চুই ঝালে ঐতিহ্যবাহী গরুর মাংস রান্না | Authentic Beef Chui jhal Recipe | চুঁইঝালে গরুর / খাসির গোশত

  Рет қаралды 340,219

Recipes by Sheza's Mom

Recipes by Sheza's Mom

Күн бұрын

আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল মাংস | Authentic Beef Chui jhal Recipe | চুঁইঝালে গরুর / খাসির গোশত
Chuijhal mangsho or chui jhal mangso is a famous and traditional khulna food. Now a days in all over the country beef chuijhal is most popular dish for its taste! Chui jhal gorur mangso or mutton chuijhal is famous dish of khulna...
This is a authentic chui jhal beef recipe!
চুইঝাল মাংস বা চুইঝালে গরুর মাংস খুলনার ঐতিয্যবাহী একটা খাবার। অনেক শুরুর দিকে খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে আব্বাস হোটেল নামক একটা হোটেলে শুরু হয় চুই নামের লতার কান্ড দিয়ে খাসির মাংস রান্নার চলন! তারপর থেকে আস্তে আস্তে গরুর মাংস দিয়েও চুইঝাল রান্না হয়ে ওঠে খুবই জনপ্রিয়! খুলনার প্রায় সব এলাকাতেই প্রচুর পরিমানে চাষ হয় চুইঝাল। খুলনা বাদেও দেশের অনেক জায়গাতেই এখন চুইঝালের চাষ শুরু হয়েছে! নাম চুইঝাল হলেও খেতে কিন্তু এটা মরিচের মতো ঝাল না, তবে এটা চিবালে সুন্দর একটা ঝাল ঝাল স্বাদ মুখে পাওয়া যায়।
অনেকেরই প্রশ্ন থাকে চুইঝাল কি?
চুইঝাল আসলে এক ধরনের লতা জাতীয় উদ্ভিদের কান্ড! বয়স যত বাড়ে এটা তত মোটা হয় এবং খেতেও মজা হয়। রান্নায় চুইঝাল ব্যবহারে যেকোনো রান্নার স্বাদ অনেক গুনে বেড়ে যায়! অন্যান্য মশলার মতই রান্নায় চুইঝাল ব্যবহার করা হয়।
আজকের থাকছে চুইঝালে মাংস রান্নার অথেনটিক রেসিপি...
তৈরী করতে লাগছে - (Ingredients)
মাংস (Beef / Mutton) - 1 Kg
চুইঝাল (chuijhal) - 150 gm
সয়াবিন তেল (Soybean Oil) - 1/2 Cup
দারচিনি (Cinnamon Stick) - 1-3 pcs
সবুজ এলাচ (Green Cardamon) - 4-5 pcs
লবঙ্গ (Cloves) - 5-6 pcs
আস্ত গোল মরিচ (Black papper) - 8-10 pcs
তেজপাতা (bay leaf) - 2 pcs
পেঁয়াজ কুচি ( Onion Slice) - 1 Cup
রসুন বাটা (Garlic paste ) - 1 Tbs
আদা বাটা (Ginger paste) 1 Tbs
জিরা বাটা (Cumin paste) - 1 Tbs
শুকনা মরিচ বাটা (Dried Red Chili paste) - 1 Tbs
ধনিয়া গুড়া (Coriander powder) - 1/2 Tbs
হলুদ গুড়া (Turmeric powder) - 1.2 Tbs
লবণ (Salt) - to taste
মেথি (fenugreek) - 1/2 Tbs
মৌরী (Aniseed) - 1/2 Tbs
আস্ত রসুন (Whole Garlic) - 4 pcs
ভাজা জিরা গুড়া (Grilled Cumin Powder) - 1/2 tsp
গরম মসলা গুড়া (Garam Masala) - 1/2 tsp
❇️গরুর মাংসের কালিয়া : • গরুর মাংসের কালিয়া | B...
❇️বাঁধাকপি দিয়ে খাসি/গরুর মাংস : • বাঁধাকপি দিয়ে খাসি/গরু...
❇️দেশী স্বাদে হাঁসের মাংস ভুনা : • ভুনা হাঁসের মাংস রান্ন...
❇️চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস : • চট্টগ্রামের ঐতিহ্যবাহী...
❇️বিয়ে বাড়ির শাহী খাসির রেজালা : • বিয়ে বাড়ির শাহী খাসি...
❇️চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা : • চট্টগ্রামের ঐতিহ্যবাহী...
রেসিপিটি বাসায় তৈরি করে আপনার অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেইজ অথবা ফেসবুক গ্রুপে।লিঙ্ক নিচে - 👇
ফেসবুক পেইজঃ / recipesbyshezasmom
ফেসবুক গ্রুপঃ / 164824941043382
chui jhal dhaka, chui jhal mirpur
#shezasmomrecipe #beefchuijhal #chuijhalrecipe

Пікірлер: 268
@kamrunnahar9411
@kamrunnahar9411 3 жыл бұрын
এক কথায় চমৎকার। আমি সুপার শপ থেকে চুইঝাল কিমে আনলাম আপনার রেসিপি দেখে। কাল ইনশাআল্লাহ রান্না করবো। অনেক ইনফরমেটিভ, আমার জানতে চাওয়া সব প্রশ্নের উত্তর এখানেই পেয়ে গেলাম। ধন্যবাদ
@tuli9735
@tuli9735 3 жыл бұрын
Dam koto nice??
@mahatiraidid7758
@mahatiraidid7758 5 жыл бұрын
অশেষ ধন্যবাদ। চুই ঝল মাংস রান্না শিখে নিলাম। এটা আমার প্রিয় কারী। সিলেট থেকে বলছি। সাতকরা এবং কমলা লেবুর শুভেচ্ছা রইলো।
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
আপনার প্রতিও অনেক ভালোবাসা রইলো! 🥰
@vish629
@vish629 10 күн бұрын
Excellent
@shafiulalomrabbi3301
@shafiulalomrabbi3301 2 ай бұрын
Onnek valo laglo dekhe bananor por review dibo
@rehenumadina3889
@rehenumadina3889 4 жыл бұрын
আপু আজ আমি রান্না করেছি গরুর মাংসের চুইঝাল।। মজা হয়েছে সবাই বলেছে। ধন্যবাদ আপনাকে।। ☺☺
@ekramurrahman130
@ekramurrahman130 4 жыл бұрын
১ কেজি গরুর মাংশ কয় টুকরা করতে হবে?
@rumanasumi8566
@rumanasumi8566 4 жыл бұрын
দাম কেমন আপু?
@enjoysciencecareers2802
@enjoysciencecareers2802 Жыл бұрын
100gm a koyta pawa jabe?
@JesminKitchen
@JesminKitchen 2 жыл бұрын
Looks so delicious and yummy yummy recipe 👍🏾😋💗
@mobarakhossain5598
@mobarakhossain5598 3 жыл бұрын
জীবনের প্রথম দেখলাম। কুমিল্লা এ নাম কখনো শুনিনাই
@milytalukdar2316
@milytalukdar2316 4 жыл бұрын
খুব ভালো লাগলো আপু। ইনশাআল্লাহ ট্রাই করে দেখবো রেসিপি টা
@mdtajul2281
@mdtajul2281 3 жыл бұрын
Khub Valo laglo Apu ranna dekhe
@sojonsorkar1264
@sojonsorkar1264 3 жыл бұрын
ভালো লাগছে
@arianaafrin5899
@arianaafrin5899 3 жыл бұрын
Apu apnar recipy gula onek testy hoi … ami onek gula try koresi shob gulo e ato moja hoisa shobai khub e proshongsha koresi .. ata o korbo inshallah .. thank u so much apu
@স্মৃতিসাব্রিন-ঘ৬ত
@স্মৃতিসাব্রিন-ঘ৬ত 4 жыл бұрын
ওয়াও,,,,😋😋😋😋😋
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
Thank you 😊
@tonutonu5233
@tonutonu5233 4 жыл бұрын
Thanks a lot api tmr recipe follow kore ranna korcilm onk vlo hoice amr bor onk ☺ khusi hoice
@Zerozeroseven1234
@Zerozeroseven1234 3 жыл бұрын
He is so lucky🙂 Emn akta bow pawa vagger bepar🙄
@palashhossain9481
@palashhossain9481 5 жыл бұрын
আমার বাড়ি ও খুলনা এটা খুবি মজার খাবার
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
হ্যাঁ ভাই, আসলেও খুব মজা! 😋
@danielahmed8162
@danielahmed8162 5 жыл бұрын
but invite kao ke to koren na
@mdkajal3768
@mdkajal3768 3 жыл бұрын
Khub bhalo laglo
@shamimasony6984
@shamimasony6984 4 жыл бұрын
সুন্দর একটা রেসিপির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
স্বাগতম আপনাকে 😊
@mominoor6103
@mominoor6103 4 жыл бұрын
I have never gone to Khulna but I love this area very much
@DebhataFireStation
@DebhataFireStation 11 ай бұрын
অসাধারণ
@bdlaunchlook1358
@bdlaunchlook1358 4 жыл бұрын
আসসালামুয়ালাইকুম আপু কেমন আছেন অনেক ভালো লাগলো ভিডিও টা
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
Thank you 😊
@farzanajesmin6643
@farzanajesmin6643 26 күн бұрын
Apu Chui jhal ta ki ukte pauya jay.
@SumaiyaHossainNidhi
@SumaiyaHossainNidhi Жыл бұрын
Apu, methi r misti jira vijiye bate dewa jbe??
@shaheedkabir1093
@shaheedkabir1093 4 жыл бұрын
আমাদেরকে খাওয়ালে ভালো হতো,. UK তে পাঠিয়ে দেন।
@jannatkhan8615
@jannatkhan8615 5 жыл бұрын
just wow recipe 👌👌👌👌👌👌👌💖💖💖
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you 😊
@bangladeshijahanusa3401
@bangladeshijahanusa3401 3 жыл бұрын
আপনার চুইজাল মাংসের রেসিপিটা ভালো লাগলো , তাই subscribe করে নিলাম ।
@enamulcraft8942
@enamulcraft8942 2 жыл бұрын
Excellent. See you best luck.
@mahmudulhaque4620
@mahmudulhaque4620 4 жыл бұрын
Khub valo
@jannatuljannat1751
@jannatuljannat1751 2 жыл бұрын
Apu apnar kotha bolar style and recipe gulo just awesome 🥰🥰🥰
@isratsmitavlogs6240
@isratsmitavlogs6240 5 жыл бұрын
আপু এই চুই ঝাল টা কোন শপ থেকে নিয়েছো?আমি সপ্ন+DSS অনেক জাইগা খুয়েছি পাই নাই।তুমি কোন আউটলেট থেকে দিয়েছো আমাকে বলো
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
আমি স্বপ্নের বনশ্রী-বি ব্লকের আউটলেট থেকে কিনেছি। তবে শুনেছি পল্টন এবং মতিঝিলেও রাস্তায় পাশে বিক্রি হয়! 😊
@rajkumarrony5092
@rajkumarrony5092 5 жыл бұрын
Wow very nic...... Amar onk favorit. Ami ata oabssi try korbo
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Hmm..,obviously try kore janaben kemon laglo? 😊
@rajkumarrony5092
@rajkumarrony5092 5 жыл бұрын
Of cours. I'II tell you how
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
😊😊😊
@akashhasan5620
@akashhasan5620 5 жыл бұрын
apu try korecilam. very nice.
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you 😊
@tamannatabassum5618
@tamannatabassum5618 5 жыл бұрын
Apu apni Khulna r... 😍😍😍?? Amio Khulna r ammu O ei vabe ranna kore gorur mangsho 😍
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Apu amar grand father er bari ace khulna but amar babar bari kushtia...
@shaikhchacha4930
@shaikhchacha4930 5 жыл бұрын
New recipe of my life, l must try lt , congratulations for very interesting item, may you get success in your life,
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you so much 😊 Let’s have a try and let me know how was it!
@nilaakter4525
@nilaakter4525 10 ай бұрын
Methi ar mowri kokhn dilen?apu
@gwvenom__yt8371
@gwvenom__yt8371 4 жыл бұрын
চুইঝাল কি বেটে ব্যবহার করা যায়?
@kazimonirul622
@kazimonirul622 3 жыл бұрын
না ডাটার মতো করে কেটে নিতে হয়
@regalriya5009
@regalriya5009 5 жыл бұрын
Wow nice recipe apu 💓❣️❤😱😱
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you sis ❤️
@hossnearaparvin324
@hossnearaparvin324 Жыл бұрын
Mouri r methi kakhon dilen?
@D2112TasnubaNayeem
@D2112TasnubaNayeem Жыл бұрын
Ekhane ki aloo deya jabe?
@nahidhassan5056
@nahidhassan5056 Жыл бұрын
Apu kg te kototuku chui jhal use kore kindly bolben please
@khudro24
@khudro24 4 жыл бұрын
😍😍😍 love this.... ☺
@ShahriarNirob
@ShahriarNirob 5 жыл бұрын
Nice resipe apu 👍👍👌👌
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you dear 😊
@mdmoklaus9154
@mdmoklaus9154 4 жыл бұрын
ভালো নাইস
@fahimbhuiyafahim.fahim.283
@fahimbhuiyafahim.fahim.283 3 жыл бұрын
মাংস রান্না দেখেই আমার খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের এলাকায় চুই ঝাল পাওয়া যায় না।
@nishattasnim8282
@nishattasnim8282 2 жыл бұрын
Daraz a paben
@ruhikhan5938
@ruhikhan5938 5 жыл бұрын
Api tmi khulna kothai thako?ami o khulnar meye.....plz plz reply diyo...😘😘
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Amar dadar bari ace Khulna but babar bari Kushtia..., thaki husbend er sathe Dhaka! 😊
@shahanashimul2514
@shahanashimul2514 4 жыл бұрын
চুইঝাল টুকরো গুলো কি খাবার সময় ফেলে দেন আপু? নাকি সেটা খাওয়া যায়?
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
চুইঝালটা চিবিয়ে ভিতরের রসটা খেয়ে বাকিটা ফেলে দিতে হয়! নাম চুইঝাল হলেও এটা খেতে মোটেও ঝাল না, চিবালে মুখের মধ্যে সুন্দর একটা ফ্লেবার আসে। 😊
@yasminprincesse3105
@yasminprincesse3105 5 жыл бұрын
Assalamoualaikoum apu amio khulnar meye.apnar ranna dekhe ammar rannar kotha mone pore gelo.khub miss kori ai rannata.karon ami baiyre thaki!
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Apu ai ranna ta amio amara ammur kase thekey sikheci. Desher baire jara thaken tara ai khabar gulo khub miss koren seta jani apu, onek onek valobasa roilo ❤️❤️❤️
@yasminprincesse3105
@yasminprincesse3105 5 жыл бұрын
Apnar jonno roilo onek onek doa.narkeler dhudh diye kichu ranna dekhan plz
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
InshaAllah apu dekhabo 😍
@tammichowdhury1266
@tammichowdhury1266 4 жыл бұрын
Apu apni khulnar?? Amr bari khulnay .. jodi amr dada bari braman baria- comilla ... But amr jonmo khulnay...and amr pura family, basha, sosur-bari shob khulnay 😇🤗...
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
আমার বাবার বাড়ি কুষ্টিয়া, দাদার বাড়ি আছে খুলনা...🥰
@sharminakter2138
@sharminakter2138 4 жыл бұрын
আপু আপনার ব্যবহার করা চুইঝাল কি শুকনো অবস্থায় ছিলো নাকি তাজা?
@sheikhjui3543
@sheikhjui3543 5 жыл бұрын
ভালোহয়েছে।
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
ধন্যবাদ আপু 😍
@akmaruf58
@akmaruf58 3 жыл бұрын
dhakai chui jhal kothae kinte parbo?
@ashrafthebluesky5301
@ashrafthebluesky5301 4 жыл бұрын
Mem amakay 1 kg delivery deoa jabay?price?
@howladertariqulislam3928
@howladertariqulislam3928 3 жыл бұрын
আপু, হুবহু ফলো করলাম/ কিন্তু স্বাদ টা কেমন যেনো মৌরি আর মেথির ফ্লেভারে ভরপুর/... কেমন একটা মিষ্টি স্বাদ' বাকি সব কিছু ঠিকঠাক" ধন্যবাদ"
@kazimonirul622
@kazimonirul622 3 жыл бұрын
আমরা কোন দিন মৌরি আর মেথি দেইনা তাহলে খেতে ভালো লাগে না নেক্স টাইম মৌরি আর মেথি ছাড়া রান্না করে খেয়ে দেখবেন
@momtazahmed4053
@momtazahmed4053 5 жыл бұрын
ভাই খুলনার কোথায় বাসা? আমার প্রিয় একটা রান্না । আব্বাস ও কামরুল হোটেলের চুই রান্না টাও মজা হয়।
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
খুলনা পুলিশ লাইনের পাশে আমার দাদার বাড়ি আছে, তবে আমার বাবার বাড়ি কুষ্টিয়াতে। আর আমার চাচা খুলনা রেন্জের এসপি ছিলেন অনেক বছর সেই সুবাদে ছোটবেলার অনেকটা সময় কেটেছে আমার খুলনাতে.. 😊
@adynawaz2862
@adynawaz2862 5 жыл бұрын
আপু এক কথায় আসাধারন হয়েছে...
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
ধন্যবাদ ভাইয়া 😍
@TasteandTravelbyChaity
@TasteandTravelbyChaity 3 жыл бұрын
Great. I love chuijhal.
@mdshahidhasan7801
@mdshahidhasan7801 3 жыл бұрын
Great cooking
@shamsilarefina1988
@shamsilarefina1988 3 жыл бұрын
মাশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান আপু❤️❤️❤️❤️❤️
@snrutimaker4833
@snrutimaker4833 5 жыл бұрын
Very Nice Recipe...................
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you 😊
@mariamakter3395
@mariamakter3395 3 жыл бұрын
Apu khete mon chasse
@mdshamim9402
@mdshamim9402 3 жыл бұрын
দিদি আমাদের বাড়িতে এগুলো প্রচুর পরিমান এই গাছ আছে, বাট এগুলো যে খাওয়া হয় আমরা জানিনা। এখন আপনার ভিডিওএর মাধ্যমে জানলাম। আপনি তো শুকনো গুলো দিয়েছেন মাংসের সাথে, আমি কি গাছ থেকে নিয়ে না শুকিয়ে মাংসের সাথে দিতে পারবো?
@shamsilarefina1988
@shamsilarefina1988 2 жыл бұрын
চারা দেওয়া যাবে প্লিজ??
@SkSk-bv8pg
@SkSk-bv8pg 3 жыл бұрын
চুইডাল কী সিলেটের যেকোনো মসলার দোকানে পাওয়া যাবে নাকি
@sazidhasan951
@sazidhasan951 3 жыл бұрын
চুই ঝাল এর প্রসেস টা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখন ভালো মগোই বুঝেছি
@janifajunina5628
@janifajunina5628 2 жыл бұрын
এখন আপনার রেসিপি দেখে রান্না করছি
@ফেনীডটকম
@ফেনীডটকম 2 жыл бұрын
আপু আমি গত দুদিন রান্না করলাম মুরগীর আর গরুর মাংসের সঙ্গে তবে একদিনও চুইঝাল শিদ্ধ হয়নাই এর কারন কি বলবেন প্লিজ
@md.ebnulhasanrocky4959
@md.ebnulhasanrocky4959 5 жыл бұрын
Yammy🤑🤑🤑.....
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you brother! 😊
@taniaakter-qn8im
@taniaakter-qn8im 2 жыл бұрын
মৌরি বদলে জিরা আর মেথি গুরো দিলে হবে?
@ziauddin6777
@ziauddin6777 3 жыл бұрын
নামটা বলুন কোন সুপার সপে চুইঝাল পাওয়া যায়। মতিঝিল পল্টন এলাকার কোথায় পাওয়া যায়।
@AbuSayed-y8f
@AbuSayed-y8f 12 сағат бұрын
🌶🌶 চুইঝাল পেতে এখন আর খুলনা আসার প্রয়োজন নেই 🌶🌶 🌶🌶এখন থেকে ঘরে বসেই কিন্তু চুইঝাল পেতে পারেন আমাদের কাছে থেকে🌶🌶 💚 খুলনার একদম অর্জিনাল চুইঝাল পৌছে দেবো আপনার কাছে💚
@sangitadolui1057
@sangitadolui1057 5 жыл бұрын
Nice recipe apu 😃
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you so much apu ❤️
@khansvision2470
@khansvision2470 2 жыл бұрын
আমাদের বাড়িতে এ চুইঝালের গাছ অনেক ছিল, তখন এটার ব্যবহার সম্পর্কে জানতামনা, এটাকে আমরা পিপল গাছ হিসেবে জানতাম।
@Hellbeastt
@Hellbeastt 5 жыл бұрын
West Bengal theke bolchi...chui jhal ta ki datar moto khete hoi?
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Yes..,onekta oirokom...
@nurnaharkhatun5918
@nurnaharkhatun5918 3 жыл бұрын
Amdr ekhne to paoa Jay na
@masudbtech
@masudbtech 4 жыл бұрын
Chui Jhal ae aada piyanj use hoi nah....Kintu apnakae use kortae daekhlam.... Abbas ae kintu aada piyanj use hoi na....without aada piyanj kortae holae ki kortae hobae..
@গ্রামবাংলাচ্যানেল-দ৭ভ
@গ্রামবাংলাচ্যানেল-দ৭ভ 2 жыл бұрын
আমাদের এলাকায় অবাব নেই কিন্তু আমাদের এলাকার মানুষ চিনেনা আর নাম ও জানেনা যে এটা চুই গাছ
@ayeshasiddika3913
@ayeshasiddika3913 5 жыл бұрын
Apu panch foron diye kichudir recipe,dhonepatar achar,peyajer acharer recipe chai
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Try korbo InshaAllah.., 😊
@shahnazparvin7938
@shahnazparvin7938 3 жыл бұрын
ঢাকায় কোথায় পাওয়া যায়?
@ummaynadira2
@ummaynadira2 5 жыл бұрын
Fatafati sister ♥♥♥...Jodi soyabin oil er poriborte sorisha or sesame or coconut oil use kori ??? kmn hobe ?? apu ...reply plz
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Apu authentic chuijhal mangso rannai soyabin oil use kora hoy tobe apni chaile sorisha oil use korte paren but onno oil na! 😊
@ummaynadira2
@ummaynadira2 5 жыл бұрын
Recipes by Sheza's Mom apu shorisha diye korte chaichi fat er jonno ...diet e achi to...moja hobe to ?? nahole risk niye prestige harate chai na :-)
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
মজা হবে আপু...,সমস্যা নাই করতে পারেন। তবে এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করা হয় তাহলে বেশি মজা হয়। কারন ঝোল রাখা হয় না বেশি, তেল আর মশলা দিয়ে ভুনা ভুনা রান্না হয়!
@sultananegar590
@sultananegar590 5 жыл бұрын
Apu....ai ranna te naki peyaj o ada use kora hoy na???? Apni j delen
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
আমার ছোটবেলা কেটেছে খুলনাতে, ছোটবেলা থেকেই এই চুইঝাল রান্নাটা আমি দেখেছি এভাবেই...চুইঝাল রান্নায় কোন এলাকায় পিঁয়াজ ও আদা ব্যবহার করে না সেটা আমার জানা নেই...
@tasniaazmi
@tasniaazmi 2 жыл бұрын
Amader khulnar pride chui jhal dia gorur mangsho. kintu apu ai mangshe mouri methi aisob dite hoi na ar piyaz o vajte hoi na direct sob moshla ar mangsho aksathe dite hoi tarpor onekhon dhore koshate hoi.
@mirshobujmusic5622
@mirshobujmusic5622 4 жыл бұрын
অনেক দারুণ অাপু... অামার বাড়ি যশোর। অামি সব সময় চুকনগরের অাব্বাস হোটেল খেতে যাই
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
ধন্যবাদ ভাই 🥰
@parnachakrabartybhaskar4543
@parnachakrabartybhaskar4543 5 жыл бұрын
Namoskar bon Ami Parna chakraborty India BANGALORE theke Jodi CHUI JHAL Katha tar English ta bole diten Tahole online order korte pari Khub bhalo laglo Dhanyabad Bhalo thakben 😊
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Namoskar didi 😊 ami apnake akta link dea dissci, oikhane apni details peye jaben jhui jhal somporke... 👇 en.m.wikipedia.org/wiki/Piper_chaba
@aklimaakterrumi5994
@aklimaakterrumi5994 5 жыл бұрын
Yummy 😋😋😋
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you apu ❤️
@cumuluscloud3435
@cumuluscloud3435 4 жыл бұрын
আপনি ত দেশি রসুন দিসেন, ইন্ডিয়ান বড় রসুন গুলা দিলে ভাল হবে?
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
ওটার স্বাদ যেমন খেতে তেমনই হবে...😊
@rakibulhaque9499
@rakibulhaque9499 5 жыл бұрын
অাপু তুমি এই চুইঝাল কোন সুপার শপ থেকে কিনেছো? প্লিজ বোলো
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
স্বপ্ন থেকে কিনেছি...
@sajuahmed2484
@sajuahmed2484 3 жыл бұрын
চুইঝাল দেওয়ার কারণে কি শুকনো ঝাল কমিয়ে দিতে হবে?
@kazimonirul622
@kazimonirul622 3 жыл бұрын
নাম চুই ঝাল হলেও অতোটা ঝাল না
@power13770
@power13770 2 жыл бұрын
মতিঝিল কোথায় বিক্রি করে লোকেশন টা প্লিজ দিবেন
@syedasamihaazim4872
@syedasamihaazim4872 3 жыл бұрын
Hi Apu, I just cooked chui jhal mangsho following your recipe. I made a large portion around 4kg. But I get a bitter taste while having it. May I know why I get it? Is it because of the masala of mouri and methi or for chui? I think I gave more in amount than required. Is there any way to fix it?
@mdimranhossinemon5337
@mdimranhossinemon5337 2 жыл бұрын
Methi ta kom dile valo hoi kimba methi na dilew colbe.....tobe mouri ta diben but besi dile kharap lagbe....mouri sad ar gondho 2tai barai.....
@LifeTravelandFood
@LifeTravelandFood 5 жыл бұрын
chui jhal ar bro fan ami, onk bar kheyeci ata khulnai thakte :)
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Yes..,ata khaite onek moja! 😋
@kajoryzinat8931
@kajoryzinat8931 4 жыл бұрын
চুইঝালের শিকড় গুলো কি খেতে হয় না গরম মশল্লার মত ফেলে দিতে হয়?
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
চিবিয়ে ফেলে দিতে হয়
@sharmink87
@sharmink87 5 жыл бұрын
Just yummy sweet apii😊😍
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you so much api ❤️
@mdasrafulislamayman43
@mdasrafulislamayman43 4 жыл бұрын
gd
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 4 жыл бұрын
Thank you 😊
@PKB_46
@PKB_46 5 жыл бұрын
চুইঝাল কলকাতা য় পাওয়া যায় না।‌আর চুইঝাল কাঠিগুলো কি খায় না ফেলে দেয়।রশুনগুলো বা কি করে।
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
রসুনগুলো ভাতের সাথে ডলে খেতে খুব মজা লাগে আর চুইঝালটা চিবিয়ে ভিতরের রসটা খেয়ে বাকিটা ফেলে দিতে হয়! নাম চুইঝাল হলেও এটা খেতে মোটেও ঝাল না, চিবালে মুখের মধ্যে সুন্দর একটা ফ্লেবার আসে। 😊
@wishbone6503
@wishbone6503 5 жыл бұрын
@@RecipesbyShezasMom আপনার রেসেপি দেখে চুই কিনেছি কিন্তু চুইগুলো কেমন যেন কালো কালো এবং বাকল মরা গাছের বাকলের মতো,এগুলো কি খাওয়া যাবে?
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
কেনার সময় দেখে-শুনে ভালোটা বেছে কিনতে হয় একটু মোটা গুলো! রেসিপিতে দেখানো আছে সেইভাবে প্রসেস করে নিন রান্নার আগে...😊
@wishbone6503
@wishbone6503 5 жыл бұрын
@@RecipesbyShezasMom কি আর করবো অনলাইন থেকে কেনা আপু
@mdhiran5565
@mdhiran5565 3 жыл бұрын
আপনার বাড়ি মনে হয় খুলনা তাই না।
@muhammednuruzzaman9928
@muhammednuruzzaman9928 3 жыл бұрын
গতকাল খুলনার জিরো পয়েন্টে খেয়েছি
@lotifurshabbir7302
@lotifurshabbir7302 5 жыл бұрын
Fabulous 💖💖
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Thank you 😊
@mdsalamhossain6064
@mdsalamhossain6064 4 жыл бұрын
কোন সুপার সপে পাওয়া যায়
@mdrobiulislampial837
@mdrobiulislampial837 5 жыл бұрын
Apu amr bari o khulnai...amdr ekhane kintu chui er sal sohoi ranna kore😊
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
Tai naki?? Tobe amra too oita fele dey.. 😊
@common_sense_supreme
@common_sense_supreme 5 жыл бұрын
ঢাকায় চই ঝাল রেস্টুরেন্টেও ছাল সহ করে।
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
অনেক সময় দেখা যায় চুইঝালের ছালে অনেক ময়লা থাকে এবং চুইঝালের বয়স বেশি হলে ছালে একটা মোটা অপরিষ্কার আবরন পড়ে যায় যেটা ধুলেও পরিষ্কার হয় না! তাই ছালটা এভাবে একটু ছিলে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। তবে ব্যাপার না যেভাবে পছন্দ সেভাবে করতে পারবেন... 😊👍
@namiraakter4698
@namiraakter4698 3 жыл бұрын
Chui jal na dile ki perfect hobe na
@salmahappy9280
@salmahappy9280 5 жыл бұрын
apu chuijhal kivabe store kore rakhte hoy kindly janale khushi hobo :)
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
আপু যেভাবে রেসিপিতে কেটে পরিষ্কার করা দেখিয়েছি সেইভাবে ছোট ছোট টুকরা করে জিপলক ব্যাগ কিংবা এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে পারবেন ছয় মাস পর্যন্ত! রান্নার সময় ডিপ থেকে বের করে সরাসরি রান্নায় ব্যবহার করবেন। তবে টাটকা চুইঝাল আর অনেকদিন ফ্রোজেন করা চুইঝালের ফ্লেবারে কিছুটা পার্থক্য আসতে পারে... 😊
@salmahappy9280
@salmahappy9280 5 жыл бұрын
@@RecipesbyShezasMom thnx api ^_^
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
You are welcome apu 😍
@GSMFavor
@GSMFavor 3 жыл бұрын
*কাডি কি চিবিয়ে খাব নাকি*
@kazimonirul622
@kazimonirul622 3 жыл бұрын
হুম ডাটার মতো করে
@tanjilaafroj9342
@tanjilaafroj9342 3 жыл бұрын
অসাধারন
@sajibahmed5554
@sajibahmed5554 4 жыл бұрын
ভাল লেগেছে আপু
@angelrupa7894
@angelrupa7894 2 жыл бұрын
আপু চুই ঝালের দাম
@shahanashimul2514
@shahanashimul2514 5 жыл бұрын
আস্ত রসুন? এটা পরে কি করা হবে? রান্না শেষে দারচিনি এলাচ যেভাবে আমরা ফেলে দেই সেভাবে কি চুইঝাল ফেলে দিবো নাকি এটা খাওয়া যায়?
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
রসুনগুলো ভাতের সাথে ডলে খেতে খুব মজা লাগে আর চুইঝালটা চিবিয়ে ভিতরের রসটা খেয়ে বাকিটা ফেলে দিতে হয়! নাম চুইঝাল হলেও এটা খেতে মোটেও ঝাল না, চিবালে মুখের মধ্যে সুন্দর একটা ফ্লেবার আসে। 😊
@shahanashimul2514
@shahanashimul2514 5 жыл бұрын
ধন্যবাদ@@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom
@RecipesbyShezasMom 5 жыл бұрын
স্বাগতম আপু! 🥰
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 117 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
চুইঝাল খেতে খুলনায় 😍
19:10
Petuk Couple
Рет қаралды 750 М.
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН