Рет қаралды 362
সংগীতশিল্পী অন্বেষা দত্ত গুপ্ত এই প্রথম অভিনয়ে। গান গাওয়া ছাড়াও কখনও কখনও তাকে আমরা সংগীত পরিচালকের ভূমিকাতেও দেখেছি। এবার বায়োসিনে প্রযোজিত 'হামসাজ - দ্য মিউজিক্যাল' ছবিতে তাকে দেখা যাবে নায়িকার ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় মডেল মহম্মদ ইকবাল। তারও প্রথম ছবি এটি।
মুক্তি পেল সিনেমার ট্রেলার এবং মিউজিক। অন্বেষা, ইকবাল, ছবির পরিচালক সৌমজিৎ গাঙ্গুলী, ছবির টিম সহ উপস্থিত ছিলেন অন্বেষার গুরুজি জয়ন্ত সরকার, দেবাশিস কুমার, দেবলীনা কুমার, সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য, দেবজ্যোতি মিশ্র, পণ্ডিত তন্ময় বোস, মনোময় ভট্টাচার্য, জয় সরকার প্রমুখ।
#beautiful #love #actor #entertainment #exclusive #tranding #celebrity #movies #films #tollywoodactor #beautiful #interview #tollywoodnews #movienews #filmindustry #music #musician #singer #song #trailer #launch