আমার কাছে নজরুল সংগীতের শ্রেষ্ঠ শিল্পী সোহরাব হোসেন । আল্লাহ্ উনাকে বেহেস্ত নসিব করুক ।
@goutambakali65916 жыл бұрын
ঈশ্বর প্রদত্ত কন্ঠ। এ রকম কন্ঠ আর হবে বলে আমার মনে হয়না। শিল্পী সোহরাব হোসেনকে জানাই হৃদয় নিঃসৃত শ্রদ্ধাঞ্জলি।
@brajesofficial88404 жыл бұрын
Sir,I offer my hearty congratulations to you for your sweet and enchanting and wonderful voice.W.B India.
@md.mansuralibiswas16457 жыл бұрын
+Engr. shaikh fateh ilahi প্লীজ ভাই, অভিমান করে চলে যাবেন না। নজরুলকে যারা ভালবাসেন তারা আমার আত্মার আত্মীয়। সৌভাগ্য যে, আমাদের ভিডিও আপনার ভালো লেগেছে।দেখেছি, এখন পর্যন্ত আপনি আমাদের ১৩৪টির মতো ভিডিও নিয়েছেন। আপনাকে বলেছি, ভিডিওগুলো আমার সন্তানের মতো, পিতৃ পরিচয় লুপ্ত হওয়ায় খুব কষ্ট পেয়েছি। আপনার পছন্দের ভিডিও like দিয়ে নিয়ে নিতে পারেন। তা না করে এভাবে নিলে আপলোড করার জন্য তৈরি গানগুলো আপলোডের কাজ শেষ হলে নজরুল-সংগীত আপলোড বন্ধ করে দেবো এবং নজরুল ভক্তবৃন্দ সে গানগুলো শুনতে না পাওয়ার জন্য আপনি দায়ি থাকবেন।ভাই, আমি ৩৫ বছর ধরে নজরুল-চর্চা করে যাচ্ছি। কবির প্রতি প্রেম আপনার মতো আমারও। ভিডিওগুলো অপসারন করতে বলছেন ? না ভাই, আমরা অমানুষ নই, এতো নিষ্ঠুর কাজটি করতে পারবো না। আপনার নজরুল-প্রেমে মুগ্ধ হয়ে আমরা একটি প্রস্তাব রাখছি, হয় like দিন, না হয় আপনার নেওয়া আমাদের প্রতিটি ভিডিওর ইমিডিয়েট নীচে ' Md. Mansur Ali Biswas চ্যানেল থেকে গৃহীত' কথাটি লিখে দিন।অনুরোধ, ফিরে আসুন।
@fahimreja27762 жыл бұрын
thans a lot
@md.mansuralibiswas16457 жыл бұрын
+Engr. shaikh fateh ilahi আপনার কাণ্ড দেখে মনঃকষ্টে অশালীন ভাষা ব্যবহার করার জন্য দুঃখিত। প্লীজ বিষয়টি বোঝার চেষ্টা করুন। আপনি নিশয় সন্তানের পিতা, সন্তানকে কেউ ছিনতাই করে পিতৃত্ব দাবি করলে আপনার-আমার কেমন লাগবে ভাবুন। ৩০/৩৫ বছর আগে থেকে বাংলাদেশ ও ভারতের কলকাতা থেকে সংগৃহীত নজরুল-সংগীতগুলো আমার সন্তানতুল্য। সংগ্রহগুলোকে সুরক্ষা ও বিশ্বময় ছড়িয়ে দিতে কয়েক মাস আগে ইউটিউবে আপলোড শুরু করি। তবে আমার বুকের ধনকে অন্যে নিজের সন্তান দাবি করে পিতৃপরিচয় মুছে দেবেন এটা মেনে নিতে পারবো না। মাস দুয়েক আগে এক দুর্বৃত্ত মনোগ্রামহীন আমাদের ভিডিও চুরি করে নিজের চ্যানেলে আপলোড দেয়। আপত্তি তোলায় সেই লোক ২/১ টি ভিডিও বাদে বাকিগুলো মুছে দিয়েছে। ঐ ২/১টিও হয়তো এতদিনে মুছে ফেলেছে। ভিডিও সুরক্ষার জন্য তখন থেকে মনোগ্রাম দেওয়া শুরু করি। এখন দেখছি তাতেও কাজ হচ্ছে না। আপনার ভাষ্য অনুসারে কোনও অডিও-ভিডিওই আপনার নয়। এমতাবস্থায় নজরুল-সংগীতকে এক ফ্রেমে আনার জন্য ঢাল-তরবারিহীন নিধিরাম সরদারের মতো অন্যের ভিডিও দ্বারা যে কাজ করে যাচ্ছেন তাতে সায় দিতে পারছি না। আপনার উদ্দেশ্য সাধনের জন্য অন্যের ভিডিও এনে অনৈতিকভাবে নিজের নামে আপলোড দিতে পারেন না। তবে একটি বিধিসম্মত ও ভদ্র ব্যবস্থা আছে ; আপনি অবশ্যই জানেন, যেকোনো চ্যানেলের ভিডিও like দিলে সেই ভিডিও আপলোডকারীর নামে থেকেই আপনার চ্যানেলে চলে আসবে। এতে আপনার উদ্দেশ্য যেমন পূর্ণ হবে, তেমনি আপলোডকারীর পিতৃপরিচয়ও ঠিক থাকবে। শেষ কথা হলো, আমাদের মনোগ্রামহীন ও মনোগ্রামযুক্ত সকল ভিডিও মুছে দিয়ে ঐগুলোতে like দিন।আমরা ৭/৮ দিন দেখবো, এরপরও আমাদের ভিডিও আপনার চ্যানেলে আপনার নামে দেখা গেলে নজরুল-সংগীত আপলোড স্থায়ীভাবে বন্ধ করে দেবো।এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।