ভিডিও তে একটা ব্যাপার উল্লেখ করা হয়নি। মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে আগে শর্ট সিলেবাস শেষ করবে, তারপর যদি সময় থাকে তবেই এইচএসসির আগে ফুল সিলেবাস পড়বে। অন্যথায় দরকার নেই।
@Rjjjjjjjjjjjjjjjjjj4 ай бұрын
Edai ki official noman vaiyar youtube vaiyar class korsi royal rajshahi branch e darun porai
@samira_sultana_435810 ай бұрын
ভাইয়া যদি DU তে Pharmacy তে পড়ার ইচ্ছা থাকে তাহলে কী varsity এর preparation নিলেই হবে নাকি engineering preparation নিতে হবে ? অনেকে বলেন যে DU তে ভালো position এ chance পেতে নাকি engineering preparation নিতে হয় । Is it true ?
@medhuntersedu10 ай бұрын
Varsity preparation is enough.. কিন্তু তোমাকে বুঝে শুনে আগাতে হবে। Varsity preparation যথেষ্ট কঠিন কিন্তু অনেক সেইফ। অনেক অপশন এইটার। তবে DU তে ভালো করার জন্য পড়তে হয় অনেক, বিশেষ করে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার অভ্যাস গড়ে তুলতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভালো করে ঠিকাছে, তবে তারাও ভার্সিটি প্রশ্নব্যাংক ভালো মতোন সলভ করে বলেই ভালো করে। শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিয়েও ভালো করা সম্ভব