Рет қаралды 310,111
সিলেটের গরম মাজার / হজরত শাহপরান (রহঃ) এর দরগাহ / মানুষ এখনো ভয়ে কুঁকড়ে থাকে
সিলেটে আমাদের একজন সঙ্গী ছিলেন, তার নাম রিয়াজ, পেশায় সে একজন সিএনজি চালক, তার সাথে সম্পর্ক এতটাই ভালো হয়েছিলো যে আমি যেদিন চলে আসবো সেদিন বৃষ্টির মধ্যে নিজের সিএনজি বের না করে আরেকটা সিএনজি ভাড়া করে নিয়ে এসেছে, আমাদের পথে খাওয়ার জন্য তার বাসা থেকে সিলেটের নুনগড়া পিঠা বানিয়ে এনেছে। যাওয়া সময় তার চোখ ছলছল করছিল, বললো "ভাই যতদিন বেচে থাকবো, আপনার কথা মনে রাখবো।" রিয়াজের জন্য আমি আবার সিলেট যাবো আল্লাহ পাক যদি চায়। তো আসল কথায় আসি, সিলেট আমাকে চিনিয়েছে রিয়াজ, খুব ভালো মনের একজন মানুষ। আপনারা চাইলে সিলেট গিয়ে রিয়াজে সাথে নিয়ে ঘুরতে পারেন। রিয়াজে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি 01789184792.