এই রাউটারটা বেশ ভাল তবে ১৪০০ টাকার রাউটার হিসেবে এর চার্জার টা খুবই বাজে কোয়ালিটির।কয়েক দিন পরেই সঠিক ভোল্ট এবং এম্পিয়ার রাউটারে সাপ্লাই দিতে পারেনা ফলে রাউটার তার পারফরমেন্স ও দিতে পারেনা। যন্ত্রনা ভোগের পর চার্জারে সমস্যা বুঝতে পেরে ৩০০ টাকা দিয়ে ভালমানের একটি চার্জিং এডাপ্টর কিনে ৩বছরের বেশি দিন যাবৎচালাচ্ছি বর্তমানে ও পারফর্মেন্স বেশ সন্তোষ জনক।