Рет қаралды 2,263
চন্ডালিকা - রবীন্দ্রনাথ ঠাকুর//চণ্ডালিকা নাটকের বিষয়বস্তু//CHANDALIKA - RABINDRANATH TAGORE//
##চন্ডালিকা#রবীন্দ্রনাথঠাকুর#নৃত্যনাটক##
আজকের এই ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাটিকা চন্ডালিকা এর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হলো।। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এ নাটকটি পাঠ্য তাই সে সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এ নাটকটির বিষয়বস্তু সংক্ষেপে দেয়া হলো।
এই নাটকের প্রধান তিনটি চরিত্র-
চন্ডাল কন্যা প্রকৃতি
বৌদ্ধ ভিক্ষুক এবং প্রকৃতির মা।
নাটকের বিষয়বস্তু খুব সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে একবার ক্লাসটি দেখলে তোমাদের এই নাটকের বিষয়বস্তু আর করতে হবে না। এবং এই নাটক সম্পর্কে কোন বড় প্রশ্ন লিখতে তোমাদের এতটুকু অসুবিধা হবে না।
সাহিত্য বিষয়ক এই চ্যানেলটির মাধ্যমে বাংলা সাহিত্য বিভিন্ন বিষয় সাহিত্য অনুরাগী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সাহিত্য বিষয়ক বিষয় আলোচনা করা হয়।
উপন্যাস ছোট গল্প বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের ইতিহাস মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক এবং স্নাতক উত্তর ছাত্র-ছাত্রীদের প্রয়োজনে এই চ্যানেলটি গড়ে উঠেছে।
পরিশেষে এটাই বলব যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ