সুমন ভাই হয়ত আর কয়েক বছর পরই এই রাজবাড়ীটি থাকবেনা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম আপনার এই ভিডিওটা দেখে তারা জানতে পারবে তাদের দেশের অতিত গুলো। আপনাকে অসংখ ধন্যবাদ এই অসাধারণ ভিডিওটার জন্য।
@deciplineismylife1456 Жыл бұрын
Ha vai thik bolechen
@forkanahmedkhan536510 ай бұрын
সুমন ভাইয়ের ভিডিও গুলো অসাধারণ। ইতিহাস সংস্কৃতি তিনি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি ই চমৎকার । উনার উপস্থাপনাও সুন্দর।। ❤❤❤❤❤❤
@subratadebnathofficial30564 жыл бұрын
🙏নমস্কার দাদা আমি সুব্রত দেবনাথ। আমি ভারতের পশ্চিমবঙ্গে থাকি, আমি বর্তমানে ইতিহাস নিয়ে পড়াশোনা করছি। আপনার এই ধরনের ভিডিও গুলো দেখে আমার ইতিহাস চর্চার প্রতি আরও আবেগ বেড়ে গেছে । আপনি এভাবেই আমাদের নতুন নতুন ইতিহাসের সন্ধান দিতে থাকুন। ভালো থাকবেন।
@avijitninf4bhdjneisarkar9764 жыл бұрын
Salute to mr Salahuddin for his excellent video. On dubalhati Rajbari .....6294744565 Ii am grateful to sala ii ddim bhai.
@easyamulya91893 жыл бұрын
#Easy_Amulya ধন্যবাদ
@zxyea52793 жыл бұрын
I suggest u to study about Islam
@pallabshaikhrezafarid9223 жыл бұрын
ধন্যবাদ।
@AhsanHabib-ud5gj3 жыл бұрын
সুন্দর
@shopnarahman1763 жыл бұрын
অসাধারন।সাধারণত আমি 'কমেন্ট' করিনা। কিন্তু আমার প্রানপ্রিয় নওগাঁ এবং তার থেকেও প্রিয় ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে "দুবলহাটি রাজবাড়ী " দেখানোর জন্য কমেন্ট না করে থাকতে পারলাম না।ধন্যবাদ সুমন সাহেবকে । আমি যখন প্রথম দেখেছিলাম তখনও এর শান-শওকত ছিল দর্শনীয়।শুধুই অবহেলার কারনে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসকে স্বচক্ষে দেখা হতে বন্চিত হলো।খুব কষ্ট লাগে।
@ShaAlamSonzu2 жыл бұрын
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ভাইয়া ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি কিছু ভিডিও বানিয়েছি কেমম হলো এগুলো সময় করে দেখে জানবেন।
@Secrethunter12042 жыл бұрын
আমার নওগাঁ আমার প্রাণপ্রিয় নওগাঁ🥰🥰🥰😍😍😍😍 আমার হৃদয়ে মাঝে সর্বদায় নওগাঁ। আমার শেকড় এই নওগাঁ। জীবনের শুরুতে ছিল শহর। দোয়া করি বিশ্বজগত ঘুরে ফিরে যেন এই নওগাঁ তেই কবর হয় আমার। নওগাঁ জমিনে সাহিত হতে চাই
@villagebarbiefamily3 жыл бұрын
আপনার কথা বার্তা বলার ধরন বেশ সুন্দর। বেশ ভালো লাগে দেখতে ভিডিও গুলো। Love from India ❤️
@geetasreemitra7904 жыл бұрын
মা-বাবা বাংলাদেশ ছেড়েছেন দেশভাগের সময়.. তাদের মুখে সে দেশের গল্প শুনে বড়ো হয়েছি।তাই শিকড়ের টান অনুভব করি। আপনার বেশ কয়েকটি ভিডিও দেখলাম আর ঐতিহ্য গুলো যেন চোখের সামনে ভেসে উঠল। এগুলো রক্ষা করা সরকারের দায়িত্ব, আমার ভারতেও এমন অযত্নে বহু অমূল্য রতন পরে রয়েছে। ভালো থাকবেন...... কলকাতা থেকে গীতশ্রী মিত্র।
@hossinkhan96253 жыл бұрын
আপনি বাংলাদেশে চলে আসেন, আমরাও দেখতে চাই আমাদের সেই পুরনো মুখগুলো,,, সেই চেনা মানুষগুলো সেই চেনা আত্মীয়-স্বজন গুলো
@mynulislam56724 жыл бұрын
কতো ইতিহাস জড়িয়ে আছে এই দেয়ালেগুলার সাথে। দেখলেই মনে হচ্ছে সেই মানুষগুলো এই ঘরেই থাকতো, কথা বলতো। আপনি যেভাবে উপস্থাপন করেন এতে আর আবেগী হয়ে যায়। ❤
@maatarahotal62413 жыл бұрын
ঠিঊ বলেছেন
@sandhyamondal72164 жыл бұрын
*দিন চলে যায় নদীর স্রোতের মতো , হারিয়ে যাবে আরো কত শত শত , একসময় কত দাপট ছিল তারই , কিন্তু আজ ,স্মৃতি টুকু পড়ে থাকে অতীতের বিশাল রাজবাড়ী ,*
@ShaAlamSonzu2 жыл бұрын
অনেল সুন্দর বলেছেন ভাই। ভাইয়া ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি কিছু ভিডিও বানিয়েছি কেমম হলো এগুলো সময় করে দেখে জানবেন।
@bakulchbhowmik79794 жыл бұрын
বহুপ্রচীন রাজা জমিদারদের বাড়ী দেখে মুগ্ধ হই। তাই ইচ্ছা জাগে ঐসব রাজ্যের তত্ সমসাময়িক প্রজা বা জনসাধারণের বাড়ীঘর দেখতে। ধন্যবাদ।
@bikashdebnath65204 жыл бұрын
আপনার ভিডিও এত ভালো লাগে যে দেখার আগেই লাইক টি চেপে দি।
@street12asinger694 жыл бұрын
পশ্চিমবঙ্গের থেকে বলছি। আপনার ভিডিও থেকে আমি বাংলাকে নতুন ভাবে চিনছি। আমি ইতিহাস ভালো লাগে। দযা করে আধুনিক বাংলা ইতিহাস নিয়ে আলোচনা করুন। thank you sir.
@niharchakraborty23024 жыл бұрын
ভাই আপনার প্রতিটি ভিডিওতে দেশের অতীত সম্পর্কে সুস্পষ্ট অনেক বর্ণনা পাওয়া যায়।।অনেক কিছু জানতে ও শিখতে পারি আপনার ভিডিওর মাধ্যমে 🙂
বউ ও বউNEW BENGALI COMEDY video watch now on #tastybaban welcome dear
@all-mamun35253 жыл бұрын
Thank s valo laglo
@jannatul.noyona203 жыл бұрын
আমার নওগাঁ 😍! ধন্যবাদ ভাইয়া আপনাকে!❤️
@bxfamasking20683 жыл бұрын
Amarooo
@ksaha38563 жыл бұрын
অসাধারণ লাগলো আমি" ভারত, থেকে অনেক আদর ও শুভেচ্ছা জানাই, তোমার ব্লক আমি নিয়মিত দেখে থাকি,,,, তোমার বলার ভঙ্গিমা আমার মন কেড়ে নেয়,, এগিয়ে যাও , ভালো থেকো।
@kashfulchannel4 жыл бұрын
খুব কষ্ট হচ্ছে রাজবাড়ীর এই অবস্থা দেখে।। আমি চাই বাংলাদেশের প্রতিটা রাজবাড়ী, খুব ভালোভাবে যত্ন করে ঐতিহ্য ধরে রাখা দরকার।।
@roksanaaktar5974 жыл бұрын
Hmm right. 😥😥
@mmsshawon55773 жыл бұрын
Eita kun jagay
@mariumaktertoma64732 жыл бұрын
Hmm thik bolecen ....😒😒😒😒
@niladripuchu Жыл бұрын
Manush gulo ke atyachar kore tariye diye , rajbari sanrakhan kore ki hobe ?
@AyshaRahman-pl5ly9 ай бұрын
Rajshahi bivag,Naogaon zella te@@mmsshawon5577
@avijitpaul19024 жыл бұрын
খুব সুন্দর বর্ণনা।ভাল থাকুন দাদা।ভারত থেকে অভিজিৎ
@IrinaJannat4 жыл бұрын
kzbin.info/www/bejne/gavSg6umqN2mfas
@biswanathpaul4274 жыл бұрын
Suman I have watched through your video, The Dubolhati PALACE. Suman your endeavour will not go in vain. Your videos and documentaries are to be recognized as treasure to the next generations, researchers and historians. Whenever I watch such ruins a deep sigh comes out from the core of my heart. As because once Bangladesh was my country too. Dhaka Narasinghdi (Balapur) was my birthplace. Your script, commentary, background music and picturisation all are superb. Thank you Suman keep it up and go ahead. B. Paul from Calcutta.
@asimsinha25313 жыл бұрын
WB থেকে বলছি। তোমার ভিডিও আমার সব সময় ভালো লাগে, যেন অনেক বছর আগে ফিরে গেলাম।অতীতের গরিমা, কালের বিবর্তনে কি হতে পারে ভেবে মনটা ভারাক্রান্ত হয়ে গেলো।তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থেকো।
@shuhaghossin79014 жыл бұрын
সুমন ভাই...আপনি আমার হৃদয় কেড়ে নিলেন...এই ইতিহাস গুলো যত দেখছি মুগ্ধ হচ্ছি
@khantvkhantv4244 жыл бұрын
হায়রে মানুষ চির জীবন কেউ বেচে থাকবেনা কিন্তু সৃতি গুলা রয়ে যায়,,মনটা হঠাৎ নারা দিয়ে ওঠলো বিডিওটা দেখে
@ShaAlamSonzu2 жыл бұрын
অসাধারণ বলেছেন ভাই
@ShaAlamSonzu2 жыл бұрын
ভাইয়া ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি কিছু ভিডিও বানিয়েছি কেমম হলো এগুলো সময় করে দেখে জানবেন।
@abmgaming13544 жыл бұрын
ভাই আপনাকে ধন্যবাদ।অনেক দিন পর নিজের এলাকা দেকলাম। রাজবাড়ি দেকলে অনেক কস্ট হই।
@tapanrina41584 жыл бұрын
খুব ভালো লাগলো ভিডিও টি। প্রাচীন ঐতিহ্য কে সংরক্ষণে রাষ্ট্রের এতো অনীহা!!!!
@govindokumar53434 жыл бұрын
প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। দেশের অনেক ঐতিহাসিক স্থান আজ অবহেলায় নিশ্চিহ্ন হতে চলেছে,কারো কোন মাথাব্যাথা নেই।
এ যে আমাদের শিকড় হারানোর ইতিহাস....দলে দলে মানুষ সব ছেড়ে চলে এসেছে এভাবেই। দেখে চোখে জল এসে গেল।
@phpalash20173 жыл бұрын
ঠিক ভাই
@dipukhan91054 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে ইতিহাস তুলে ধরার জন্য। আমরা আরো এরকম ইতিহাস দেখতে চাই
@shimulislam35674 жыл бұрын
@Sohel Vlogs' ই8
@ichhegulo4 жыл бұрын
তোমায় অনেক ধন্যবাদ ভাই , অজানা ইতিহাস জানতে বা চোখে দেখতে পাচ্ছি এই জন্য। সুস্থ থেকো।ভারত থেকে
@pinikpai1314 жыл бұрын
এখানে এখন কেউ থাকে না তাতেই কেমন জানি লাগে, যখন রাজা রানিরা থাকতো না জানি তখন কত সুন্দর জম জমাট ছিলো
@maatarahotal62413 жыл бұрын
আমার ও একই
@babuiakhter48022 жыл бұрын
সালাউদ্দিন ভাই , আমি একজন পুলিশ কনষ্টেবল, কিন্তু আমি ছোট কাল থেকেই সংস্কৃতি, ছবি আকাঁ, পত্রিকা থেকে দেখার মত বা মানুষের মাঝে তুলে ধরার মত নানান ছবি সংগ্রহ করা, ক্যামেরায় স্থিরচিত্র বা ভিডিও ধারণ করাি আমার নেশা এই সব নিয়ে একাকি কল্পনা করতাম এখনো এই সব নিয়েই ভাবি ।আপনার ভিডিও গুলি রাত জেগে বার বার দেখি, বিশেষ করে সেই রাজা জমিদারদের জরাঝির্ন রাজ বাড়ি এই সমস্থ্য পুরাকৃর্তি গুরো দেখে আর আপনার শুমধুর কন্ঠে সুন্দর উপস্থাপনায় যেন বুকটা ফেটে কান্না এসে যায়,যা মোটেও ভুলে যাবার মত নয়, আপনার প্রতিটি কথায় এতই মুগ্ধতা ছরিয়ে যায় যে সারা জীবন একজন মানুয়ের মনে রাখার মত । পরিশেষে আমি একটি অনুরোধ করব, আপনার সাথে থেকে আমার বাকি জীবন কাটিয়ে দিতে চাই।যদিআপনার মন চায় তবে আমার ম্যাসেন্জারে আপনা ঠিকানা ওমোবাইল নাম্বার দিতে পারেন। ভালো থাকবেন ভাই ।
@SalahuddinSumon2 жыл бұрын
আপনাদের এই ভালোবাসাই আমার পথ চলার শক্তি। ভালো থাকুন, এই কামনা করি।
@adhoradasdithy2284 жыл бұрын
এই প্রথম ইউটিউব এ কোন ভিডিও কোন ব্লগারের ভিডিও এত ভালো লাগলো পুরো টা মনযোগ দিয়ে দেখেছি সব গুলোকে ভিডিও ই খুব ভালো,, আসলেই ঐতিহাসিক বাস্তবতা গুলো সম্পর্কে জানতে খুব ভালো লাগে❤❤
@prasenjitchatterjee45024 жыл бұрын
I thought, i am seeing a hollywood documentary in Bengali.what a projection and videography. i salute you, Sumon.... Regards from India.
@SalahuddinSumon4 жыл бұрын
আপনার কমেন্ট আমাকে উৎসাহিত করছে আরো এমন কাজ করতে। ভালো থাকবেন।
@paragmaity26824 жыл бұрын
Are aktu details chi room gulo ke ke takto miner ta opore are aktu details chi..
@shahidulalam34104 жыл бұрын
ধন্যবাদ সুমন ভাই।আপনার কাজ নিয়ে গর্ব হয়।ভাল এবং সুস্থ থাকুন।
@Khamoshiekdrd37664 жыл бұрын
@@SalahuddinSumon wow superb awesome excellent amazing vdo bro mai dua krungi aap aise prachin kaal ki sampotri ko KZbin channel k madhyam se duniya k samne aur v lane me kamiyab ho aur Allah apko kamiyabi ataa farmaye Ameen
@ক্ষণিকেরআলো4 жыл бұрын
@@SalahuddinSumon Vai apnake sirajgonj roade hatikumrul modire video korar jone onek bar text korci kinto ans Dan nai Amer phn number 01757004877..Vai Amer kase pic ase dakte paren
@Soumyadeep_104 жыл бұрын
দাদা আপনার উপস্থাপনা ভিডিওগ্রাফি আর ঐতিহাসিক বর্ননা সত্যিই অতুলনীয় । এমন চ্যানেল আমি সত্যি দুই বাংলায় কোথাও দেখিনি যারা এত সুন্দর ভাবে পুরোনো জিনিস নিয়ে ডকুমেন্টারি করে ।।। ভালোবাসা নেবেন --- কলকাতা থেকে ♥️💛
@sushmitamandal56583 жыл бұрын
Manas Bangla dekhen
@Jbandhava4 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপন । কলকাতা থেকে দেখছি । অসংখ্য ধন্যবাদ ।
@rajbulhasan77573 жыл бұрын
দুবলহাটি রাজবাড়ির পুরো ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো। দুঃখের বিষয় এমন একটি মহামূল্যবান সম্পদ আজ বিলীন হয়ে যাচ্ছে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কাছে অনুরোধ তারা যেন এগুলো সংরক্ষন করে।
@mdeliasali46553 жыл бұрын
এটাই সত্যি যে পৃথিবীর কোন দাম নাই মহান আল্লাহ পাকের কাছে। অথচ আমরা সম্পদের পিছনে পাগল হয়েছি।
@Mystery-d4r4 жыл бұрын
উপস্থাপনটা খুবই সুন্দর ছিল , চালিয়ে জান, আর সব সময় সঠিক তথ্য দিবেন এই আশা রাখি.…
@mdjashim6183 жыл бұрын
সত্যি বলতে ভাই প্রাসাদটি দেখে খুব কষ্ট লাগলো একসময় এখানে ছিল কত সরগরম আজ এখানে শুধুই স্মৃতি ,,কালের তলে কত কিছুই তলিয়ে যাচ্ছে, সরকার আরো আগে উদ্যোগ নিলে তাকে টিকিয়ে রাখতে পারতো, ধন্যবাদ আপনাকে।
@somnathgoswami16504 жыл бұрын
জয় ভারত;-দেখে খুব ভালো লাগলো অভিবক্ত ভারতের গৌরবরে দিনগুলো, দেশ ভাগের পর বহু রাজবাড়ি বাংলাদেশে অন্তরভক্ত হোয়েছে, এই ধরনের পৌরানিক স্থাপত্য সরকার পর্যটন শিপ্প হিসাবে গোড়ে তুল্লে অনেক বেকার যুবকদের রুজী রোজগারের ব্যাবস্থা হবে, যেখানে এলাকার ভালো সেখানে রাজ্যের ভালো রাজ্যের ভালো হোলে দেশের ভালো হবে।
@ruckyalam40133 жыл бұрын
আপনার সব বিডিও আমি দেখি, বিডিও গুলো দেখতে সেম ডিস কাবারি চেনেলের মতোন লাভ ইউ ভাইয়া🥰🥰👍👍
@moonashlyn21933 жыл бұрын
আমাদের নওগাঁ শহরকে এভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
@shantomunshi34024 жыл бұрын
আপনার ভিডিওগুলো অতুলনীয়। আশা করি এই চ্যানেল খুব শীঘ্রই 1 M সাবস্ক্রাইবে পরিনত হবে ইনশাআল্লাহ্
@akfamilyentertainment39354 жыл бұрын
বন্ধুরা তোমাদের জন্য সুখবর । যে কেউ আমার চ্যানেলকে সাবসক্রাইব করলে আমি তোমার চ্যানেল সাবসক্রাইব করব ইনশাল্লাহ কথা দিচ্ছি ভাই । সুতরাং আর দেরি কেনো এখনিই আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন আর কমেন্ট করে আমাকে জানান তার পর আমিও আপনার চ্যানেলকে সাবসক্রাইব করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি ভাই ।।।
@rawshanarabithee91144 жыл бұрын
কেমন যেন কষ্ট হচ্ছে মনের ভিতর। জমিদার বাড়িটির সংস্কার / সংরক্ষণ করা কি সরকারের দায়িত্ব ছিলো না?
@rajjakmondal86914 жыл бұрын
Sorkar rajniti niye basto di asob dike kar kheyal thake
@rawshanarabithee91144 жыл бұрын
@@rajjakmondal8691 Ta thik bolechen.
@shyamolsorker64804 жыл бұрын
এটা আমাদের দেশে সম্ভব না
@rawshanarabithee91144 жыл бұрын
@@shyamolsorker6480 সম্ভব না হলে ঐতিহ্য ধরে রাখা যাবে না। শিকর বিহীন একটা, দেশ, জাতিতে পরিনত হবো।
@zareenpromy33544 жыл бұрын
মালিকানা সরকারের হাতে ছেড়ে দেয়নি। জমিদারের রক্তের সম্পর্কের একজন জীবিত আছে।উত্তরাধিকার সূত্রে তিনি মালিক। কিন্তু তিনি এটা সংরক্ষণ করার মতো,বা মেরামত করার মত সামর্থ্য রাখেনা শুনেছি। আবার সরকারকে তিনি দিয়েও দেন নি।
@birajmukherjee74234 жыл бұрын
Love From India.. It is my 2nd time at your KZbin channel.. Bangladeshis are so much love us ..My humble request to the government of Bangladesh please take care of this very old historic palace .. And thanks the channel owner.. We are from the same earth or universe.. Is it not important to us..? Please make yourself to forgot all the pathetic past in between India Bangladesh or Pakistan.. Please think twice we was the same lane.. Then what now...?
@mycatlion4 жыл бұрын
Unfortunately the independence war made our economy fall so low that it took a long time to replenish the worst condition to a breathable situation. Also ours is a small country comparing to India hence improvement will take time. We both have been stung by the ugly politics. Thank you for your kind and good words. At times when I see some Indians and Bangladeshis abusing each other over religion or country matters it disappoints me a lot. Want of unity is less than want of diversion.
@birajmukherjee74234 жыл бұрын
@@mycatlion absolutely.. After all At the past history Bangladesh Pakistan and India was among we said Bharat .. I wish it may be one day the whole situation will be peaceful.. We will live together eat together.. 🙏💐✊🇮🇳
@DrTahan4 жыл бұрын
অনেক সুন্দর হয়েছে। ধারা বর্ননা অসাধারণ। Kepp it up
@raselmolla91784 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ভিডিও টা
@aparnadhar86984 жыл бұрын
Dharun ! Bhai Suman tumar video vision bhalo, God bless you all time
@anupchakraborty70724 жыл бұрын
Great job! Please take initiative so that this can be preserved for our future generations to come.
@mahussain8693 жыл бұрын
Just discovered your channel. I really enjoy the video's content and the quality of your editing. Keep up the good work. Thanks
@jcyjfg29003 жыл бұрын
এই জিনিষ গুলো দেখলে মনের ভিতর কেমন যেন একটা কষ্ট লাগে 😥😥😥 মানুষ কতটা অসভ্য হলে এই সব কিছু চুরি করতে পারে,,,,এগুলো তো আমাদেরই গর্ব, আমাদের ইতিহাস
@হাতেমতাঈ3 жыл бұрын
অসাধারন উপস্থাপনা।আপনার মাধ্যমে অনেক অজানা জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এবং আপনার মিষ্টি কন্ঠের উপস্থাপনার জন্য।
@SMB7044 жыл бұрын
ভাইয়া আপনাকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর জন্য।আপনার এই ভিডিও গুলোর মাধ্যমে আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি।
@rowshanrashmivlog4504 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ নওগাঁর ঐতিহাসিক সব জায়গা দেখাবার জন্য।।।
@MdHabib-mw3xk3 жыл бұрын
Vai eita to. Rajbari Naoga Koi peyechen
@shilalaskar21874 жыл бұрын
Thanks for showing this bro , I was in a different world, kub koshto lageche dekthe it's so heartache to see ek juge ki chilo ar ekon ki ? Memory kills 😢😭
@abdulchakladar34023 жыл бұрын
Good historical episode. We enjoy it. Go ahead. From New york
@shajhanmeia28293 жыл бұрын
অসাধারণ পরিবেশন। ধন্যবাদ।
@Musafirmonmusa3 жыл бұрын
আমরা কয়েকজন জয়পুরহাট থেকে এখানে ঘুরতে গেছিলাম এপ্রিলে, খুবই ভালো লেগেছিল,
@sudiptaits4 жыл бұрын
You are one of my favorite youtuber among the subscribed you tube channels by me. Your way of presentation is awesome. I just say... I love your work. It's very informative. After watching this particular documentary video I getting sad to see how poor conditions of this king palace. Every country's every government should take action to save there ancient or historical creation. Brother I love your work. .... just do this on your way... love from India, West Bengal, Nadia.
@kushwantmandal43724 жыл бұрын
Hi suman I am from India whatever you do that's amazing i try to watch your every vlog you are doing excellent job
@mdjony55424 жыл бұрын
Vaiya amader union e ekta rajbhari ache. Apnake asar onorod roilo.
@kushwantmandal43724 жыл бұрын
@@mdjony5542 yes I will definitely go there afterall my nani is leaving there in Bangladesh
@komelabegum37693 жыл бұрын
Very very thanks apna k ato sundor video dewyar jonno .......to Pearl Mukta.........
@RakibHasan-cy1bo4 жыл бұрын
খুবই সুন্দর মনমুগ্ধকর ভিডিও।
@adnanchowdhury17634 жыл бұрын
Sumon ভাই, "সাবাশ পাগলা, সামনে এগিয়ে যাও..." Best of Luck!
@md.ferojhossain5124 жыл бұрын
প্রত্ন সম্পদের অপূর্ব নিদর্শন এই রাজবাড়ী টি সংরক্ষণের জোর দাবী জানাচ্ছি।
@realtechexpert964 жыл бұрын
ভাই, ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার নিয়ে একটা ভিডিও করেন।
@himadribhattacherjee6741 Жыл бұрын
ধন্যবাদ ভাই আপনাকে। পুরানো সেই দিনের কথা তুলে ধরার জন্য আবারো ভালবাসা। 🎉❤
@tamalkuiry67014 жыл бұрын
অসাধারণ--মন ছুঁয়ে গেল
@namratachatterjeebasu57183 жыл бұрын
Thank you so much for sharing such a wonderful history.... Unbelievable... 🤩 Incredible presentation 🤩🤩🤩🤩👌👌👌👌👌👌👌👌
@mdsabbirahamed17844 жыл бұрын
আমাদের এতো অর্থ সম্পদ, টাকা পয়সা বাড়ি গাড়ী সব পরে রবে। থাকবো না আমরা।
আমাদের ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রতাপপুর রাজবাড়ী নামে ঠিক এই রকমই একটি অনেক বড় রাজ বাড়ি আছে। সময় পেলে ঘুরে আসার আমন্ত্রণ রইল
@payelbarai2794 жыл бұрын
দেশভাগ খুবই দুঃখজনক। দেশে অনেক স্মৃতি থাকে।
@Travelvlogbiplab3 жыл бұрын
অপূর্ব লাগলো আপনার ভিডিও টি,, সত্যি খুব সুন্দর
@debjitrishiart78994 жыл бұрын
অসাধারন ভাইয়া, খুব ভালো লাগলো।
@duttachandan29724 жыл бұрын
Thanks alot, well done 👏
@saymabhuiyanshikha48154 жыл бұрын
উপস্থাপনা অসাধারণ 🎆
@May-Queen044 жыл бұрын
যদি আমার সুযোগ থাকতো, আমি জনাব সুমনকে "বেস্ট এ্যাওয়ার্ড" দিতাম।
@sanjibmondal39694 жыл бұрын
Thanks
@jhumadas20964 жыл бұрын
💕💕💕
@thanoschowdhury1334 жыл бұрын
KZbin a jodi haha react thakto taile ami apnar comment ai haha react ditam 😂😂😂😂😂
@May-Queen044 жыл бұрын
@@thanoschowdhury133 why?
@shuhaghossin79014 жыл бұрын
ঠিক বলেছেন আপু
@nachiketamondal60623 жыл бұрын
Khub valo laglo vai. Tumi je bisay nie charcha karo ta Antarjatik Puraskar paoar jogya. Sudhu tai noy tumi ai aitijhyasali o parityakta bhabangulir sangrakahaner kathao je vabe balo ta prasangsar jogya. Agie jao r valo theko vai. Dhanyabad railo.
@dinabandhubairagi321011 ай бұрын
সুমন ভাইয়ের উপস্থাপনা খুব সুন্দর, ধন্যবাদ।
@nooresiddique89814 жыл бұрын
Wow! অনেক সুন্দর হয়েছে কিন্তু বেশি risk না নেয়াই ভালো মনে করি। আপনার মত ব্লগার এই দেশে অনেক প্রয়োজন।
@subhashsarkar32474 жыл бұрын
কয়েক বছর পর আর কিছুই থাকবে না, খারাপ লাগছে , ধন্যবাদ দাদা, ভারত থেকে।