত্তর: সম্+ধি
খ. অপচয় (বিপরীত শব্দ লিখুন)
উত্তর: সঞ্চয়
গ. চক্ষুদান করা (বাগধারাটির অর্থ কী)
উত্তর: চুরি করা
ঘ. সাহেব, বিবি ও গোলাম (কোন ধরনের সমাস)
উত্তর: দ্বন্দ্ব সমাস
ঙ. পুকুরে মাছ আছে (পুকুরে কোন কারকে কোন বিভক্তি )
উত্তর: অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
৪. "স্মার্ট নাগরিক” নিয়ে সংক্ষিপ্ত রচনা লিখুন।
৫. Make sentences with the following Idioms and Phrases:
a. By hook or by crook (by any possible method-যেকোন উপায়ে): You must do the work by hook or by crook.
b. A man of letters (Scholar) পণ্ডিত: Rabindranath was man of letters.
c. Make a day (ভালো কাজে সারাদিন উৎসর্গ করা): He makes a day for helping the poor people.
d. A Black sheep (a person of bad character) খারাপ চরিত্রের লোক: Amin is the black sheep in his family.
e. Safe and sound (free from danger-বিপদমুক্ত) My bus crashed last night, but I got home safe and sound.
৬. ইংরেজিতে অনুবাদ করুন:
প্রকৃতি কন্যা সিলেট পর্যটন নগরী হিসেবে সুপরিচিত। এখানে রয়েছে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) এর মাজার। রয়েছে চা-বাগান ও অসংখ্য ছোট বড় টিলা। আরো রয়েছে জাফলং, সাদা-পাথর ও রাতারগুলের মতো মনোমুগ্ধকর পর্যট এলাকা। প্রতি বছর এ জেলায় লাখ লাখ পর্যটক পরিভ্রমনে আসেন।
৭. Do as directed in the brackets:
a. Ox (make it plural).
উত্তর: Oxen
b. He has a reputation-----------eloquence (fill the gap with appropriate preposition).
উত্তর: for
c. Do or die (make it complex).
উত্তর: If you do not do, you will die.
d. One of the girls (have) done it (use right form of verb).
উত্তর: One of the girls has done it.
e. When water------, it turns into ice (fill the gap appropriately).
উত্তর: freezes
৮. Write a paragraph on "4IR".
৯. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৫ বছর। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। ১০ বছর পর প্রত্যেকের বয়স কত হবে?
১০. একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫:১ হবে?
১.〖 x〗^2-3x+1=0 হলে x^2-1/x^2 এর মান কত?
উত্তর: 3√5
১২. উৎপাদকে বিশ্লেষণ করুন: x^4-7x^2+1
১৩. f(x)=x^3+mx^2-3x-6 হলে m এর কোন মানের জন্য f(-3) = 3 হবে?
উত্তর: =3
১৪. সংক্ষিপ্ত উত্তর দিন
ক. সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী?
খ. ১ ফুট = কত মিটার?
উত্তর: ১ ফুট = ০.৩০৪৮ মিটার
গ. 〖log〗_101000 = কত?
ঘ. 4/5=শতকরা কত?
ঙ. a^2+25b^2 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ রাশি হবে?
১৫. সংক্ষিপ্ত উত্তর দিন ২০
ক. "শেষের কবিতা" কোন ধরনের রচনা?
উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
খ. ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ন্যাটোর বর্তমান সদস্য দেশ ৩২।
গ. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কী?
উত্তর: বীরশ্রেষ্ঠ
ঘ. স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট জেলা কোন সেক্টরের অধীন ছিলো?
উত্তর: ৪ এবং ৫ নং সেক্টর
ঙ. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
উত্তর: জুলি ও কুরি পদক
চ বাংলাদেশের জাতীয় পতাকার দৈঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর: ১০:৬ বা ৫:৩
ছ. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর: নারায়ণগঞ্জ
জ. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভুটান
ঝ. ছন্দের জাদুকর কে?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত
ঞ. ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?
উত্তর: তুরস্ক
ট. RAM এর পূর্ণরূপ কী?
উত্তর: Random Access Memory
ঠ. সিলেট জেলায় কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
উত্তর: ১০৬ টি
ড. কী-বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
উত্তর: ১২ টি
ঢ. পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর
ণ. অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ত. Poet of politics নামে কে আখ্যায়িত?
উত্তর: শেখ মুজিবুর রহমান
থ. সিলেটের আদি নাম কি?
উত্তর: জালালাবাদ
দ. T20 বিশ্বকাপ-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
ধ. বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কী?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ন. ইমেইল এর ক্ষেত্রে CC এর পূর্ণরূপ কী?
উত্তর: Carbon Copy