সত্যকে আগে নিজে বুঝে অতঃপর জনগণের মাঝে প্রচার-প্রসার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
@RajibUddin-re8xs2 ай бұрын
জাযাকাল্লাহ
@abulbashar96012 ай бұрын
Salamun alaikum, very good I think you are saying right
@RajibUddin-re8xs2 ай бұрын
ওয়ালাইকুম আসসালামু। ধন্যবাদ ভাইজান
@RuhulAmin-r5q3u2 ай бұрын
সালাম আপনাকে। বুখারি শরীফ আর কুরান শরীফ কি, কিছু জনতা না বুঝলেও আপনি খুব ভালভাবেই বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আবু মুহাম্মদ ইসমাইল বুখারি র: এর জন্ম ১৯৪ হি: , উজবেকিস্তান এ। তিনি বুখারি সম্পাদনা করেন ২৩৩ হিজরীতে, অর্থাৎ রাসূল সা: এর ইন্তিকালের ২২৩ বছর পর। আল্লাহ তায়ালা এবং তার বিশেষ নির্বাচিত প্রতিনিধি( নবী- রাসুল) গনের নামে আন্দাজি, বানিয়ে, সন্দেহমুলক, অসত্য কোনো কিছুই বলার স্কোপ নাই আমাদের। আল্লাহর নামে কিছু বলতে চাইলে আল কুরান থাকেই বলতে হবে। নবী - রাসুলদের নামে কোন কথা বলতে চাইলে হুবহুব বলতে হবে, কিছু কম বা বেশি করে বলার কোনোই সুযোগ নাই কারো। বাক্য, শব্দ, উনারা যা যা বলেছেন সেগুলি অবিকল বলতে হবে। নবী- রাসুলদের কথা নিজের মনের মাধুরী মিশিয়ে বলা থেকে বিরত থাকতে হবে আমাদের। হজরত আবু বকর রা: এই ভয়ে উনার সংগ্রহ করা হাদিস পুড়িয়ে ফেলেন। কারন আমি যদি দুনিয়াতে তাদের কথা অতিরঞ্জিত করে বলি এবং রাসূল সা: যদি পরকালে জিজ্ঞাসা করেন, " আমি যা বলিনি, কেনো তোমরা এসব কথা আমার নামে মানুষের কাছে প্রচার করেছো??? "" আমাদের কি কোনো জবাব দেয়ার মুখ থাকবে ওইদিন??? কুরানে যে" ক্বুল" বলা হয়েছে, সেটা আল্লাহর ই বানী। কিন্ত ভায়েরা, আমরা যে " ক্বলা ক্বলা" বলি এটা কার বানী বা কথা?? কেউ বলতে পারবেন? আর ক্বলা ক্বলা বলে রাসূলের নামে যত কথা প্রচার করছি, আমি কি ওভারসিওর যে এসবই রাসূল সা: এর কথা, কে আমাকে বললো,? রাসূল সা: নিজে তার কথা সত্যায়ন করে যান নি, কোনো খলিফা ও নহে। যাদের বরাত দিয়ে আমি এসব বলছি, রাসূল কি তাদের কে নায়েব নিযুক্ত করে গেছেন? আমি যদি বুখারি র: ও মুসলিম র: এর নাম বলি, রাসূল সা: যদি বলেন "ইনারা আবার কারা, আমিতো তাদের চিনিনা,"তখন পরিস্থিতি টা কেমন হবে, ভেবে দেখেছি কি একবারও আমরা!!! হ্যা,রাসূল সা: নবুয়ত পাওয়ার পর সাহাবীদের সাথে, পরিবারের সাথে বসবাস করেছেন। কুরানের বাইরে সেসব নিয়ে যে কিছু ইতিহাস থাকবে,এটাই স্বাভাবিক। সাহাবীদের কথন বা ইতিহাস থেকে কেউ কিছু বললেতো সমস্যা হওয়ার কথা নয়। এটা আমার ব্যক্তিগত মত। ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। আমীন।
@RajibUddin-re8xs2 ай бұрын
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। এবং আপনার মন্তব্যের শেষের অংশের সাথে আমিও একমত পোষণ করি।
@MdNurHossain-wm8bt2 ай бұрын
রাজিব ভাই সালামুন আলাইকুম, আমি আপনার ভিডিও প্রায়ই দেখি ভালো লাগে রবের আয়াতের আলোচনা। আপনি আলোচনা চালিয়ে যান গর্দান নেওয়ার ক্ষমতা কারও নেই।
@RajibUddin-re8xs2 ай бұрын
জাযাকাল্লাহ
@MdMubinBiswas2 ай бұрын
এত অল্প কুরআন এর জ্ঞান নিয়ে কম কথা বলা ভালো - নতুবা আল্লাহর কাছে জবাব দিতে হতে পারে kzbin.info/www/bejne/gnW6foGJqNWGm6Msi=e3hrp9aiuqPTtF8q
@abuobeaida24552 ай бұрын
সালামুন আলাইকুম আল্লাহ বলছেন তোমরা কুরআনের মাধ্যমে জিহাদ কর । কে কি বলে তার দিকে মনোযোগ না দিয়ে কুরআনের সত্য সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ 😊
@RajibUddin-re8xs2 ай бұрын
ফি আমানিল্লাহ্
@JahidulIslamJhinuk2 ай бұрын
Esob lukerai jonggibada joriya jai...
@RajibUddin-re8xs2 ай бұрын
জি ভাই
@khohinoorbegum89562 ай бұрын
Salamun alaikum marhaba 😊
@RajibUddin-re8xs2 ай бұрын
ওয়ালাইকুম আসসালামু
@allvideoyoutube61512 ай бұрын
আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন সূরা সাভার পাঁচ ছয় নম্বর আয়াতটি পড়লে
@RajibUddin-re8xs2 ай бұрын
ধন্যবাদ ভাইজান
@SarminHasi-jl7ne2 ай бұрын
সালামুন আলাইকুম এসব লোক কখনো কোরআন মাতৃভাষায় পড়ে না তাই এমন কথা বলে, এরাই সংখ্যায় বেশি। জনাব বিনয়ে অনুরোধ করছি, কোরআন কি এরং কেন? কোরআনের গুরুত্ব, পড়ার গুরুত্ব, কোরআন না পড়লে কি হবে এসব বিষয় নিয়ে বেশি বেশি ভিডিও করেন, কোরআনের আয়াত দিয়ে।
@RajibUddin-re8xs2 ай бұрын
আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ
@AbdulAlim-rr8dm2 ай бұрын
মাদ্রাসার পাঠ্যো পুস্তকে বুখারী পড়ানো হয় তার উপড়ে মুফতি মোহাদ্দেস ডিগ্ৰী অর্জন করে তারাই আবার মাদ্রাসায় শিক্ষগতা করে মসজিদের ইমামতিকরে আমরা তাঁদের আলেম মানি আমরাই তাঁদের আলেম স্বিক্কৃতিদিয়েছি সে যা অর্জন করেছে তাই দিচ্ছে অতএব শিক্ষা ব্যাবস্থায় কোরআনের উপর ডিগ্ৰি অর্জন আলেম না হলে কোরআনের কথ রাসুলের কথা আল্লাহর বিধান আশা করা শুধু বোকামী নয় চরম দোষনিয় আমি মাদ্রাসায় পরি নাই আমার মনতত্বে ভুল থাকলে শুধরিয়ে দিবেন
@aklimaakter72422 ай бұрын
আপনার বাড়ি কি ময়মনসিংহে?
@RajibUddin-re8xs2 ай бұрын
কেন?
@md.abdurrouf37742 ай бұрын
আসসালামু আলাইকুম আশা করি উনি পবিত্র কোরআনের শুরুতে শেষ পর্যন্ত বাংলা অর্থ আজ পর্যন্ত বুঝে বুঝে পড়ে নাই আর হাদিস শব্দটি কোরআনে কতবার আছে তাও নি খুঁটিয়ে দেখেন নাই
@RajibUddin-re8xs2 ай бұрын
ধন্যবাদ ভাইজান
@md.myenuddin85902 ай бұрын
এই ধরনের হাদিস ওয়ালা লোক হতে নিজেকে সাবধানে থাকতে হবে অবশ্যই ভাই...তারা মনে করে তারা সঠিক পথে আছে আর আমরা ভুল পথে আছি... 😮
@RajibUddin-re8xs2 ай бұрын
আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক।
@ABCDEFGH-wu3kj2 ай бұрын
হাদিস দ্বারা কুরআনকে ঢেকে রাখা হয়েছে। সত্য জানতে ও মানতে হলে কুরআন ছাড়া বিকল্প নেই।
@RajibUddin-re8xs2 ай бұрын
এই জাল ছিড়তে হবে
@eashaqueali52702 ай бұрын
اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ۗ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِي এটা হল সুরা নিসার ৮৭ নং আয়াত, শেষ অংশটি লক্ষ্য করুন;"অমান আসদাক মিনাল্লাহে হাদিসান অর্থাৎ আল্লাহর চেয়ে উত্তম হাদিস বর্ণনাকারী কে আছেন। "এ আয়াত অনুযায়ী অন্য কারো হাদিস বর্ণনার অধিকার কি থাকে? তাহলে বুখারী সাহেব আল্লাহকে ছেড়ে গেলেন না কি নাউযুবিল্লাহ। সুতরাং হাদিস লেখাটাই কুফরি নয় কি❓
@RajibUddin-re8xs2 ай бұрын
আল্লাহ আমাদের সবাইকে সহী বুঝ দান করুক।
@zakiabegum20682 ай бұрын
এ থেকে পরিত্রানের উপায় কী ।আপনাকে ধন্যবাদ।হাদীস প্রনেতাদের পাল্লায় পরে ইসলামের আজ এই বেহাল দশা ।
@RajibUddin-re8xs2 ай бұрын
এত সহজে হাল ছাড়বোনা ইনশাআল্লাহ
@MDJOYNAL202432 ай бұрын
কমেন্ট টা আমাদের দেখান,
@RajibUddin-re8xs2 ай бұрын
০৫/০৯/২৪ তারিখের ভিডিওর কমেন্ট বক্স দেখুন
@benjirahmmed2252 ай бұрын
ভাই বুখারী শরীফকে বেশির ভাগ মানুষ বলে ভুকাছ শরিফ।
@RajibUddin-re8xs2 ай бұрын
ধন্যবাদ ভাই
@SarminHasi-jl7ne2 ай бұрын
সালামুন আলাইকুম এসব লোক কখনো কোরআন মাতৃভাষায় পড়ে না তাই এমন কথা বলে, এরাই সংখ্যায় বেশি। জনাব সবিনয়ে অনুরোধ করছি, কোরআন কি এরং কেন? কোরআনের গুরুত্ব, পড়ার গুরুত্ব, কোরআন না পড়লে কি হবে এসব বিষয় নিয়ে বেশি বেশি ভিডিও করেন, কোরআনের আয়াত দিয়ে।