আপনার আবৃত্তি কবিতা কে জীবন্ত করে তোলে, মনে হয় প্রতিটি কবিতায় আমি আছি, কখনো কখনো শুনতে শুনতে কেঁদে ফেলি। কখনো কখনো মন এত খারাপ হয়, আবার শুনতে শুনতে সাভাবিক হই। মনে হয় কেউ আমাকে নিয়েই লিখেছে, কবিতার নায়ক আমি। আচ্ছা জোহা ভাইয়া,আমি যদি কোন কবিতা দেই,আপনি আবৃত্তির জন্য গ্রহন করবেন? না করলেও আমি কষ্ট পাবো না, সব চাওয়াই কি পাওয়া হয়? হয় না। আপনি ভাল থাকবেন।
@chyafrin7 ай бұрын
ইচ্ছা হয়, সব করতে, কিন্তু, ভুল, বসতে ব্যরিবাধে যদি পা,আটকে, ভেঙ্গে যায়, দুটি পা,তখন শুধুই হতাসার সাগরে ডুবে যায় জীবন,
I wish KZbin had a love button to react! Loved your recitation!
@soniasarkar8 ай бұрын
অসাধারন
@s.m.salahuddin78734 жыл бұрын
মন ভাল হয়ে যায় এত সুন্দর আবৃত্তি শুনে।
@fkhan14184 жыл бұрын
অসাধারণ, মনটা ভালো হয়ে গেল সুন্দর কবিতা আবৃত্তি শুনে, ধন্যবাদ👍👍
@chyafrin7 ай бұрын
কৈই আমি তো শোনতে পায়নি কখনো, আন কমন, সে একটি, কন্টস্বর এর সেই,একটি ডাক, শুধু ই যে,,,,, কান পেতে বসে থাকি,কখনো যে,শুনতে পাবো বলে, তবে ঐ ডাক টি,শোনার আগেই যেন , এই জীবন যেন, শেষ হয়ে না যায়,,এই সাধনা, কামনা করে, থাকি,তবে,,,,, সময় কে তো,আর ধরে রেখে বন্ধী করে, আটকে রাখা যায় না,,
@chyafrin7 ай бұрын
হে জানি আমি,বিদ্যা সাগর না হয়,,জ্ঞান, অর্জনের জন্য না ঘুমিয়ে থাকতেন,,তবে,, আমি তো আর সেই বিদ্যা,, সাগর হতে চায় নি,,তবে,,,,, আমার চোখে কেন ঘুম আসে না,,
কবিতা আবৃত্তি শুনে একটা চরম তৃপ্তি পেলাম এক কোটি বছর পর ♥️
@swapnabhowmik91204 жыл бұрын
Evergreen. ❤❤❤ Bar bar sune o.. Mon vote na..
@engrenamulhogue14844 жыл бұрын
Joha Bhai, khub sundor abbriti.
@KobitaConcert4 жыл бұрын
Thank you.
@chyafrin6 ай бұрын
যদি, মন,কখনো তার, নিজস্ব তা,,ফিরে পেতো,,তাহলে, কি, হতো সেটা কোন, ভাষায় যে, বলবো সেটা, এখনো যে, ভাব তে,, পারি না,, আমি,,
@chyafrin7 ай бұрын
স্বপ্ন কেবল অদৃশ্য,,,, আমি,,স্বপ্ন,, আর,,তুমি অদৃশ্য তাই তো, আমি কেবলী স্বপ্ন হয়ে, অদৃশ্য তাকিয়ে থাকি,, টিক এভাবে যে দিকে তাকায় তুমি শুধুই আর তোমার সেই অদৃশ্য, চায়া চিত্রটি ভেসে উটে এ কেমন ,, অদ্ভুত স্বপ্ন, জানি না, কখনো অদৃশ্য দেখা যায়, অধরা বৃষ্টিতে ভিজে,অনেক দুর দুরান্ত থেকে, চেয়ে আছো আমায়,আাবার কখনো সবুজ এর বিশালতা থেকে,টিক,,, আমাকেই, ডাক ছো,পিছনে,, ফিরে দেখি না কেউ,নেই তো টিক, এভাবে, কখনো মঘের ঘন কুয়াশায় বসে থেকো,, কখনো, ঐ আকাশের নীলে এক খন্ড মেঘ হয়ে, ডাক ছো আমায়, হ্যে,, তবে আমি,,,,, জানতাম সত্যি ই, তো তুমি,, অদৃশ্য,, আর, তোমাকে,শুধু আমি,, দেখি আর কেউ না,,
@MDTASLIMPIAS5 ай бұрын
মিউজিক এর চরম বিরক্তিকর বাড়াবাড়ি। কবিতার মোহটা মেরে ফেলেছে।
@anjumanara52043 жыл бұрын
হঠাৎ করে একদিন কক্সবাজার গিয়ে সমুদ্রের পাশে বসে একা একা এই কবিতা শুনলাম এতো ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না। সেই ১৭ বছরের বয়সী কথা মনে পড়ে গেল ।। মনে হয় যেন আবার ফিরে যাই আগের দিনে।
@drsarmishthaniyogi81593 жыл бұрын
খুবই সুন্দর খুব ভালো মঙ্গলম্ শুভমের চরৈবেতী প্রণতা শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী সত্যম্ শিবম্ সুন্দরম্ ড শর্মিষ্ঠা নিয়োগী ।।
@কষ্টেরফেড়িওয়ালা4 жыл бұрын
এক কথায় অনবদ্য
@KobitaConcert4 жыл бұрын
Thanks.
@anitabiswas7811 ай бұрын
অনবদ্য
@AlAminIslam-p2e5 ай бұрын
এক কোটি বছর দেখি না তোমায়
@chyafrin7 ай бұрын
ভুল করেছি তো,সেই অল্প,,,,, বয়সে অন্য কারো চাপ সৃষ্টির কারনে, তাতে বলো আমার, দোষ টা কি,যদি জানতাম,,,,, জীবন এর,, মান চিত্র, কি,,,,, এবং, কেমন,বিচিত্র না জানার আগেই, স্বপে দিল আমায়,,,,, জীবন পথে পারি দিতে, সেই ছোট্ট, শিশু যেমন, প্রথম এ,, হামাগুড়ি দিতে বার বার, হুসুট খেয়ে পরে যায়,টিক,জীবন ও কিছুই না, জানার আগেই,তার ব্যতিক্রম নয়,
@tanusreesaha82934 жыл бұрын
Apurbo dada mon chuye gelo🙏🙏🙏🙏
@nusratkamal9884 Жыл бұрын
অসাধারণ !!!
@mdselimparvejparvej75594 жыл бұрын
অসাধারণ ভাইয়া
@nusratkamal9884 Жыл бұрын
অনবদ্য !!!
@nirupamabanerjee79023 жыл бұрын
এই কন্ঠ ফেলে আসা এক কোটি বছরের স্মৃতি মনে পীড়া দেয় তবু শুনি।
@javedmamun4 жыл бұрын
10 million years have been passed since I saw you last if I get this certitude that I'll see you then I'll cross the mighty river like Bidyasagar thousand times I'll cross the English channel if I know that I can see you easily I can cross the great wall I'll dive into the snake kingdom bottom of the sea nor the bombarded city could ever frightened me if I know I'll see you then easily I can walk on the scorched sand dune I can cross the razor wire fence to see you I'll remove all the public shame from me and will join either a public meeting or a fair if I get any certitude that I can meet you in person then I'll cross the world ceaselessly I saw you a long time ago when was that sometime on Thursday 10 million years have been passed since I saw you last...
কেউ একজন পুরো কবিতাটা টাইপ করে কমেন্ট করবে সেই আশায় কমেন্ট চেক করি। 😍
@dolybanerjee2462 жыл бұрын
এক কোটি বছর তোমাকে দেখি না -মহাদেব সাহা by মহাদেব সাহামহাদেব সাহা এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর … কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়; একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না। ধন্যবাদ 😊
@BanglaChrisiChannel11 ай бұрын
এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর … কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো, কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়; একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবো। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
@gamerman4510 Жыл бұрын
ঈশ্বর প্রদত্ত কন্ঠ আপনার, কবি আপনার জন্যই প্রতিষ্ঠা পেলেন ।
@rashidhridoy20174 жыл бұрын
খুব সুন্দর
@KobitaConcert4 жыл бұрын
Many thanks.
@rashidhridoy20174 жыл бұрын
@@KobitaConcert 😍😍
@MermaidEntertainment3 жыл бұрын
nice
@sudiptoshekhar11714 жыл бұрын
my favourite poet.
@নিতাইকুমার-জ৭ত3 жыл бұрын
❤
@utpalkumarkarmokar64564 жыл бұрын
ভালবাসার কন্ঠ❤❤❤❤❤❤
@tanusribiswas61514 жыл бұрын
Bah
@jawadulkarim23143 жыл бұрын
background ar music ta aktu volume kom hole valo hoto
@ashadmahmud26153 жыл бұрын
best
@abicholmedia85973 жыл бұрын
nice voice
@pabitradas1484 жыл бұрын
আমার একটি কবিতা আপনার কন্ঠে শুনতে চাই।
@মোমবাতি-ঙ৬ষ4 жыл бұрын
💝💝
@mahenurislam42442 жыл бұрын
Joha vai. I am a marine Engineering. I am impressed to listen your recite. I want to recite your poem "firiye diyesi" infront of minister of livestock. So i need this poems lyrics. Please Help me by giving lyrics. Thank you
@moonrozario88994 жыл бұрын
Nice
@KobitaConcert4 жыл бұрын
Thanks
@chyafrin7 ай бұрын
জানালার ফাঁকে, সেই একটু খানি, রুদ্রের জ্বলাক ও,আমি দেখতে চায় না, তোমাকে ছাড়া, আমি দেখতে চায় না,, ছয়ঋতুরাজ,বসন্ত,তোমাকে ছাড়া,আষাঢ় এর অধরাই ঝড়ে পড়া,অসাধারণ, সুন্দর বৃষ্টি, আমি,দেখতে চায় না, তোমাকে ছাড়া, আমি,ঐ বর্নাড্য সবুজের বিশ্ব লতা,,,,, দেখতে চায় না, তোমাকে ছাড়া,, আমি,দেখতে চায় না, সেই,, পাহাড়, সাগর, নদী ঝর্ণা, তোমাকে ছাড়া,,,,, আমি,তোমার চোখে, আমার দু-চোখ রেখে, একসাথে দেখ তে,ছেয়েছিলাম,কিন্তু সে,,আর হলো না, সেই তো,, প্রথমেই,ওল্টো,, ভুল স্রোতে ভাসিয়ে, সেই শূন্য দীপে,পড়ে আছি, স্বপ্ন, দেখে দেখে,,
@nasimprodhan97713 жыл бұрын
ভাইয়া বইটির নাম কি,,, এককোটি বছর তোমাকে দেখি না..?
@arjumandbanu2813 жыл бұрын
Ashadharon abritti Apnar. Ami o abritti kori. Ami ki Ektu contact no Pete pari? If u want.