একদিন প্রচুর নেশা করে তোমার এই গান শুনতে চাই। মনের উপর চাপাতে চাইনা আর কৃত্রিম পাথর। সেইদিন মনটা হাতে নিয়ে বেরিয়ে পড়বো নিরূদ্দেশে। কখনো হিমালয়ে কখনো আল্পসে ধাক্কা খাবো। আন্দামান এর কাছে ডুব মারবো আর আটলান্টিক কে গিয়ে ঠেলে উঠবো। জীবনের প্রথম স্বার্থপর প্রেমিকার ধারালো দাঁত দিয়ে হৃদয় কেটে দেখবো, অচিন পাখির বাসা কোথায়।
@mdmaruf26652 жыл бұрын
হুম দাদা
@monishankardebshyamu90902 жыл бұрын
চমৎকার গান।
@zahirulhaque30032 жыл бұрын
gan sunar por drug nawar dorkar nai
@goodman5682 жыл бұрын
স্যার সাথে আমায় নিয়েন
@zamanmalik1863 Жыл бұрын
❤
@musicloverspoint99283 жыл бұрын
বাংলাদেশের বর্তমান ইতিহাসে (বাংলাদেশ) তথা,ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট,একটি দারুন অনুষ্ঠান এশিয়া অঞ্চলে। আর সেখানে পবন দাস বউল মহাশয় গেয়েছেনও নিজেকে উজার করে।ধন্যবাদ আপনাকে এবং অন্যান্য অংশগ্রহনকারী শিল্পী সত্ত্বাদের।
@nandanmojumder2 жыл бұрын
তবে বর্তমানে এই সুন্দর আয়োজন আর হচ্ছে না। দুঃখের বিষয়।
@musicloverspoint99282 жыл бұрын
@@nandanmojumder এটা সত্যিই বাঙ্গালী জাতীর জন্য দুঃখজনক।
@mdshien8083 Жыл бұрын
@@nandanmojumder. 🐆
@Taahmim Жыл бұрын
পৃথিবীর একমাত্র ফোক ফেস্ট, পুরো পৃথিবী থেকে পারফর্মার আসতেন। কিন্তু ম্যাসিভ ইনভেস্ট এর এই ফেস্টিভ্যাল কতদিন আর একা চালাবে স্কয়ার গ্রুপ? শুধুমাত্র সিকিউরিটির বিষয় দেখে সেনাবাহিনী। বাকি টাকাটা সরকার দিলেই পারতো
@nabilanabil21272 жыл бұрын
আহা!কি শ্রুতিমধুর! আর আজকালকের পোলাপাইনগুলা কি যে ফাউল গান গায়!আর আজকালকের পোলাপাইনগুলা শুনে ও সেগুলা! রুচিবোধ কই নামসে আজ!
@ahosanulhuqsadhin72232 жыл бұрын
সবাই একরকম না।।।
@sawonhasnat757711 ай бұрын
যারা চান্দের দেশে যায় তারাই বুঝবে এই গানের মর্ম। আর এই গানটা যারা শোনে আমার মনে হয় সেই ব্যক্তি বর্গ দের সাথে বন্ধুত্ব করি❤
@spsarkarakash8 ай бұрын
চলেন🥰
@humayunkabir866 ай бұрын
ওয়েলকাম
@adityaghosh-oc3ld5 ай бұрын
হা, খুব ভাল
@pantaenglish4 ай бұрын
দাদা, চলো একদিন গুরে আসি চান্দের দেশ থেকে,
@sawonhasnat75774 ай бұрын
@@pantaenglish চলো দাদু😊
@জাদু__৩৩2 жыл бұрын
সাউন্ড মারাত্তক। অরিজিনাল থেকে এই লাইভ ভার্সনটা ই সুন্দর, আর এইটার এরেঞ্জমেন্ট করছে অর্ণব। গিটার+দোতারা+ঢোল অসাধারণ 🙏
@jamiulislam50892 жыл бұрын
অরিজিনাল টায় পশ্চিমা ফিউসন আছে। স্যাম মাইলস এর করা। দুটো ই ভালো লাগে।
@ibrahim1hridoy Жыл бұрын
তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে, আমি ভালোবাসলাম!'সবকিছু উজাড় করে দেয়ার পর আমি যখন বায়না করলাম থেকে যাও ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে, তুমি থাকলে না!'🖤🌸
@RAZMUKUL Жыл бұрын
amazing
@এপিটাফ_এর_লেখা Жыл бұрын
It was late winter night of 2016 & I was there at Dhaka Army Stadium.. গুরু পবন দাস বাউল আর অর্ণবের এই কোলাবোরেশানটা আমার লাইফের অন্যতম সেরা মিউজিক্যাল এক্সপেরিয়েন্স.. দোতারা আর খঞ্জনীর সাথে এক্যুস্টিকের সুরে সেদিন রাতে এক অদ্ভূত মায়াজালের সৃষ্টি হয়েছিল!
@mrittunjoyroy6308 Жыл бұрын
.
@shubhomaydas19464 жыл бұрын
বিশ্বের অন্যতম বাউল গায়কদের মধ্যে ইনি একজন
@Moniruzzaman.11 ай бұрын
আজকে প্রচুর নেশা করেছি, তোমার এ গানটা শুনেছি, গানটা শুনে মনে হয়েছে, নিজেকে প্রচুর ভালোবাসতে হবে, আমি শুধুই আমার , আমি যতই বিদেশি মানুষের সাথে মিশে থাকবো, তারা কেউ আমার বিপদের দিন থাকবে না। শুধু আনন্দের দিন থাকবে।
@Taahmim Жыл бұрын
আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মিলে একদম প্রশান্তির সুর উঠেছে। যারা লাইভে ছিল তারা কতনা ভাগ্যবান আহা। স্বয়ং অর্নবের চোখে মুখে মুগ্ধতা ফুটে উটেছে।
@sarkarssrg294710 ай бұрын
সত্যিই!
@md.jahidulhassanalomgir75378 ай бұрын
আমিও ছিলাম ফেস্টিভ্যাল এ...❤
@rhrobin2075 Жыл бұрын
একদিন ২৪ স্কোর নিয়ে সোহাগ ভাইয়ের পুকুর পাড়ে বসেছিলাম। রাত ২টায় তখন আমরা সবাই জিমাইতেছি তখন আমার কলেজ টিচার নূর স্যার হুট কইরা এই গানটা ছাড়লো সেই তখন থেকেই যখন পট করি বা মন অনেক খারপ থাকে অথবা মধ্যে রাতে একা থাকি তখন গানটা শুনা হয়। গানটায় কেমন যেনো একটা ফিল পাই যা বিশ্লেষণ করতে পারবো না কখনো❤
@humayunkabir862 ай бұрын
ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।❤
@riyadahmed7990 Жыл бұрын
অপুর্ব চমৎকার অসাধারণ৷ দাদা নমস্কার৷ এই বানিতে আরও অনেক গুনি শিল্পী সুর দিয়েছেন কিন্তু আপনার কথা ও সুরের সাথে যেনো কারো সুর মিলেনা৷ অপুর্ব চমৎকার অসাধারণ যেমন আত্মার সাথে আত্মা মিশে গেছে ঐ মদিনায়৷
@md.jahidulhassanalomgir75378 ай бұрын
এই ফেস্টিভ্যাল এ আমিও ছিলাম। সরাসরি শোনার এবং দেখার সৌভাগ্য হয়েছিলো❤
@mahbubrahman8311 Жыл бұрын
পবন দাস বাউলের এই পারফর্মেন্স লাইভ দেখেছিলাম। গানটা শুনলেই সেই সুখ- স্মৃতি মনে পরে যায়। আহা! মুগ্ধতা ছিল গানটায় ।❤
চঞ্চল মন আমার শুনে না কথা ।। চঞ্চল মন আমার শুনে না কথা ।। ঘুরিয়া বেড়ায় ঐ আকাশেরই গায়, বিদেশীর সনে দিন কা্টাই বৃথা ।। শুন ওরে মন তোমারে বলি আনন্দ কহরে কালি কালি । তোমারই স্বপন ভাঙিবে তখন বুঝিবে তখন তুমি চঞ্চতা । বাধন ছাধন দিয়ে রাখা নাহি যায় মন তুমি হও স্থির ধরী তব পাই ।। তোমারও মন্দির ভিতর বাহির ।। চঞ্চল করিলে ভাবা দাঁড়াবে কোথা ।। চঞ্চল মন আমার শুনে না কথা ।। চঞ্চল মন আমার শুনে না কথা । Writer(s): SAM MILLS, PABAN DAS BAUL, PAGLA BHABA
@kowtuksamadder4047 Жыл бұрын
🧡🧡
@sohagali1555 Жыл бұрын
দত্রংতু❤ত
@Lalonmia-d7s11 ай бұрын
❤
@VondoPagol6 ай бұрын
Mr... Pondit mosai... Tomaro moner Vitoro bahir.. Not Modndir😏😏😏😏😏
@Amirhamza-rawlife57912 жыл бұрын
অমরত্ব লাভ করা কিছু গানের মধ্যে একটি ..🖤🍁
@saddahmed7899 Жыл бұрын
আধুনিক যতই প্রজন্ম আসুক এই গান তারা হারিয়ে যেতে দেবে নাহ!
@mmteach-bd6 ай бұрын
তোমাকে কাছে পেলে হয়তো এরকম গান শোনা হতো না প্রিয়। আজ তোমাকে খুবই মনে পড়ার কারণে আবারও গানটা শুনলাম। ভালো থেকো প্রিয়।
@rahidnishan18334 жыл бұрын
If you're listening to this song .., I salute you my friend..You're a true Legend among the crowd
@AlImran-wy9li Жыл бұрын
❤
@mdimranhossin-k2i Жыл бұрын
কি লিখব জানি না অসাধারণ একটি গান এই গানটা হাজার বছর মানুষের হৃদয় জুড়ে থাকবে
@giasahmed671 Жыл бұрын
ওহ্...গুরু!নেশা লাগিয়ে দাও তুমি।কি গাও তুমি?তোমার গান ছেড়ে হেড ফোন লাগিয়ে চোখ বন্ধ করে কোথায় যেন হারিয়ে যাই।।বন্ধ হলে হতাশ হয়ে যাই!!এত ছোট কেন গান!!
@nushratloreen64994 жыл бұрын
পবন দাশ বাউল.... ফুটপাত থেকে ফ্রান্স....অভিনন্দন!
@jamiulislam50894 жыл бұрын
স্যাম মিলস এর সাহচর্যে এসেছিলেন।
@pityonawhim34183 жыл бұрын
what have you meant ?
@joydeepbhowmik80682 жыл бұрын
France jaoa tai ki tar boro orjon? Gaan noi? Consumer herd mentality
@hemontakumar3152 жыл бұрын
উনি এখন মন খুলে গায়,,,,,,,,,,❤️
@shahariarshoukhin34194 ай бұрын
2015 both of us was there ইলমা ❤! It's 2024... Still i can feel the vive, the excitement and romanticism! Stay blessed dear. 💜 একদিন তুমি রিপ্লাই করবে। (HOPE)
@assahed22822 жыл бұрын
কখনো হারাবে না এই গান ❤️
@mdafzalhossain2122 Жыл бұрын
মাটিতে থেকে গুরু তোমার গান শুনে হবে না,, আকাশে উড়ার জিনিস খেয়ে তোমার গান শুনে নিজের দু:খ গুলোকে উড়াতে চাই গুরু,,,,
এ গান অনেকেই গেয়েছে কিন্তু কেউ উনার মতো গাইতে পারে নাই❤
@dipankarbala14192 жыл бұрын
চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয় বিদেশীর সনে দিন কাটায় বৃথা ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয় বিদেশীর সনে দিন কাটায় বৃথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী তোমার স্বপন ভাঙিবে তখন তোমার স্বপন ভাঙিবে তখন বুঝিবে তখন তুমি চঞ্চলতা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায় মন তুমি হও স্থির, ধরি তব পায় বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায় মন তুমি হও স্থির, ধরি তব পায় তোমারই মন্দির ভিতর-বাহির তোমারই মন্দির ভিতর-বাহির চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয় ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয় বিদেশীর সনে দিন কাটায় বৃথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী তোমার স্বপন ভাঙিবে তখন তোমার স্বপন ভাঙিবে তখন বুঝিবে তখন তুমি চঞ্চলতা বুঝিবে তখন তুমি চঞ্চলতা মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা
@piashmd27522 жыл бұрын
আহ কি মাধূর্যতা শিল্পীর চরনে সালাম জানাই। 🙏❤
@sasDkary Жыл бұрын
Ena ke sonar por ami Metallica, Pink floyd, Bhumi .. sob bhulegechhi.. kothay jeno hariye gechhi. janmo sarthok monehocchhe. onek valobasa roilo sob performer r aaojok der jonno.💓💓🙏
@Brokenheart.617 Жыл бұрын
আহা ঝিম ঝিম মাথা গভীর রাতে গান শুনা আর অতীতে হারিয়ে যাওয়া অন্য রকম মজা 💖💖❤️❤️
@md.mominulislam9248 Жыл бұрын
যখনই শুনি, একের অধিকবার শুনি। একবার শুনলে দ্বিতীয় বার শুনার জন্য ছটফট করি।
@PS.Master-f9o Жыл бұрын
২০২৩ এ প্রথম শুনি। একটানা ৭ দিন শুনছি তারপরও শুনতে ইচ্ছে করে
@sahariyarshajib29516 ай бұрын
ইনোস্টোমেন্ট এবং সাউন্ড কোয়ালিটি সব মিলিয়ে অস্থির আর প্রবন দাস উজাড় করে গায়ছিলেন
@rahatafnan62983 жыл бұрын
pobon dash baul, his profecy...along with raw psycadelic tone and tune... Aha!! Sadhu, Sadhu
@prakashsarkar331511 ай бұрын
अगर तुम मुझे मिल जाते तो मैं ये खूबसूरत गाना नहीं सुनता, मैंने एक याद छोड़ी है... सदियों से, जब भी लोग इस गाने को सुनने आते हैं, अगर लाइक देता है और मेरे पास नोटिफिकेशन आता है, और मैं इसे सुनूंगा गाना फिर से सुनो, तुम्हारे बारे में सोचते हुए,❤
@kadirpatowary5982 жыл бұрын
অসাধারণ। সারাদিন ভালো করে দেওয়ার মতো।
@khanrony6695 Жыл бұрын
আসলেই মন কথা শোনে না।বেহায়া মন টা বার বার কেন জানি ঘুরে ফিরে মস্তিষ্কে তারে নিয়ে আসে।
@piashmd27522 жыл бұрын
আহ কি দারুণ গেয়েছেন ❤❤
@Anything.7488 Жыл бұрын
2020 te first Shona r ekhono shune choleci.. Paban Das Baul is an authentic singer❤❤❤
@sayedahmad7726 ай бұрын
কত কিছু লিখতে ইচ্ছা করে। লিখি। আবার মুছে ফেলি। ফের লিখি আবার মুছি। বলতে ইচ্ছে হয় কিন্তু বলা হয় না। মনে হয় - কি দরকার?!
@RayhanKhan-qt8lr10 ай бұрын
লিরিক্স গুলোকে কেনো জানি ভালোবেসে ফেলেছি....❤🤗
@hossianbothtiar68533 жыл бұрын
উনি অনেক বড়ো একটা শিল্পী আমার ভালো লাগে তার গান ♥️🇧🇩
@sumanhazra592 жыл бұрын
গানটি শুনে প্রাণ জুড়িয়ে গেল।
@mdmaruf26652 жыл бұрын
গানটার মাজে অন্য রকম একটা মায়া আছে
@sahab23411 күн бұрын
প্রচুর নেশা করেও তোমায় খুঁজে বেড়াই, চঞ্চল ও মন আমার শুনে না কথা😢
@porag397 Жыл бұрын
কতোবার শুনেছি আমি নিজেও জানিনা, অগণিত 😍
@sazzadrahman9797 ай бұрын
প্রচুর শুনি তবুও বারবার শুনতে ইচ্ছে করে।
@alvebd-ni3fz2 ай бұрын
তোমারে পেয়ে গেলে এত সুন্দর গান শোনা হয়তনা মিমি। জানিনা তুমি কোনসে দূর অজানায়!!!
@ajoyroy52112 жыл бұрын
অবিরাম ভালোবাসা দাদু ❤️❤️
@shamimkaptai61843 жыл бұрын
গুরু তোমায় কত দেখেছি ফ্যান্টাসিতে।।
@mamunahmedsohell Жыл бұрын
২০২৩ এ এসেও যারা শুনতেছেন তাদের রুচির প্রতি সম্মান জানাই 💖
@redyellow143 Жыл бұрын
২০০৪ সাল আমি নবম শ্রেনীর ছাত্র, প্রথম এই গানের সাথে পরিচয় ❤️ তখন থেকে প্রবন দাস ভক্ত হয়ে গেলাম❤️
@তনময়আহমেদ-ছ৩ধ Жыл бұрын
জয় ভবা। ভবা পাগলার জয় হোক। 🙏🙏
@abirhossain32432 жыл бұрын
Akhon joto baul ase tader modhe now he is the king of bengali song
@ahasanhabib8275 Жыл бұрын
দাদার এই অসাধারণ লাইভ কনসার্টে আমিও ছিলাম এক মুগ্ধ শ্রোতা ❤🤟
@parvezmosharaf37824 жыл бұрын
অসাধারণ ভাবের একটি গান 🌸
@mdjakir-n7l3 ай бұрын
Apnar kichu gaan amay nesha dhoriye dey... ❤❤
@munnanath41662 жыл бұрын
আহ পবন দা❤️❤️আপনি মানেই ঘোর লাগা মাদকতা❤️❤️
@SanzitRay-fc9jd Жыл бұрын
গানটা শুনে আমার ওই দিন গুলির কথা মনে হলো😢😢
@vibrioshuvro3959 Жыл бұрын
এজন্যই কোক স্টুডিও বাংলা অর্নবের।🎉
@aslamhabib10003 ай бұрын
কমেন্ট টা রেখে গেলাম যুগ যুগ পর আবারও আসবো🙂❤️
@joybiswas3116 Жыл бұрын
Uff Onno akta level 🥰
@MDNazmulHosain-n7b8 ай бұрын
আজ অনেকদিন পর এসে আবার গানটি শুনলাম😮😮😮
@itzsayed18832 жыл бұрын
Mon chuye jaya akta gan😍🍁
@hmabadulhoqueshishir6748 Жыл бұрын
গানটা শুনে ফিরে যেতে মন চায় সেই সব দিনে।
@alponakhatun3949 Жыл бұрын
লাল পানি সাথে আর ধোঁয়ায় উড়ায়ে দিলাম তোমার ভালোবাসা😎😎😎
@RiazHasanKutti Жыл бұрын
❤❤❤ অসাধারণ ❤❤❤
@shahimtiaztopu52982 ай бұрын
বিক্রম,অনিক ভাই,ইমরান,মহিউদ্দিন, তমাল,রাব্বি আমি, সবগুলা ব্রিজ এ বসে গান টা শুনতাম আর কি ভবঘুরে 😐
@ArnabDutta-n3y5 ай бұрын
সত্যি শোনে না কথা!!!!
@MominulIslam-v1u Жыл бұрын
একদিন সব শেষ হয়ে যাবে কিন্তু মনের দুরন্তপনার শেষ হবেনা
@mdprinchossen1082 жыл бұрын
গানটা জতো বার শুনি মন চাই আরো শুনি গানটি কেনো এতো ভালো জানিনা
@kamalbadyakar27614 жыл бұрын
Oh...guru,choncholo Mon amar sone na kotha..
@muhammadtt66545 ай бұрын
2006 তে প্রথম সুনি.... আর এখন এর মর্ম বুঝতে পারিনি....
@coverbd65372 жыл бұрын
একটা গান এত সুন্দর হয় কেমনে!
@SARKAR-ROMAN7 ай бұрын
আহা!কি শ্রুতিমধুর.......
@shakilahamed12343 ай бұрын
Masterpiece
@robinahmed86692 жыл бұрын
Legend respect everyone ❤️
@mohamedsumon90482 жыл бұрын
দিনরাত 24ঘন্টা তার গান শুনলেও খারাপ লাগা কাজ করবেনা! প্রনাম হে গুরু🙏
@Shimul0124 жыл бұрын
Just wowwww 😍
@sha.shooooohhhh_4 жыл бұрын
অসাধারণ!
@Mrraju-os8sp Жыл бұрын
দাদার কন্ঠে লাইভে গানটা সুনেছিলাম🎧🎶🌸
@mobassiralnafi9843 Жыл бұрын
ভাই যারা এইসব গান শুনে নাই তারা মনে হয় জীবন থেকে অনেক কিছু পায় নি
@MRX-xk9en8 ай бұрын
যোগ(+), বিয়োগ (--)ও গুন(×) করে লাভ কী(?)। যদি ভাগ(÷) করেই ভালো থাকা যাই!💯💯
@MasumVlogEntertainment-bf3zm6 ай бұрын
জয় ভবা 🙏🙏🙏
@md.jahidulhaque65374 жыл бұрын
Thanks for the voice.
@md.arifujjaman69772 жыл бұрын
এই গানটি আমার জীবনের প্রতিফলন। আমার মন শুধু নেশা করতে চায়। যাই হোক গুরুর পা এর তলা চাটতে চায় আমি।
@loveingbot2 жыл бұрын
Artista. Essa performance é muito boa.
@priyankarbhattacharjee53963 жыл бұрын
Creating music or creating magic? Can’t tell ..
@Saidur-gs5qm8 ай бұрын
প্রতি দিন শুনি অনেক ভালো লাগে।
@sharminvlog83 жыл бұрын
সবচেয়ে বেশিবার শুনা বাউল গান।
@mosrequlalammichael4649 Жыл бұрын
গানটা যখন নিরিবিলি শোনা হয় তখন গানটার একদম ভেতরে ডুবে যাই
@moazzembhuiyan4926 Жыл бұрын
2024 সালেও শুনছি
@MrNazmulislam3 жыл бұрын
আমি লাকি যে আর্মি স্টেডিয়ামে আমি ছিলাম, গানটি শুনেছিলাম।
@mdsharifmahamud442 жыл бұрын
Sme to me bro......
@dbnews71402 жыл бұрын
শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী তোমার স্বপন ভাঙিবে তখন তোমার স্বপন ভাঙিবে তখন বুঝিবে তখন তুমি চঞ্চলতা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায় মন তুমি হও স্থির, ধরি তব পায় বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায় মন তুমি হও স্থির, ধরি তব পায় তোমারই মন্দির ভিতর-বাহির তোমারই মন্দির ভিতর-বাহির চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয় ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয় বিদেশীর সনে দিন কাটায় বৃথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা চঞ্চল মন আমার শোনে না কথা শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী শোনো ওরে মন, তোমারে বলি আনন্দে কহ রে কালী কালী তোমার স্বপন ভাঙিবে তখন তোমার স্বপন ভাঙিবে তখন বুঝিবে তখন তুমি চঞ্চলতা বুঝিবে তখন তুমি চঞ্চলতা