Рет қаралды 3,009
#jajahatu #puruliatourism #weekendtrip
জাজাহাতু চারপাশে পাহাড় ঘেরা নির্জন, নিরালা এক আদিবাসী গ্রাম। যাঁদের আদিবাসীদের জীবনযাত্রা টানে তাঁদের খুব ভাল লাগবে এই জাজাহাতু। এই গ্রামে হেঁটে হেঁটেই ঘুরে ফেলা যায় অনেক জায়গা। সিন্দ্রালিয়া, জারিয়া, কীর্তনীয়া টিলা। কাছেই রয়েছে লায়েক জলাধার। আবার জাজাহাতু থেকে মাত্র ১২ কিলোমিটার দূরেই রয়েছে কুকি গ্রাম। সেখানে রয়েছে কুকি ড্যাম। জাজাহাতু থেকে মুড়ুভাসা জলাধারের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। পুরুলিয়ায় প্রান্তিক শহর ঝালদা থেকে মাত্রা ১৫ কিলোমিটার দূরে এই জাজাহাতু গ্রাম। নামটা অনেকেরই অদ্ভুত মনে হবে। স্থানীয় ভাষায় জাজা শব্দের অর্থ হল তেঁতুল আর হাতু শব্দের অর্থ হল বসতি। দুয়ে মিলে জাজাহাতু। এই এলাকায় নাকি অনেক তেঁতুল গাছ ছিল এখনও দেখা যায় অনেক তেঁতুল গাছ। সেকারণে এই নামকরণ হয়েছে গ্রামটির। বসন্তের আরও রঙিন হয়ে ওঠে পাহাড়ের কোলে লালিত জাজাহাতু। চারিদিকে কেবল রঙের ছড়াছড়ি। শাল, শিমুল পলাশের আভায় লাল হয়ে ওঠে রাস্তাঘাট।
কাছের রেল স্টেশন ঝালদা হলেও সব ট্রেন থামেনা সেখানে। সুবিধাজনক হল ২৬ কিলোমিটার দুরের মুরি জংশন ।
থাকার জন্য এখনও পর্যন্ত একটাই জায়গা - জাজাহাতু বন পাহাড়ি ইকো স্টে ( ফোন নাম্বার : 9331845220, 9830485834)
মাথাপিছু থাকা-খাওয়ার খরচ ১৩৫০/- (ঘর আর সুইস টেন্ট
Jajahatu is a secluded tribal village surrounded by mountains. Those who are interested in the way of life of the tribal people will like this jajahatu. Many places can be explored on foot in this village. sindralia , Jharia, Kirtnia Tila. Laek reservoir is nearby. Kuki village is only 12 km away from Jajahatu. Kuki Dam is there.
The distance from Jajahatu to Muruvasa Reservoir is only 5 km. Jajahatu village is 15 km away from the town Jhalda town in Purulia. The name will seem strange to many. In the local language the word jaja means tamarind and hatu means settlement. There were many tamarind trees in this area and many tamarind trees can still be seen. That's why the village got this name.
Spring becomes more colorful at Jajahatu . Just splashes of color all around. The roads turn red with the glow of shawls and shimul palash.
Although the nearest railway station is Jhalda, not all trains stop there. Muri Junction, 26 km away, is convenient.
Only one place to stay so far - Jajahatu Bon Pahari Eco Stay ( Phone No : 9331845220, 9830485834) . Per head charge for Food and lodging is 1350/(in the Cottage Room and swiss tent) and 1250/- (Dormitory Tent for 6 people) as on March 2023
to book train ticket : www.irctc.co.in/