কমেন্ট রেখে যাচ্ছি Maybe কোন এক জেনারেশন এসে দেখবে তাদের বড় ভাইদের রুচি কেমন ছিলো
@aniruddhoanik54897 ай бұрын
এগুলা চলতেই থাকবে সাধু সাধু
@SeikhAzharulHaque-dz2sh Жыл бұрын
এই গানটা প্রথম শুনেছিলাম " গৌতম" শিরোনামের একটা ক্যাসেটে। গানগুলি গেয়েছিলেন স্বয়ং গৌতম চট্টোপাধ্যায় একটি লাইভ কনসার্টে। তারই রেকর্ডেড রূপ ওই ক্যাসেটটি। ক্যাসেটটির অনবদ্য একটি ইনলে কভার ছিল। গৌতমের অসাধারণ একটি ছবি। এঁকেছিলেন আর এক স্বনামধন্য শিল্পী হীরণ মিত্র। আমি তখন ইলেভেন টুয়েলভ এর ছাত্র। গৌতম আমার এত প্রিয় ছিল যে ওই ছবিটা একটু বড়ো করে বাঁধিয়ে আমি আমার ঘরের শো কেসের মাথায় রেখেছিলাম। সেই ভালোবাসার জোরেই আমি একটু আগে গৌতম চট্টোপাধ্যায়কে শুধু গৌতম বললাম। যাইহোক ক্যাসেটটি যাঁরা শুনেছেন তাঁরা জানেন যে কি ছিল ওই ক্যাসেটে। আর আমি অল্প বয়সে শুনছি। আমার ভালো লাগাটাই আলাদা। কী সব গান ছিল ওই ক্যাসেটে! " মেয়ের মাসে মাসে আসে জোয়ার" , " গাছে ভাঁড় বেঁধে দেবো", "হালেতে বাবাজী আমার বাউল সেজেছে" এসব গান। যা তখন অন্য কোথাও মানে কোনো মাধ্যমে শোনার উপায় ছিল না। কেউ যদি সাধুসঙ্গ বাউলসঙ্গ করে শোনে সে অন্য কথা। ছিল " মহীনের ঘোড়াগুলির" অবিস্মরণীয় গান ' মেরুন সন্ধ্যালোক' ওই ক্যাসেটে। শুনছি আর পাগল হয়ে যাচ্ছি। আহা! কী গান! গানের মাঝে একটা আদিবাসী সুর ঢুকছে। মুগ্ধতায় তন্ময় হয়ে যাচ্ছে তনুমন। যাইহোক অনেক বললাম। আসলে থামতে পারছি না। আজ পবন দাস বাউলের কণ্ঠে এই ' গাড়ির কত বল ' গানটা শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম সেই সোনালি দিনগুলোয়। পবন দাস বাউলও আমার খুব প্রিয় শিল্পী। তাঁর দীর্ঘায়ু কামনা করি। গানটি চমৎকার গেয়েছেন। এভাবেই তিনি সুরের মধ্যে, সৃষ্টির মধ্যে থাকুন। আমাদের শ্রোতাদের এমনই ভালো ভালো গান আরও উপহার দিয়ে যান আল্লার কাছে এই দোয়া করি।
@mdahasansenior18323 жыл бұрын
আমি কি বলবো বুঝতে পারছি না, গান টা যে কতো বার সুনছি তা আমার সঠিক হিসাব নেই, এগুলো শুধু গানই নয়, জ্ঞানের ভান্ডার। গানের সাথে কথা ও সুরের অসাধারণ একটা মিল রয়েছে। I love u Pabon Das
@swadeshanarjo2 жыл бұрын
গানটি সম্ভবত মহীনের গৌতম চট্টোপাধ্যায়ের লেখা
@md.imrulhussain32645 жыл бұрын
দুই গাড়ি হল লোভ ও হিংসা আর সাহেব ৬ জনা হল মানুষের কলভ বা মন এর মধ্যে ৬ টা লতিফা বা রিফু রা ইস্টিশন আছে তার মধ্যে ২ টা লোভ ও হিংসা Super natural bumper Very Spiritual creation Thanks I wish Bless Spiritually always all life peace happy prosperity Go to ahead best performance thanks support My Spiritual flow Alhamdulillah Subhan Allah
@user-azabul9 ай бұрын
❤❤❤
@md.shahinulhassan29275 ай бұрын
❤❤❤❤
@MdHelal-khanАй бұрын
❤❤❤
@sabbirakram8 ай бұрын
আহা কি সহজ লিরিক!!! কি নিখুঁত মর্ম কি সুন্দর সৃষ্টি "দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেলো রসাতল"
@MdHasan-wj9uw8 ай бұрын
❤❤
@sumonkrishnasaharaman72522 жыл бұрын
দেহতত্বকে গানের মধ্য দিয়ে প্রকাশ করা এক অসাধারন সৃষ্টি, মহান হে তুমি স্রষ্টা , তোমাকে শত নমনঃ
@মরিচীকা১৯৯৩ Жыл бұрын
kzbin.info/www/bejne/gomYhZ-Ho5Whl7s
@shekhfaizul2855 Жыл бұрын
গান্টা ২০২৩ এ আসে সুনে গানের প্রেমে পড়ে গেলাম । একটা কমেন্ট রেখে গেলাম যতবার নোটিফিকেশন আসবে আসে সুনে যাব । ❤😊
@sad-looking6 ай бұрын
Bhai sorilda valo ❤
@shahaziz19576 жыл бұрын
গানটি আগে শুনিনি , চমৎকার গেয়েছে পবন। দেহ তত্ত্বে অপূর্ব সংযোজন । খুব ভাল্লাগছে শুনতেআ।
@shekhfaizul2855 Жыл бұрын
❤❤❤
@shamikganguly63534 жыл бұрын
Paban Bap ,this is for you, I lost my mom and dad within 3months, you are songs are all that I got, please take me as ur khepa beta, pleaseeeeeeeee
@mareeploetz5194 Жыл бұрын
Just reading ‘the Honey Gatherers’ by Mimi Sen, Pabhan Das Bauls partner who plays finger cymbals in this clip. a beautiful insight into the Baul culture of West Bengal. A long linage fusing Sufism, Hinduism and islam. A rich culture of mystical musician who roam West Bengal. Interesting! Thanks for sharing the clip.
@exportfashiongalary6847 Жыл бұрын
দেহ তত্ত্বের অসাধারণ একটা গান। কতবার শুনেছি তা হিসাব করে বলতে পারবো না।
@allaboutanimals242 жыл бұрын
ইঞ্জিনের কল বলতে পুরুষ মানুষ কে বোঝানো হয়েছে। আর পুরুষের হাড় থেকে যেহেতু তার সহধর্মিণীর সৃষ্টি তাই সেই গাড়িকে মেয়ে মানুষ বোঝানো হয়েছে। আর তারপর সংসার জীবনে কতরকম ছুটাছুটি। দুই গাড়ি ধাক্কা লাগে বলতে স্বামী স্ত্রী এর গভীর রোমাঞ্চকর সময়ের কথা বোঝানো হয়েছ।
@absenterprise3152 Жыл бұрын
আহ মনটা জুড়িয়ে যাওয়ার মতন গান আর মিউজিক টাও ২০২৩ সালে কমেন্ট করলাম আশা করি পরের প্রজন্ম ও শুনবে
@Juichakrabarti74864 жыл бұрын
When it comes to Baul songs, everyone talks about Pawan, today I became his fan after listening to this song ... great song
@md.rustamali40738 жыл бұрын
পবন দা ফাটিয়ে দিয়েছো মাইরি............ এই গান্ টি শুনে আমি তোমার ফ্যান হয়ে গেলাম...।
@bdstartv20234 жыл бұрын
kzbin.info/www/bejne/g4vCY4GigamDnac
@jikualam18944 жыл бұрын
কমেন্ট রেখে গেলাম। বেস্ট সং । অনেকটা সুইসাইডাল লিরিক্স তাই এ গানের ইতিহাস ব্যাপক গুজবে ভরা। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
@muktadirshourav36253 жыл бұрын
মর্মার্থ বুঝিয়ে দিবেন প্লিজ
@arifshumu1358 жыл бұрын
গুরু...ধন্য হলাম গানখানি শুনে! জয় গুরু!!
@avimanyarif1601Ай бұрын
13.10.2024 গানটি শুনে গেলাম। অসাধারণ গানটি ছিল। নোটিফিকেশন পেলে আবার আসবো গানটি শুনতে।
@bimanscreativeenglishbce20414 жыл бұрын
Mood, music and meaning! What a marvellous combination! Aha!
@raselok82084 жыл бұрын
🤦🙈🙊+
@dilafruzlina54343 жыл бұрын
nice
@mmctangailSmuleАй бұрын
আমার প্রিয় একজন শিল্পী তার নাম পথিক নবী ❤️ তার একটি সাক্ষাতকারে তার কাছে জানতে চাওয়া হয়েছে আপনার কার গান বালো লাগে সে বলে ছিলেন পবন দাস 🙏 তার মুখে নাম শুনে গান শুনতে আসা এসে এই গান পেলাম ,এসে দেখালাম মানিকে মানিক চিনে 💯💯
@ti_jaheed4 жыл бұрын
I like the fact that the Bauls give 100% of them while singing. They just leave this earth while singing, unlike other singers.
@jerzyroginski24622 ай бұрын
সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ, মানুষ সৃষ্টির সেরা জীব, আবার এই মানুষ এই অনেক কিছুর স্রষ্টা। যাদের সৃষ্টি কখনো বিলীন হওয়ার নয়। যুগের পর যুগ আপনাদের এই সৃষ্টি গুলো মানুষের মনের মণিকোঠায় রয়ে যাবে। একদিন হয়তো এই মানুষটি চলে যাবে! কিন্তু তার সুন্দর সৃষ্টি গুলো অমর হয়ে থাকবে। ❤❤
@akashsarkar10225 жыл бұрын
সব কয়জন মিউজিক শিয়ান দারুন বাজিয়েছে এক কথায় সুপার
@mdtaron5212 Жыл бұрын
যেমন শিল্পি তেমনটাই মিউজিক, সত্যি অপূর্ব অসাধারণ গাইলে, আবেগের বসভরতি হয়ে যাই,বলি,লিখি না কেন, গান, বাজনা। মুসলমান দের জন্য আল্লাহর কাছে অপরাধী।
@shahriartanvir9775 жыл бұрын
One of the finest (probably the finest) combination of the composition of Bengali folk along with western instruments.
@Gamer-y6w2 жыл бұрын
Exactly
@Helpslink248 жыл бұрын
অসম্ভব সুন্দর লাগলো... প্রশ্ন জাগে মনে---- যারা গানটিকে আনলাইক করেছেন তারা কি আদৌ গানের মানে বুঝেন, না-কি তালে মাথা নাড়েন, নাকি লাইক বাটনে হিট করা জানেন না ???
@syedataul30278 жыл бұрын
আপনার এমন সন্দেহের অর্থ কি জানিনা। তবে খেয়াল রাখবেন আপনার মন্তব্য যেন অহমিকার প্রকাশ না হয়ে পড়ে।
@shakilzaman26376 жыл бұрын
HelpsLink.COM ... apni ganer mane buijha kon bal ta chircen ?
@আলোরদিশাএকাডেমি5 жыл бұрын
tara dhormer dhojadhari........
@mohammadmizan6589 Жыл бұрын
অসাধারণ চমৎকার কণ্ঠস্বর কি চমৎকার কণ্ঠস্বর গানকে দিয়েছেন আরো অসাধারণ উচ্চমাত্রা, এই অসাধারণ কণ্ঠ স্বর এর মাধ্যমে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা স্মরণ হয়ে গেল কোথায় যেন এই সুরের ছোঁয়া লেগেছে
@mrking07098 жыл бұрын
আমি যতোবার ই শুনতেছি ততোবার ভাল থেকে আরো বেশি ভাল লাগতেছে.... আর পাবন দাশ বাউল এর অন্যতম fan আমি... তার সব গান ই আমার খুব খুব খুব ভাল লাগে
@bhuvansureshjain7656 жыл бұрын
I am from South India, I proudly say that no one can match the level of paban Dada
@McMilesE7 ай бұрын
❤ from Nebraska. Thank you Paban Das Baul!!!!❤big fan
@makjilany6 жыл бұрын
ইঞ্জিনেরই আগুনের কল গাড়ির কত বল গাড়ি থেকে বেরুলো নারী দৌড়োদৌড়ি হুরোহুরি দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেলো রসাতল................... ওস্তাদ তুমি আমারে বানাইলা আবারো পাগলা দিওয়ানা..... #পবন_দাস_ওস্তাদ
@swadeshanarjo2 жыл бұрын
গানটি মহীনের গৌতম চট্টোপাধ্যায়
@salauddinahmed6049 Жыл бұрын
এই গাড়ির জন্য কত মানুষ শেষ হলো সেই হাবিল কাবিল থেকে, অসাধারন গানের কথা গুলো তবে সবাই এই গানের মর্মো বুঝবে বলে মনে হয় না...
@jazvelvet49585 жыл бұрын
Is so aswome, I am reading in this moment the Mimlu Sen's book about their life and seeing the real caracters is so amasing. They are so wonderful artists. Thank you for sharing this
@arjunnath54029 жыл бұрын
I am proud to be Bangladeshi. We have a powerful music culture.
@rubaii0079 жыл бұрын
+Arjun Nath they are indian. :v
@MrEvangrapher9 жыл бұрын
+rubaii saleh they might be indian but they r singing in bangla that's enough to make a bangalee proud...
@arjunnath54029 жыл бұрын
Thank you Evan to make it clear.
@purnavosarkar55487 жыл бұрын
Arjun Nath u don't need to be proud cause it's no Bangladeshi it's Indian culture they are Indian artists
@gogolbose38427 жыл бұрын
no mr. sarkar. it is bengali culture. nothing to do with india. However, Bangladesh is always a part n parcel of bengali culture.
@rajandebnath66628 жыл бұрын
এই গানটার কোন তুলনা হয় না,মনে হয় যে সারাদিন শুনতে থাকি
@mdrakibhossain69078 жыл бұрын
.
@mdhossain98942 жыл бұрын
আমি গানটার কিছু বুঝিনাই।
@PainKiller11. Жыл бұрын
দুই গাড়িতে ধাক্কা লেগে, কত মানুষ গেলো রসাতল " আহা গাড়ির কত বল !!🥰
@ahmedalim27167 жыл бұрын
another fantastic thing about this song is,the musical instruments are modern each new phase...brilliant combinations.
@মরিচীকা১৯৯৩ Жыл бұрын
kzbin.info/www/bejne/gomYhZ-Ho5Whl7s
@shamimkhair3060 Жыл бұрын
Worrld class. Music has no boundary.
@gmshahinnirob66312 ай бұрын
2024 সালে৷ এই গান কে শুনলো
@ahsankhan-bm9ehАй бұрын
ভাই আমরা বহু ত আগে থেকেই এই গান শুনে আসতাছি।।আমাদের কোন সাল প্রয়োজন পরে না😊
@nadimnishan35173 жыл бұрын
ইন্জিনএরই আগুনের কল গাড়ির কত বল লাইনটা বিষণ দামী। এই লাইনটার জন্য গানটা আরো কয়েক বার শুনলাম।বিশেষ করে মিউজিক সিস্টেম অসম্ভব সুর মিলিয়েছেন🖤🖤
@rakibjoardar48373 жыл бұрын
গানের অর্থ কি..?
@sazolahmed16614 жыл бұрын
গানটি ভালো লাগে। যতবার শুনি ততোবার আরো শুনতে ইচ্ছে করে
I feel wandering heaven as I start listening the song. Accept my respect and love. Heartiest thanks to the whole team for the excellent concerts......
@jagotchandrasaha65603 жыл бұрын
Congratulations & best wishes .
@tapandeb31113 жыл бұрын
@@jagotchandrasaha6560 thank you
@mmhmumin9 жыл бұрын
Wow! I am much fan of Him, Pabon Das Baul. finally, we are proud of Bangladeshi.
@SourajyotiBasu14137 жыл бұрын
Mominul Hoq paban das bangladeshi na..indian...
@kunalkonar16186 жыл бұрын
@@SourajyotiBasu1413 He is neither Bangladeshi nor Indian --- yet both. He is Bangali at the end of the day, buddy.
@sandipanbiswas24353 жыл бұрын
Master class Music ❤️❤️❤️ Feeling Blessed
@banglakhan35612 жыл бұрын
খুব সুন্দর একটা গান খুবই ভালো লাগলো শুনে
@rrsisolatedhomosapiensassa69427 жыл бұрын
এসব গানের মর্ম না বুঝে যারা হারাম হালাল এর তক্কে আসে তাদের না শুনাই ভাল। স্রষ্টা তার মহান সৃষ্টির সবাইকে সমান মগজ দেন নাই এই গানের ছোট্ট অংশে সেটাও ফুটে এসেছে। গানটা দেহতত্ত্ব এর অসাধারণ রসদ।
@makjilany6 жыл бұрын
দাদা, অল্পতেই বুঝিয়ে দিয়েছেন সেসব অগা মগার গুষ্টিরে, সবকিছু নিয়া বেহুদা তর্ক করে মুর্খরা ............ সাধু সাধু ..... এটা আমার শোনা অন্যতম একটি দেহতত্ত্ব ..... যখনই শুনি কোথায় যেনো ডুব দেয় দেহ মন সত্ত্বা...........
@patras2186 жыл бұрын
Gaan kakhono ki haram? koran e ki tai boleche? jani na..jodi janao..
@stv72765 жыл бұрын
Reza Siddique good
@mdsohel77075 жыл бұрын
এ কি ভাই জবাব নাই।।।
@MDRasel-he7ee5 жыл бұрын
Reza Siddique plz ganer mane ta ektu jodi bujhiye diten
@sbarman23504 жыл бұрын
Best combination folk with modern instrument, really heart touching 👌❤️💖💕💓💝💞💟
@মরিচীকা১৯৯৩ Жыл бұрын
kzbin.info/www/bejne/gomYhZ-Ho5Whl7s
@badhonkumar66112 ай бұрын
Ek kothai awesome
@VijayPundhir6 ай бұрын
Every time I listen to this music, I find myself in another world. I love Pawan Das Baul for his efforts and music, taking to the world stage. Keep it up.
অসাধারণ ভালো লাগার মতো একটা গান। গানের কথা যে বুঝতে পারবে সেজন শুধু কি আছে গানে।
@আমারচ্যানেল-থ৯য Жыл бұрын
আমার ভাষায় গানটার বর্ণনা সম্ভব নাহ,,,,গানটা সত্যিই অনিন্দ্য এবং শালিন মার্জিত❤️জয় গরু
@RakibKhan-dl2ev Жыл бұрын
হম
@aniksamiurrahman63653 жыл бұрын
হেঁয়ালি ভরা বাংলার বাউল গান মনে হয় যেন হেঁয়ালি ভরা সেই চর্যাপদেরই ধারাবাহিকতা।
@alamfardin1486 жыл бұрын
গানটা দেহতাত্ত্বীক দুটো মনের হৃদয়ের আংগিকে সামঞ্জস্যক ভাবে বুজানো হয়েহয়েছে,
@rakibmia5184 Жыл бұрын
কি বলব এই গানের অর্থের কোন শেষ নেই যতবার সুনি ততবার সুন্তে ইচ্চে করে আমার মনে হয় ২০০০ব হাজার বারের উপরে সুনেছি তার পরও কেন যানি সুন্তে ইচ্চে ক করে বার বার,,,🥰🥰🥰🥰
@mahmonju97833 жыл бұрын
I'm proud of my bangladesh...so amazing......and hearts touching
@RakibHasan-w3d Жыл бұрын
কি দিলা গুরু বড় ফ্যান হয়ে গেলাম। এসব গান এখনকার পুলাপাইন বুজে না❤❤❤❤❤❤❤❤
@ShuvojitBiswas7 жыл бұрын
What a music composition...... awesome.
@rayhansadik78073 жыл бұрын
আমি বাঙালী তাই এতততত সুন্দর কথাগুলো বুঝতেছি ভিনদেশী হলে আফসোস থেকে যেতো।🇧🇩
@achintyasarkar3174 жыл бұрын
Terrifically beautiful... Classic...
@jahangirkabir5822 Жыл бұрын
অসাধারন। অনেকবার শুনেছি। তারপরও শুনতে মন চায়।
@ahsansharafuddin27118 жыл бұрын
A tribute to machines or the ills of it? Whatever it may be, it is absolutely awesome! Can't stop listening.
@shamimkhair3060 Жыл бұрын
Truly jem. Rock and roll. Brilliant performance. More Then master piece. Wow
@wickiboc7 жыл бұрын
I love so much of this music,lovely
@aliazman60535 ай бұрын
Listening this one as party song among the friends for years!❤
@mdlitonkhan50528 жыл бұрын
awesome guru joto bar suni totobari valo lage
@apolan35062 жыл бұрын
দেহতত্ত্বের এমন গান আজকাল কেউ লিখতেই পারে না। আহা...
@hasanulnayeem34158 жыл бұрын
nothing to say................... simply splendid
@mdikramulhaqkhan10345 ай бұрын
আরে পবন দা ফাটিয়ে দিয়েছো! লাভ ইউ!
@mehedipolash4347 Жыл бұрын
Legend ❤️ Always respect 🙏
@NazmulHuda-xh2fl15 күн бұрын
কলেজ জীবনে আমার বন্ধু জতির টেপ রেকর্ডার এ প্রথম শুনি 2000 সনে এখনো মিস করি।।।
@arunpaypal4 жыл бұрын
Beautiful sound and production. Truly French 👍
@tilakkundu38014 жыл бұрын
A fabulous keyboard solo taken by this French keyboardist. Awesome combination. Kudos!
@gazilutfulkabir61735 жыл бұрын
চাদের আলেয়া সেদিন নেমেছিল মন পবনের বেড়ির বাড়ির উঠোনে, চাদোয়া তুমি কার গগনে ভাসো, আমায় কেনো কাছে ডাকো? তুমিতো আলেয়া, মায়ার কায়া নাকি পবনের ছায়া? অদ্ভুত এই গানের ভূত, আর কিছু বলার নাই।
@md.abdulhannan7133 Жыл бұрын
অসাধারণ কমেন্টেস
@toufiq1ul9 жыл бұрын
I love his song because it has a meaning.
@SunamoonEnergy4 жыл бұрын
What's the title of this song ?
@omkardatta38903 жыл бұрын
In a word , fantastic and full of thoughts!!
@YogaCandi6 жыл бұрын
Wow such beautiful raw music 🙏
@msshathi2983 жыл бұрын
এই গানটি শুনতে শুনতে আমি একদিন সিলেট থেকে ঢাকায় আসছি , সুদু একটাই গান অফ্
@emrul27683 жыл бұрын
গান টা যতবার শুনি ততবারই হারিয়ে যাই এর অর্থ খোজার ধ্যানে। কিন্তু আজও আমি ব্যর্থ 😟
@mizanurmizan35023 жыл бұрын
Ho amio....🙋♂️🙋♂️🙋
@sajeebahamed2490 Жыл бұрын
ইঞ্জিনেরই আগুনের কল - "মানুষের হৃদপিন্ড" গাড়ির (মানুষের দেহ) কত বল - এই দেহের কত শক্তি। গাড়ি থেকে বেরুলো নারী - এই মানব শরীর থেকেই নারীর উৎপত্তি। দৌড়োদৌড়ি হুরোহুরি - এদের জন্যই কত মারামারি হানাহানি ( হাবিল-কাবিলে ঘটনার দিকে দৃষ্টিপাত করা হয়েছে বোধহয়!)। দুই গাড়িতে ধাক্কা লেগে - বিপরীত লিংগের সংস্পর্শে কত মানুষ গেলো রসাতল। এ গাড়ির সাহেব ৬ জনা - শরীরের গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় ৬টা। ময়লা টানা এদের ২ জনা - দুটি পায়ুপথ।
@shimulsifayet71934 ай бұрын
আজব এক ঘোর নিয়ে গানটা শুনে যাচ্ছি....!! আহ হা
@mmkhaninshan61117 жыл бұрын
অসম্ভব সুন্দর লাগলো..
@raselrana4114 Жыл бұрын
গানটা আমি যতবার শুনে ততবার গানের মধ্য ঢুকে যাই 🌹
@shekhfaizul2855 Жыл бұрын
❤😊
@ramelak16353 жыл бұрын
His mystic vocals blend perfectly with his wife's serene and magical demeanor
@masumenterprise4834 ай бұрын
কতো বার শুনেছি বলতে পারবনা আবার শুনবো যদি কষ্টো করে মনে করে দেন।
@HasanTravelEurope8 жыл бұрын
I am 21 years old. So, Why i am listening this types of song...My Friends Listening DJ, RJ, Honey sing, VEVO Song........... I think, my mind is 40 years old .................. Hahaha
@fahmidsarwar17218 жыл бұрын
no. your friends are too immature, they don't appreciate the complexities of life. but you are enlightened, a siddhi, if you find meaning in this song
@mdsaddamhossain85108 жыл бұрын
absolutely :)
@ukdream59827 жыл бұрын
Hasan Bhuiyan y are r8t
@MarufRahmanInsomniac7 жыл бұрын
Age is just a number... Forget what your friends are listening, listen to what your hearts find peace inside.. At least you are more matured than them !! Cheers \m/
@mozammelkhandakar44267 жыл бұрын
Guys, I am 19 here!! I listened him songs, when i was 15.. :P
@sayedahammed58703 жыл бұрын
Excellent singing with instruments and fusion top class . Never stop ....
@md.jewelhossain94912 жыл бұрын
৮ মিনিট ৫১ সেকেন্ড পুরোটাই উপভোগ করলাম এক সেকেন্ড বৃথা যায় নি।♥️♥️♥️
@mamunmolla25762 жыл бұрын
তুমি এই নোবেল পাওয়ার যোগ্য
@md.jewelhossain94912 жыл бұрын
@@mamunmolla2576 what do you mean>
@shohrabengg3898 Жыл бұрын
এই গানের কথাগুলো অসাধারণ। পবনদাস বাউল স্যার তা গানের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন।
@mrking07098 жыл бұрын
কোন কথা হবে না গুরু.... jusy Amezing....
@MDHasan-vg8qo5 жыл бұрын
Really awesome
@mixvideo58464 жыл бұрын
ওনেক ভালোবাসা। ভালো থেকো পবন দাস বাউল। এই গান শুনলে খাওয়া ঘুম ভুলে যাই।
@khaledmasud42696 жыл бұрын
অসাধারন মিউজিক ও গানের গায়কি!!!
@himeljewel2 жыл бұрын
আহহা গাড়ীর কতো বল❤️❤️👈জয় গুরু
@mosiurrahman-xm4oz6 жыл бұрын
What a composition!
@জয়হিন্দ-য২ঞ2 жыл бұрын
Fantastic music combination ..paban das u r excellent
@mrking07098 жыл бұрын
Love you গুরু.... আপনার প্রতি শ্রদ্ধা রইলো
@tanvirahmmed8534 Жыл бұрын
এককথায় অসাধারণ... ❤️🖤
@nasiruddin_4193 жыл бұрын
এই গানটির অর্থ জানলে আমাকে একটু সাহায্য করেন। অগ্রীম ধন্যবাদ