Рет қаралды 28,083
কাউকে তার দখলীয় জমি থেকে অবৈধভাবে উচ্ছেদ কিংবা দখলচ্যুত করার মাধ্যমে উক্ত জমি দখল করার কথা শুনে থাকি আমরা প্রতিনিয়তই। এমন অবস্থায় এই যাবৎকাল আমরা দেখেছি যে, এমন বেদখল হওয়া ব্যক্তিকে একটা দীর্ঘমেয়াদে আসা-যাওয়া শুরু করতে হয় জজ কোর্ট কিংবা দেওয়ানি আদালতে। বছরের পর বছর ঘুরে শেষপর্যন্ত জমি পুনরুদ্ধার করা গেলেও কিন্তু তার জন্য দায়ী ব্যক্তির কোনো শাস্তি বা দণ্ডের বিধান ছিল না বিদ্যমান কোনো আইনে। অর্থাৎ কেউ যদি কাউকে জোরপূর্বক তার জমি থেকে উচ্ছেদ বা বেদখল করতো তাহলে তার জন্য ফৌজদারি মামলা দায়ের করার কোনো বিধান ছিল না এতদিন। অবশেষে অবসান হয়েছে দীর্ঘ এই অচলাবস্থার, প্রণীত হয়েছে সময়-উপযোগী একটি আইন। আর এই এপিসোডে আমরা আলোচনা করেছি ঠিক এই বিষয়েই। পাশাপাশি আমরা আলোচনা করেছি এমন অপরাধ সংঘটিত হলে কোন আদালতে মামলা দায়ের করতে হবে এবং এই অপরাধের শাস্তি কী?- সে সম্পর্কে। আমরা আশা করি, এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর আপনারা এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে পাবেন একটি স্পষ্ট ধারণা, যার ফলে এই বিষয়ে কেউ কোনো বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলে ঠিক করে নিতে পারবেন আপনার যথাযথ করণীয়, চট্ করেই।
এপিসোডটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #prevention #Punishment #illegalencroachment #legaleducation #lawstudents
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
/ @lawtubebd
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd