Рет қаралды 3,065
Concert@Hatirjheel | HASAN | ARK BAND
তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখো
দুঃখ দিতে চেয়েছো কৌশলে
অভিনয়ে মেতেছিলে আহা
তুমি ভেবেছিলে পড়বো ভেঙ্গে
আমি এক কথাতেই চূর্ণ হয়ে যাবো
সেই থেকে হায় এখনো আমি একা
এতদিন পরেও প্রশ্ন জাগে
শুধুই কি হেরেছি আমি
হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায়
একটুও কি হারোনি তুমি
এখনো রাত কাটে তোমারই প্রতীক্ষায়
এখনো স্বপ্ন মনে নতুনের বারতায়
একা আমি একা জীবন মরুভূমি
এতদিন পরেও প্রশ্ন জাগে
শুধুই কি হেরেছি আমি
হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায়
একটুও কি হারোনি তুমি
আবেগে আপ্লুত এ নিশীত হৃদয়
কাঁদে নির্জনে তবুও থাকে কিছু সংশয়
একা আমি একা জীবন মরুভূমি
এতদিন পরেও প্রশ্ন জাগে
শুধুই কি হেরেছি আমি
হৃদয় ভাঙ্গার সেই নিপুন খেলায়
একটুও কি হারোনি তুমি
#viralvedio #concert #hasan #proshno
#youtuber #youtubevideo