Рет қаралды 4,556
দোহার নবাবগঞ্জের ঐতিহ্য নূরুল্লাপুর মেলা 2024 || ফকির বাড়ির ভেতরকার দৃশ্য 😱
#viral #viralvideo #travel #trending
হ্যালো বন্দুরা কেমন আছেন আপনারা সবাই ? আশাকরি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি দোহার নবাবগঞ্জের ঐতিহ্য নূরুল্লাপুর মেলা 2024 ।
ঢাকা জেলার দোহার থানার অন্তর্গত এলাকা সুন্দরি পাড়া। এই এলাকায় অবস্থিত পীরে কামেল ফকির হযরত শাহলাল শাহ চিশতী (রঃ) এর দরবার শরীফ। প্রতিবছর মাঘ মাসের পূর্নিমা রাতে অনুষ্ঠিত হয় ধামাইল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রংঙ্গের কাপড়ে সু-সজ্জিত সাতটি বাশ নিয়ে বাধ্য যন্ত্রের তালে তালে ভক্তদের বাড়িতে বাড়িতে প্রায় তিন দিন পর্যন্ত নৃত্য করা হয়। ধামাইলের দিন শেষ হয় এ নৃত্য। এ মেলার আয়ুষ্কাল হয় প্রায় পনের দিন পর্যন্ত। আমি আমার এই ভিডিওতে ফকির বাড়ির সম্পূর্ন চিত্র ধারন করার চেষ্টা করেছি। ভিডিওর অন্য কয়েকটি খন্ডে মাঠে অবস্থিত মেলার সম্পূর্ন চিত্র ধারন করার চেষ্টা করা হয়েছে।
ভিডিওটি সম্পূর্ন দেখার এবং এবং আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইলো। ধন্যবাদ।