কলার খোসাকে দুভাবে গাছের ব্যবহার করা যায়, প্রথমত খোসা গুলোকে শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে এক চামচ করে টবে দিতে পারবেন। দ্বিতীয়ত কলার খোসাকে শুকিয়ে নিয়ে এক গ্লাস জলে ডুবিয়ে রেখে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর ওই জলটা টবের গাছে প্রয়োগ করতে পারবেন।
@belamitra5144 Жыл бұрын
Kato din antar debo
@shipradas4266 Жыл бұрын
আলো বাতাস নাই বারান্দায়। এই গাছ হবে???
@PikasGardening Жыл бұрын
গাছ হবে তবে ভালো ফুল পাবেন না।
@KrishnaMajumder-er9tm Жыл бұрын
এখন কি গাছ ছাটাই করা যাবে? আমি মাঝে মাঝে ছাটাই করি। মাঝে মাঝে ফুল হচ্ছে
@PikasGardening Жыл бұрын
Bushy করতে চাইলে মাঝে মাঝে হালকা কাঁটাই ছাঁটাই করবেন।
@sumitabiswas4233 Жыл бұрын
Thanks
@amrabangali119111 ай бұрын
লাল, হলুদ পিঙ্ক কালারের অ
@PikasGardening11 ай бұрын
কি জানতে চাইছেন সেটা আগে সম্পূর্ণভাবে লিখুন আপনার কথা অসমাপ্ত আছে।
@b.kdutta76269 ай бұрын
Ei position halo.
@prabhatgoopta7267 Жыл бұрын
এখানে কি একটা গাছ লাগানো আছে?নাকি কয়েকটা লাগানো আছে।
@PikasGardening Жыл бұрын
Ekta
@NilaChowdhuryAkhi5 ай бұрын
আমি বীজ রোপণ করেছি কিন্তু চার হয়নি
@PikasGardening5 ай бұрын
আবার চেষ্টা করুন অবশ্যই হবে
@NilaChowdhuryAkhi5 ай бұрын
@@PikasGardening যে কোনো মাটিতে হবে??
@PikasGardening5 ай бұрын
@@NilaChowdhuryAkhi ha
@NilaChowdhuryAkhi5 ай бұрын
@@PikasGardening ধন্যবাদ
@pampaganguly8290 Жыл бұрын
গাছের পাতায় কালো ছত্রাক এসে যাচ্ছে, কী করতে হবে, একটু জানাবেন।