সত্যিই মুগ্ধ হলাম।সুফি মিজান একজন সার্থক বাবা।প্রত্যেকটি সন্তানকে ই মানুষ করতে পেরেছেন। পি এইচ পি ফ্যামিলির জন্য শুভকামনা। আল্লাহ সকল খেদমতকে কবুল করুন।আমিন।
@juthikabarua35992 жыл бұрын
অসাধারণ ভালো লাগলো সুফি মিজান সাহেবের গ্রামের বাড়ি মসজিদ ও হেফজখানা এবং পুকুর ও অন্য অনেক কিছু দেখলাম । অনবদ্য পরিবার আপনাকে এবং ওনদের সবাইকে অনেক ধন্যবাদ ।
@AdventureTube212 жыл бұрын
Thank you 😊
@afsanalifestyle78662 жыл бұрын
অসাধারণ ভিডিও আজ, এই ফেমেলিটা দেখলে মনটা জুরিয়ে যায়,কারন যৌথ একটা পরিবার সবার কত মিল মহব্বত ,আজ কাল এমন পরিবার দেখা যায়না ,তাদের প্রতি ভালোবাসা রইল ,সারা জিবন যেন এই ভাবে ভালো কিছো করতে পারে ,
@AdventureTube212 жыл бұрын
Ameen. Thank you dear.
@najiyathrahman5960 Жыл бұрын
Ameen
@marohim9095 Жыл бұрын
সত্যি যোগ্য র্পিতার যোগ্য সন্তান । বাংলাদেশের এত বড় শিল্প প্রতিষ্ঠান এর মালিক হয়েও বিন্দু মাত্র অহংকার নেই । আলহাজ্ব সুফি মিজানুর রহমান সাহেব ইসলাম ও মানবতার সেবক হিসেবে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে । আমি PHP পরিবারের সকল সদস্যদের জন্য মহান আল্লাহর দরবারে সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।
@AdventureTube21 Жыл бұрын
Ameen
@Sami-dz6gz11 ай бұрын
Àà
@amardhaka.b.k95332 жыл бұрын
অনেক দিন পর একটি পরিবারের দেখা পেলাম। চমৎকার । আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি সাংস্কৃতিক বন্ধন । পরিবারের প্রধান বেকতি যদি মোমিন ও ইমানদার না হয় তাহলে এ রকম পরিবার গড়া সম্ভব নয় খুবই ভাল লাগলো
@AdventureTube212 жыл бұрын
🥰
@mahamudulhasan51742 жыл бұрын
অসাধারণ মানুষ সুফি সাহেব , সন্তান গুলোকে সঠিক ভাবে মানুষ করতে পেরেছেন ❤
@AdventureTube212 жыл бұрын
Alhamdulillah
@taninsultana31 Жыл бұрын
@@AdventureTube21 ❤😊
@familyentertainmenttravel72732 жыл бұрын
অসাধারন ভদ্র এবং বিচক্ষারেন একটি পরিবার। এত বড় গ্রুপ পরিচালনা করেন এনারা অথচ কোনো অহংকার নেই, কোনো লোক দেখানো কিছু নেই, কোনো বাজে স্ক্যান্ডাল নেই। দোয়া করি যেনো এনারা সারাজীবন দেশ ও মানুষের সেবা করে যেতে পারেন।
@AdventureTube212 жыл бұрын
Ameen
@khaledraihan35122 жыл бұрын
Maximum dhonirai amon e hoi.Amader moton middle class rai joto noster mul.
@KaneLifestyleBD8 ай бұрын
ওনারা সকলে অসাধারণ মানুষ কথা শুনলে বুঝা যায়
@fatehalam62896 ай бұрын
এই পরিবারের প্রধান এবং তাদের প্রতিষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যম কিছুটা ওয়াকিবহাল। খুব মনোযোগ সহকারে উনাদের ব্যবসা এবং জীবনযাপন সম্পর্কে তথ্য গুলো শুনে থাকি। আল্লাহ এই পরিবারকে আরো অধিক সেবা করার তৌফিক দান করুন।
@MDJewel-iy7gl3 ай бұрын
ওরা অনেক ভালো মনের মানুষ
@MdMasumBillah-mq9sl Жыл бұрын
আলহামদুলিল্লাহ রমজান সম্পর্কে আমি আগের থেকে মোটামুটি অবগত আছি সুফি মিজানুর রহমান বাংলা জিন্দা শাহ জালাল আলহাজ্ব সুফি মিজানুর রহমান বাংলার জিন্দা শাহ জালাল
@azizulhaque16787 ай бұрын
আমি মিজান সাহেবের বাবা আলহাজ্জ দাইমুদ্দিন সাহেবকে খুব কাছ থেকে দেখেছি, খুব খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম। তাঁর গাছের কত ডাব খেয়েছি, উনি খুব অতিথি পরায়ন ছিলেন।
@AdventureTube217 ай бұрын
Thank you 😊
@thaminajahan88306 ай бұрын
Faruk vai onek dhonnobad akjon oshadharon family ke porichoe kore debar jonno ...PHP Family dirghojibi hon....
@AdventureTube216 ай бұрын
Ameen. Thank you.
@poojatrivedi64372 жыл бұрын
পিএসপি পরিবার আমার এতো ভালো লেগেছে কি বলবো । খুব সুন্দর একটা পরিবার ।ভাইজান আজকের এই পুরোটা দেখতে পারলাম না ।খুবই মন খারাপ লাগলো ।আজকের ভিডিও টা দারুণ লাগলো
@AdventureTube212 жыл бұрын
Thank you
@shabuddinshaheen58142 жыл бұрын
ফারুক ভাই আপনাদের এই হাসি খুশি 💖 সুন্দর আয়োজন খুবই ভালো লাগলো,,, সবাই ভালো থাকুন সবসময় দোয়া রইলো 👍 আমিন,,,
@AdventureTube212 жыл бұрын
Ameen
@AbdullahAlMamun-hj7pd Жыл бұрын
মাশাআল্লাহ . সাধারণ মানুষের মতই জীবন ধারন করেন , এতটা সাদা মাটা চিন্তার বাহিরে. আললাহ তুমি সবাইকে নেক হায়াত দান কর ❤️❤️❤️❤️
@sujonsikder941 Жыл бұрын
অসাধারণ একটা পরিবার। দেখে খুবই ভালো লাগলো
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@azimlovlu34762 жыл бұрын
অসাধারণ কথা অসাধারণ বিষয় অসাধারণ সুফি পরিবারের শিক্ষা ও দিক্ষা অসাধারণ অনুষ্ঠান ধন্যবাদ ফারুক ভাই
@AdventureTube212 жыл бұрын
Welcome
@MinhajulislamJewel-kn1yw Жыл бұрын
আমাদের রূপগঞ্জ তথা কাঞ্চনের জীবন্ত কিংবদন্তি সুফি মিজানুর রহমান সাহেব। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন আমিন।
@AdventureTube21 Жыл бұрын
Ameen
@MD_Shahadat_Hossain Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফারুক ভাইকে। কারন আমার অনেক দিনের মনোবাসনা ছিল শ্রদ্ধেয় মিজানুর রহমান সূফি সাহেবের শৈশব কৈশর, বেড়ে ওঠার সময়ের স্মৃতি এবং এপর্যন্ত উঠে আসার গল্প জানার। সূফী সাহেবের অভিভাবক অর্থাৎ বাবা এবং গর্বধারীনি মহান মাতা ও পরবর্তীতে সুফি সাহেবের পুত্রগন যারা বতর্মান PHP পরিবারকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন - তাদের পারিবারিক বন্ধন দৃষ্টিভঙ্গি মানষিকতা এবং তাদের সম্পর্কে আরো একটু বেশি জানার। আজ আমার সেই আশা পূর্ণ হলো। শ্রদ্ধেয় সুফি স্যার ও সহধর্মিনীকে মন থেকে প্রার্থনা এবং ধন্যবাদ - এরকম সুযোগ্য ও সুন্দর মানষিকতা সম্পন্ন সাতভাই চম্পা পরিবারের সৃষ্টি করতে পারার জন্য। বাংলাদেশের প্রতিটি পরিবারের বন্ধন দৃষ্টিভঙ্গি মানষিকতা হোক PHP পরিবারের মতোন - এই প্রার্থনা রইল। বাংলাদেশে অনেক শিল্পপতি পরিবার আছে, কিন্তু PHP পরিবার সবার থেকে আলাদা। এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমার সালাম ও শ্রদ্ধা।
@AdventureTube21 Жыл бұрын
My pleasure bhai. Appreciate your kind words & continuing support. 💕🥰
@md.sekhormiasekhor38242 жыл бұрын
ভাল মানুষ এখনো দোনিয়াতে আছে। আমি এই পরিবারের জন্য দোয়া করি।নরসিংদী থেকে।
@AdventureTube212 жыл бұрын
Ameen. Thank you.
@mmoynulislam36012 жыл бұрын
আংকেল খুব বেশি ভালো লাগলো ধন্যবাদ, আল্লাহর কাছে এই দোয়া করি এরকম দিনদার খোদা বীরু পরোপকারী ব্যবসায়ী সংখ্যা বাংলাদেশে বাড়িয়ে দিন 💚💚💚❤️❤️❤️
@AdventureTube212 жыл бұрын
Ameen. Thank you dear.
@ShakilAnowar8322 жыл бұрын
আমার বাড়ি কাঞ্চনে ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো আমাদের কাঞ্চন, মিজান সাহেব শুধু আমাদের কাঞ্চনেরই না সমগ্র বাংলাদেশের গর্ব
@AdventureTube212 жыл бұрын
🥰
@dewanrakib92602 жыл бұрын
আমি কাঞ্চন পৌরসভা থেকে এই ভিডিওটা দেখছি। আমার বাসা কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আলহাজ্ব সুফি মোঃ মিজানুর রহমান অনেক ভালো মানুষ। তিনি অনেক দান দক্ষিণা করে। বাট এতো বড় ব্যবসায়ী হওয়ার পর ও এলাকার মধ্যে ওনার কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। আমরা কাঞ্চন হিসেবে বলি তিনিজেন এলাকার মধ্যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তার নিজ এলাকায়। এতে করে অনেক মানুষ কর্মস্থান করে জীবন যাপন করতে পারবে সহজ হবে এলাকার মানুষের জন্য।
@AdventureTube212 жыл бұрын
Thank you
@mostafizurrahman59402 жыл бұрын
উনাদের অনেক প্রতিষ্ঠান এক সময় রূপগঞ্জ আড়াইহাজারে ছিল,,,ব্যবসা সেপারেশন কারণে সেগুলো রুকনউদ্দিন মোল্লার ভাগে পরেছে।
@md.abdussobahanmujibashr-iv3jl5 ай бұрын
মা শা আল্লাহ্। আল্লাহ্ পাক সবাইকে দির্ঘজীবী ও সফলতা দান করুন।
@AdventureTube215 ай бұрын
Ameen. Thank you.
@AhTutul-j7o Жыл бұрын
এক কথায় অসাধারণ, মাশাল্লাহ্
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@babulmiah8449 Жыл бұрын
খুবই ভাল লাগল। পিএইচপি পরিবারের প্রতিটা সদস্যের আচরন ব্যবহার ও মন মানসিকতা খুবই ভাল।
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@ArafDiaz2 жыл бұрын
শান্তি প্রিয়, ভদ্র, নম্র,সভ্য প্রিয় সোহেল ভাই।❤️ উনাকে একটা ভালবাসা ও সালাম পৌঁছিয়ে দিয়েন।
@AdventureTube212 жыл бұрын
Thank you 😊
@md.fazlurrahman2226 Жыл бұрын
অসাধারণ একটি উপস্থাপনা। উপস্থাপনা থেকে অনেক কিছু জানলাম।
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@farihatabassum27302 жыл бұрын
Php পরিবারকে সালাম জানাই।সোহেল ভাইয়া চমৎকার করে গুছিয়ে কথা বলেন।আপনার ফ্যান হয়ে গেলাম।বেশি বেশি ভিডিও চাই আপনার।
@AdventureTube212 жыл бұрын
😊
@mohammadharun60456 ай бұрын
আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো
@AdventureTube216 ай бұрын
Thank you
@sufiimam34842 жыл бұрын
কিছু অসাধারণ মানুষ যখন সাধারণ মানুষের সাথে মিলেমিশে এক হয়ে যান,তখন সত্যি খুব ভালো লাগে। মিজান সাহেবের পরিবারের প্রতিটি মানুষ খুব অমায়িক বন্ধুবাৎসল মানুষ।
@AdventureTube212 жыл бұрын
Thank you 😊
@nuruddinprodhan2765 Жыл бұрын
বাংলাদেশে উদাহরণ দেওয়ার মতো একটা শিল্পগোষ্ঠী একটা অাদর্শিক পরিবার।।
@RajuAhmed-ll6ed2 жыл бұрын
সত্যি বলতে, php পরিবার একটি ধন্য পরিবার! সুহেল ভাই খুবই বিনয়ী এবং পৃথিবীর মানুষ এবং আমি নিশ্চিত তার বাকি ভাইবোনরাও একই রকম! সুহেল ভাই খুব ফ্রেন্ডলি! তাদের বাবা-মা নিশ্চয়ই খুব গর্বিত! আল্লাহ তাদের পরিবারকে আশীর্বাদ করুন এবং তাদের দীর্ঘ জীবন দান করুন এবং তাদের সমৃদ্ধ রাখুন যাতে তারা অভাবীদের সাহায্য করতে সক্ষম হবে ইনশাআল্লাহ!
@AdventureTube212 жыл бұрын
Ameen. Many thanks dear.
@rehanaparvinbakul4504 Жыл бұрын
অনেক ভালো লাগলো।। কিযে বলবো ভাষা হারিয়ে ফেলেছি ।। এই অনুষ্ঠানটি দেখতে দেখতে এতোটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি ❤❤❤❤❤
@AdventureTube21 Жыл бұрын
🥰💕
@mdrubelsikder83412 жыл бұрын
পিএসপি পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইল তারা যেন দেশের উন্নয়নের জন্য আর উত্তর উত্তর ভালো কাজ করতে পারে এই দোয়াই কামনা করি🙏🙏🙏🙏
@AdventureTube212 жыл бұрын
Ameen
@rebachowdhury72502 жыл бұрын
ভাইয়া সালাম নিবেন। এই পরিবারটার সাথে আমি একসময় অনেক যুক্ত ছিলম, যখন আমি চট্টগ্রাম ছিলাম। আজ অনেক কথা মনে পড়ছে। খুব ভালো মানুন উনারা। মহসিন ভাইয়ের দেওয়া পি,এইচ,পির একটি ডাইরি আমার কাছে আজো আছে।।তিন মাস পর থাইল্যান্ড থেকে এসে আপনার ভিডিও দেখলাম।। দোয়া করবেন।
@AdventureTube212 жыл бұрын
Walaikum Assalam. আশা করি থাইল্যান্ডে কিছু ভাল সময় পার করেছেন। দোয়া করি ভাল থাকুন। ধন্যবাদ। 🥰
ভাল মানুষ এখনো দোনিয়াতে আছে। আমি এই পরিবারের জন্য দোয়া করি। সিরাজগঞ্জ থেকে দেখেছি
@israilmunshi20492 жыл бұрын
সোহেল ভাইয়ের কথা খুব ভাল লাগছে উনি বললেন " শিকড়ের কথা যেন মনে রাখি' সত্যিই আমরা যেন শিকড় না ভুলে যাই। কাচ্চি বিরিয়ানির রং একদম আসল রং। খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ ফারুক ভাই। দোয়া করবেন আমাদের জন্য।
@AdventureTube212 жыл бұрын
আজকাল ভাল কাচচি কোন দোকানে পাবেন না। রান্না করতে লাগে ৭০০ টাকা প্রতি প্লেট। বিক্রি করতে হবে ২০০০+ টাকারও বেশী দামে। কে কিনে খাবে ভাই? অনেক ধন্যবাদ। দোয়া করি ভাল থাকুন। 😊
আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে শুকুর আদায় করসি বাংলাদেশের ইতিহাসে এরকম সুফি জন্ম লাভ করুক আমিন আমার জানামতে উনার মত সুফি বাংলাদেশের দ্বিতীয় নেই উনাকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে রাসুলকে পাওয়া যাবে উনার পরিবারভুক্ত সমস্ত সদস্য বৃন্দের সুস্বাস্থ্য কামনা করছি আমিন
@AdventureTube219 ай бұрын
Ameen
@rafee32782 жыл бұрын
*Masha-Allah. SMD Hospital* Open for all.! Jazak Allah. *Shukran PHP Family* 💚
@AdventureTube212 жыл бұрын
🥰
@mdhomayunkovershekmdhomayunkov2 жыл бұрын
সত্যিই অসাধারণ 45 মিনিট দেখতে দেখতে কেমনে জানি চলে গেল, আপনাদের সাথে আমার মনে অনেক আনন্দলাভ করলাম মনে হচ্ছে আপনাদের সাথেই আছিএমন একটা হলো
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@imtiajahmed288 Жыл бұрын
আসসালামু আলাইকুম। আমি মুগ্ধ এমন পরিবারকে দেখে।মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ও শকল নর ও নারী কে কবুল করুন।
@AdventureTube21 Жыл бұрын
Walaikum Assalam. Ameen
@bellalkhok6408 Жыл бұрын
আল্লাহ সবাইকে ভালো রাখুন। ওনারা সবাই অসাধারণ।
@muhamedsujan574 Жыл бұрын
আমি শুধু মুগ্ধ হয়ে দেখি যাচ্ছিলাম এত ধনী হওয়া সত্বেও ওনারা এত অমায়িক পুরা ফ্যামিলি এত অমায়িক অনেক কিছু শেখার আছে উনাদের কাছ থেকে
@AdventureTube21 Жыл бұрын
Alhamdulillah
@latifbepary87382 жыл бұрын
পি এস পি পরিবার একটি অসাধারণ পরিবার । অহংকার নেই ,পরোপকারী , সম্মান দিতে জানে নিতে জানে। এদের থেকে আমার মতো সাধারণ মানুষের অনেক শেখার আছে। জেনারেশন সম্পর্কিত আলোচনার সাথে আমি সোহেল ভাইয়ের মতামতে সহমত প্রকাশ করছি। ধন্যবাদ
@AdventureTube212 жыл бұрын
Thank you
@mdfojlushekh287 Жыл бұрын
সুফি মিজানুর রহমান স্যার কে রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন দোয়া রইলো
@AdventureTube21 Жыл бұрын
Ameen
@gmakash6567 Жыл бұрын
শাহ সুফি মিজানুর রহমান। বাংলাদেশে আর একটা পাওয়া যাবেনা। আমি ওনার জন্যে ও ওনার পরিবারের সকলের জন্যে দোয়া কামনা করি পরম করুনাময়ের কাছে।
@shikhamandal41872 жыл бұрын
PHP family asadaran family tader jonno anek best wishes roilo r kavita bhabhi der get togather o anek valo laglo.
@AdventureTube212 жыл бұрын
Thank you
@Mohammad_siraj08 Жыл бұрын
পিএইচপি পরিবারের সবাই অনেক অনেক ভালো মনের মানুষ ❤ এতো সাধারণ জীবনযাপন ❤ আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর ভিডিও বানানোর জন্য❤❤❤ ❤❤❤❤
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@md.abdulmotaleb3453 Жыл бұрын
ফারুক ভাই ধন্যবাদ একটি সুন্দর ব্লগ উপহার দেয়ার জন্য।
@AdventureTube21 Жыл бұрын
My pleasure
@nurulaziz52602 жыл бұрын
যারা ১২০০ কোটি টাকা সরকার কে ট্যাক্স দেয় তারা এত সাধারণ কিভাবে হয়??? পিএইচপি পারিবারের জন্য অনেক দোয়া রইলো।
@AdventureTube212 жыл бұрын
Thank you.
@muhammadhabiburrahman96092 жыл бұрын
এই কারনেই আল্লাহ তাদের কে সব দিক দিয়ে ধনে জনে মানে ভরে দিছে
@md.whiduzzaman Жыл бұрын
😊whidul
@monwarhosen4835 Жыл бұрын
❤❤❤❤❤ভাই ভাই ❤️❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲💙💙💙💚💚
@দেশীবিদেশী-ম৪ঠ Жыл бұрын
Jar Baba cheleder dia mehomaner just cleaning kore Tara to Valoi hove
@afzalhussain3243 Жыл бұрын
Alhamdulilah, Sufi Mizanur Rahman a man who born to human kind & helping human beings, May Allah accept his Genaration to come forever & give him bless and peace to long live, Ameen Jazak Allah
@mohammedhossain81192 жыл бұрын
অনেক কিছু শেখার আছে এই সুন্দর পরিবার থেকে। দোয়া ও শুভকামনা রইল।
@AdventureTube212 жыл бұрын
Thank you
@shahidurrahman21812 жыл бұрын
দাদা ভাই আসসালামু আলাইকুম আমি খোকন চট্টগ্রাম থেকে 🌹সবার জন্য অশেষ ভালবাসা রইলো... ♥️ভালো থাকবেন সবসময়ই খোদা হাফেজ 🇧🇩
@AdventureTube212 жыл бұрын
Walaikum Assalam. ধন্যবাদ ভাই।
@UmmeHabiba-l1z5 ай бұрын
আমার থানার পাশের থানা।খুবই ভালো মানুষ সবাই আপনারা। কথা শুনেই বুঝা যাচ্ছে। সবার জন্য শুভ কামনা। আর আপনার ভিডিও গুলো অনেক আগে থেকেই আমি দেখি, খুবই ভালো লাগে।
@AdventureTube215 ай бұрын
Thank you 😊
@keyachakraborty18862 жыл бұрын
Dada..... kolkata theke bolchi.....Sufi saheb er gram ar tader seba kaj dekhe khub e bhalo laglo.....prarthona kori onader family aro samriddhi pak ar manusher seba y niyojito thakun.....apnio bhalo thakben dada 🥰🥰🙏🏻🙏🏻
@AdventureTube212 жыл бұрын
Ameen. অনেক ধন্যবাদ বোন। দোয়া করি তোমরাও ভাল থাক। 🥰
@tahminaakter71792 жыл бұрын
ভাই আপনার মাধ্যমে P H P Family সাথে পরিচিত হয়ে অনেক কিছু শিখলাম।এই পরিবারটা একটা আদর্শ পরিবার। ভাই আপনাকেও অনেক ধন্যবাদ 💖💖
@AdventureTube212 жыл бұрын
Welcome
@xchangeyt72552 жыл бұрын
আঙ্কেল হেরা আমগো এলাকার মানুষ জাইনা খুবই ভালো লাগতাছে,, এতদিন জানতাম একবারই চট্টগ্রাম, আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে অনেক কিছু জানা যায়, আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুক,
@AdventureTube212 жыл бұрын
আমিন।
@tajudindada40122 жыл бұрын
Thanks very good onak sundor so nice video very nice Allah apnader Valo Korbe Thanks onak onak Dhonnobad
@AdventureTube21 Жыл бұрын
Thank you 😊
@shojibmiha21072 жыл бұрын
ধন্যবাদ আংকেল আমাদের এলাকা যাওয়ার জন্য। এমন সুন্দর ব্লগ করা জন্য 😍😍
@AdventureTube212 жыл бұрын
Welcome
@zakariamitul49452 жыл бұрын
কি অবস্থা সজীব,, কেমন আছো,,,,
@farukfaruk71502 жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার সুফি মিজান সাহেব আমার খুব প্রিয় স্যার আপনাকে রোদেলা বিকালে দাওয়াত কাচ্চি খাওয়ায় জন্য
@AdventureTube212 жыл бұрын
Walaikum Assalam. দাওয়াতের জন্য ধন্যবাদ।
@m.dhumayunkabir8627 Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই। রমদানুল মোবারক। আজকের ব্লগটি ছিল দারুণ। চেরীব্লসম আর আপনি এবং ভাবিকে খুব সুন্দর লাগছিল। দোয়া করি সবসময় ভালো থাকেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
@AdventureTube21 Жыл бұрын
Walaikum Assalam. May Allah bless us all. Thank you 😊
There are many industrialists in Bangladesh but this family is the best among all. All sons of Sufi Mizan Sir are really very generous and kind hearted persons.
@AdventureTube21 Жыл бұрын
Alhamdulillah
@ukbtapadar95462 жыл бұрын
I am from India, out standing family in Bangladesh's p&h family , he is always respect to Rabin dranath & najrul kabi guru, I always remember & respect the family' god bless you & your family, (engineer, UKB Tapadar, )
@AdventureTube212 жыл бұрын
Thank you dear. May Allah bless us all. 🥰
@shorifullislamforhad7145 Жыл бұрын
আপনাদের ফ্যামেলির জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@JahangirAlam-pi6cu Жыл бұрын
অসাধারণ, শুভকামনা রইলো।
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@eusufali3482 Жыл бұрын
অসাধারণ একটি পরিবার। অনেক কিছু শেখার আছে এ পরিবার হতে।
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@shimaroy81502 жыл бұрын
Hi UR friend from Toronto Canada 🇨🇦 now visiting Kolkata. Your vlog was so heart warming and genuine. Sohail Bhai is so articulate in his speech, I just respect his simplicity and honesty when ever he explains anything. I also admire his great sense of humor. Enjoy your visit with your special friend and family.
@AdventureTube212 жыл бұрын
Thank you. Appreciate your kind words & continuing support. 🥰
@abbhai1 Жыл бұрын
PHP family salute sufi mizan Sir❤❤❤
@AdventureTube21 Жыл бұрын
💕
@kamrunnesa51472 жыл бұрын
Akta sarthok poribar, faruk vy apnio sarthok. Hazrot sufi mizan amar prio manus. Jodio uni amake cinen na but ami unake chini jani sonman kori. Allah unake aro dirgho hayat din, amin.
@AdventureTube212 жыл бұрын
Ameen. Thank you.
@mamunmollah16432 жыл бұрын
P H P ফ্যামেলী যে আমাদের রুপগন্জের কান্চনের আগে জানতাম না।আপনার ভিডিওর মাধ্যমে জানলাম।
@AdventureTube212 жыл бұрын
😊
@shamimashamima44722 жыл бұрын
Assalamualikum vai. Khub valo laglo video ti. Enjoy korlam vai.
@AdventureTube212 жыл бұрын
Walaikum Assalam. Thank you Vai.
@mousumeakkas28752 жыл бұрын
Joto e dakse ki bolbo Just Osadharon Love From Dhaka Bangladesh
@AdventureTube212 жыл бұрын
Thank you 🥰
@soabdulmannan4174 Жыл бұрын
Many many thanks your family and friends and group love from India west bengal howrah
@AdventureTube21 Жыл бұрын
Most welcome
@rubaiyarahmanlaboni1904 Жыл бұрын
Dhonno tar sontander jibon,amn pita peyecen tader jibone...
@AdventureTube21 Жыл бұрын
💕
@Shah90cde Жыл бұрын
Thank you Mr.Faruk Bhai Khub bhalo lagse.
@shaheenkhan51742 жыл бұрын
আসসালামু ওয়েলেকুম! ফারুক ভাই! PHP family Mashallah অসাধারন! সত্যিই ভাইয়া আমাদের childhood memories গুলো অতুলনীয়! আমারা digital যুগ দেখছি! আমাদের সহজ সরল ছোটবেলা সেই মধুর স্মৃতি হয়ে থাকবে! কি যে ভাল লাগে আপনার কথা আর ভিডিও গুলো! ভাল থাকবেন! অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল! আল্লাহ হাফেজ!❤
@AdventureTube212 жыл бұрын
Walaikum Assalam. Thank you dear.
@avikchakraborty88102 жыл бұрын
আমরা টিভিতে দেখি বলে সে ভাবে like দিতে পারি না। কিন্তু প্রত্যেকটা ব্লগ দারুন। আর php পরিবার আমার খুব প্রিয় হয়ে গেছে। খুব দেখা করার ইচ্ছা।
@AdventureTube212 жыл бұрын
অনেক ধন্যবাদ। 😊🥰
@TonatunisDiary2 жыл бұрын
আসসালামু আলাইকুম আংকেল। সত্যিই পিএইচপি পরিবারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে ❤️❤️❤️
@AdventureTube212 жыл бұрын
Walaikum Assalam. Thank you.
@engkalamcivilengineer8849 Жыл бұрын
সত্যিই অসাধারণ
@AdventureTube21 Жыл бұрын
Thank you
@md.abdullahalmamun58422 жыл бұрын
আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমার সালাম নিবেন, আপনার জন্য শুভকামনা 💝 খুব শীগ্রই দেখা হবে ইনশাআল্লাহ
@AdventureTube212 жыл бұрын
Walaikum Assalam. Inshallah dear. Thank you.
@md.sekhormiasekhor38242 жыл бұрын
ধন্য বাদ সত্য কথা বলার জন্য।
@AdventureTube212 жыл бұрын
Welcome
@alifazmain66202 жыл бұрын
অসাধারণ ধন্যবাদ আমাদের এলাকায় আসার জন্য
@AdventureTube212 жыл бұрын
Welcome
@nayagarapho-pho20132 жыл бұрын
PHP পরিবারের সবাই অত্যন্ত ভালো মানুষ। আমার গ্রাম উনাদের পাশের ইউনিয়নে। ফারুক ভাইয়ের মাধ্যমে PHP পরিবারের কাছে আবেদন উনাদের নিজ এলাকায় যেন ২/৩ টা কারখানা তৈরি করেন।
@AdventureTube212 жыл бұрын
Thank you
@smanisurrahman84422 жыл бұрын
ধন্যবাদ আপনাকে আমাদেরকে অনেক কিছু জানানোর জন্য,,, আমি জানতাম সুফি মিজান সাহেবের বাড়ি চট্টগ্রামে,,,, কিন্ত আজ জানলাম আপনার মাদ্ধমে যে উনার বাড়ি রুপগঞ্জ, নারায়নগঞ্জে❤️❤️❤️❤️
@AdventureTube212 жыл бұрын
Thank you 😊
@kamalhossain1625 Жыл бұрын
MASAALLAH MASAALLAH MASAALLAH JAJAK ALLAH KHAYER!!!
@RajuAhmed-ll6ed2 жыл бұрын
Mashallah! A well inspired family indeed!
@AdventureTube212 жыл бұрын
Alhamdulillah
@mobarakhussain4362 жыл бұрын
WOW!! May Allah bless them
@AdventureTube212 жыл бұрын
Ameen
@chompa78622 жыл бұрын
আস্সালামু আলাইকুম খুবই ভালো লাগলো একটি ইসলামীক আর্দশ পরিবার
@AdventureTube21 Жыл бұрын
Walaikum Assalam. Thank you dear.
@nupurnupur4484 Жыл бұрын
Onek valo laglo,thanks.
@AdventureTube21 Жыл бұрын
Welcome
@bajitpurupajelabnpkishorganj-57 ай бұрын
সুফি মিজান চাচার জন্য দোয়া রইল আমিন
@AdventureTube217 ай бұрын
🥰
@highway68702 жыл бұрын
রূপগঞ্জের কৃতি সন্তান সুফি মিজানুর রহমান আমাদের মাদ্রাসার সভাপতি সালাম এবং শুভেচ্ছা রইলো
@AdventureTube212 жыл бұрын
🥰
@mdabuhanifzilani Жыл бұрын
মন থেকাই দোয়া আসে আল্লাহ সুন্নীয়তের জন্য হইলেও কিয়ামত পর্যন্ত পিএইচপি গ্রুপ সুফি পরিবারকে আরো বিস্তার করাক।