কুমিল্লা বাসি ধন্য হয়ে গেল, এমন একজন আলেম কে পেয়ে, আল্লাহ তায়ালা যেন প্রিয় হুজুর কে দীর্ঘ নেক হায়াত দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@norealamasrafi45342 жыл бұрын
মাশাল্লাহ মনোমুগ্ধকর আলোচনা দোয়া করি আল্লাহ যেন আপনার ইলমে আমলে বরকত দান করেন আমিন
@AbuTaher-hu5ig Жыл бұрын
প্রত্যেক জুমা হুজুরের বরকতে চিন্তা মুক্ত হয়ে যায়।
@hosainahmad83432 жыл бұрын
মাশাআল্লাহ আল্লাহ শায়েখ শায়েখ কে নেক হায়াত দান করুন আমীন।।
@hmhumayun22594 ай бұрын
100 উঠ 100 দুম্বা কাহিনী কতটুকু সত্য
@mostofakamal-jc4ou2 жыл бұрын
মাশা আল্লাহ,,, অসাধারণ আলোচনা, জাজাকাল্লাহ
@yasinhaydersk51872 жыл бұрын
মাশা-আল্লাহ চমৎকার আলোচনা প্রিয়
@mdhabibullah3459 Жыл бұрын
মাশাল্লাহ জাজাকাল্লাহ
@sadmanovi99562 жыл бұрын
হুজুরের কথা গুলো শুনতে খুব ভালো লাগে খুব মিষ্টি করে বুঝিয়ে বলেন মাশাআল্লাহ আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন আমীন 🤲
@mdrased295 Жыл бұрын
মাশা-আল্লাহ অপুর্ব সুন্দর
@hafejmaulanaabuishuqoffici14592 жыл бұрын
আলহামদুলিল্লাহ 💘খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা. আল্লাহ তুমি সকলকেই আমল করার তাওফীক দিন.আমিন💞💞💞💞💞💞
@mdmijanurrahaman25092 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভালো লাগে হুজুরের বয়ান
@nabirulislam9384 жыл бұрын
খুব সুন্দর বায়ান
@mostboishakhiakter9492 жыл бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
@TawhidiMedia-sh6rn3 жыл бұрын
আমি হুজুরে বয়ান নিয়মিত শুনি
@mdzahidul14542 жыл бұрын
আলহামদুলিল্লাহ আমি ও
@asadahemd1533 Жыл бұрын
মাশাআল্লাহ
@নিয়ামাহমিডিয়াNiyamahmedia2 жыл бұрын
মাশা আল্লাহ চমৎকার আলোচনা
@amzadhossainjihadi-ox2in Жыл бұрын
মাশাআল্লাহ মনোমুগ্ধকর আলোচনা
@mahdihusainkhan71785 ай бұрын
মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম 💖💖💖
@mdnurzzaman32662 жыл бұрын
মাশা আল্লাহ মাশা আল্লাহ
@muktirdisharimidia3505 ай бұрын
আল্লাহ তাআলা সকলের ঘরে ঘরে এরকম সন্তান দান করুন আমীন
Al-Hajj ২২:৩৪ وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَٰمِۗ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَلَهُۥٓ أَسْلِمُوا۟ۗ وَبَشِّرِ ٱلْمُخْبِتِينَ Bengali - Fozlur Rahman আর প্রত্যেক জাতির জন্য আমি একটি ইবাদত-পদ্ধতি (অথবা কোরবানির বিধান) ঠিক করে দিয়েছি; যেন আল্লাহ তাদেরকে যেসব চতুষ্পদ জন্তু দান করেছেন তাদের ওপর (তাদেরকে জবাইকালে) তারা আল্লাহর নাম উচ্চারণ করে; কেননা তোমাদের উপাস্যই তো একমাত্র উপাস্য, অতএব, তোমরা তাঁর কাছে আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ীদেরকে সুসংবাদ দাও; Bengali - Muhiuddin Khan আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানী নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুস্পদ জন্তু যবেহ কারার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ সুতরাং তাঁরই আজ্ঞাধীন থাক এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও; Bengali - Tafsir Abu Bakr Zakaria আর আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য ‘মানসাক’ [১] এর নিয়ম করে দিয়েছি; যাতে তিনি তাদেরকে জীবনোপকরণস্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন, সেসবের উপর তারা আল্লাহ্র নাম উচ্চারণ করে [২]। তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই তাঁরই কাছে আত্মসমর্পণ কর এবং সুসংবাদ দিন বিনীতদেরকে [৩]। [১] আরবী ভাষায় منسك ও نسك কয়েক অর্থে ব্যবহৃত হয়। যেমন, জন্তু যবেহ করা, হজের ক্রিয়াকর্ম, ঈদের জন্য একত্রিত হওয়া ইত্যাদি। তাফসীরকারক মুজাহিদ রাহেমাহুল্লাহসহ অনেকে এখানে منسك এর অর্থ হাদঈর প্রাণী যবেহ করা নিয়েছেন। তখন আয়াতের অর্থ হবে, এই উম্মতকে হাদঈ যবেহ করার আদেশ দেয়া হয়েছে, তা কোনো নতুন আদেশ নয়, পূর্ববর্তী উম্মতদেরকেও এ ধরনের আদেশ দেয়া হয়েছিল। [ইবন কাসীর] পক্ষান্তরে কাতাদাহ রাহেমাহুল্লাহর মতে আয়াতের অর্থ এই যে, হজের ক্রিয়াকর্ম যেমন এই উম্মতের উপর আরোপ করা হয়েছে, তেমনি পূর্ববর্তী উম্মতদের উপরও হজ ফরয করা হয়েছিল। তখন মক্কার সাথে এটি সুনির্দিষ্ট হবে। হজের জায়গা মক্কা ছাড়া আর কোথাও ছিল না। তখন منسك শব্দের অর্থ হবে হজের স্থান। [কুরতুবী] তবে প্রথম মতটি বেশী বিশুদ্ধ। পরবর্তী আয়াতাংশ এর উপর প্রমাণবাহ। [কুরতুবী; ফাতহুল কাদীর] [২] أنعام বলে উট, গরু, ছাগল, মেষ, দুম্বা ইত্যাদি বোঝানো হয়েছে। এগুলোকে যবেহ করার সময় আল্লাহ্র কথা স্মরণ করার নির্দেশ দেয়া হয়েছে। বরং যবেহ যেন একমাত্র তাঁরই উদ্দেশ্যে হয় সেটার খেয়াল রাখতে বলা হয়েছে। কারণ, তিনিই তো এ রিযিক তাদেরকে দিয়েছেন। [কুরতুবী] এ প্রসংগে গৃহপালিত চতুষ্পদ জন্তুর হালাল হওয়ার কথা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে, হাদঈ বা কুরবানী কেবল চতুষ্পদ জন্তু দ্বারাই সম্ভব। অন্য কিছু দ্বারা সম্ভব নয়। [ফাতহুল কাদীর] [৩] মূলে এসেছে, المخبتين। আরবী ভাষায় خبت শব্দের অর্থ নিম্নভূমি। [ফাতহুল কাদীর] এ কারণে এমন ব্যক্তিকে خبيت বলা হয়, যে নিজেকে হেয় মনে করে। [ফাতহুল কাদীর] এ কারণেই কাতাদাহ ও দাহহাক مخبتين এর অর্থ করেছেন বিনয়ী। মুজাহিদ বলেন, এর অর্থ সন্তুষ্টচিত্ত মানুষ। আমর ইবন আউস বলেন, এমন লোকদেরকে مخبتين বলা হয়, যারা অন্যের উপর যুলুম করে না। কেউ তাদের উপর যুলুম করলে তারা তার প্রতিশোধ নেয় না। সুফিয়ান সাওরী বলেন, যারা সুখে-দুঃখে, স্বাচ্ছন্দ্যে ও অভাব-অনটনে আল্লাহ্র ফায়সালা ও তাকদীরে সন্তুষ্ট থাকে, তারাই مخبتين । [ইবন কাসীর] মূলতঃ কোনো একটিমাত্র শব্দের সাহায্যে এর অন্তরনিহিত অর্থ পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। এর মধ্যে রয়েছে তিনটি অর্থ: অহংকার ও আত্মম্ভরিতা পরিহার করে আল্লাহ্র সামনে অক্ষমতা ও বিনয়াবনত ভাব অবলম্বন করা। তাঁর বন্দেগী ও দাসত্ত্বে একাগ্র ও একনিষ্ঠ হয়ে যাওয়া। তাঁর ফায়সালায় সন্তুষ্ট হওয়া। পরবর্তী আয়াতই এর সবচেয়ে সুন্দর তাফসীর। [ইবন কাসীর] Bengali - Mokhtasar Bangla ৩৪. আমি বিগত প্রত্যেক জাতির জন্য আমার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করার বিধান করে দিয়েছি। যাতে আল্লাহ তা‘আলা তাদেরকে যে উট, গাভী ও ছাগলের রিযিক দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায়ের জন্য তারা এ কুরবানীগুলো জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। হে মানুষ! তোমাদের সত্য মা’বূদ হলেন এমন এক মা’বূদ যাঁর কোন শরীক নেই। তাই বিনয় ও আনুগত্যের মাধ্যমে একমাত্র তাঁরই অনুগত হও। হে রাসূল! আপনি বিনয়ী ও নিষ্ঠাবানদেরকে সুসংবাদ দিন।