আপনার প্রায় সব কবিতাই আমার শোনা। আপনার মতো করে কবিতা পাঠের ইচ্ছা প্রবল। কিভাবে পারবো?
@DishaDey-h2o8 ай бұрын
আমি মুগ্ধ আপনাতে...এভাবেই বেঁচে থাকুক এই কন্ঠ আর কবিতা❤
@kamalikabera78817 ай бұрын
বছর কুড়ি পর যদি দেখা হয় বদলে যাবে প্রায় সমস্ত টাই জীবন এক অন্য মোড়ে দাঁড়াবে হয়তো বছর কুড়ি পরেও হৃদয়ের ভেতর থেকে ভেসে আসবে " যদি এক হতে পারতাম ? " তোমার গলায় জীবন্ত হয়ে উঠছে প্রতিটা লাইন ❤️❤️❤️❤️
@subhramahanty98327 ай бұрын
কবিতার প্রতি ভালোবাসা না থাকলে, কবি তাকে মনের গভীর থেকে অনুভব না করতে পারলে -কবিতা কবিতাই থেকে যায়। আপনি কবিতাতে আবেগ, অনুভূতি, মাধুর্য দিয়ে কবিতাকে সমপূর্ণ করে তোলেন। অনেক অনেক ভালোবাসা জানাই। ❤❤
@sudeshna98408 ай бұрын
আহা কি অপূর্ব দিদিভাই❤️❤️ মনে হয় একটুকরো শীতল বাতাস মনটা জুড়িয়ে দিলো❤️❤️
@NILOY-75928 ай бұрын
*অসাধারণ আবৃত্তি ছিলো আপনার কবিতাটি । আপনার প্রতিটি কথার উচ্চারনটা যেন বুকে গিয়ে বিঁধছিলো । আপনার কবিতাটা শুনতে শুনতে আমি যেন হারিয়ে গিয়েছিলাম আমার অতিতে। সত্যিই , মানুষ অসহার , মানুষ যাকে চায় তাকে পায় না । মানুষটি হারিয়ে গিয়ে স্মৃতির পাতায় বেঁচে থাকে ঠিকই , তবুও ব্যার্থ হৃদয়ের এক প্রত্যাশা.... যদি কোন দিন তার দেখা পাই । ধন্যবাদ , অজস্র ধন্যবাদ ।*
@SafiyaSultana-m8v7 ай бұрын
ঠিক আপনার কথা গুলো একদম সত্যি 😢🤍🤎🖤
@ezazpasa27998 ай бұрын
যে ভাগ্যে নেই তার সাথেই কেন ভালোবাসা হয় ?
@gannachabritiwithmisras47518 ай бұрын
Songsarer niyom . Thakte moryada pay na. Chole gele pay puja🙏. Peye gele hoyto valobasa ta thakto na. Payni, tai na paoar afsos e valobasa ta bere geche
@Sarottambhadraofficial7 ай бұрын
হয়তো এটাকেই ভালোবাসা বলে!💝
@mousumi87817 ай бұрын
এটাই আমাদের ভাগ্য 😢
@arup.s85997 ай бұрын
Kitu vula o jai na😢😢
@ezazpasa27995 ай бұрын
@@mousumi8781 ekdom tai
@mongalnayak9377 ай бұрын
অপুর্ব হয়েছে দিদি... শুনতে শুনতে চোখে জল চলে এলো... 😢❤
@dr.buddhadebchakraborty7 ай бұрын
সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে আপনার কবিতা গুলো শুনলে সারাদিনের ক্লান্তি জুড়ে যায়। Thanks ma'am ❤❤
@UrmiSen-s8b7 ай бұрын
হাজার বছর বেঁচে থাকুক এই কন্ঠ ❤
@shirsendukaran94556 ай бұрын
২০ বছর পর আবার যদি দেখা হয় ,,,তখন ও দেখবে আমি খুজেছি তোমায় শিশিরে ,নিশীথে, ,,,,সমস্ত প্রেম শুকিয়ে আজ হৃদয়ের যমুনাতটে নাই কোনো প্রেমের ঢেউ ,,,,তুব যদি দেখা হয় আবার তোমার কাজল টানা চোখের পরে ভালোবাসার উষ্ণ পরশ তুমি হয়তো অনুভব করবে না ,,,,তোমার শীতল চুলের গন্ধে আবার মিলিয়ে যেতে চাইবে আমার মন ,,,,,তখন বার বার একটা কথাই মনে হবে ,,,তুমি অন্য দেশে বেঁধেছো ঘর ,,,,কিন্তু তোমার জন্য আমার কাছে রয়েছে অন্তহীন ভালোবাসার ঘর ,,,সেই ঘরের নিঃশব্ধ দেয়াল মাঝে একাকী জীবনের সংক্রান্তি নিয়ে বসে থাকবো তখন ও ,,,তখন ও বলবো ইহকালে নাই বা পেলাম পরকালে দিও দেখা ,,,হৃদয় জড়ে তখন ও থাকবে অন্তহীন আকাশ জোড়া ভালোবাসা 🖤🥹
@SabihaAkter-fx15 ай бұрын
এ রকম কয়েক টা কবিতা লিখে দিয়েন
@milibiswas56253 ай бұрын
😮aasadharan
@tumpachakraborty60287 ай бұрын
আহা,অপূর্ব মন ভরে গেল।মুনমুন তোমার গলা আবার নতুন করে মানুষকে ভালবাসতে শেখায়। খুব সুন্দর উপস্থাপনা
@gargisasmal71027 ай бұрын
অপূর্ব❤ আপনার কণ্ঠে বেঁচে আছে মানুষের আবেগ ভালবাসা।
@tanvirsarker598 ай бұрын
আহা নোটিফিকেশন টা আসলে মনে যেনো একটা শান্তি পাই। আহা কতো মধুর কতো সুন্দর কবে দেখা পাবো আপু আপনার সাথে। মুনমুন মুখার্জি ভালো থাকুন সবসময় ❤️
@সয়ননাথসন্জয়8 ай бұрын
অসাধারন দিদি আপনার কবিতার মাঝে যেমন জীবন বেঁচে আছে হৃদয় হাহাকার হয়ে মরে গিয়েও বেঁচে উঠে আবারো দিনশেষে হাসি আনন্দ দিয়ে একসাথে থাকবে বলে❤❤❤❤❤❤❤
@jaishreekrishna13548 ай бұрын
কবিতা অনেকেই আবৃত্তি করেন কিন্তু মুনমুন সমস্ত মনপ্রাণ ঢেলে কবিতার মধ্যে ঢুকে নিজের আবেগ বিচ্ছুরিত করেন। অসাধারণ উপস্থাপনা। तुम से अच्छा कौन है????? ❤❤❤❤❤
@mousumidebnath93557 ай бұрын
Kichu bolar vasha nei.ki sargio abesh....❤❤❤❤❤
@subhrachakraborty65928 ай бұрын
Your enchanting beauty, voice like a nightingale, and soul-stirring poetry make you a divine blessing. Every recitation is a mesmerizing symphony that resonates with the heart ❤❤❤
@ektubinodon8255 ай бұрын
❤❤❤❤❤ কবিতা সম্রাজ্ঞী, তোমাকে ভালো বলে বা প্রশংসা করে কিছুটা স্বস্তি পাওয়ার মতো ধৃষ্টতা আমি যেন দেখাতে পারছি না, কোন বিশেষণ আমি যেন খুঁজে পাচ্ছি না, যে বিশেষনে তোমাকে বিশেষিত করতে পারি। তুমি কবিতার রানী হয়েই থাকো, আর আমরা তোমার গুণমুক্ত ভক্তের মতো তোমার পদাঙ্ক অনুসরণ করে চলবো, যদি পারো তাহলে কমেন্টে একটু উৎসাহিত করো।🎉🎉🎉🎉🎉
@VisualShadow1005 ай бұрын
আপনার কবিতা মুগ্ধকে মুগ্ধ করে। আপনি কি অভিবাদন ও সুন্দরের প্রতীক্ষায় সারাক্ষণ কাটুক আমাদের।
@rabindradas56337 ай бұрын
চমৎকার আবৃত্তি করেছেন হে গুনী । একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।
@ritaroychowdhury42397 ай бұрын
মনে থাকবে আমৃত্যু, তোমার এ কণ্ঠে আবৃত্তি মিট মিট করে জ্বলা প্রদীপের আলোর শিখার মতো।❤😊
@dr.sudiptamallik25397 ай бұрын
বারবার মুগ্ধ হই, যতবার শুনি শোনার ইচ্ছে আরও বেড়ে যায়। খুব ভালো থাকুন।❤❤❤
@padishahsalamgir98588 ай бұрын
কবিতাটার সুর নতুন ভাবে জন্ম হলো আবারো।💖💖💖💖
@Suparna3438 ай бұрын
ডাইরির পাতায় পাতায় , আমার দুঃখ গুলো রাখি যত্ন করে । যখন আমি থাকবো না আর , পড়িস সময় হলে । জানি একদিন আমার দুঃখ গুলো কবিতা হয়ে উঠবে। কবিতা গুলো সবার মন আকাশে তারা হয়ে জ্বলবে । সেদিন আমার কবিতা গুলো পড়বে জনে জনে । তাদের মধ্যে তুই'ও থাকবি চোখে জল নিয়ে । কেউবা বলবে দারুণ লেখা..... কেউবা বলবে বা রে বাহ্ !! সে সব শুনে জমবে রে জল তোর ই আঁখির কোণায় । বলতে গিয়েও বলতে পারবি না তুই এ লেখা কোন গল্প নয় ! " কবিতা " ✍️ Suparna Mondal মুগ্ধতা একরাশ দিদি , চোখে জল এনে দিলে 😥❤️❤️❤️❤️🙏
@sangitadey61578 ай бұрын
apnar likha ? ami ki abriti korte pari?
@Suparna3438 ай бұрын
@@sangitadey6157 হ্যাঁ , এটা আমার ই লেখা 😊অবশ্যই আবৃত্তি করতে পারেন l 😊👍
@Suparna3438 ай бұрын
@@sangitadey6157 হ্যাঁ এটা আমার ই লেখা । অবশ্যই আবৃত্তি করতে পারেন। 👍😊
@Suparna3438 ай бұрын
@@sangitadey6157 Eta amari lekha . Obosshoi abritti korte paren 👍😊
@Amarkobita-n8eАй бұрын
Excellent performance sweet voice. The poem is attractive.❤❤❤❤
@NandiniBiswas-l1p8 ай бұрын
কি অসাধারণ কথাগুলো ❤️❤️ সেই সাথে আবৃত্তিও🥰🥰
@barshamondal70958 ай бұрын
অনেক দিন ধরে এই কবিতাটি খুঁজছিলাম আপনার কন্ঠে। শুনে প্রত্যেক বারের মতোই ভালো লাগলো।😊
@MdSirajuddin-e7k7 ай бұрын
চোখের কানে পানি মনের গহীনে কি কান্না বেজে চলেছে শব্দ গুলো শুনে -😢
@bilkismosfafa7058 ай бұрын
অসাধারণ! বার বার শুনেও মন ভরেছ না। মনে হয় আরো শুনি।❤❤
@tumpabiswas13268 ай бұрын
কি অপূর্ব যত বার শুনি মন ভরে না,আমার মনের কথা গুলো কত সুন্দর করে উপস্থাপন করেছো, খুব সুন্দর।
খুব ভাল লাগল দিদি কবিতা টা শুনে। তুমি খুব ভাল আবৃত্তি করো। দারুণ গলার voice, modulation.
@tumirabenirabe71728 ай бұрын
Asadharan Upasthapana❤❤❤Anek bhalo laga Sanchay!! Subho Kamana❤❤❤
@pratyushasarmadhikari62317 ай бұрын
স্নিগ্ধ বিষাদ! ❤ প্রিয়তম কণ্ঠ 😍
@Sulekhachatterjee-r5o13 күн бұрын
খুব সুন্দর লালেগেছে গো 🙏🙏🙏❤️
@meghabanerjee49737 ай бұрын
এতবার শুনেছি। তবুও মুগ্ধ হলাম। তোমার কণ্ঠে ❤️
@zenithmaity53568 ай бұрын
Oshadharon laglo Munmun di... I'm a big fan of your voice ❤❤❤❤❤
@SobhaDas-bm2zg7 ай бұрын
অনবদ্য পরিবেশনা❤❤
@farhanahaque69948 ай бұрын
কি প্রগাঢ় প্রশান্তিময় ❤️❤️❤️ আহা! মন ভরে গেলো
@dipakdebnath6002Ай бұрын
বাঃ ।বেশ ।অনেক শুভেচ্ছা রইলো।
@amarkobitaiami8 ай бұрын
অসাধারণ।আপনার কন্ঠের জাদু আবারও মুগ্ধতা ছড়ালো।❤❤
@Medicobita7 ай бұрын
খুব খুব সুন্দর....❤ অসাধারণ...❤❤❤ সকল কবিত প্রেমী মনকে আমাদের নতুন একটি ছোট্ট পরিবারে আমন্ত্রণ জানালাম...🙏🙏🙏
@surajitbiswas7339Ай бұрын
আমি তাকে কোনো দিন দেখি নি কিন্তু 😂 সে আমার দেখেছে 😊 সম্পর্ক শেষ হওয়ার সময় বলে গেছে সে আমার আর কোনো দিন মুখ ও দেখতে চাই না 🥺 আমি কি ভাগ্যবান যাকে ভালোবেসেছি ❤ তার সাতে কোনো দিন দেখাই হয়নি 😊 ২০ বছর পর যদি দেখা হয় ....?
@ashischandra89777 ай бұрын
ভালো লাগলো, ভালো থাকবেন, অপেক্ষায় থাকবো ❤
@minibarman86747 ай бұрын
Ami peyechi tare 17 yr pore... Just awesome ❤
@animeshhazra31167 ай бұрын
❤❤❤❤❤❤❤ কি সুন্দর ভঙ্গিমা কি সুন্দর আবৃত্তি
@অনুভব_বাংলা_রিক্ত_স্বপ্নগান8 ай бұрын
দিদি,আপনার সাথে এবারের বইমেলায় 'শালিধানে'র সামনে বাবা,মা আর আমি আলাপ করেছিলাম... অপেক্ষায় ছিলাম কবিতা-টির; কন্ঠ শুনে বরাবরের মতোই আবিষ্ট হলাম।
@PurabiGhatak-t9h7 ай бұрын
শান্তি পাই 😌 অসাধারণ 🤍
@rajeshadhikary8 ай бұрын
আহা❤❤❤ ভালো থাকুক ভালোবাসার মানুষ ❤️❤️ ধন্যবাদ আপনাকে
@sumanapanda10147 ай бұрын
আমিও দিদি তোমার সব কবিতা শুনি অসম্ভব সুন্দর কবিতা তোমার। দারুণ গলার voice,এবং আমিও কবিতা প্রেমী। আবৃত্তি করি। সময়ের অভাবে সেভাবে করা হয়ে উঠে না, কিন্তুু আবৃত্তি নিয়ে ভাবনা আছে। আবার নতুন করে শুরু করবো।
@pagolpara65988 ай бұрын
খুব খুব ভালো লাগে আপনার প্রতিটি আবৃত্তি ❤❤❤❤❤❤
@Oikkobodhota7 ай бұрын
Tomar ai mridu aaowaj ta amar khubi valo laglo. Shobar o nischoi eta khubi valo legeche.
@Sima_Saha4 ай бұрын
আহা কি অসাধারণ হয়েছে ❤❤
@SamliDutta7 ай бұрын
জানি না, ঈশ্বর কি দিয়ে এই কন্ঠ গড়েছেন❤
@amitbaital7 ай бұрын
বেশ ভালো হয়েছে।
@BabliBarman-qs3dn7 ай бұрын
Asadharon bohudin por abr peyechi tomar kantho..❤❤❤❤❤
@Fssabiramim2 ай бұрын
আমার অনেক পছন্দের একজন মানুষ আপনি,,আমার মন খারাপের সঙ্গী আপনার আবৃত্তি গুলো,,মন খারাপ হলেই আপনারে খোঁজে ফিরি ইউটিউবে,, আবৃত্তি গুলো শুনে শুনে দুঃখ বিলাস করি,,
@debasmitachoudhary3478 ай бұрын
Ami hariye gachilam kothay jeno, khuub bhalo hoyeche mam❤❤❤❤
@rahulpaul35058 ай бұрын
1st view 1comment,, didir sob kota abriti sera ❤❤❤❤
@NILOY-75928 ай бұрын
*ম্যাডাম , আপনার কাছে আমার একটি প্রস্ন , তা' হলো , আপনে এত সুন্দর আর এত আবেগ দিয়ে কবিতা আবৃত্তি করেন যে আপনার এই এত আবেগ ভরা কবিতাগুলি শুনলে মনে হয় এমন আবৃওি একমাএ তার কন্ঠ দিয়েই বেড় হবে যেন নাকি প্রেমে আঘাত পেয়েছিলো । সরি ম্যাডাম , বেয়াদবি নিবেন না,, আমার ভুল হতে পারে,। কারন , আপনে অনেক সুন্দরী , অনেক প্রেমের অফার পাওয়াটাই আপনার স্বাভাবিক । এটা আমি এখনকার কথা বলছিনা, স্টুডেন্ট লাইফের । ভুল বললে ক্ষমা করে দিবেন । জানি আপনে আমার কথাগুলি শুনে হাসবেন আর বলবেন পাগল ছেলেটা বল কি ।।।।।*
@lovenok-99z95 ай бұрын
অনেক শুভেচ্ছা রইলো ❤❤❤❤
@crazyyykitty95055 ай бұрын
Khub Bhalo laglo🎉Amer bandu k ami 35. Bachar pareo pelum na Dhaka😅amio ekjon kabi😅🎉