Рет қаралды 1,159
বিশ্বের বেষ্ট প্রফেশনাল সার্টিফিকেশনসমূহের মধ্যে Certified Information Systems Auditor (CISA) এর অবস্থান চতুর্থ এবং ইনফরমেশন সিস্টেমস্ অডিটের ক্ষেত্রে প্রথম। সকল আইটি বেইজড সিস্টেমের ইফেক্টটিভনেস ও ইফিসিয়েন্সি নির্ণয়ের জন্য CISA প্রফেশনালদের প্রয়োজনীয়তা অপরিহার্য। আইটি অডিটের মাধ্যমে প্রতিষ্ঠানের নিমোক্ত বিষয়গুলি সম্পাদন করা সম্ভব হবেঃ
প্রতিষ্ঠানের বিভিন্ন অপারেশন নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা তা নিশ্চত করা
প্রতিষ্ঠানের রেগুলেটরি বডি এবং প্রতিষ্ঠানের ইন্টারনাল পলিসি অনুযায়ী সকল বিভাগ কাজ করছে কিনা তা নির্ণয় করা
আইটি বেইজড সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিষ্ঠানের করণীয় বিষয় সম্পর্কে সহায়তা করা ।
সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নির্ণয় করা।
CISA কোর্সটি যাদের করা উচিতঃ
সিনিয়র ম্যানেজমেন্ট যারা অডিট চার্টার/অডিট এনগেজমেন্ট লেটার ইস্যু করেন।
যারা প্রতিষ্ঠানের অডিট, রিস্ক, বিজনেস প্রসেস, সিস্টেমস নিয়ে কাজ করেন।
অডিটি, যারা অডিটরদের অডিটের কাজে সহায়তা করেন।
যারা নিজেদেরকে প্রতিষ্ঠানের ভাল একটা অবস্থানের নিয়ে যেতে চান।
যারা Next Generation Auditor হিসাবে নিজেকে প্রস্তুত করতে চান।
যারা জব সিকিউর করতে চান।