এই গানটা সম্ভবত ওঁর সবচেয়ে underrated গানগুলোর মধ্যে একটি। তোমাকে চাই, প্রতিদিন সূর্য ওঠে, আমাদের জন্য, ইত্যাদি গান সবাই জানেন এবং গানও। এই গানটি কাউকে মেনশন করতে বা গাইতে কখনো শুনিনি।
@pzaman20085 жыл бұрын
খুব স্পেসিফিক একটা অনুভুতি থেকে গানটা লেখা। সবাই এ রকম অনুভুতির মুখোমুখি হয়না, তাই এতটা জনপ্রিয় না। সুরটা ও গানটা প্রথম থেকেই ভাল লাগত। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে, আমার জীবনের মতই একটা জটিল অনুভূতির মুখোমুখি উনি হয়েছিলেন। গানের প্রতিটি শব্দ ও অনুভুতি আমার রন্ধ্রে রন্ধ্রে সুর তুলছে!!
@nilimaashrafi32903 жыл бұрын
আমার অনেক প্রিয় একটি গান ।।
@হযবরল-প৩খ2 жыл бұрын
এটা আমার বড় প্রিয় একখানা গান
@kamruntanya54082 жыл бұрын
@@pzaman2008 সেদিন ঢাকার লাইভে এ গানটা প্রথম শুনি। সেই সাথে গানের ইতিহাসও। এক নারী তাঁকে কল করে দেখা করতে বলেন। সুমন দেখা করতে যান। নারীটিকে দেখে তিনি মুগ্ধ। আর নারীটি তাঁকে গড় করে প্রনাম করে বসলো। সুমন ওখানেই মারা গেলেন! হাহাহা। তিনি এ গানের সুর নিয়েও বলেছেন। Bizet র Carmen থেকে ইন্সপায়ারড। কারণ, কারম্যান চরিত্রটা ঐ নাটকের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর, কারম্যান চরিত্রের এক যুবককে পাওয়া গেল। সেই যুবক এসেই দেখে এক সুন্দরী মেয়েকে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আর মেয়েটা জিজ্ঞেস করে, ''কী দেখছো তুমি!'' এভাবে কারম্যানকেও মেয়েটা ফিরিয়ে দেয়। আর সুমনের সাথেও প্রায় ওমনই ঘটেছে, ঐ নারী তাঁকে প্রনাম করে বসেছেন। এটি সেই মুহুর্তকে স্মরণ করে লেখা গান।
@pzaman20082 жыл бұрын
@@kamruntanya5408 আফসোস কনসার্টে থাকতে পারিনি😢॥ আপনার কাছে গানটার পিছনের ঘটনা শুনে ভাল লাগল॥ অনেক ধন্যবাদ॥😊
@pzaman20085 жыл бұрын
খুব স্পেসিফিক একটা অনুভুতি থেকে গানটা লেখা। সবাই এ রকম অনুভুতির মুখোমুখি হয়না, তাই গানটা এত জনপ্রিয় না। সুরটা ও গানটা প্রথম থেকেই ভাল লাগত। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে, আমার জীবনের মতই একটা জটিল অনুভূতির মুখোমুখি উনি হয়েছিলেন। গানের প্রতিটি শব্দ ও অনুভুতি আমার রন্ধ্রে রন্ধ্রে সুর তুলছে!!
@anunitade85304 жыл бұрын
এই কে বলেছে গানটা চটপট ঝড় তোলে নি------সব জান্তা ঐ✌😀😀😀💗😀
@pzaman20084 жыл бұрын
@@anunitade8530 😁😁😁
@Roybengal5 жыл бұрын
এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখের তাকিয়ে থাকা ওই'তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা পদ্য টাকে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে সহজ কৌতূহলের অঙ্কন চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে বয়স বলে বাড়ছি দেখো মৃত্যু বলে কাছেই আছি জীবন বলে কোথায় জীবন খেলছি শুধু কানামাছি বুদ্ধি বলে গোছাও কিছু আখের মার্কা মরীচিকা ফুরবে সব চিতার কাঠে এইতো জীবন ধেত্তরি আর ধেত্তরিকা বলতে বলতেই সময় কাটে বিরক্তিহীন বাঁচতে চাওয়ার ইচ্ছে এখন বেগার খাটে বেদম বেহাল ইচ্ছেটাকে চলতে চলতে কুড়িয়ে নিলে সহজ চোখের ছোঁয়ায় তুমি আমার চোখে ফিরিয়ে দিলে এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা ওই'তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা পদ্য টাকে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে সহজ কৌতূহলের অঙ্কন চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে
@manishksingha19875 жыл бұрын
সহজ কৌতূহলের অঙ্ক হবে, অঙ্কন নয় ।
@beautyistruth36613 жыл бұрын
অনেক ভালবাসা....
@Shohag_NA6 жыл бұрын
আহা।কত শুনলে শুনা শেষ হবে।শুনছিই.........
@indiraroysarma1590 Жыл бұрын
অসম্ভব ভালো লাগল !❤️👌
@TanvirMahmudKhanShipu2 жыл бұрын
এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা ওই তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা পদ্যটাতে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে? সহজ কৌতূহলের অঙ্ক চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখে তাকিয়ে থাকা ওই তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা পদ্যটাতে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে? সহজ কৌতূহলের অঙ্ক চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে এক মুহূর্তে ফিরিয়ে দিলে বয়েস বলে, "বাড়ছি দেখো" মৃত্যু বলে, "কাছেই আছি" বয়েস বলে, "বাড়ছি দেখো" মৃত্যু বলে, "কাছেই আছি" জীবন বলে, "কোথায় জীবন? খেলছি শুধু কানামাছি" বুদ্ধি বলে, "গোছাও কিছু আখের মার্কা মরীচিকা" ফুরোবে সব চিতা'র কাঠে এই তো জীবন! দুত্তেরিকা ধ্যাত্তেরি আর দুত্তেরিকা বলতে বলতে সময় কাটে বিরক্তিহীন বাঁচতে চা'বার ইচ্ছে এখন বেগার খাটে বেদম বেহাল ইচ্ছেটাকে চলতে চলতে কুড়িয়ে নিলে সহজ চোখের ছোঁয়ায় তুমি আমার চোখে ফিরিয়ে দিলে এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখের ছোঁয়ায় তুমি ওই তো তোমার চোখেই আমার সদ্য লেখা পদ্য রাখা পদ্যটাতে সুর ছোঁয়ালে গান হবে কি দু'জন মিলে? সহজ কৌতূহলের অঙ্ক চোখের ছোঁয়ায় মিলিয়ে দিলে
@ShahevSen Жыл бұрын
Thanks, great!
@DipankarSen9998 жыл бұрын
Love the meaning of the song, not just the composition!
@indianunicorn016 жыл бұрын
Eta Sumon sir er 'one of the best' lyrics.. khub sukhkho anuvuti... Ja dhorte gele serakm lekhoni-shokti thakte hbe
@pratimaaich23274 жыл бұрын
দারুণ লাগলো.. অনেক কিছু ভাবায়
@datalicious435 жыл бұрын
Amar beche thakar khuti.. Tumi Sumon
@Light_Camera_Action_Suman7 жыл бұрын
ai gane hariye onek dure chole jai bujhteo parina... osadharon
@sopranovocals10 жыл бұрын
This song is inspired from a very old Western classical composition on the English flute and clarinet. Only the first two lines are copied. Rest all are original. Can't recall the name of the composer now.
@minkodgster6 жыл бұрын
Carmen. One of the most celebrated operas by Georges Bizet.
@saptarshifordesign5 жыл бұрын
@@minkodgster Carmen er kon jaega-ta ektu deben kindy? Amar musical akkhomota- thik bujhte parchhi na.
@protyush185 жыл бұрын
Yes, Kabir Suman acknowledged it.
@romanaalam66169 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@PARHA197311 жыл бұрын
Just Perfect
@drishtisen64923 жыл бұрын
❤️
@sumadrichowdhury66202 жыл бұрын
Bizet র Carmen থেকে সুরটা চুরি করে নিলো।
@kamruntanya54082 жыл бұрын
চুরি কেন বলছেন? সুমন তো নিজেই স্বীকার করছেন।
@nitashadas3402 жыл бұрын
সুমনের মতো নিজের গান নিয়ে কাটাছেঁড়া করে সেই বিশ্লেষণ শ্রোতাদের সামনে তুলে ধরতে খুব কমজনকেই দেখেছি, বলা যায় সেভাবে আর কাউকে বলতে দেখিইনি বা শুনিইনি। সেই বিশ্লেষণের প্রতিটা ছত্রে গানের কোন অংশ কোথা থেকে অনুপ্রেরণা নিয়ে (সচেতন ভাবে বা অবচেতনে জমা স্মৃতির নিরিখে) তৈরি, তা বলা থাকে। যে কোনও গানের ক্ষেত্রেই সেটা স্বাভাবিক বোধহয়, সেটাকে চুরি বলা যায় না। আর যেখানে এতো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং ঋণ স্বীকার থাকে প্রয়োজন না থাকলেও শুধুমাত্র শ্রোতাদের বোঝানোর জন্য তাকে তো নয়ই।