Рет қаралды 63
#সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
#ডক্টর মুহাম্মদ ইউনুস এবং
তাঁর প্রগতিশীল প্রজন্ম
--------------------------------------------------
শুধু ঘরপোকা, বইপোকা নন তিনি।
মাঠচষা এক শ্রেষ্ঠ শ্রমিক।
বাংলাদেশের মাঠ। বিশ্বজাহানের
মাঠ যার নখদর্পনে।
যিনি গলাবাজি করেন না। যিনি
লন্ডন থেকে তামাক এনে,
পাইপে ভরে, ধোঁয়া ছেড়ে
পরিবেশ-প্রজন্ম ধ্বংস
করেন না।
তিনি অন্তর নি:সৃত কথাগুলো শুনিয়ে দেন মানব জাতিকে। ভেতরে যা বাইরেও তা। আমাদের চলমান এই অগ্রসর প্রজন্ম যথার্থই চিনেছে নিজেদের অভিভাবক। ভালোবাসা-অভিনন্দন লড়াকো-দেশপ্রেমিক তরুণ সমাজকে।
সত্যিকারের এই প্রগতিশীল অভিভাবক,
এই প্রগতিশীল প্রজন্মকে
ঠেকিয়ে দেয়ার অপচেষ্টা
শতবার ব্যর্থ হবে, ব্যর্থ হবে,
ইনশাআল্লাহ।
তথাকথিত চেতনাদার
'দুষ্ট নেতৃত্ব আর নষ্ট প্রজন্ম'
নিপাত গেছে, নিপাত যাবে,
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
(অতীতের চেয়ে নিশ্চয়ই
ভালো হবে ভবিষ্যত।
আল কুরআন)
চৌধুরী আমীরুল হোসেন