মাসিমা আমি কিছু কথা বলবো, আপনি বললেন কিছু হয় নি। জানি সন্তান এর কথা বলতে মায়ের খারাপ লাগে। আপনি এর আগে যত বার পিয়ালী তে এসেছেন বাড়ি যাবার জন্য চটফট করতেন। তখন ও তো ছোট ছেলের অবস্থা খারাপ ছিল কই তখন তো আপনাকে এমন দেখিনি। আপনি খুবই ভালো মানুষ। আপ্যায়ন তৈরির সময় ওই পাস্টিক এর তাঁবুতে থাকতেন দুই বুড়ো বুড়িতে এর ওরা ঘরে গিয়ে ঘুমোতো। এই আপ্যায়ন তৈরিতে আপনার ভূমিকা সব থেকে বেশি। কই ছেলে তো একবার ও আপনার কথা বলে না। শুধু বৌ কে তুলে ধরে। রিমেল ঝড়ের আগে পলাশ কি বলল যে আমার বাড়ির লোকের কেউ খবর নি। আপনি সোশ্যাল মিডিয়া তে এসেছেন বা আপনার মেয়ে এসেছে সেই নিয়ে ও বলেছে। এই বয়সে আপনি কাজ করবেন বলে এসেছেন। যার বড় ছেলে কোটি টাকার মালিক। আমরা আপনাদের ভিডিও দেখি সব বুঝতে পারি। এই পথে যখন নেমেছেন তখন নানা লোকে নানা প্রশ্ন করবে। বড় বৌ আপনাকে ব্যবহার করেছে। এখনো প্রয়োজন ফুরিয়েছে তাড়িয়ে দিয়েছে। যে নাতি কে এত ভালো বাসতেন সে ও তো নাম করেনা। ই জানেন মাসিমা আমি ও মা। বাবা মা কে কেউ অবহেলা করলে আমি প্রতিবাদ করি। ভালো থাকবেনসুস্থ থাকবেন। প্রণাম নেবেন।, s
@ferdousara53126 ай бұрын
একদমসত্যি কথা বলেছেন
@SahanajPannablog5 ай бұрын
তেল কম ঢালেন এত তেল ঢালা ভাল না
@dipakhalder43616 ай бұрын
দর্শক বন্ধুরা KZbin এর একমাত্র সম্পদ। দর্শক ছাড়া আপনাদের video এর কোনো মূল্য নেই। আমরা আমাদের মূল্যবান সময় দিয়ে আপনাদের video দেখি তাই আপনারা KZbin থেকে income করেন। এই কথাটা সবসময় মাথায় রাখা উচিত। নমস্কার।
@alpanaatta6206 ай бұрын
এটা তো পলাশের বোঝা উচিত ।উনিই নাকি সব করে ন ।
@undone20696 ай бұрын
ভিডিওতে এই হাসিমুখটা দেখতে চাই মাসিমা ,ভাল থাকবেন সুস্থ থাকবেন।
@Nishikanta-g2n6 ай бұрын
মাসিমা খুব দামি কথা বলেছেন।। কিছু মানুষের কাজই হল না বুঝে না জেনে মন্তব্য করা, যেটা কাম্য নয়।।আপনারা যে যার মতো চলুন, ওসব কথায় কিছু মনে করবেন না।। নিশিকান্ত মাজী, দাসপুর, পঃ মেদিনীপুর।।
@ranjanachakraborty64796 ай бұрын
রমাদি আমি একজন বাংলাদেশি।আপনার মাছধরার অনেক কৌশল আমি দেখেছি।ভীষন আনন্দ পেতাম। দাদাকে সুস্মিতার সাথে মাছ ধরার কৌশল ভীষণ উপভোগ করতাম।আপনার ব্লগে আসাতে আমি খুব খুশি হয়েছি।পলাশের পরিবার নিয়েও আপনাকে অনেক সুন্দর আনন্দময় পরিবেশে দেখেছি।সৌরভের প্রতি আপনাদের অপথ্য স্নেহ আমার ভীষন ভালো লাগতো।দাদাকে একটা ভীষণরকম ভালোমানুষ মনে হয়।সন্তানদের সাথে মাবাবার মতানৈক্য সব পরিবারেই কমবেশি রয়েছে।আপনাদেরতো সব সন্তানদের কাছেই যাবার অধিকার আছে।কিছু মানুষ আছে শুধু অন্যের ছিদ্র অন্বেষণ করে খুশি হয়। "ওদের স্বভাব সাপের মুখেও চুমু খায়তো আবার ব্যাঙের মুখেও চুমু খায়।" আপনারাতো খোজ নিতে যাচ্ছেননা ওদের পরিবারে কি ঘটছে।জুটঝামেলা সবপরিবারেই থাকে আবার মিঠেও যায়।পরিবারের কথা পাবলিক করাটা বোকামি। সবার উদ্দ্যেশ্যে আপনার আজকের কথাগুলো মন ছুঁয়ে গেলো।আপনি অনেক জ্ঞানের কথা বলেছেন।ধন্যবাদ দিদি। আপনারা দুজনেই নিজেদের মতই ভালো থাকুন। সব সন্তান আর নাতি নাতনী দের মাঝে বিরাজ করুন।ঈশ্বর আপনাদের সহায় হউন।🙏🙏
@smmozammel7066 ай бұрын
কাকিমা শ্রদ্ধা জানবেন। আজ আপনার কথাগুলো শুনলাম। বাবা মায়ের কাছে সব সন্তান সমান।আপনি কষ্ট করে তাদের বড় করেছেন। তারা আজ নিজেরা উপার্জন করে। একটি বিষয় লক্ষ্য করলাম পলাশ সুস্মিতার চ্যানেল এ কিছু ভিউয়ার্স আপনাদের অসম্মান করে মন্তব্য করেছেন সেখানে পলাশের প্রতিবাদ করা উচিৎ ছিল। সেটা তারা করেনি।আজ আপনি সত্যি কারে মায়ের ভুমিকা পালন করলেন।
@ShibangiDas-ov4xq6 ай бұрын
মাসিমা আপনি খুব ভালো মানুষ | আপনি ভালো থাকবেন |
@jayamukherjee75516 ай бұрын
লোকেদের বলার রাস্তা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন! সংসারের কথা পারিবারিক ভালো মন্দ হাটে বাজারে বেচে বড়লোক হবার এত চেষ্টা করলে লোকে বলতে ছাড়বে ??? এতো গায়ে লাগলে vlogar হলেন কেনো ??? দেশে 70 % নাগরিক গরীব বা তার নিচে বাস করে। সবাই ঘরে র দরজা হাট করে খুলে নিজেদের ক্যামেরা বন্দি করে তা বাজারে বিক্রি করছে ????
@parmita45036 ай бұрын
এক দম ঠিক বলেছেন
@lonachoudhury56806 ай бұрын
খুব ভালো কথা লিখেছেন
@sansanaye44576 ай бұрын
আর এদের কিছু লোক কমেন্ট করে জানতে চায় এভাবে কেন বলেন। সেভাবে কেনো বলেন।আর কমেন্টর উত্তর ভদ্র ভাষায় দেওয়ার সত্ত্বেও ডিলিট করে দেয়।তাহলে ভাবুন এরা কোন প্রকৃতির সাধু ভদ্রলোক। এরপর আর ভদ্র ভাষায় বলবো না।এই কমেন্ট ও ডিলিট হয়ে যেতে পারে।
@DebashisSarker-y7f6 ай бұрын
faltu kotha
@ahenjitadasi-b13906 ай бұрын
একদম সত্য, এই বলল কারুর টা খা ইনাম,এখন বলছে ছোটছেলে কষ্ট করে খা ওযাছে
@lipikasarkar92246 ай бұрын
রমা তোমার আজকের কথা গুলি খুব ভালো লাগল । তুমি তোমার ছেলে বৌমা কে ক্ষমা করে দিয়ে আবার সবাই আগের মতো একহয়ে যাও তোমাকে আমি খুব ভালো বাসতাম কিন্তু তোমার হঠাৎ এখানে চলে আসাটা আমি মেনে নিতে পারিনি । খুব কষ্ট পেয়েছিলাম । তাই তোমার ভিডিও দেখিওনি। আজ তোমার ভিডিও টা দেখে খুব ভালো লাগল । তুমি সুন্দরবনের সুন্দরী , তোমাকে ওখানেই মানায় প্লিজ তুমি পলাশকে ডেকে তোমাকে নিয়ে যেতে বলো। ওখানে তোমার নাতিটা কষ্টে আছে । ওতো বাচ্চা । তোমাদের কাছেই ছোট থেকে বড়ো হয়েছে । খুব মনের কষ্টে আছে। ওর কাছে মাঝেমাঝে যাও। তোমার পাগল ভালো নেই রমা । ও খুব মনে র কষ্টে আছে । তুমি ওদের কাছে ডেকে নাও। আজকে তোমার চ্যানেল টা Subscribe করে দিলাম । ভালো থেকো ।
@ferdousara53126 ай бұрын
রমাদির চ্যানেলটা সাবস্ক্রাইপ করার জন্য আপনাকে ধন্যবাদ । সুন্দর বন কুকিং দেখতাম শুধু রমাদির জন্য । এযুগে এতভালো শাশুড়ি থাকা ভাগ্যের ব্যাপার । আর একান্নবর্তি পরিবার তো নেই বল্লেই চলে ।
@JayantiDas-cd1cc6 ай бұрын
মাসীমা একটা কথা বোলছি কিছু মনে করবেন না আপনি যেমন বড়ো বৌকে মেয়ের মতন দেখতেন বড় বৌও আপনাকে মায়ের মতন দেখতেন যখন যা রান্না কোরত আপনাকে বলে কোরতো সব কিছু দিয়ে খেত তার পর ওকে শুনতে হয়েছে যে ঝিয়ের মতো রাখতো আপনাদের ব্যবহার করেছে ঠিক করে খেতে দিত না তখন আপনার প্রতি বাদ করা উচিত ছিল আজ যেমন ছোটো ছেলে আর মেয়ের নামে বোললেন এই জন্য ই সুস্মিতা বলেছে আমি আর কোনো মা বাবাকে দেখাবো না।
@lipikasarkar92246 ай бұрын
একদম ঠিক । ওটা দুঃখ করে বলেছিল কারণ কিছু মানুষ বলেছিল মাকে বেচে খেয়েছে । তার উত্তরে ই বলেছিল । ওটা কখনও ই ওর মনের কথা নয়।
@ritasaha24186 ай бұрын
Ekdom thick katha.
@minamondal41716 ай бұрын
না দেখালে বয়ে গেছে
@lipikasarkar92246 ай бұрын
আমি ও একটা কথা বলব, আজকে তুমি বলছ যে তোমার কার ও সঙ্গে কোনো ঝগড়া ঝাটি হয়নি, তুমি ছোট ছেলে কে একটু দাঁড় করাতে এসেছো। কিন্তু সেটা আগে বলোনি। যে মানুষ মেয়ের অসুখের সময়ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই সুন্দর বন চলে গেছিল , সে যদি এতোদিন এখানে থেকে যায় তাহলে তো মানুষের মনে প্রশ্ন জাগবেই। আর একটা কথা এতোদিন যে কিছু খারাপ মানুষ পলাশ কে যে , যা নয় তাই বলে কটুক্তি করছে , পলাশ নাকি তোমাকে ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে। সুস্মিতা নাকি তোমাকে ঝিয়ের মতো খাটাতো , খেতে দিত না। তুমি কিন্তু তার কোন প্রতিবাদ করোনি। সত্যিই কি সুস্মিতা তোমাকে ঝিয়ের মতো খাটাতো ? সত্যিই কি তোমাকে ভালোমন্দ খেতে দিত না ? আমরা তো দেখেছি নিজের জন্য একজোড়া শাঁখা কিনলেও তোমার জন্য এনেছে। সন্ধ্যা বেলায় কতো ধরণের খাবার তৈরি সবাই মিলে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করতে। তো লোকে যখন ওদের এতো খারাপ কথা বলছে তখন তুমি তো তার কোনো প্রতিবাদ করোনি, যেটা আজকে মামনি বা ছোট ছেলে র জন্য করছ । তা যদি করতে তাহলে ভিউয়ার্স রা কোনো কথাই বলতনা। তোমরাই কিন্তু কন্ট্রোভার্সিটা তৈরি করেছো, আর এখন ভিউয়ার্সদের কে দোষ দিচ্ছ। তারা তো যা দেখবে তাই বলবে তাইনা ? যাইহোক, ভালো থেকো। তুমি সত্যিই খুব ভালো মানুষ। তোমরা সবাই মিলে মিশে এক হয়ে থাকো । দেখো যৌথ পরিবারে অশান্তি হিংসা দ্বেশ হচ্ছিল বলে মানুষ টিভি সিরিয়াল দেখা বন্ধ করে দিয়ে নিজেদের নেট খরচা করে তোমাদের ভিডিও দেখে। এবার সেখানে ও যদি অশান্তি, মুখ দেখাদেখি না থাকে , তাহলে মানুষ কেন দেখবে বলো ? তাই আবার ও বলছি তোমরা সবাই আগে র মতোই মিলেমিশে থাকো । ভালো থাকো।
@bijaymandal66946 ай бұрын
Tader ata matha betha hachay kany video bhalaw laglay dekh. Na halaw duray sara.
@alpanaatta6206 ай бұрын
আপনাদের অনেক অনেক ধন্যবাদ ।আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ।
@ferdousara53126 ай бұрын
রমাদি কারো কথায় কান না দিয়ে তুমি এগিয়ে যাও । তুমি মা সব সন্তান তোমার জন্য সমান। তুমি জীবনে অনেক কষ্ট করেছ। বন্ধুরা যা বলছে কারো কথা শুনে, তোমার প্রবাস, প্রদিপ, সীমা, অনিমা এধেরকে দোষী করছে। আবার কিছু দর্শক অন্দের মতো পলাশের পক্ষ নিয়ে তোমাকে মন্দ বলতে ছাড়ছেনা।দর্শকরাতো তোমাদের বাড়ি গিয়ে কিছু দেখেনি তুমি মুখ খোলার আগে পলাশ সুস্মিতা বলেছে , তোমাকে তাদের যারা আলাদা করলো তারা আগে কোথায় ছিল? পলাশ সুস্মিতা নাকি সত্যি পথে আছে, ওদের কেউ ক্ষতি করতে পারবেনা। আজ তাদের ছেড়ে চলে এসেছ আবার একদিন তাদের কাছে যেতে হবে। যেমন করে সুস্মিতার বাবা মা এসেছে, মাপ চেয়েছে। কতটুকু অহংকারী হলে বলতে পারে মা বাবা মাপ চেয়েছে । আমার নাতি পুতি হয়ে গেল এমন অবাস্তব কথা কখনো শুনিনি । নেট দুনিয়ায় এসে জানলাম মা বাবা সন্তানের কাছে ক্ষমা চায় । যাক তুমি এগিয়ে যাও সাথে আছি তোমার হাসি মাখা মুখখানা দেখে মুগ্ধ হই
@ChaderBuri-ty9ro6 ай бұрын
এই কথায় আমারও বাজে লেগেছিল সুস্মিতার বাবা মা নাকি ওদের কাছে ক্ষমা চেয়েছে।নিজেদের অতিরিক্ত বড় ভেবে ফেলেছে এটাই মুসকিল।এদের যে কি বলব? কারো কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যান।সবাই আপনার পাশে আছে।✌✌✌
@purnimakar73586 ай бұрын
একদম ঠিক।
@susadukhabar2936 ай бұрын
Akdom susmitar oi diner kothar modhye ahongkar fute utheche r o etai chaiche j masima mesomosai oder kache khoma chile tobei masima mesomosai k bariteniea jabe.kotota ahongkari hole oi rokom kotha bolte pare .masima apni r mesomosai kokhonoi oi ahongkari susmitar kache khoma chaiben na,oi ahongkar ir kache na jaoai valo.
@krishnamistry70316 ай бұрын
ঠিক বলেছেন
@kabitakarmakar32166 ай бұрын
মাসিমা আপনার বড় ছেলে বৌমা কত অহংকারী কথা বলছে কোনো কথে কান দিও না এগিয়ে জয়
@lonachoudhury56806 ай бұрын
মাসীমা আপনারা এই ঝগড়া সুরু করেছেন সোসালমিডিতে, থুতু উপর দিকে ছুরলে নিজের গায়ে এসে পড়ে আর সেইটাই হয়েছে, আবার আজকের দিনে আবার ও ভুল কথা বলছেন যে আমি এখানে কাজ করতে এসেছি, আবার বলছেন ছোটো ছেলেকে উন্নতি করতে এসেছি, দুই রকম কথা বলে নিজেই নিজের জালে আবদ্ধ হচ্ছেন। আর এই কথা শুনে যে কেউ আপনাকে বলবে যে ছোটো মেয়ে, ছোটো ছেলে আমাকে কাজ করতে দিতে চাইছে না তা হলে পলাশ আর সুস্মিতা আপনাকে কাজ করতে বলেছে? আপনি কিছু দিন পরে বুঝতে পারবেন যে নিজের পায়ে নিজেই কুরুল মেরেছেন। মাসীমা আমরা সবাই বেচে থাকার জন্য লড়াই করছি এই খানে যে সবাই বড়ো ইউটিউবার হয়ে যাবেন তা কিন্তু এক দম নয়। তবে এটা এক দম সত্যি পলাশের ভিডিও থেকে আপনার, সীমা পরিচিতি ।
@ahenjitadasi-b13906 ай бұрын
সৌরভ কে দেখলে কষ্ট হয়,এরা দুজন মাঝে মাঝে পেত ,আর সৌরভ তো,টানা ঠাকুমা কে পেয়েছে কোলে পিঠে বড় হয়েছে ওর কষ্ট টা বেশি তার কথা মনে পড়ছে না,এক বার ও তো ওর কথা বললেনা আবার দিয়ে নয, বিবেক দিয়ে ভাবুন
উনি এখন পরের জায়গায় গাছ লাগাচ্ছেন, পরের গাছের খেজুর পাড়ছেন। নিজের বাড়ি, নিজেদের জায়গা কে উনি সেচ্ছায় ত্যাগ করে এসেছেন। নিজের ছেলে তিল তিল করে নিজের চেষ্টায় বড়ো হয়েছে সেটা ওনার ভালো লাগে নি। তাই তাকে ত্যাগ করে চলে এসেছেন পরের গাছের খেজুর পাড়বেন বলে।
@ahenjitadasi-b13906 ай бұрын
এটা বোঝার মত মনসিকতা আছে কি আদে ও,
@eitytahmina55246 ай бұрын
আপনার তো নয়?
@নন্দিনী6 ай бұрын
এমন ঠাকুমা আর নাতির নাম ভুলে গেছেন
@aghosh88376 ай бұрын
আপনার প্রতিটি কথা মন দিয়ে শুনলাম। বেশ সুন্দর করে বুঝিয়ে দিলেন,যারা এমন উক্তি করে যাচ্ছেন তাঁরা আশাকরি যে যার দিকে তাকিয়ে দেখুন। অপরের সংসারে নাক না গলিয়ে, ভিডিও (গ্রামের কথকতা) উপভোগ করুন। ভালো বলেছেন... ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভালো থাকবেন।
@pampachowdhury38936 ай бұрын
রমাদি জানি না আপনি আমার থেকে ছোট না বড় , তাই সম্বোধন টা রমাদি ই করলাম, আপনার পরিবারের কোনও রকম ব্যাপারে আলোচনা করতে চাই না , আজ শুধু মুগ্ধ হয়ে শুনলাম একজন কম শিক্ষিত মায়ের মুখের কথা, যা তার হৃদয় থেকে উৎসারিত হচ্ছে .....কি অপূর্ব সুন্দর বক্তব্য , অভিমান কে চেপে ফুটে উঠছে এক মায়ের সব সন্তান যেন ভালো থাকে তার আর্তি .....মা তোমার আশীর্বাদ ঝরে পড়ুক সব সন্তানের ওপর ,তাদের পরিবারের ওপর ......এটাই সন্তানের সব থেকে বড় পাওয়া .....luv u all.....wish u all the best ❤❤
@soumenhalder22916 ай бұрын
বোঝা হয়ে গেছে ছেলে কি মানুষ করেছেন, কিছু না বলে অনেক কিছু বলে ফেলেছেন, ছেলে ওখানে বাড়ি গাড়ি করছে আর আপনারা কাজ করবেন বলে চলে এসেছিলেন, এতেই বোঝা যায় ছেলে আপনার কি রত্ন, এটা সবাই জানি পলাশ সুস্মিতার ভিডিও আপনার আর পলাশ এর শাশুড়ির মাছ ধরার জন্যই দেখতাম, না হলে ওরা কোনো সেলিব্রেটি বা সুন্দরী নয় যে ওদের ভিডিও টাইম নষ্ট করে দেখতে যাবো
@mahmudamaya35843 ай бұрын
সেই ব্লগের নাম কি?
@annapurnadey24726 ай бұрын
খুবই সুন্দর করে বুঝিয়ে বললেন, ভালো লাগলো।
@somabanerjee49645 ай бұрын
Etai Indiaan maa.hats off didi
@somurchotothammi226 ай бұрын
Khub valo kore bujhiye diyecho maa . Tomar2ti bou ke cheleder meyeke valo baso etsi to asol maa er moto kotha. . Maa to maa e hoy kono chele meye ke konodino kosto dite pare na . 🙏🏻🙏🏻🙏🏻 . Tumi je koto kosto koreche bachha der boro korar jonno ta bolar kichu nei. Tumi kono dos kortei parona. Jara maa babake kharap kotha bolche tara nijer maa baba ke hoyto valo basena. . Ku santan jodio hoy ku maata kokhono hoyna. . 🙏🏻🙏🏻🙏🏻
@bluetaje85016 ай бұрын
১০০% ঠিক কথা বলেছেন এ কথাটা সবসময় বলি আমি। ঠিক তিনি যেমন সবাইকে ভালোবাসতেন মা কাউকে দোষ দিচ্ছেন না ঠিক তেমন সন্তানদের উচিত আমরা যারা সন্তানরা আছি মা-বাবার দোষ না ধরি আমাদের মাথায় রাখা উচিত মা-বাবা হলে দোষ হয় না এরকম কথা বলতে হয় না তোমার ভুল ধরার অধিকার সন্তানদের কখনো হয়না মা বাবাদের দোষ ধরার দায়িত্ব সন্তানদের না আর যদিও কখনো ভুল হয় ভালোবেসে আদর করে বুঝিয়ে বলতে হয় কিন্তু মাদের দোষ ধরতে হয় না ভালবাসতে হয় আমরা তো বুঝি না রাগের মাথায় অনেক কিছু করে ফেলি বা বলে ফেলি আল্লাহ সবাইকে বুঝদান করুন আর মা বাবা সন্তান এরা সবাই জানে একসাথে হয়ে থাকে সেটাই আগের মতো দেখতে চাই।
@somurchotothammi226 ай бұрын
@@bluetaje8501 🙏🏻🙏🏻🙏🏻 thik bolechen . Eto valo kore bujhidilen maa tao dekhun kichu jon sei kosto dichhen maa ke . Kichu bolar nei
@RajuAhmed-ob6mm6 ай бұрын
আপনার কথা বুঝলাম, কিন্তু আমার মাথায় আসছে না যে, আপনার বড় ছেলে তো বর্তমানে যথেষ্ট সাবলম্বী তাহলে আপনাদের কাজ করে খেতে হবে কেন? তাছাড়া এখানের চেয়ে তো সুন্দরবনের পরিবেশ ও ভালো। সুতারং কিছু একটা হয়েছে যেটা আপনারা এড়িয়ে যাচ্ছেন। সেটা ভুল বুঝাবঝি ও হতে পারে।
@rinaghosh14346 ай бұрын
একশ বার বড় ছেলে এত বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও আপনি হঠাৎ কেন কাজের সিদ্ধান্ত নিয়ে চলে এলেন ওখানে তো আপনি যা পছন্দ করেন এসব ছিল মাছ ধরার জন্য নদী পুকুর খোলা জায়গা । পলাশ বাবুর যথেষ্ট আয়। পুরনো বাড়ী ঠিক করলেন ফ্রিজ ভ্যান নৌকা বড় আলমারি স্কুটার ছেলের হারমোনিয়াম তবলা হোম স্টে আর কত কি এসব ছেড়ে এই কস্টের জায়গায় কেনো? আপনার ছেলের টাকা আপনারই তাই সুস্মিতা যে শাড়ি টা দিল সেটা আপনারই।কিন্ত ওখানে তো ভালই ছিলেন ।
@ajayjana86306 ай бұрын
কোনো চিন্তা করো না চালিয়ে যান সাথে আছি,কে,কি, বলেছেন কান দিয়ে লাভ, নেই ❤❤❤❤❤
@Mdbashar-iq7ng6 ай бұрын
আজকে প্রথম কমেন্ট করলাম আপনাদের কে আমরা সম্মান করি আর আপনাদের আমরা চিনি সুন্দরবন কোকিংয়ের মাধ্যমে আপনি ছেনেল খুলেছেন আমরা খুশি জানিনা পলাশ সুস্মিতার।সাথে আপনাদের কি হয়েছে জানার কোন আগ্রহ নেই তবে আপনার কাছে আমার একটা পশ্ন ছেলে ছেলের বৌয়ের কথা বাদ দিলাম আপরা তো একটা নাতি আছে আপনিতো আজ পযন্ত কোন দিন নাতিটার জন্য আপনার মনে কোন মায়া আছে সেটাতো বল্লেন না
@minamondal41716 ай бұрын
নাতিটাকেউ তো দেখিনা ঠাকুমা ঠাকুরদার নাম নিতে।
@Mdbashar-iq7ng6 ай бұрын
@@minamondal4171 একটা দুধের বাচ্চার খবর নিতে বলছেন আপনার কেমন আক্কেল সেটা আমার বুজা হয়ে গেছ বাটপারি বাদ দেন
@kakalidas38356 ай бұрын
নাতি টা তো ছোটো।দাদুর ঠাম্মার তো বয়স হয়েছে।
@নন্দিনী6 ай бұрын
বড় দের সমস্যায় ছোট রা কস্ট পায়।
@ranjanachakraborty64796 ай бұрын
@@minamondal4171 এবার ছোট্ট শিশুটাকেও কাঠগড়ায় দাড়করাবেন নাকি?ওর মনে পাপ নেই।মিস করলেও ওর কাছে মাবার স্নেহদিয়েই মনকে মানিয়ে নিচ্ছে হয়তো?
@mitabasu86976 ай бұрын
রমাদি আজ যা শুনলাম মুগ্ধ হয়ে গেলাম আমারা এতো লেখাপড়া শিখেও এত সুন্দর কথা বলতে পারি না।আজ বুঝলাম সত্যি কারের মা কাকে বলে। অসীম ধৈর্য্য না থাকলে এত ভালো কথা বলা যায় না। ভগবান যেন তোমার সব দুঃখ কষ্ট দুর করে দেন।সবসময় হাসি মুখে থেকো।
@TapatiMistri-xw3ro6 ай бұрын
দুঃখ নেয়া ভালো ok দুঃখ দেয়া ভালো নয় ok যে দুঃখ দিয়েছে Apnaki সে ফল ভোগ করবে ok ku সন্তান হতে পারে ok কিন্তু ku মাতা হতে পারে না কখনো 🎉❤🎉❤🎉❤🎉ok
@tahmidshovon25906 ай бұрын
মায়ের কাছে সব ছেলে মেয়ে সমান ঠিক আছে তবে পলাশ যখন সৌরভ এর জন্য হারমোনিয়াম কিনলো তখন মুনের জন্য একটা হারমোনিয়াম কিনতে পারতো।তখন তে অাপনি সুন্দর বন ছিলেন।অাপনার হঢতো মনের মধ্যে চাপা কষ্ট লাগছে। আমার তো মনে হয় মুন যখন ওর বাবাকে নিয়ে সুন্দর বন যাওয়ার কারন হচ্ছে হারমোনিয়াম। হয়তো পলাশের কাছে মুনের হারমোনিয়ামের জন্য টাকা চেয়েছিলো পলাশ সুসমিতার ভালো লাগেনাই।
@NamitaDas-g3b6 ай бұрын
রমা দি আপনি যে কথা গুলো বলেছেন খুব ভাল বলেছেন যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে । এগিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবেন।🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤
@goutambasu47776 ай бұрын
রমাদি তোমার কথা গুলি খুব ভালো লাগলো। স্বপন দা, তুমি যাত্রা পালার ডায়লগ শোনাও।
@Scarborough_Canada6 ай бұрын
ভ্লগ ভাল লেগেছে। রমাদি আপনার ত কৈফিয়ত দেওয়ার কোন দরকার নেই। আমি আগেও একবার বলেছি দিন শেষে সবাই আপনারা এক পরিবারের সদস্য। আপনার যেটা ভাল মনে হয়েছে আপনি সেটা করছেন। আপনার জায়গায় আপনি সঠিক । অন ক্যামেরায় সুস্মিতা যেটা বলেছে সেটা কিন্তু ভয়ানক কথা, ( আমাদের ভিডিও তে আর জায়গা হবে না )সেও কিন্তু মা , তবে পলাসের উচিত হয় নাই সেটা প্রকাশ করা। ভাল থাকবেন। এগিএ যান । পাশে আছি ।
@Sipramazumdar6 ай бұрын
Agree.
@tapashidey84396 ай бұрын
আপনারা সবাই ভালো থাকুন। সোস্যালমিডিয়ার ভালোটুকু শুধু নিন। খারাপটা নেবেন না। আমার খুব ভালো লাগলো আপনার নাতনির হারমোনিয়াম এসেছে ❤
@Rina_rani_daily_vlog6 ай бұрын
Vlog e kichui nei tao bolche ki darun vlog ..aha, ohoo ki sundor 😂😂😂mach ala ta k ektu manush kore jan polash jemon ekta manush
@more_official13056 ай бұрын
Darun bolechen ..era natak korche r video te ese nekami korche .."mach ala" ta sera 😂😂😂
@mdrezaulislam41665 ай бұрын
চাচি কেমন আছেন
@moubhaskar35546 ай бұрын
Baha bhaha, khub bhalo katha, masima somane palash palash kore gele,, susmita sourav era sob baner jole chole gelo? Susmita ke jokhun simar chanel e baje baje katha bolchilo tokhun mukh khulle na,ekhun keno eto safai? Palash bhul koreche, bha bha masima. Ta eto din bad khete khaoar katha mone pore gelo? Mithye katha boli na boli na bole,bhaloi bhul katha bole dile. Sotti bolo,, mayr view are choto cheler chanel kholar jonney piyali jaoa,,hote pare tomar bari ,tumi oikhane thakbe tahole camarar samne keno? Kake boka banate bosecho masima? Yes,,opor wala ache ,,bichar hobe. Tahole eita daralo,,tomra keu Mithye bolcho na,, tahole boro chele Mithye bolche,,ki tai to ,, tai to darae tomar kathae. Tumi explain dite bosecho,,tahole kichu amrao bolbo.social media te mukh jokhun dekhiecho,, kharap bhalo sob sunte hobe. Mane ki hare sympathy kurate paro. Tumi bolle palash er bipod hole ami jabo ,apnrara jaben? Tahole eto boro remal jhir gelo,bisal bipode porechilo,, tahole jao ni keno?, naki off camara te giechile😅. Masima jokhun katha bolbe ektu bujhe bolbe,,sobaike gram er manush bhabe na. Dekho masima tumi je sharee ta pore acho oi susmita tomake kine dieche, mone porche kichu. Ami to bhabe chilam tumi oi sharee ta nebe ,,kintu beche beche tumi eita nile,, ei sharee ta susmita ke manato besi. Katha barale katha bare. Ei gulo tomar may jamai sikhie dye ni,, pakhi porar moton katha gulo to mukhostho korecho. Paro tumi. Baba bholenath ache,,se to sundarban fele escho.abar bhul katha.😂. Susmita ke nie tomar chanel ba sima chanel e kono baje comments gelei amer torof theke baje comments asa korbe,,susmita ke nie kichu lekha hobe na ,,ami kichu bolbo na,because ami na tomather chini ,na to dekhi, ja kichu susmitar jonney chinechilam. Clear. 🙏🙏🙏🙏
@shrabanimondal2886 ай бұрын
Thik bole6en didi
@UnknownUnknown-st2xf6 ай бұрын
@mouvashkor, তুমি বুঝি সুস্মিতার সাতালু মাসি ?
@ferdousara53126 ай бұрын
সুস্মিতা কতটাকা দিয়ে ছে গো?
@banibiswas78646 ай бұрын
Darsak bandhuder niye taka income kotbe sattita bolle dos takhan bolben koto taka diyeche apnar masi hoy ki tahole darsak der coment korte bolben na
@moubhaskar35546 ай бұрын
@@ferdousara5312unculture bojhen ,,😅😅ayenar samne darie jan pye jaben.
@sukumarbag27196 ай бұрын
মাসিমা মেসোমশাই আপনারা সজ্জন মানুষ , আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রত্যেকেই খুবই ভালো মানুষ, আপনাদের হয়ত ঠিক চিনি না ওই যে টুকু সোশাল মিডিয়ার মাধ্যমেই দেখা তাও মানুষের আচার আচরণ দেখলে অনেক কিছুই বোঝা যায় । ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ। 🎉
@shyamalisarkar68296 ай бұрын
অন্যের কথায় কান দেবেন না মাসিমা। কিছু লোকের স্বভাব আছে অন্যের সংসারে কাটি করা। ভালো থাকবেন
@sumana2854 ай бұрын
❤️💐🙏GOD BABA TARAKNATH always see good people life u ma in world so u know how love save children in famally today SUBSCRIBE U VLOGE good helty life 💐👍
@barnalibhadra9086 ай бұрын
Ramadi jai balun palaser okhane apnara onek bhalo chilen. Akhaneo achen kintu mone santi nei apnake dada ke dekhlei ta bojha jay. Palas khub bhalo chele. Susmitar katha na hoy bad e dilen. Palas to apnader onek bhalo rekhechilo. Palas to onek kosto kore aaj akhae aseche . Abhabe chale asata ki apnader thik hoyeche....
@SARITASOLANKI-x5c6 ай бұрын
কাকিমা আপনি ইউটিউব এ কথাটা বলেছেন বলে সবাই জানতে পেরেছে কারুরই জানার কথা না ইউটিউব এ যাযা বলেন সেটাই তুলে ধরে কিন্তু আপনারা কি বলেন সেটাই ভুলে যান এবার থেকে ভিডিও তে যাযা বলবেন একটু দয়া করে ভেবে চিন্তে বলবেন কখন কি বলেন ধন্যবাদ
@AjaySamanta-s5l6 ай бұрын
আপনি লোকের বাড়িতে গিয়ে খেজুর পারছেন, ওটা কি আপনার নিজের গাছ,ওটাকে চুরি করা বলে,বাচ্চাদের ওগুলো শেখাতে,আবার ওটা ব্লগে দেখাচ্ছেন, শিক্ষামূলক কিছু দেখান,
@sujitpurkayastha82756 ай бұрын
Je ja khushi boluk karo katha shunben na, egiye cholun maasimaa.🎉🎉🎉🎉
@SARITASOLANKI-x5c6 ай бұрын
কাকিমা আমি তোমাকে প্রথম থেকেই অনেক অনেক ভালো বাসি আমি আপনার সীমার আর পলাশ দার ভিডিও দেখি কোন দিন ও খারাপ মন্তব্য করি না আমে দুধে মিশে যায় আঠি গড়াগড়ি খায় যে কোন বিষয়ে ভিডিওতে মানুষ যা দেখে তারপর কমেন্ট করে আমার তো মনে হয় শুধু দেখা ভালো কোনো মন্তব্য করা উচিত নয় ধন্যবাদ
@pradyoutdolai52916 ай бұрын
Thik bolechen, amar monar kotha
@mitarakshit17326 ай бұрын
আমরা সবাই আপনাদের সাথেআছি, ভালো থাকবেন
@manjumukherjee19616 ай бұрын
Ekta kotha na bollei noy . Khub chokhe lage , okhane onara besh sundor fitfat thakten . Ekhon kar to sobai dekhche . Tobe ekta je mayer ekadhik sontan, sei mayer onek tanaporen sojyo korte hoy . Aamar jana aache . Tobe ma baba valo thakben . Barir bachha ra sobai valo theko .
@bloominghands9436 ай бұрын
ওহ এখানে এত রকম কান্ড হয় । আমার আর দেখতে ভাল লাগে না । এই এ খুব ভাল তো এই আবার দেখি অন্য রকম । সংসারের এই সব scandal social media কেন আনা হয়? Publicity জন্য?ধুর । 🤔
সবার জানার কৌতূহলটা মিটলো তো এর আগের দিনও সুস্মিতা ভাবি অনেক কিছু আমাদের বলে জানিয়ে দিয়েছেন তারপর থেকে আমরা চুপ থাকি তাই না তাও হচ্ছে না। কি স্বভাব আমাদের এদেরও খোঁচা দেয়া শুরু করেছি এরা তো একই পরিবার তাই না এরাই এক হয়ে যাবে অবশ্যই হবে ইনশাল্লাহ হতেই হবে। গত এক বছর আগে কিন্তু সুস্মিতার মা-বাবার সঙ্গে বোনের সঙ্গে এরকম হয়েছিল আবার দেখো ২ দিন থেকেও আসছে সুস্মিতা যে সেদিন নিজেই বলছে আমি দুইদিন বাবার বাড়ি বেড়াতে গেছিলাম কি ঠিক হয়ে গেছে না যখন ঝড় ওঠে তখন প্রথমে একটু ঝড়ে শক্তি থাকে অনেক মানুষের মনেও যখন রাগ হয় প্রথম থেকে অনেক রাগ থাকে আস্তে আস্তে সেই রাগটা পানি হতে থাকে সেটা আমরা সবাই বুঝি। আজকে কাকিমা মাখন জবাব দিয়েছেন প্রতিটি বিষয়ে যে আমাদের কাছে বলবেন সেটাকে ওনারা আমাদের কাছে দায়বদ্ধ আছেন কেন বলতে হবে? কেন আমাদের জানতে হবে সব বিষয়ে থাক না একটু এইভাবে কয়দিন থাকবে এদের কারো কোন সমস্যা হলে কিন্তু এরাই এদের কাছে ছুটে যাবে আসবে আমরা দেশ-বিদেশ যেখানেই থাকি না কেন আমরা দৌড়ে যাবো না কিন্তু কোন সমস্যা হলে তারাই তাদের ভিতরে দৌড়াদৌড়ি করবে। যে কথাটা বৌমা কষ্ট পেয়ে বা রাগ করে বলেছিল শাশুড়ি মা কত সুন্দর করে বললেন যো ভুল করে হয়তো বলে ফেলেছে আমাদের ভিডিওতে রাখবে না অবশ্য এটা হয়েছে তার মুখের কথা মনের কথা তো না এত কষ্টের ভিতর বলে ফেলেছে আমরা অনেকেই মানতে পারছি না যে কথাটা বলা ঠিক হয়নি আমি ডিয়ার সামনে হয়তো হয়নি তারপরও মন কে কে বাধা দেয় বলো। সবাই এক হয়ে যাবে এই আমরা যারা উল্টাপাল্টা ভাবছি বলছি লিখছি আমরা সবাই কিন্তু লজ্জা পাবো তখন কান রক্ত সম্পর্কে যুদা করা যায় না রক্ত কেটে দুই ভাগ করা যায় না পানি কেটেও দুই ভাগ করা যায় না এটা সমস্ত যুগে থেকে সেই আদি যুগের থেকে হয়ে আসছে এটা আপনার আমার দিয়া না এটা আল্লাহ তরফ থেকে উপরওয়ালা তরফ থেকে এটা হয়েছে এটা আমাদের মানতেই হবে। ওরা কষ্ট করে দাঁড়িয়েছে একটু হয়তো তার মা যাচ্ছে ছোট ছেলেটা কেউ যদি একটু দাঁড় করাতে পারি তাতে আমাদের আপনাদের কারো ক্ষতি হওয়ার দরকার নেই হ্যাঁ এর ভিতর একটা কথা চাইবো আর রাখবো আশা। আপনাদের ভিতরে দ্বন্দ্ব না থাক সেইটাই দেখতে চাই যেটা গত বছর সুস্মিতার ভাই-বোন বাবা মার সঙ্গে হয়েছিল সেটা আবার আপনাদের সঙ্গে হয়েছে সেই কষ্টটাই আমরা পাই তাছাড়া কিছু না যে একই কষ্ট একজনরা দিল তারা তো দেখেছে কেন এই কষ্টটা আবার সেই ছেলে বউকে দেবেন আপনারা যাইহোক আপনাদের ভিতরে হয়েছে আজ জানতে চাই না কাদা ঘাটাঘাটি করতে নেই যত পানিতে নামবো তত ভিজবো। মা বাবা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে সন্তানদের মানুষ করে বহুত কষ্ট করে সে কষ্ট আমাদের সময় ভিডিও করে রাখার মত ছিল না প্রতিটি মা-বাবা প্রথম জীবনের বিশেষ করে আগেকার সময় নারীদের কত কষ্ট করেছেন এই যে আমার আমার আব্বুর নয়টা ভাই আমার আব্বুর আমার দাদা একজন ডাক্তার মানুষ ছিলেন আমি ঠাকুরদা প্রত্যেকে গ্রাজুয়েট আমার আব্বুরা কিন্তু কষ্ট করেছেন কিন্তু অনেক আমার দাদা-দাদি গ্রামের থেকে ছেলেদের শিক্ষিত বানানো যায় তাই কষ্ট না সেগুলো শুনে বা দেখে বুঝি যে হ্যাঁ কত কষ্ট হয়েছে। কিন্তু আমরা কিন্তু অত কষ্ট করে মানুষ হয়নি সিমা আপু বলেন ছোট থেকে রান্নাবান্না করেছি আমার সঙ্গে সেরকম দেখা হতো না যখন আসতো কোনরকম দুটো রান্না করে রেখে মাকে কাছে পেতাম না বেশি সময় এই কষ্ট কিন্তু তার সন্তান পাচ্ছে না সৌরভ ও পাচ্ছে না,আয়ুষ পাচ্ছে না আবার মুন,সেও পাচ্ছে না তাহলে ভাবতে হবে যে যুগের পরে যুগ চলছে সবকিছু পরিবর্তন হচ্ছে সবার উপরে মা বাপ যেন আমাদের মাথার উপরে থাকে দোয়া যেন আমাদের থাকে সেটাই সব সময় চাইবো কেন হাজার ভুল হাজার খারাপের ভেতর সবার উপরে মা বাবার স্থান এটা যেন আমরা সবাই সব সন্তানরা দিতে পারি। 🇧🇩👌❤️❤️❤️❤️❤️🤗🤝
@MitraNath-o9n6 ай бұрын
আমার ও তো এই বক্তব্য মাসিমা এটা আপনাদের সমস্যা আর এরকম সমস্যা সবার পরিবারে কম বেশি হয়ে থাকে । এতে কি আছে আবার সব ঠিক হয়ে যায়।আর মা বাবার কাছে সব সন্তানই সমান।
@munmundas75876 ай бұрын
Natak korer jaiga paina
@sumansil82886 ай бұрын
Sabai bhalo manush noy tai mon kharap korben na ,...
সত্যই দিদি তোমার তুলনা তুমি I সব কাজে হাত लगाओ I খুব ভালো লাগে তোমাকে দেখে I এগিয়ে যাও কারো কথায় কান দিও না I দাদা কে দেখো ওনার শরীর টা খুব খারাপ হয়ে গেছে I পারলে কাছাকাছি কোথাও থেকে ঘুরে এসো সবাই মিলে I অল্প খরচে খুব ভালো লাগবে I
@BonaDatta-fi8bx6 ай бұрын
ChaLak ramadi
@shyamalibiswas9066 ай бұрын
মাসিমা খেজুর দেখে তো খেতে ইচ্ছে করছে ঠিক তো আপনার সবাই সমান আপনি তো মা সব ছেলে মেয়ে দারিয়ে যাক এটাই আপনি চাইবেন❤❤❤
@manishachandra79926 ай бұрын
Darun laglo kakima.apner kache theke oneker onek kichu sikhha newa uchit.arpor o jodi keo kichu baje comment kore tahole janbo j tader sikhhar kono dam nai.vlo thakben r airom korei agia jan kosto korlei keshto mile
@sampadasgupta62186 ай бұрын
মানুষ ভীষন অসভ্য। মানুষকে খুঁচিয়ে ভেতরের কথা বার করতেই এক শ্রেণীর মানুষ ব্যস্ত শুধু এসব অসভ্যতা করার এদের এত সময় কি করে হয়? দুটো বুড়ো মানুষকে বেঁচে খেতে নেমে পড়েছে।
@challengeingeater13186 ай бұрын
সীমা কি পথ দেখালো ওইতো পলাশের দেখে দেখে চ্যানেল খুলেছে😅😮😢😂
@alpanaatta6206 ай бұрын
পলাশ কার দেখে খুলল?কারো না কারো দেখে খুলেছে ।শুধু পিছনে পড়ে রয়েছে ।
@keyahalder47016 ай бұрын
আমি খুব একটা কমেন্ট করি না খুব ভালো একটা ব্লগ দেখলাম
@mihiradhikary1716 ай бұрын
আস্ত নাটকবাজ,কখন কোন কথা বলে তার ঠিক নেই
@Piyaliykg1xt6 ай бұрын
কাকিমা আপনাকে দেখার জন্য আমি সুন্দরবন cooking দেখতাম , আপনার হাসিমুখ দেখতে চাই সবসময় ❤
@SurojMandal-t8y6 ай бұрын
সীমা যদি এতই ভদ্র হলো তো নিজের মেয়েকে কেন দেখে না আর আপনি নিজের মেয়ের জন্য আপনার ছেলেকে ছাড়লেন আপনি কোন ভালো মানুষ কি করেনি সুস্মিতা দি পলাশ দা আপনার জন্য আপনি এত বড় বেইমানি করতে পারলেন ওদের সঙ্গে,আপনার মেয়ের আর আপনার ছোট ছেলেকে সবাই অসম্মান করছে তাই আপনি এত লেকচার মারছেন সুস্মিতা দি পলাশদা এদের জন্য আপনি বললেন না যে আমার ওই ছেলেদেরকে কেউ কিছু বলবে না তবে জানতাম আপনি আসল মা আপনি পারলেন কি করে ছেলের বিপক্ষ হয়ে চ্যানেল খুলতে একটু লজ্জা করলেন না আপনি
@kabitasarker43636 ай бұрын
অশিক্ষিতোর মতো মন্তব্য করা কি ঠিক । এতো দিন সুস্মিতা পলাশ তার মা বাবাকে দিয়ে আপ্যায়ন তৈরি করে মা বাবাকে তারিয়ে দিয়েছে। এটা কি ঠিক হলো। রমাদির কথা শুনে বা তার ব্যাবহার দেখে মনে হয় সে খুব খারাপ লোক। এখন পলাশ এবং সুস্মিতা তার ঠাকুর মা এবং পিসিকে ব্যবহার করছে। মধুমিতাকে তার মা বাবাকে ব্যবহার করছে। এখন পলাশ এবং সুস্মিতার অনেক টাকা হয়েছে তাই মা বাবা ভাই বোনদের দরকার নেই। অহংকারী পলাশ এবং সুস্মিতা ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ ছিঃ 😡😡😡😡😡
@gayatribhattacharjee98656 ай бұрын
Unader chehara dekhlei buja jay akhon kemon achhen akhane. Jotoi lecture din na keno, apnake ami khub respect kortam, tobe akhon seita mon theke chole jachhe. Vagoban achhen , uni sob dekhben. Valor joy hobei.
@sutapaajanakjanteparlambha93776 ай бұрын
মাসিমা আপনি সকল দর্শকদের এমন বলতে পারেন না। এর ওপরে আপনাদের ইনকাম।সো বুঝে বলুন।
@ferdousara53126 ай бұрын
আপনি তো ভগবানকে বল্লেন ।দেখি কি বিচার হয় কার@@gayatribhattacharjee9865
@lipikasarkar92246 ай бұрын
আপনার প্রতিটি কথাই ঠিক।
@myvillagetoalltime63356 ай бұрын
মাসিমা ঈশ্বরের আশীবাদে এগিয়ে যান ❤❤ কোনো চিন্তা করবেন না ❤❤ ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤❤
@foodlover28596 ай бұрын
চিন্তা করবেন না মাসিমা। প্রভাস ঠিকই বলেছে। এই বয়সে কি কেউ কাজ করে? ছেলে মেয়েদের লজ্জা পাওয়া উচিত। যারা বাবা-মাকে এই বয়সে কাজ করার কথা ভাবতে বাধ্য করেছে। ভালো থাকুন। এগিয়ে যান। আমরা সবাই আপনার সাথে আছি। মেসোমশাই কে আলু কচু মিষ্টি এগুলো খেতে দেবেন না। আপনার ছোট বৌমার সত্যি তুলনা নেই।
@eshikachakraborty97366 ай бұрын
ওনারও জানেন যে এই বয়সে মেয়ে ছেলেরা ওনাদের কাজ করতে দেবেনা। তাহলে এতো কথার কি দরকার।
@rabindranathmondal92716 ай бұрын
মাসী মা আপনার ছোট বৌ খুব ভালো মেয়ে
@foodlover28596 ай бұрын
আপনি কি কম বোঝেন? আমি কি বললাম আপনার ঘটে ঢুকেছে আদৌ?@@eshikachakraborty9736
@foodlover28596 ай бұрын
@@eshikachakraborty9736আমি কি বলবো না বলবো সেটা কি আপনি ঠিক করে দেবেন? মাসিমাকে আমি খুব ভালোবাসি তাই মাসিমার চোখের জল মেসো মশায়ের মন খারাপ করা মুখ দেখলে কষ্ট হয়।
@RamasSpecialHealthykitchen6 ай бұрын
ঠিক বলেছেন দারুণ
@bananisinha90044 ай бұрын
রমাদি, জীবনে অনেক কষ্ট করেছেন ।আপনি স্বাধীন ভাবেই চলুন।কে, কি বল্লো কান দেবেন না।এগিয়ে যান ।
@YN-ld7rv6 ай бұрын
খুব খুব ভালো লাগলো মাসীমা আপনার নিজস্ব চ্যানেল খুলেছেন, এগিয়ে যান এই ভাবে!!👍🏻👍🏻
@parmita45036 ай бұрын
গিরগিটি রং পাল্টাতে সময় লাগে না
@rupambar33706 ай бұрын
মাসিমা।আপনি।এগিয়ে।যান।আর।মনের।খারাপ।করবন।না।
@Agnesgomes6116 ай бұрын
Sima r probash er bari kotodur e..ekdin puro home tour dekhio.. dujoner bari Pasha pashi naki
@mamatamohanty-hk7cp6 ай бұрын
Tumi ja bol le sab thik. Kintu tumi je din bada cheler baditheke asle se din o ekta video kore sabai ke bole bhalo kore guchiye tuchiye asle bhalo hoto .keu kichu bolte partam naa. Kub sundor hoto jinish taa.😊
@rajibkumarbosu96516 ай бұрын
মাসিমা ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের সাথে আছি। ভালো থাকুন। অনেক অনেক প্রার্থনা আপনার জন্য। ❤❤❤❤❤❤
@chhandadas63046 ай бұрын
আপনাকে কি পলাশ কাজ করতে বলেছে মাসিমা? বুঝতে পারলাম না
Jatharthai Matrisoma Ma er kotha guli.Shabda chayan o barnan asadharan. Ma er charane shatokoti pranam o binamra shradha aro bereh gaelo.
@madhumitadhar82556 ай бұрын
মাসিমা আপনি অন্য র কথা য় কান দেবেন না আপনি খুব ভালো আছেন
@suparnagupta14216 ай бұрын
Susmita kintu shudhu apnader katha boleni Rama Debi,o bolechilo je amar shoshur shashuri amar ba ma kao kei ami r video te dakhabo na .....bolle puro tai bola uchit...anek viewers der dekhchi tara shudhu apnader kathai bolche ,kebol jhogra laganor cheshta.
@bloominghands9436 ай бұрын
নিজেরা কেচ্ছা বানায় আর দোষ হয় দর্শকদের। বাহ ভাল বুদ্ধি তো। দর্শক দেখে বলেই vlogers রা পয়সা পায়। দেখা বন্ধ করলে বুঝবেন।
@Sujitsardar-dx8zv6 ай бұрын
Tomarbaroboumakubvalo
@mdarshadbabu83526 ай бұрын
ব্যবসা গুলা ভালই করতে পারেন আমরাই শুধু করতে পারি না আপনাকে ভালো মনে করতে হবে যে তো খারাপ কি
@moksudahalim55963 ай бұрын
রমা রাণীর মাছ আর কাঁকড়া ধরা ফের আবার দেখতে চাই !
@lipikasarkar92246 ай бұрын
আমার বন্ধু রমা রানী , তোমাকে আজকে সাবস্ক্রাইব করে দিলাম । সব ছেলে মেয়ে দের সমান ছোখে দেখো কেমন ? তোমার পলাশ কে যখন লোকে খারাপ কথা বলে তার ও প্রতিবাদ কোরো । তাহলে তোমার চ্যানেল দেখতে কোনো অসুবিধা নেই । ভালো থেকো । ❤
@ushashreenandinandi9486 ай бұрын
রমাদি এভাবে চলতে হবে যারাই বাজে মন্তব্য করেছেন তারাই উচিত জবাবে জন্য অপেক্ষায় ছিলো। তারা ভালো মানুষ হতে পারে নি।
@syyedishtiaqahmedzabbirbib55355 ай бұрын
আমি মানুষের কমেন্ট পড়ে বুঝতে পারলাম যে বড় ছেলে ও বৌয়ের সাথেই সমস্যাটা হল হতেই পারে সমস্যা কিন্তু সমাধানতো আছে ওরা দুজন এসে বললেইতো পাড়ে মাও বাবা চল তখন কি না গিয়ে পারবেন।
@aditighosh92356 ай бұрын
Sotti ajke kakimar kotha sune onar upor somman bere galo baba ma amoni houya uchit kojon baba ma amoni khoma korte pare apnather maya momotai bhora sorir bhalo thakben sobai ke niye
@namitasarkar22136 ай бұрын
Palash r maa ba ba r kono bhul nai bhul haccha sima r bhai
@kakalidas38356 ай бұрын
সীমা হল সব সমস্যার মূল। নিজের শ্বশুরীকে বা শ্বশুর বাড়ির কাউকে তো ওর কাছে আসতে দেখি না।মেয়েরা বিয়ের পর বাবার বাড়ির সব ব্যাপারে নাক গলালেই সমস্যা হবে।
@koolbabai0076 ай бұрын
Khub valo laglo
@JayashreeMondal016 ай бұрын
Masima r mesomashai apnara khub sarol moner manush valo thakben ❤
Bari theke beriechen kajj kore khaben mane ki ??? Bachake to er age konodin sunderban dekhi ni
@nibeditamandal97016 ай бұрын
Ashadharon laglo, ai holo ma, buddhimoti ma , sahoshi ma, aklanto porisrom kora ma❤❤🙏♥️♥️kono din chele meyer birudhye bolte suni ni, Polash kintu ma er e moto, amar to sasuri boumar juti dekhte khub pochondo kori kori 😢but akhon khub miss korchi 😥♥️♥️ Susmita r or ma er mach dhora video dekhe ami subscribe kori but😢😢seta khub miss korechilam but sasuri boumar juti onekta voriye diyechilo❤❤tobe ami baje kotha kotha kokhono bolbo na, Rama didibhai khub sundor kotha gulo bollen tate amar mon chuye gelo ❤❤🙏🙏❤❤onar kache shekhar ache❤❤sob manush to soman hoy na, je jei rokom poribeshe boro hoyeche se setai bolbe, Ramadi apni o kichu mone korben na ♥️♥️🙏🙏♥️♥️
@sujitsur60596 ай бұрын
হটাৎ আপনার কি হলো।আপনার বরো ছেলে ভুল করতে পারে না।
@ferdousara53126 ай бұрын
দেব, দেবীর ও ভুল হয় আর মানুষ কি করে ভুল না করে?
@sansanaye44576 ай бұрын
আচ্ছা মানি আপনি অনেক কষ্ট করে সন্তান মানুষ করেছেন।আমরা সকলেই তাই করে থাকি।এই যে খারাপ মন্তব্যের জন্য আপনার এতো খরাপ লেগেছে।এটা দেখে আমারও খারাপ লেগেছে। ওদিকে আপনার বড়ছেলে এবং ছেলের বুকে মানুষে খরাপ মন্তব্য করে নাজেহাল করে ছেড়েছে। এজন্য আপনি কাকে দায়ী করবেন আর এরজন্য আপনার কি কিছুই করার নেই? নাকি এসব আপনি জানেন না?খারাপ লাগার বোধ সবারই আছে। আমার অনুরোধ এজন্যও আপনি কিছু করবেন 🙏।আর একটা কথা, আমার মনে হচ্ছে সন্তানদের ভালো করার সিদ্ধান্তে আপনার কোনো একজায়গায় হিসেবে একটু গরমিল হয়েছে যা আপনার কাছ থেকে অন্তত আমি আশা করিনি।কারণ বহুদিন ধরে আপনাদের ভিডিও আমি দেখে আসছি।যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। তাই আপনার কাছে আবারো অনুরোধ করছি 🙏সন্তান যেনো মায়ের কাছে আগে পিছে না হয়।আরও একটা বাস্তব কথা বলি।কাকাবাবু কে দেখে খুবই খারাপ লাগে।অনেক কথা বলাহলো ভুল হলে মার্জনা করবেন।
@sansanaye44576 ай бұрын
ছেলের বউ হবে।
@ferdousara53126 ай бұрын
আপনি যে নীতির কথা রমাদিকে বলেছেন, নিজেকে রমাদির আসনে বসিয়ে একবার ভাবুন । আজ রমাদিকে বলছে কাল যেন আপনাকে পস্তাতে না হয় । কুসন্তান হয় কূমাতা নয়। মায়েদের দায়ী করার আগে আমাদের ভাবা উচিত ।ন্যায় অন্যায় যাই করুক মা বাবা সব কিছুর ঊর্ধে ।
@sansanaye44576 ай бұрын
@@ferdousara5312 প্রথমমতো আমি রমাদেবী কে কোনো জ্ঞান দিইনি।ওনার কথাতেই বলা যে সব সন্তান যদি সমান হয় তাহলে উনিই বিবেচনা করুন। আমি বা কেউই তাদের পাশের বাড়ির কেউই নই। কি হয়েছে সঠিক করে আমরা কেউই জানিনা তাই নিশ্চিত করে কোনো কিছুই বলা কঠিন তাই ওনার অবস্থান থেকে মা হিসেবে মায়ের যা করার দরকার সেটা করার জন্য অনুরোধ করেছি মাত্র।
@sansanaye44576 ай бұрын
@@ferdousara5312 আমার রিপ্লাই কি করে হারিয়ে গেলো?
@jhumachakroborty60236 ай бұрын
এদের সঙ্গে থাকুন আমার তো মা বাবা স্বামী নেই আপনাকে ভীষন ভালো লাগে
@SubhraPatra-q7n6 ай бұрын
Kub sundor
@chintubiswas34686 ай бұрын
Masima apnara satti khub Manus.Ami apnader sobar vlog dekhi.Sunderban dairy.Sunderban cooking.Food n cook.Ar akn apnar vlog o dekhi.Aro agiye jan apnara.
@kakalidas38356 ай бұрын
Natni r harmonium kinte piyali esechen masima...
@MrinmoyKopat6 ай бұрын
তোমাকে ভালবাসতাম এরকম তুমি বলে জানতাম না
@Sudipta-uc8ul6 ай бұрын
Masima nijer moto bhalo thakun
@BonoyDas-b5u6 ай бұрын
রমা দি আপনারা নিজেরা ই বলেন আকার ওকারে আবার নিজেরাই আমাদের কে দোষারপ করেন নিজেরা আগে ঠিক হন ।আপনাদের ভিডি ও দেখা উচিত না আপনার অভাব আপ নার কাছে থাকুক ভিডিওর অপারের লোকেদের দোষা রপ করবেন না নিজেরা দুই ফেমিলি ঠিক করুন আগে
@sahidulh66696 ай бұрын
খুব ভালো কথা বলেছেন দিদি ভালো থাকুন নমসকার
@tapanbhaduri54426 ай бұрын
Rama Ubaco mane (bollo.)Amar Bachha gecche mash dhorte khir nadir kule tomra keo korona bi rakta mash bughe jabe.From: Tapan Bhaduri, Sodepur.