No video

জীবন যাপন # ফয়সাল আজিজ # Foysal Aziz's Poem

  Рет қаралды 2,418

VoiceArt

VoiceArt

3 жыл бұрын

ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
কবিতা : জীবন যাপন ( Poem : Jeebon Japon )
কবি : ফয়সাল আজিজ (Poet : Foysal Aziz)
আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
এই জীবনে একজনকে খুব বুঝেছি
আর কেউ নয়
আমার সাথী
চড়ুই পাখি।
ঘুলঘুলিটার মধ্য থেকে যেই ভেঙ্গেছে
অমনি ওটার চোখ পড়েছে
বাঁশের পাতা
ঘাসের ডগা
খড়কুটা
বাড়িটাকে ও বানিয়েছে বেশ।
ঘরের পাশেই ছাতিম গাছ
অন্ধকার,
স্যাঁত স্যাঁতে ভাব
তবুও ওটা বাসা বেঁধেছে
ভালোই আছে।
অন্ন জলের কষ্টটি নেই
পরের ঘরে যেমনটি হয়
আমার মতই।
আমার মত?
ভুল হল খুব
আমার পায়ে শিকল পরা
ওর ডানাটি আকাশ জোড়া
মস্ত বড়
দূরে উড়ে যায়
আমি থাকি বন্দিশালায়
একই সাথে
একই বাসায়
দুজনে থাকি
একজন আমি মানুষ নাকি!
আর একজন সেই চড়ুই পাখি।
সাথীটা ওর কোথায় গেছে জানি না কখন,
হয়ত হবে অনেক আগে
তবুও ওটা ওই বাসাতে একাই থাকে
যন্ত্রনা পায়?
আমি বুঝি না।
মাঝে মাঝে ও ম্লান হয়ে যায়।
কষ্ট আছে?
আমি জানি না।
অতটুকু ওই চড়ুই পাখি কষ্ট বোঝে?
কক্ষনো না।
এই টা বুঝি
আকাশকে ওর ভালোই লাগে
যাওয়ার সময় আমাকে ডাকে
আমি পারি না।
পাগল নাকি?
আমার পায়ে শিকল বাঁধা
তাও বোঝে না
আবার ডাকে
সঙ্গী খোঁজে।
কষ্ট নাকি ভাগ করা যায়
ভাগ করলে কষ্ট কমে
আমি মানি না।
মেঘের নাকি কষ্ট আছে
মাঝে মধ্যে মেঘও কাঁদে
তাই ও মেঘের কাছেই থাকে।
বাজে কথা
মানুষ নাকি?
মেঘের আবার কষ্ট কিসের ?
হৃদয় প্রেম
কাউকে কি মেঘ ভালবাসে?
বাসবে কেন?
মেঘের আবার ভালবাসা
মস্ত বড় বাজে কথা
ও মানে না
কিচির মিচির যুদ্ধ করে।
মাঝে মধ্যে সাধও জাগে আমার মনে
অন্তরীক্ষে ডানা ছড়াব
নীল আকাশে হারিয়ে যাব
আকাশ নাকি মস্ত বড়
অনায়াসেই থাকতে দেবে
ভয় পেয়ে যাই
আর পারি না
শেষে যদি তাও পেয়ে যাই।
এমন হবে?
কক্ষনো না।
পাখির ডানা কোথায় পাব?
আমি যাদুকর?
কোনদিনও না।
উড়তে পারি?
ভাববই না।
পায়ে আমার শিকল বাঁধা।
রোজ ভেরে ওটা চেঁচিয়ে ওঠে।
আকাশ দেখ।
আগের আমি এখন যেমন
তফাৎটি নেই
একই রকম।
চেঁচিয়ে বলে, বাঁচতে শেখ।
আমি থাকি ভাবলেশহীন
আগের মতই
প্রথম যেমন।
প্রথম যেমন?
ভুল হল ফের।
প্রথম আমি এমন ছিলাম?
কি জানি ছাই।
বৃষ্টি হলে কষ্ট পেতাম?
তাও মনে নাই।
সবুজ দেখে তুষ্ট হতাম?
হয়তো হবে।
এখন আমি যন্ত্রদানব
মানুষ নাকি?
ছিলাম আমি?
হবো হয়তো।
আমার পায়ে শিকল বাঁধা
বুঝতে পারি
কিসের শিকল তা জানি না
দরকার নেই
এই আমি আর খারাপতো নেই
ভালোই আছি
সকাল দুপুর খাচ্ছি দাচ্ছি
ঘুম পাড়ছি
ভালোই আছি।
আলো দেখে লাভ কী বল?
অন্ধকারই ঢের ভাল ভাই।
চড়-ই পাখি খুব রেগে যায়
দম্ভ করে সুখে আছে
থাকলেও কি
আমার তাতে লাভ ক্ষতি নাই।
একদিন খুব সকাল বেলা
চড়ুই পাখি ডাকল আমায়
বাইরে বসে বাঁচতে শেখ।
বাঁচতে হরে বাইলে কেন?
বাইরে আবার জীবন নাকি?
ঘরের মাঝে আমি থাকি
অন্ধকারে!
এও কি জীবন?
কিসের জীবন!
নোংরা পঁচা স্যাঁতস্যাতে ভাব
কী করে হয় জীবন যাপন?
খারাপ লাগে।
আমার আবার জীবন যাপন?
জীবন ধারণ এইতো অনেক!
জীবন যাপন বিশাল ব্যাপার।
পায়ে আমার শিকল বাঁধা।
জীবন যাপন?
ভয় করে খুব
শেষে জীবনই হারাই।
মিথ্যে এসব।
স্বপ্ন নাকি?
অসহ্য সব
ভাল্লাগেনা
এর চেয়ে ঢের মৃত্যু ভাল।
কোথায় আছি?
জীবন নাকি?
একে আবার জীবন বলে!
জীবন হবে মুক্ত স্বাধীন
যখন খুশি বাইরে যাব
আকাশ দেখে খুব হাসব
আমার মাঝে আমি থাকব
আর পারি না কল্পনাতে।
আমার পায়ে শিকল বাঁধা।
কিসের শিকল?
তা জানি না।
চড়ুই পাখি ঢের ভাল ভাই
আমার চেয়ে
এবার মানি
জীবন যাপন ভালই বোঝে।
জীবন ধারণে আমার কাছে
জীবন আমার ক’দিন আছে?
কে জানে ভাই?
বেরিয়ে গেলে কেমন হবে?
হয়তো ভালোই!
সেই আশাতেই
দিন কেটে যায়
আগের মতই।

Пікірлер: 13
@princemahmudjuwel7003
@princemahmudjuwel7003 3 жыл бұрын
বেশ লিখেছেন প্রিয় ভাই বরাবর মুগ্ধ হয় আপনার আবৃত্তি শুনে,ভেতরের আত্মা টা জেগে উঠে স-প্রাণে। ভালোবাসা জানবেন ভাই 🌹🌹
@freedommonir3683
@freedommonir3683 2 жыл бұрын
Jemon voice tamon apnar lekha foysal vai👌👌👌👌👌👌
@shamim9890
@shamim9890 3 жыл бұрын
খুবই সুন্দর কবিতা
@khairulislamshakil7939
@khairulislamshakil7939 3 жыл бұрын
Sundhor abriti
@ahsanullahhasan6864
@ahsanullahhasan6864 Жыл бұрын
দীর্ঘায়ু কামনা সহ রক্তিম শুভেচ্ছা
@user-lv2pj6tj6t
@user-lv2pj6tj6t 5 ай бұрын
Sir Aziz ❤❤❤❤
@TahabubAlam
@TahabubAlam 3 жыл бұрын
বেশ ভালো লিখেছেনএবং বেশ সুন্দর আবৃ্ত্তি করেছেন! আপনাকে অনেক ধন্যবাদ !🌷🌻🌼🌺🌹
@kmsohel1
@kmsohel1 2 жыл бұрын
অসাধারণ
@jabirabdullah1260
@jabirabdullah1260 Жыл бұрын
নীল আকাশে উড়তে চাই 😍
@shaheedulislam9902
@shaheedulislam9902 2 жыл бұрын
আবৃত্তিকার হিসেবে আমাদের প্রিয় শিল্পী ফয়সাল আজিজ যেমন অনন্য এবং প্রোজ্জ্বল একটি নাম , ঠিক তেমনি কবি রূপেও, নিঃসন্দেহে। বর্তমান বিপর্যস্ত এই পৃথিবীতে সাহিত্যের জগতে যে মরুদশা, হতাশা আর হতাশা, তাঁর অরচিত-স্বরচিত আবৃত্তি শুনলে মনে হয় যেন আসছে আবার সবুজের শুভদিন! তাঁর হৃদয় নিংড়ানো আবৃত্তি এরই পূত পূর্বাভাস দিচ্ছে। প্রিয় কবি ও শিল্পী- কে আমার হৃদয়েরগভীরতম প্রদেশের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা রইলো। মহান আল্লাহ তাঁকে গ্রহণ করুন।
@FoysalAziz
@FoysalAziz 2 жыл бұрын
ধন্যবাদ
@sajidurrahman372
@sajidurrahman372 2 жыл бұрын
ভাইয়া আপনার আবৃত্তি গুলো আমার অনেক ভালো লাগে। আমি আপনার সাথে কথা বলতে চায় ভাই। কিভাবে বলব
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,2 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН