Рет қаралды 76,046
#sylhet #জাফলং_জিরো_পয়েন্ট #লালাখাল_সিলেট
একদিনে কিভাবে জাফলং ঘুরে দেখবেন?
মহান সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য়ের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশের চার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য। বাংলাদশে এর সৌন্দর্য অতুলনীয়। বাংলাদেশে মেঘের রাজ্য ক্ষেত সিলেট আপনার মন কেড়ে নিবে তার সৌন্দর্যে। সিলেট কে চায়ের দেশও বলা হয়।সিলেট শহরে রয়েছে অনেক দর্ষণীয় স্থান। সে গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : জাফলং, শীপুর চা বাগান, লালাখাল এবং ডিবির হাওর ইত্যাদি। ডে ট্যুর দেওয়ার জন্য এগুলো একদম পারফেক্ট জায়গা।
আপনারা যদি কম খরচে ঘুরতে চান তা হলে ৫ অথবা ১০ জনের একটা টিম করে ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কমে যাবে ৷ ডে ট্যুর দেওয়ার জন্য আপনাদের প্রথমে ঢাকার সায়দাবাদ অথবা মহাখালী বাস স্টেশন থেকে সিলেটগামী গাড়ি করে সিলেট যেতে পারেন সে ক্ষেত্রে ভাড়া ৬০০-৭০০ নন এসিতে এবং ৮০০-১৩০০ টাকা এসি। ট্রেন দিয়ে গেলে আগে থেকে টিকিট কেটে রাখুন এতে করে ভালো জায়গায় সিট পাবেন। বিমানে যেতে চাইলে ভাড়া ৩০০০-৫০০০ এর মধ্যে হয়ে থাকে টিকেট মূল্য। যদি বাসে যান তা হলে রাতের বাসে যাওয়াই উওম হবে।
সকালে সিলেট পৌছে ফ্রেশ হয়ে নিবেন তারপর সকালের নাস্তা : পানসি,পাচঁ ভাই থেকে খেতে পারেন কম টাকার মধ্যে ভালো খাবার খেতে পারবেন
সকালের নাস্তা শেষ করে একটা সি এন জি অথবা মাইক্রো ভাড়া করে নিবেন।আগেই বলে রাখা ভালো তারা দাম বেশি চাইতে পারে দামাদামি করে নিবেন সি এন জি ভাড়া :১৭০০/২০০০ টাকা নিবে।আর মাইক্রো ভাড়া ২৫০০/৩০০০ নিবে সারাদিন এর জন্য। তারা আপনাদের জাফলং যাওয়ার পথে বিভিন্ন স্থান ঘুরে দেখাবে।
যাওয়ার পথে মেঘালয়ের পাহাড় আপনার মন ভালো করে দিবে।এ যেন এক অপরূপ সৌন্দর্য। যাওয়ার পথে শ্রীপুর চা বাগান দেখতে পারবেন সেখানে নেমে কিছুক্ষণ থাকতে পারেন। শ্রীপুর চা বাগান থেকে মেঘালয় পাহাড় দেখা যায়। খুব ভালো লাগে। শ্রীপুর চা বাগান দেখে আবার রওনা হন জাফলং এর পথে। জাফলং পৌছে দুপুরের খাবার শেষ করুন। ঐখানে তেমন ভালো রেস্টুরেন্ট নেই। খাবার খেয়ে জাফলং এ ঘুরতে বেড়িয়ে পরুন। জাফলং থেকে মেঘালয় এর ডাউকি শহর দেখা যায়। সেখানে থেকে নৌকা করে আগে ঘুরে আসুন মায়বী ঝর্ণা তে নৌকা খরচ ৩০ করে লাগতে পারে তারপর জাফলং জিরো পয়েন্ট । রিসার্ভ নিলে ৫০০/৬০০ টাকা লাগবে।
জাফলং ঘুরে সেখান থেকে চলে যান ডিবির হাওর । তারপর শেষ বিকালটা লালাখাল কাটিয়ে সন্ধ্যার মদ্ধে ফিরে আসুন সিলেট শহরে । সিলেট এসে মাজার ঘুরতে পারেন এবং রাতের খাবার শেষে ১০/১১ টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৫/৬ ঢাকা পৌছে যাবেন।
আমাদের খরচ সমূহঃ
বাস ভাড়াঃ যাওয়া ৮০০ টাকা (এসি), আসা ৭০০ টাকা (নন এসি) - জনপ্রতি
সি এন জি সারাদিনঃ ১৯০০ টাকা/৩ জন = ৬৩৪ টাকা - জনপ্রতি
সকালের নাস্তাঃ ২২০ টাকা / ৩ জন = ৭৪ টাকা - জনপ্রতি
জাফলং নৌকাঃ ৬০০ টাকা / ৩ জন = ২০০ টাকা - জনপ্রতি
দুপুরের খাবারঃ ৬৭০ টাকা / ৩ জন = ২৩৪ টাকা - জনপ্রতি
লালাখাল নৌকাঃ ৬০০ টাকা / ৩ জন = ২০০ টাকা - জনপ্রতি
------------------------------------------------------
মোট খরচঃ ২৮৪২ টাকা (জনপ্রতি)
🔴 Join My FB Page: / proshantodastusher
🔴 Join My FB Group: / 565429413994501
✅ UttaraKhand Tour Series Link:
• Uttarakhand Tourism Vi...
✅ Cox’s Bazar Tour:
• 💥Dhaka to Cox's Bazar ...
✅ AmiaKhum, NafaKhum, Velakhum, Ramakry and Thanchi Tour Series: • Travel Video Trailer |...
✅ Bandarban Tour (BogaLake, keokradong & Debotakhum) Video Link: • কেওক্রাডং অভিযান | Ban...
✅ Sajek Vally Tour Video Link:
• Sajek Valley (4K) | সা...
✅ Sandakphu, Darjeeling & South Sikkim Tour Video Link:
• Time-Lapse (4k) | Sand...
✅ Kerala Tour Playlist:
• 👍কেরালা ভ্রমণ গাইড😍 | ...
✅ Sikkim Tour Video Link:
• ঢাকা টু গ্যাংটক, সিকিম...
✅ Sunamganj & Sreemangal Tour Video link:
• Niladri Lake, Shimul B...
✅ Munlai (Bandarban) Tour playlist Video Link:
• মুনলাই পাড়া | Episode-...
My Gear:
Sony a6400 with 18-50mm kit lens
Sigma 16mm/ F 1.4 lens
DJI Osmo Action Camera
DJI Mavic Air 2 (Drone)
Microphone: BOYA MM1
Microphone: RODE Wireless GO II
Gimbal: ZHIYUN Crane M2s
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright by “Proshanto Das Tusher and Upoma Das”. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
© Proshanto Das Tusher & Upoma Das