সমর্পিতা দিদি @ লুৎফন্নেছা বেগমের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আপনার জীবনের বাকী সময়টুকু সিরাজময় হয়ে থাকুক। স্যালুট দিদিকে।
@ghoshal19533 жыл бұрын
মানস বাবু, আমার বয়স 68 বছর।অনেক দিন ধরেই আপনার ভিডিও গুলো দেখে খুব তৃপ্তি পাই। সব সময় অনর্থক কমেন্ট করি না।কিন্তু আজকের ভিডিও টা মন ছুঁয়ে গেল।তাই দু লাইন লেখার লোভ সংবরণ করতে পারলাম না।চমৎকার একটি উপস্থাপনা।ভালো থাকুন।আরও অনেক এই রকম ভিডিও বানাতে থাকুন।নমস্কার।
@mritunjoymaji66233 жыл бұрын
Amaro aki prarthona
@MohiuddinAhmed043 жыл бұрын
বাহ ! ভদ্রমহিলা র আবেগ/হৃদ্যতা একদম আদি অকৃত্তিম। আমার পক্ষ থেকে সম্নান ও ভালোবাসা পৌছে দিবেন৷
@sunilhaldar83267 ай бұрын
ভদ্র মহিলা আমার দিদি
@a_justice_fighter11 ай бұрын
আজকেই পড়লাম। অপূর্ব লাগলো। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এই ভিডিওটি সত্যকে জানার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে। মানসবাবুর প্রতি অনেক কৃতজ্ঞতা জানালাম। সত্য উদঘাটনে নিয়োজিত থাকুন। ধন্যবাদ নেবেন।
@manasbangla11 ай бұрын
ধন্যবাদ আপনাকে।
@jatindranath68773 жыл бұрын
আহা! এমন হৃদয় ছোঁয়া,অকপট,সাবলীল,ভালোবাসাময় কথা সত্যিই মনকে ছুঁয়ে গেল... মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম...কখন যে একঘন্টা কেটে গেল...বুঝতেই পারিনি... স্যালুট জানাচ্ছি শ্রদ্ধেয় ম্যাডাম সমর্পিতাকে...[বাংলাদেশ থেকে]
@konikakarmokar96973 жыл бұрын
g
@tahmidtaki-x2b9 ай бұрын
Madam Thanks you from Bangladesh
@srranaislam50723 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছেন। আমি বাংলাদেশের রাজশাহী জেলা রানা বলছি। আমার খুবই ভালো লাগলো যে প্রয়াত নবাব সিরাজুদ্দৌলার হারিয়ে যাওয়া প্রকৃত তথ্যগুলো সংরক্ষণের যে দায়িত্ব সমর্পিতা ম্যাডাম কে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
@zakirhussain37423 жыл бұрын
@সমর্পিতা ###, আমি বাংলাদেশী।আমার শ্বশুর বাড়ী মূর্শিদাবাদ।ওখানে সব জায়গায় ঘুরেছি।ভগ্নদশা দেখে কষ্ট পেয়েছি। মনে হয় এটি একটা এতিম জেলা।আর নবাবের স্মৃতি সমুহের করুন দশা দেখে অবাক হয়েছি।তোমার নবাব প্রীতি দেখে শান্তি পেলাম।মনে হয় আমাদের নবাব জাগ্রত। তোমার পরিকল্পনা বাস্তবায়ন হউক!!!
@anjanbarua924811 ай бұрын
সমর্পিতা দিদি আসলে খুবই এক জন আদর্শিক , স্পষ্ট ও বাস্তববাদী মহিলা। স্যালুট দিদি।
@abulmannan48773 жыл бұрын
দাদা আমি বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে দাদা সত্যি আজ মন ভরে ভিডিওটা উপভোগ করলাম, এই রকম বড় করে ভিডিও করবেন দয়া করে দাদা আবারও সালাম।
@mdabdullahalmamun68923 жыл бұрын
লক্ষকোটি সালাম সমর্পিতা কে। তার দেশপ্রেম আমাকে আমাকে শুধু আবেগ- আপ্লুতই করেনি,আমার চোখে জল এনে দিয়েছে। বাংলাদেশের মানুষের আাবেগটুকু অর্পিতা রিদয়ে ধারণ করেছেন। আবারও কোটি সালাম, অর্পিতা এবং প্রিয় মানষদা কে।
@babighosh4053 жыл бұрын
খুব সুন্দর , আমি ও সিরাজকে ভীষণ ভালবাসি 🙏🙏❤❤🙏🙏💐💐🌹🌹🌹🌹
@anissarkar-st2bz10 ай бұрын
সাব্বাস দিদি এগিয়ে যান।
@razibreaz3 жыл бұрын
ধন্যবাদ বেগম সাহেবা।আপনার হৃদয়ে নবাবের জন্য যে ভালোবাসা মনে হয় সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছেন নওয়াবের যত দুর্নাম এবং চক্রান্ত ঘুচিয়ে নবাবের সুনাম ফিরিয়ে আনতে ।সৃষ্টিকর্তা আপনার উদ্দেশ্য সফল করুন।
@bishwajitdey40793 жыл бұрын
সমর্পিতা দিদি'র চিন্তা ও মানসিকতা সত্যি অসাধারণ, ওনাকে স্যলুট। দিদি তার নিজের মধ্যে এই মহান মানুষটির জন্য যে সম্মানবহন করছেন তা যদি আমাদের সমাজ ১০% দিতে পারতো তাহলে ইতিহাসের বিকৃতি হতোনা আর সে মহামানবরা আজো বেঁচে থাকতেন আমাদের মাঝে, আমাদের বুকে। মানস দা-কে ধন্যবাদ
@sabyasachipal8459 Жыл бұрын
🤣
@bishwajitdey4079 Жыл бұрын
@@sabyasachipal8459 কেন হাসছেন?
@mdabdulhakimmunshi751911 ай бұрын
Very beautiful explanations and remember for Long time.
@CloudCloud-fi6uq3 ай бұрын
@@bishwajitdey4079 eni to sankha porechen ,tini yo hindu, tahole
@bishwajitdey40793 ай бұрын
@@CloudCloud-fi6uq কাউকে হৃদয়ে ধারণ করার জন্য ধর্ম বাধা হতে পারেনা। আমার মনে হয় ওনি ওটাই প্রকাশ করেছেন। আর আমাদের হিন্দু ধর্মের অনুভুতিতে আঘাত করে এমন কাজ করেনি তাই আমরা তাকে নিন্দাজ্ঞাপন করতে পারিনা।
@binabhattacharjee3 жыл бұрын
মন কেমন হয়ে গেলো! চোখে জল এসে গেলো নবাবের জন্য। মুর্শিদাবাদ ঐতিহাসিক শ্রেষ্ঠ স্থান ! ভীষণ তথ্য সমৃদ্ধমূলক একটি ভিডিও। সকলের দেখা উচিৎ।
@jahangirhossain9083 жыл бұрын
মানস দা আমি একজন বাংজ্ঞালি.জাপান বসাবাস করছি.আপনাকে কিছু বলার ছিল.আমার নম্বার ০৪০-৩৬৬০-১১১০ কোড নাম্বার যোগ করে নিবেন
@mjron12693 жыл бұрын
@Romeo Hansraj আপনার সমস্যা কি আপনি সবাই কে নেগেটিভ কথা বলছেন কেন ? সব জায়গায় অযাচিত মন্তব্য করছেন। ইতিহাস পড়ুন তারপর কথা বলুন।
@MissionSuccess12805 ай бұрын
তুমি সত্যায়ন কারিনী, তথ্য নির্বর, ঐতিহ্য নির্বর, প্রকৃত এবং ঐতিহাসিক আলোচনা।
@apurbakumarrogyuhh38383 жыл бұрын
ইতিহাস প্রেমী বলে আমিও মুর্শিদাবাদ কে ভালো বাসি। ওনার শেষ কথা গুলো মন ছুঁয়ে যাবার মতো। ইতিহাস প্রেমী সব মানুষকেই এগিয়ে আসতে হবে ইতিহাস কে রক্ষা করার কাজে। আপনার ও দিদির প্রতি আমার2 শ্রদ্ধা জানাই।
@CtvNews243 жыл бұрын
ভালোবাসা আল্লাহ র দান। মানুষ মানুষকে ভালোবাসবে এটাই নিয়ম। নবাবের প্রতি ভালোবাসা প্রতিটি বাঙালীর আছে। এই সমর্পিতাকে কৃতজ্ঞতা ও ধণ্যবাদ। --জয় বাংলা বাংলাদেশ থেকে।
@swapanmukherjee48973 жыл бұрын
Bangalar ses swadhin Nabab tomake janai hazaro Salam
@JahirulHoque2 жыл бұрын
অসাধারণ, অভূতপূর্ব, অনন্য এই লুতফুন্নেসা। অগাধ শ্রদ্ধা তাঁর প্রতি, তাঁর কাজের প্রতি। শ্রদ্ধা আর সম্মানে মাথাটা নুয়ে গেল তাঁর প্রতি। অনেক অনেক অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে।
@jkprince81582 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখতেছি,,,নবাব সিরাজউদ্দোলা র প্রতি এতো ভালোবাসা দেখে,,,সমর্পিতা দিদির প্রতি ভালোবাসা রইলো,,, দিদি বেঁচে থেকো দোয়া করি,,
@md.asaduzzaman70223 жыл бұрын
এই মেয়ে তার হৃদয় তার মমত্ববোধ, তাঁর এই অসাধারণ ব্যক্তিত্বের কাছে আমি নিজে ই হেরে যাচ্ছি। আমার অনেক শ্রদ্ধা রইল তাঁর প্রতি।
@maitreyeeniyogi19623 жыл бұрын
খুব ভালো লাগল। নবাবের খুব কাছে পৌঁছেতে পারলাম। ধন্যবাদ।
@studypoint10minutesschool123 жыл бұрын
নবাবের বংশ এখনো আছে ঢাকাতে।
@fakirharunurrashid52583 жыл бұрын
Ae Lutfunnissar neyath kamona kori Nobab sherajk o shokol shathek Allah thumar nejo gunay Jannatul Fardus nosib koro Ameen
@cobragaming51843 жыл бұрын
Very nice 👍
@skaftabalam84283 жыл бұрын
@@studypoint10minutesschool12 nawab er bongso dhor..nam sayed golam abbas areb alias Nawabzada
@AbdusSalam-ni3xt3 жыл бұрын
সিমিলার লুৎফুন নেছাকে আন্তরিক ধন্যবাদ আপনাকে ও ধন্যবাদ। উনি আগামীর ইতিহাস হয়ে থাকলেন, ওনার ভালবাসারজন্য। বাংলার মানুষকে ও ইতিহাসকে স্মরন করার জন্য।
@khanrimon61462 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছি, সমর্পিতা নিজে নবাব সিরাজদৌলার স্ত্রী লুৎফুন্নেসার চরিত্র ধারন করেছেন, তাই আমাদের সকল ধর্মের লোকদের পক্ষ থেকে তোমাকে লক্ষ কোটি সালাম ,ওনার পক্ষে সকলের পাশে থাকা উচিত ❤
@selimsk6524 Жыл бұрын
অনেক অনেক সুন্দর ও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও।মানস দা ও আজকের ল্যু্ৎফরন্নেসাকে ধন্যবাদ জানাই। এভাবেই আপনার সারাজীবন কাজ করুন।।🙏🙏
@najmul18123 жыл бұрын
ধন্যবাদ দাদা আপনাকে আবার ও মুশিদাবাদ এর একটা ইতিহাস আমাদের সামনে তুলে ধরার জন্য।❤️
@sumitabasu37832 жыл бұрын
মুগ্ধ হলাম সমর্পিতা র কথা শুনে। মুর্শিদাবাদ এর ইতিহাস উদ্ঘাটনের আর তা জনসমক্ষে আনার তার নিরলস চেষ্টা কে সাধুবাদ জানাই। মানসবাবুকেও ধন্যবাদ। বাঙালির হৃদয়ে নবাব সিরাজদউদ্দৌলা চিরকাল স্বমহিমায় বেঁচে থাকবেন।
@believerofequality2 жыл бұрын
MUSHOLMAN BADSHA, NABAB RA HAJAR HAJAR HINDU MEYEDER BARITHE TULE NIE GIE BIE KORTO NA HAREM E RAKHTO R BHOG KORTO R HINDU COMMUNITY R MANUSHDER JOR KORE DHARMANTORITA KORTO ,ATTYACHAR KORTO. TADER GOLPO SHUNE APNI MUGDHO? BRITISH NA ASLE PURO BHARAT DHARMANTORITA HOYE MUSLIM DESH HOYE JATO , JAMON PURO BANGLADESH ER 18 KOTI MUSLIM , PAKISTHANER 22 KOTI MUSLI. SAB EI TO HINDU CHILO. BRITISH NA ALE SAB HINDURAI MUSLIM HOYE JATO . KI BALEN ? AMI BHUL KI BHUL BOLLAM ?
@sabyasachipal8459 Жыл бұрын
@@believerofequality 👍
@AleyarKarim Жыл бұрын
এখনও বাংলাদেশের রাওজান গ্রামে নবাবের বংশের একজন জীবিত আছেন, উনার কাছে নবাব সিরাজদৌলার রাজপোষাক, তরবারি নবাবী জুতা এবং মূল্যবান জিনিস পত্র রক্ষিত আছে,
@mdrezaulkorim4283 жыл бұрын
ধন্যবাদ দিদি নবাবের প্রতি 200 বছর পরে এরকম ভালোবাসার জন্য
@badshask2003 жыл бұрын
🙏🙏🙏
@tapaskarmakar54162 жыл бұрын
অসাধারণ পদক্ষেপ সিরাজউদ্দৌলা কে নিয়ে । এইভাবেই নবাবের স্মৃতি উদযাপিত হতে থাকুক। ধন্যবাদ আপনাকে মহাশায়া।
@panthergigs7883 жыл бұрын
আজও হাজার হাজার সিরাজ জীবিত, আজও হাজার হাজার লুৎফুন্নেসা জীবিত। এটা থাকবে চিরকাল। ভালো থাকবেন বেগম সাহেবা। সমর্পিতা নয়, আপনি আমাদের সকলের প্রিয় বেগম সাহেবা।
@HabiburRahaman-yy5xg3 жыл бұрын
ভীষনভাবে অনুপ্রাণিত হলাম। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য। ধন্যবাদ বেগম সাহেবা -সমর্পিতা।
@aftabjulficar18402 жыл бұрын
অসাধারণ আপনাকে ধন্যবাদ
@syedulkabirfaruk60013 жыл бұрын
নবাবের প্রতি বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ এত সুন্দর ইতিহাস তুলে ধরার জন্য।
@mostafaroni34212 жыл бұрын
😭😭😭😢😢 নিশ্চয় একদিন আসবো বাংলার ইতিহাসের পীট স্থান মুর্শিদাবাদে। 🇧🇩🇧🇩🇧🇩 মুগ্ধ হলাম একালের লুৎফুন্নেসাকে দেখে। প্রথম ভেবেছিলাম উনি নবাবের রক্তের সম্পর্কের কেউ পরে দেখলাম উনি রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসেন ছোট নবাবকে। কখন যে এক ঘন্টা চলে গেল বুঝতে পারলাম না। ❤❤ ধন্যবাদ Manas Bangla.
@Nsm1232 жыл бұрын
Ami murshidaabad thaki
@RashidAli-rf8lk2 жыл бұрын
আমার পক্ষ থেকে এই মহিষী নারীকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও সম্মান! বাংলার নবাব সিরাজুদ্দৌলার প্রতি এতো সম্মান ও ভালোবাসা দেখে সত্যিই কলিজা শীতল হয়ে যায়!
@danielbaidya2653 Жыл бұрын
ছোট সময়ে সিরাজ-উদ-দৌলা নাটক দেখে মীর জাফর আলি খান, ঘসেটি বেগম, মীর মিরন এদের প্রতি প্রচন্ড ঘৃনা ও ক্রোধে ফেটে পরি ও সিরাজ-উদ-দৌলা ও লুৎফুননেসার প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে মাথা নত হয়ে যায়। তাই বর্তমান লুতফুন্নেসার (সমর্পিতা) কে উচ্চ সম্মান জানাই। দেখা যায় বর্তমানে সিরাজের সন্তান হিসেবে এক হিন্দু জমিদারের নাম করা হয়। জানিনা এটি সত্য বা মিথ্যা।ভাবতে কষ্ট হয় যে সিরাজের সন্তান কোন মুসলমানের ঘরে স্থান না পেয়ে হিন্দুর ঘরে, হিন্দু জমিদার....? এটি মহা দুঃখ জনক।
@chayanikadhara56883 жыл бұрын
কোন ভাষা নেই মানস বাবু আপনাকে আর বেগমকে ধন্যবাদ জানানোর... শুভ কামনা রইল উনি যে লক্ষ্যে এগোচ্ছেন সেটা যেন পূর্ণ হয় ওনার
নবাব সিরাজউদ্দৌলা কে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে
@siddiqurrahman38613 жыл бұрын
siddiqur rahman 1 second ago দিদি লুৎফুননেসা + মানষ দা , আপনাদের ভিডি ও টা কয়েক বার দেখলাম ৷ আমিতো আপনাদের মত এত সুনদর ভিডি ও+ সুনদর কোরে বলতে পারি না , তাই আমার হোয়ে যদি আপনারা দুজনে ৷। প্রথমে একটা উদাহরন দেব ,, একেবারেই একদেশে ৪১ পরিবার একটা দিপে নিবাশন দিল ,, ঐ ৪১ জোড়া দমপতির মাএ এক জোড়া ছিলো চোড় দমতপি ,, সবাই ভালভাবে বাচার পরিকলপনা , কিনতু চোর দমপতির ভাবনা এই ৪০ ঘড়ে চুড়ি কোরেই বাচবো ৷ কিনতু বাদ শাদলো ৪০ জনের বাড়ি এমন ভাবে তৈড়ি করলো যে ঐ সব বাড়িতে কোন চোরের চুরি করা একেবারে অসমভাব ৷ আমি কেন চোরের উদাহরন দিলাম // পলাশির যুধধের শেষে নিমক হারাম '' মিরজাফর ও মিরনের কোন বিচার অথবা সামাজিক হেও প্রতিপনন ও করার কোন চিনতা ,, সেই পলাশির যুধ্য থেকে এ অবদি ৷ যদি করা হইতো তা হলে ,, ভারতের নেহেরু পরিবার ,, জওহের লাল নেহেরু , গানধী জী , ইনদিরা গানধী , তার সনতান রাজীব গানধী ও সব' শেষ বাংলা দেশের মহান নেতা বজ্ঞবোনধুকে ঐ মিরজাফরের জনমগত সনতানরা নিমম' ভাবে হত্যা কোরত না ৷৷ আর সেই সামাজিক বিচারটা হোল ,, মুশিদাবাদ থেকে সুরু কোরে এপার বাংলা+ ও পার বাংলার সব দষনীয় যায়গায় মিরজাফর ও মিরনের ছবি সহ সৌচাগার তৈড়ি থাকতো ,,কারন মানুষ একবেলা না খেলে ও শিশু না দিয়া পারে নাাাা ??????
@Frkmrn Жыл бұрын
আমি এই interview দেখে অবাক হলাম যে এই রকম সুন্দর মনের মানুষ আজ আছে।এনি হচ্ছেন আমাদের অনুপেরুনা। এনার সঙ্গে দেখা করে একবার ধন্যবাদ দেওয়া আশায় রইলাম
বাংলাদেশ থেকে আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা সালাম ও নমস্কার। নবাবের ইতিহাস শুনতেও জানতে পেরে মনটা আনন্দে ভরে গেল। ভবিষ্যতে আরও শুনব ইনশাল্লাহ।
@anasmitasiddhanta57203 жыл бұрын
বাংলার মানুষ সিরাজ কে তার হৃদয় থেকে হারিয়ে যেতে দেয়নি দেবেও না, 💐💐❤❤
@bibhutibachar4755 Жыл бұрын
Ae samasto Muslim sashok der niye atto matamati korar mane bujhi na .era nijer desh iraq Iran soudi chere Bharat a ki karone dakhol nilo bhaben ki? aamader Hindu sanatan dharam er atithi devo bhav er sujog niye attyachar koreche jake aamra SHASON bole mathaye tule nachanachi korchi
@JahangirAlam-ow2lt Жыл бұрын
Ft
@JahangirAlam-ow2lt Жыл бұрын
😅😮
@siddiqurrahman709 Жыл бұрын
অ-সাধারণ উদ্যোগ ইতিহাসকে পূনরুজ্জিবীত করার জন্য।স্যালুট জানাই হাজারবার এই পূণরজন্মা "লুতফুন্নেছাকে''।
@makhalequekhaleque18713 жыл бұрын
তুমিই সেই লুৎফুনেচ্ছা...এবং তুমি সেই পরিচয়ে আগামী প্রজন্মের কাছে বেঁচে থাকো...ইহকাল ও পরকালে...এই দোয়া করি আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে....আমিন।
@fadlalrahmanalamgir54722 жыл бұрын
Ameen
@believerofequality2 жыл бұрын
SRISTI KARTA HOLEN BHAGOBAN. R SAMARPITA HINDU R HINDUKE BIE KORECHE . JADIO OR AKTA PAGLI
@jibanmondal10112 жыл бұрын
Muslim ra punarjanam e biswas kare na.
@pinkimolla3879 Жыл бұрын
Naujubillah Islam khkonoi purnojonom biswas kore na .Iman chole jabe taoba koren Allahr kache
@angelnusrat521610 күн бұрын
@@jibanmondal1011 Biswas korena to ki aita sotti airkom hoi onk dekha o geiche proman soho so sob bepar a dhormo tene anben na aita kharap bisoi
@smborhanuddin50653 жыл бұрын
বাংলার শেষ নবাব কে জানাই হাজার সালাম। যারা বিকৃত মনের মানুষ, তারা শুধু সার্থের জন্য রুচিহীন কথা বলে। বোনটির মঙ্গল কামনা করছি।
@shafiqrasel91513 жыл бұрын
আমি নিজে কতো যে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে জেনেছি পড়েছি ইতিহাস ও আমি সাক্ষী তবে মন প্রান ভরে গেল ঐ দিদি কে দেখে আমার জীবনের সব ভালবাসা রইল তার জন্য
@suklachakraborty82483 жыл бұрын
Mhh
@sangitmondal47852 жыл бұрын
এই ভিডিও এর মাধ্যমে অনেক অজানা তথ্য আমি জানতে পারলাম। শ্রদ্ধা জানাই নবাবকে, সমার্পিতা দিদির অনুভূতিকে গলোকে।বাংলার শেষ নবাব তার যোগ্য সম্মান পাক - সে প্রার্থনা করি।।
@ataulkarim68603 жыл бұрын
বাংলাদেশ থেকে তোমাদের সালাম। বোন তোমার কথা শূনে ছোখে পানি চলে আসল।
@nazrulislam-xe1gd3 жыл бұрын
বেগম,নবাব সম্পর্কে অাপনার হৃদয় ছোঁয়া বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে গেলাম।
@king-ql8eg4 ай бұрын
@@nazrulislam-xe1gd চুল ফালায় দিলেন
@faizurrahim49343 жыл бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি।অসাধারণ দিদির কাছ থেকে অনেক নতুন কথা শুনলাম।আসবো করোনা চলে গেলে মানে টুরিস্ট ভিসা চালু হলেই আসবো।নবাব is great.
@AleyarKarim Жыл бұрын
আমি বাংলাদেশি আমি নির্বাক, আমি হতবাক, আমি ভাষাহীন নবাব সিরাজদৌলার প্রতি এমন অকৃতিম ভালবাসা দেখে। যে নারী নবাবকে দেখে নাই শুধু ইতিহাস পড়েই তারপ্রতি এতো মায়া এটাই বাঙালির বড় পাওয়া।❤❤❤
@zinnatunnessa3 ай бұрын
জনপ্রিয় নাটক গোপাল ভারে সব সময় নবাবকে হীন করে উপস্থাপন করার অপচেষ্টা পরিলক্ষিত হয়! তখনই বুঝতে পারি এরা মীর জাফদের দল!!! অকৃতজ্ঞ!! এতদিন জানতাম ভারতে নবাবের ইতিহাস বিকৃত ভাবে রচিত!!কিন্তু বাংলাদেশে মীরজাফর একটা গালি হিসেবেই প্রচলিত !! আজ খুশী এবং অবাক হচ্ছি !!--এই ভারতে জন্মে কিভাবে উনি সঠিক ইতিহাসের সন্ধান পেলেন!!সত্য একদিন মাথা তুলে দাড়াবেই!!!
@hassanharjatali538120 күн бұрын
@@AleyarKarim মজার পূজা করা হচ্ছে গোনাহ ছাড়া আর কিছু না,, এই মেয়ে একদিন মুন্দি বলে প্ররিচিত দিবে
@abdurrazzak74093 жыл бұрын
মানুষ দাদা দিদিকে আমার অনেক অনেক ভালোবাসা দিবেন।আমি ভাবতেই পারছিনা একজন হিন্দু মহিলা হয়ে একজন মুসলিম নবাব এর প্রতি এত শ্রোদ্ধাবোধ কল্পনাই করা যায় না।দিদিকে সেলুট জানাই।
@বাংলদেশেরসরকারিচাকুরিরপ্রিপারে3 жыл бұрын
পূণর্জন্ম
@sawonpal2273 жыл бұрын
Atai holo hindu der cultuar
@satyajitmandal17833 жыл бұрын
Hindu not monushotwo hoya uchit,r otai kor6en oi mohila.
@sofiasultana2723 жыл бұрын
Lots of love and respect to SAMARPITA and Manas da pl make more videos thanks
সমর্পিতা দি তোমার কথাগুলো হৃদয়ে গেথে গেছে। তুমিই সত্যিকারের বাঙাঁলী। এপার বাংলা হতে তোমার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।। তুমি যে ভালোবাসায় বাংলার শেষ নবাবের কাছে নিজেকে সমর্পণ করেছে তাতে তোমার নামটি যেন সার্থকতা পেয়েছে পরিপূর্ণ রুপে।
@ejabulsk43823 жыл бұрын
Very nice
@abusayeed11693 жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি, সত্য কে উন্মোচন করার জন্য "বেগম" আপনাকে অন্তর থেকে অনেক ভালোবাসা। মানসদা শ্রদ্ধা রইলো আর অপেক্ষায় থাকলাম নতুন কোনো সত্য ইতিহাসের জানার জন্য। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@KHAIRULHASSAN-c9r Жыл бұрын
অসাধারণ আলোচনা ও অসাধারণ সমর্পিতা ম্যাডামের...নবাবের ভালোবাসার লুৎফন্নেসার অন্তরাত্মার আবিষ্কার লুৎফন্ননেসার সত্যিই পূন্নঃজন্ম..ই .বলা যায়.. ভালো লাগলো এমন ইতিহাস সচেতন ম্যাডামের নবাবের সম্মান উদ্ধারের পথ চলায় অভিনন্দন....🌹🌹🌹 থাকলো ❤❤❤ খাইরুল হাসান 🌹 বাংলাদেশ ঢাকা মিরপুর থেকে ❤❤ মুর্শিদাবাদ এর খোশ বাগে যাওয়ায় প্রত্যায় রইলো।❤❤❤
@muniaahsan12283 жыл бұрын
নবাবের প্রতি তার সন্মান দেখে ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো বুঝতে পারছি না, তার জন্য আমার অন্তর থেকে অনেক ভালোবাসা রইল ঢাকা থেকে, মুর্সিদাবাদ গেলে নিশ্চয়ই তার সাথে দেখা করবো ইনশাআল্লাহ।
@BelalKhan-qp9dt3 жыл бұрын
পৃথিবী যতদিন রবে ততদিন বাংলা, বিহার ও উড়িস্যার মহান অধিপতি নবাব সিরাজ তুমি বাংলার মানুষের মাঝে বেচেঁ থাকবে।আল্লাহ এ স্বাধীনচেতা নবাবকে বেহেশত নছিব করো। আমিন।
@jahangiralamchowdhury39893 жыл бұрын
এই মেয়েকে বাংলাদেশ থেকে স্যালুট। কারণ ১৭৫৭ সালের কাহিনী যেভাবে বলছেন, মনে হচ্ছে কয়দিন আগে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছেন। অন্য রকমের একটি অনুভূতি এসে গেল মনে। নবাবের প্রতি তার ভালোবাসায় আমি মুগ্ধ। আমি তার ভক্ত হয়ে গেছি আর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলাম শুধু তার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে।
@swapankumarsen73012 жыл бұрын
??
@shelimajahan65872 жыл бұрын
ভাল লাগছে। ধন্যবাদ ।
@srimatimukherjee95932 жыл бұрын
Good
@deloaraislam26342 жыл бұрын
ৃহ্র
@gurudashaldar46792 жыл бұрын
7
@amzadhossainkhandaker931 Жыл бұрын
নবাব সিরাজ দৌলত এর ইতিহাস তুলে ধরার জন্য আমি আপনাকে আমার অন্তরাস্থান থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
@MdHridoy-lb6lz3 жыл бұрын
বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলার নামটা অনেক পরিচিত' এবং তার মর্মান্তিক কাহিনী শুনে অনেকেই দু চোখের পানি ছেড়ে দেয়' নবাব সিরাজউদ্দৌলার নামটা যুগ যুগ ধরে থাকবে
@taniasultana45353 жыл бұрын
দিদি বাংলাদেশ থেকে বলছি। দারুণ লাগলো আপনার কথা । মনে হলো আপনিই ইতিহাসের একজন!
@prasantamahapatra39243 жыл бұрын
M8ioo9o
@shohelalom583 жыл бұрын
Write
@taniasultana45353 жыл бұрын
আমি বাঙালি। শেষ নবাব যে বাংলার, নজরুল যে বাংলার আমিও সেই বাংলার। জীবনানন্দ যে বাংলার, মুজিবুর রহমান যে বাংলার, আমি সেই বাংলার। বাংলা আমার আমি বাংলার!
@ziaurrahaman31893 жыл бұрын
বাস্তব সত্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অশেষ ধন্যবাদ মানসদা কে এবং সমর্পিতা দিদিকে
@Noname-ls8hz2 жыл бұрын
I am very proud to know that you are a ex student of Jadavpur University....bcz I am pursuing B.E. in C.S.E from Jadavpur University (3rd year).....great salute for you didi....love you very much
@subhomondal68447 ай бұрын
I'm also from Ju and history department
@captmasud33373 жыл бұрын
আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, বেচে থাকুন দীর্ঘদিন ।
@sunway85013 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছি এবং আপনারা হিন্দু ধর্মের হয়ে ও নবাবের প্রতি আন্তরিকতা দেখে মনটা ভরে গেলো
@monirulmondal74983 жыл бұрын
নবাব হিন্দু মুসলমান না নবাব বাঙালির আবেগ এখানে নবাব কে ধর্ম খুঁজেবেন না
@faruquesyed15843 жыл бұрын
নবাবতো বাংলার নবাব ছিলেন! আপনি এখানে অন্য কিছু খুজছেন কেন?
@sunway85013 жыл бұрын
@@faruquesyed1584 ভাই নবাবের কবর অযত্নে আর আর মীরজাফরের কবর যত্নে আছে সেজন্য বললাম,, কারন পৃথিবীতে এখন এখন মীরজাফরের বংশধর ই বেশী
@somnathmukherjee22083 жыл бұрын
এইবার রবীন্দ্রনাথকে মুক্তি দিন। তার লেখা গানকে জাতীয় সংগীত রাখা আপনাদের বখতিয়ার খিলজির বাংলা আক্রমণের সঙ্গে যায় না। সিরাজদ্দৌলার পরাজয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যাওয়া ইতিহাসের সঙ্গে যায় না। সিলেটে শাহজালালের জিহাদ, ওহাবী আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা, খিলাফত আন্দোলন, বারো আউলিয়ার দেশ, ঈসা খাঁ, শায়েস্তাখা... এই পরম্পরার সঙ্গে রবীন্দ্রনাথ সত্যি বেমানান...। "বাঙালি মুসলমান" তার ইতিহাস শুরু করবে বখতিয়ার খিলজি দিয়ে। ফরুখ আহমদ, কায়কোবাদ, গোলাম মুস্তফা, আল মাহমুদ সেই শিকারের সন্ধান দিয়ে গেছে। নইলে আপনাকে শিকড় ধরে নিজের উৎস খুজতে গেলে হিন্দু বৌদ্ধ উত্তরাধিকার মেনে নিতে হবে! বেহুলা লখিন্দর, মনসামঙ্গলের পাতায় পাতায় খাটো ধুতির কালো গোট্টা গোট্টা অনার্য পূর্বপুরুষের কাছে ফিরে যেতে হবে যে আরব তুর্কি আফগান দস্যুদের ভয়ে জলাজঙ্গলে লুকিয়ে ছিলো। কাফেরদের উপর যবনদের বড় ক্রোধ। আপনাকে তাই ঠিক করতে হবে বখতিয়ারের ঘোড়ায় চেপে আসবেন নাকি মনসামঙ্গল থেকে শুরু করবেন ...। ফরহাদ মজহার বখতিয়ারের ঘোড়ায় চেপে ঋত্বিক ঘটকের টুটি চেপে আছে। এই খেলা আজকের নয়। বন্দেমাতরম বলতে হিন্দু বৌদ্ধ জৈন পারসিক কারোর সমস্যা না হলেও বখতিয়ারের ঘোড়া সওয়ারী তা নিজের জন্য হারাম মনে করেছে। "আল্লাহ আকবর" তার জাতীয় শ্লোগান। সেখান থেকেই পূর্ব পাকিস্তান। বখতিয়ারের অসম্পূর্ণ বাংলা জয়ের পরিপূর্ণ রূপ। এখানে রবীন্দ্রনাথ কেমন করে প্রতিনিধিত্ব করে? সবই তো ত্যাগ করেছি। শুধু রবীন্দ্রনাথকে একটা গানের সঙ্গে জড়িয়ে রেখে লাভ কি? দুদিন পর পর তাকে অত্যাচারি হিন্দু জমিদার সাজিয়ে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী বানিয়ে, তাকে মুসলমান বিরোধী দেখিয়ে প্রচ্ছন্নভাবে বাংলাদেশ বিরোধী করে তুলে তার গানকে জাতীয় সংগীত রাখার অযোগ্যতা প্রমাণের এই কষ্ট না করে একজন আদর্শ মুসলিম কবির লেখা গান কবিতাকে জাতীয় সংগীত বানিয়ে নিন। শিলাইদহ পতিসরে রবীন্দ্র স্মৃতি রক্ষা যৌক্তিক কিনা সেই প্রশ্ন তুলুন। ঋত্বিক স্মৃতির মত মুছে ফেলুন রবীন্দ্র জীবনানন্দ মধূসুদন স্মৃতিবিজরিত সব চিহ্নকে। মুসলিম বাংলার এই তো প্রতিচ্ছবি। ...
চমৎকার আপনাকে অনেক ধন্যবাদ সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।
@md.zahidulislam74792 жыл бұрын
আমাদের কাছে সম্মানিত একজন মানুষ বাংলার নবাব নবাবের ইতিহাস মুছে ফেলা যাবে না বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন সবসময়
@mohammedreazulkabir83493 жыл бұрын
অসাধারণ। সমার্পিতার জন্য অনেক অনেক শুভ কামনা। অনেক শ্রদ্ধা আর ধন্যবাদ প্রাপ্য আপনার। পরমকরুণাময় আপনার মংগল করুন।
@arhpolok76443 жыл бұрын
হোক সে হিন্দু বা মুসলিম বাঙ্গালি বলতেই সিরাজুদ্দৌলা খুবই আবেগ ময় একটা নাম🥰
@কৃষ্ণদাসীপ্রিয়া3 жыл бұрын
1dom.. Siraj amder abeg amder valobasa😊
@Raju-dj3zu3 жыл бұрын
একদম..💙🙏
@siddiqurrahman38613 жыл бұрын
siddiqur rahman 1 second ago দিদি লুৎফুননেসা + মানষ দা , আপনাদের ভিডি ও টা কয়েক বার দেখলাম ৷ আমিতো আপনাদের মত এত সুনদর ভিডি ও+ সুনদর কোরে বলতে পারি না , তাই আমার হোয়ে যদি আপনারা দুজনে ৷। প্রথমে একটা উদাহরন দেব ,, একেবারেই একদেশে ৪১ পরিবার একটা দিপে নিবাশন দিল ,, ঐ ৪১ জোড়া দমপতির মাএ এক জোড়া ছিলো চোড় দমতপি ,, সবাই ভালভাবে বাচার পরিকলপনা , কিনতু চোর দমপতির ভাবনা এই ৪০ ঘড়ে চুড়ি কোরেই বাচবো ৷ কিনতু বাদ শাদলো ৪০ জনের বাড়ি এমন ভাবে তৈড়ি করলো যে ঐ সব বাড়িতে কোন চোরের চুরি করা একেবারে অসমভাব ৷ আমি কেন চোরের উদাহরন দিলাম // পলাশির যুধধের শেষে নিমক হারাম '' মিরজাফর ও মিরনের কোন বিচার অথবা সামাজিক হেও প্রতিপনন ও করার কোন চিনতা ,, সেই পলাশির যুধ্য থেকে এ অবদি ৷ যদি করা হইতো তা হলে ,, ভারতের নেহেরু পরিবার ,, জওহের লাল নেহেরু , গানধী জী , ইনদিরা গানধী , তার সনতান রাজীব গানধী ও সব' শেষ বাংলা দেশের মহান নেতা বজ্ঞবোনধুকে ঐ মিরজাফরের জনমগত সনতানরা নিমম' ভাবে হত্যা কোরত না ৷৷ আর সেই সামাজিক বিচারটা হোল ,, মুশিদাবাদ থেকে সুরু কোরে এপার বাংলা+ ও পার বাংলার সব দষনীয় যায়গায় মিরজাফর ও মিরনের ছবি সহ সৌচাগার তৈড়ি থাকতো ,,কারন মানুষ একবেলা না খেলে ও শিশু না দিয়া পারে নাাাা ??????
@aftabjulficar18402 жыл бұрын
সঠিক কথা বলছেন আপনাকে ধন্যবাদ
@GfduvfyVfdg-lq1olАй бұрын
সে মুছলিম ও না হিন্দু ও না সে একজন বীর যোদ্ধা জখে জল এসে গেলো ভিডিও টা দেখে
@krishnakarmakar28513 жыл бұрын
মানস দা আপনাকে ও সমর্পিতাকে নবাব সিরাজদ্দৌলাকে নিয়ে ভিডিওটি বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সমর্পিতা তুমি নবাবের সম্মান ফিরিয়ে দেয়ার জন্য যে কার্যে লিপ্ত হয়েছ তাতে তুমি সফল হও।
@biradattadas92163 жыл бұрын
চিরাজদ্দৌল্লার স্মৃতি চিহ্ন সংরক্ষিত করার অতীৱ প্রয়োজন।না হলে বৃটিচ বা বিদেশীর শোষণ বা অত্যাচারকে কে ভাবে প্রতিহত করতে পারবে।।আমার দেশে এখানেও আমার মাঝে দেশদ্রোহীর অভাব নেই।।
@Jibonakter5552 жыл бұрын
এক কথায় অসাধারণ।.......
@azizulwadudbahar16953 жыл бұрын
মানস দা' ... ... কি এক অসাধারন ভিডিও আমাদেরকে উপহার দিলেন তা' বলে বুঝাবার নয় ! অমন এক ঘন্টার ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারিনি । শেষ হবার পরও মনে হচ্ছিল ভিডিওটাতে আরো কিছু কথাবার্তা থাকতে পারতো ! আপনার এই অসাধারন ভিডিও'র মাধ্যমে পরিচিত হলাম সমার্পিতা দিদির সাথে । বাংলার শেষ স্বাধীন নবাবের জন্যে দিদির হৃদয়ে কি এক অপার ভালবাসা, কি এক স্বর্গীয় প্রেম তৈরী হয়েছে তা' বলে প্রকাশ করবার নয় । আমি বিশ্বাস করি মহান দেশপ্রেমে উজ্জীবিত হয়েই তিনি বাংলার নবাবের মৃত্যুর ২ শ' ৬৩ বৎসর পরও তিনি নবাবের প্রতি অমন ভালবাসা লালন করতে পারেন তা' ভাবাই যায় না । সমার্পিতা দিদির কথা শোনে অবশেষে আমি নিজেও আর ঠিক থাকতে পারলাম না । কখন যে চোখের কোণে অশ্রুর ফোঁটা এসে জমা হলো তা' নিজেও বুঝে উঠতে পারলাম না। দিদির জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা আর অনেক শুভ-কামনা থাকলো । আর একটি কথা ... ... দিদির বাকী সব না বলা কথা আর তাঁর স্কুলটি ( যে স্কুলটি ভিডিও-তে সবার শেষে কিছুটা দেখিয়েছেন ) নিয়ে আরো একটি ভিডিও বানালে খুশি হবো । ধন্যবাদ । আমি বলছি ঢাকা বাংলাদেশ থেকে ।।
@shakirmhamud19643 жыл бұрын
এই বোনের কথাই প্রমান করে বাংলার মানুষের মাঝে সাম্প্রদায়িকতা নেই আমরা হিন্দু মুসলিম সকলেই নবাব সিরাজ্জউদ্দৌলার ভালোবাসা এখনো আমাদের মাঝে নিহিত ।
@lifeoflegend67273 жыл бұрын
Q
@bravenangeli3 жыл бұрын
Ghonta😆😆😆... Kon nobab be..era shb dakat😂
@nurulamin16063 жыл бұрын
@@lifeoflegend6727 gffffgmfergd f
@bravenangeli3 жыл бұрын
@@DrcTuberTechnical apni bolun ki bhul ache...ami sikhte razi
@bravenangeli3 жыл бұрын
@@DrcTuberTechnical bujhlam..kintu jei arab desh er dakat ra hindu bhai bon dr hotya korlo loot krlo tader bepare apnar ki montobbo?
@saberhossain58123 жыл бұрын
সমর্পিতা এবং মানস বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ধারাবাহিক ভাবে সিরাজ দৌল্যার সঠিক ইতিহাস তুলে ধরুন।
@golannabi75093 жыл бұрын
দিদি আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু বড় আফসোস সরকার কেন নবাবের সৃতির জন্য কিছু করছে না ।
@rksarkhel42072 жыл бұрын
Best video about mursidabad. Very jenuine and informative. Many many thanks to both of you. J
@reactionprobashibanglatvma70413 жыл бұрын
সত্যিই আপনি একজন সত্তিকারের মানুষ আপনি ধর্ম নয় মানুষকেই ধর্ম থেকে বড় করে দেখেছেন আপনার দীর্ঘায়ু কামনা করছি আরজে ভাই ভিডিওটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য।
@channelwaqtulhaque72603 жыл бұрын
সিরাজ তুমি আজও আমাদের মাঝে জীবন্ত। দুর্ভাগ্য আমি বাংলাদেশে থাকি অথচ তুমি আজও আমার নবাব। দেশ ভাগের নাম করে তোমার থেকে প্রশাসনিকভাবে আমাদের ভাগ করে দিলেও এই অন্তরে তুমি ছাড়া আর কেউ ঠাই করে নিতে পারেনি। এখনো তুমি আমাদের নবাব হয়েই বেঁচে আছ আমাদের মাঝে।
@tahmidaakterdina12853 жыл бұрын
ঠিক বলেছেন আপনি এই দেশ ভাগের কারণে আমরা আজ আলাদা যার কারণে আমরা তার কাছ থেকে আলাদা😭😭😭😭
জি সব সময় উনি আমাদের মনের মাঝে আছে থাকবে থেকে যাবে
@manjubose15803 жыл бұрын
ভিডিও টা অপূর্ব,এমন একটা ভিডিও বানানর জন্য মানস বাবু ও সমর্পিতাদি কে অনেক সাধু বাদ জানাই,
@riyaduddin9652 жыл бұрын
মীর জাফরকে জাহান্নাম বাসি হয় আমিন । হে মহান আল্লাহ্ তাআলা তুমি বাংলা নবাব সিরাজউদ্দৌলাকে জান্নাত নসিব করুন আমিন🤲🤲🤲
@md.azharmahmud38413 жыл бұрын
বাংলাদেশের প্রান্ত থেকে স্যালুট জানাই এই মহীয়সী নারীকে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন নবাবের জন্য। আপনি প্রমাণ করেছেন ধর্মের চেয়ে মানুষ বড়ো।
@ladiesown83563 жыл бұрын
Apnar shange amio akmot.
@MyHomeFeniyoutube3 жыл бұрын
💐
@bapimahatomahato51978 ай бұрын
thik bolchen
@techdrive61123 жыл бұрын
আমাদের নবাব সিরাজ বাঙালি র নয়নের মণি... ওনার জন্য আজও দুই বাঙালি এক সূত্রে বাঁধা... সে যেই ধর্মের ই হোক ❤️
@SC-ee3oq2 жыл бұрын
amar loarar moni
@wtfgamerz13212 жыл бұрын
@@SC-ee3oq তুই মীরজাফরের বংশধর 🤬
@SC-ee3oq2 жыл бұрын
@@wtfgamerz1321 tui bara gud marranir bongshodhor
@ag147692 жыл бұрын
ইলিয়াস শাহী বংশের সুলতানরা এবং হুসেন শাহী বংশের সুলতানরা আরও বেশি কৃতিত্বের অধিকারী! ♥️
@ahsanulhabib6803 жыл бұрын
মনের সৌন্দর্য। এর উপর আর কোনো সৌন্দর্য নাই। এভাবেই মহা সৌন্দর্য গুলো কারো না কারো মাধ্যমে ফিরে আসে। আর যার মাধ্যমে ফিরে আসে সেও আরেক সৌন্দর্যের প্রতীক। ধন্যবাদ আপনাদের।
@beautisardar67172 жыл бұрын
অনেক উ চ্চ মানের কথা বলেছেন আপনি ।
@7bib77 ай бұрын
অসাধারন ❤❤❤ আমি এই ভদ্রমহিলার আবেগ ও চেতনাকে পূর্ণ সম্মান করি ❤❤❤
@mohiuddinalamgir89423 жыл бұрын
মানসদা আপনাদের কথাবার্তা বোঝা গেল আপনারা দুজনেই সত্যের সন্ধানী । আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা (বাংলাদেশ থেকে)
@rituparnaghosh75603 жыл бұрын
Dada ota manush noy manas 😥
@goltazbegum6723 жыл бұрын
নবাবের এ প্রজন্মের সৌরভ প্রিয় সমর্পিতা দিদি ও মানস দাদা দু"জনকেই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
@mizanmzn7193 жыл бұрын
দাদা.. আমি বাংলাদেশের নগণ্য একজন মানূষ। দিদির যে এগিয়ে চলা.. তাতে যদি আমি সামান্যতম অংশিদারও হতে পারতাম তাহলে জীবনটা ধন্য হত। পুরো ভিডিওটা শেষ করতে আমি অসংখ্যবার শিহরিত হয়েছি। যদি কোনদিন সামর্থ্য আসে তবে "নতুন বেগম"কে একবার স্পর্শ করে সালাম জানিয়ে আসব। আপাতত দূর থেকেই তাকে সালাম ও সাধূবাদ জানালাম। নগণ্য মানূষের সালাম ও ভালোবাসা টা তাকে পৌছে দিবেন।
@heartbtlove45753 жыл бұрын
salam, iam from ind
@sankarpaulchowdhury28833 жыл бұрын
হারিয়ে যাওয়া ইতিহাস কে নিজের আবেগের সাথে মিশিয়ে পুনর্জীবিত করার প্রয়াস, তার সাথে এক করে দিয়ে, একালের রিকশোআলা,ভিন দেশে একটা ঘুপচির মধ্যে থেকে কঠোর পরিশ্রম করা শ্রমিকদের একটা অতীতের রাজকীয় সম্মানে ভূষিত করে, ঐতিহ্যকে তুলে ধরা----ভীষন ভাবে আবেগে অভিভূত হলাম। অনেক কালের বঞ্চিত মানুষ জনকে সম্মান জানানো, তাদের পূর্ব সামাজিক প্রেক্ষিত অন্যভাবে তুলে ধরার জন্য জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।
@hossainbulbul99423 жыл бұрын
আমিন
@SumonFeni-hy8ng5 ай бұрын
সমর্পিতা আপনার প্রতি রইলো সম্মান ও ভালোবাসা,,ভালো থাকুন।
@aicdurgapur97593 жыл бұрын
এই বোনটির প্রচেষ্টা সফল হোক।
@SAIDURRAHMAN-gt7gc3 жыл бұрын
সমর্পিতা অনেক ভালোবাসা আপনার জন্য । সুন্দর সত্য প্রতিষ্ঠার জন্য আপনার অক্লান্ত পরিশ্রম সার্থক হউক । আমরাও নবাব সিরাজদৌলাকে অনেক ভালো বাসি ।ভিডিও'র জন্য মানস দাকে অনেক অনেক ধন্যবাদ ।
@p.kkundu88443 жыл бұрын
Bon u are very great amiochai tomar sangstay a bongo kichu chere die mushibade basbas kore nabab ke bachie rakha
@arunavaganguly55523 жыл бұрын
British agents historians distorted history, and painted sirajuddoula in a villainous character, a commission must be appointed, to re write history, samarpita is doing a very good work
@sonalisengupta99622 жыл бұрын
মানস বাবু এই ভিডিও টার মাধ্যমে অনেক সত্যি জানতে পারলাম। আমার স্বামী মুর্শিদাবাদ ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার (স্টেট ব্যাঙ্ক)ছিলেন।সেইসময় অনেকবারই ওখানকার অনেক জায়গাই ঘুরেছি,খোশবাগেও গিয়েছিলাম।কিন্তু 2019সালে ব্যাঙ্কের কাজে আবার একবার মুর্শিদাবাদ যাই এবং খোশবাগেও যাই।তখন ওখানে আমি সমর্পিতা ম্যাডামের সম্পর্কে অনেক কথা শুনতে পাই এবং অনেকেই ওনাকে নবাবের সমাধিস্থলের পাগলি বলেও ডাকতে শুনেছি।যার সাথে আমরা গিয়েছিলাম উনি বলেছিলেন সমর্পিত। নবাব কে নিয়ে রিসার্চ করছেন এবং সমর্পিতা জাতিস্মর।নাহলে কতদিন আগেকা ঘটনা কেউ এতো সুন্দর ভাবে বলতেই পারে না।আমিও তখন সমর্পিতার সঙ্গে কিছু কথাবার্তা বলি।আমারো মনে হয়েছে উনি জাতিস্মর। আমিও বাংলার ইতিহাস নিয়ে মাস্টার ডিগ্রী করে তারপর রিসার্চ করেছি।তারপরেও অনেক কিছুই অজানা।আজ ম্যাডামের নাম জেনে খুবই আনন্দ হোলো। একটাই অনুরোধ যদি ম্যাডামের কোনো প্রয়োজন পরে উনি চাইলেই আমি সাহায্য করতেই পারি।আজকের ভিডিওটার মাধ্যমে সমর্পিতার নাম জানতে পেরে খুবই আনন্দ হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
@mansuralam76552 жыл бұрын
Thank to brother and sister
@kmsakhawatullah4653 жыл бұрын
সত্যি আমি মুগ্ধ, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস উদঘাটনের এই নিবেদিত প্রচেষ্টা দেখে। ধন্যবাদ আপনাদের সবাইকে এই নিঃস্বার্থ কাজের জন্য।
@mdabdurrahman19592 жыл бұрын
ধন্যবাদ আমি একজন বাংলা দেশী সৌদি প্রবাসি,,সেরাজদৌলা মানুষের হৃদয় অমর হয়ে আজিবন থাকবে।
@golamsarroar62723 жыл бұрын
অনেক ভালো লাগলো।বাংলাদেশ থেকে।নবাব কে আমি খুব ভালো বাসি।ধন্যবাদ রইল।
@baborkhan48703 жыл бұрын
আমি ও আপনাদেরকে বাংলাদেশ থেকে ধন্যবাদ জানাই,
@nostalgicvirus3 жыл бұрын
প্রতি কমেন্টেই প্রায় অনেক কথা বলি আজ না হয় চুপ করে শুনেই যায়..... আরোও শুনি। শ্রদ্ধা আর ভালোবাসা ❤
I can't understand, what comments I give here! Unheard-of!
@amranhossain9705 Жыл бұрын
এই ভদ্র মহিলার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই নবাব এর জন্য তার উদার ভালোবাসা আমাকে অবাক করেছেন, সৃষ্টি কর্তা তাকে দীর্ঘজীবী করুন।
@DevarshiRoyChoudhury3 жыл бұрын
সমর্পিতার সঙ্গে আমাদের সাবর্ণ সংগ্রহশালায় অনেক কথা হয়েছে। সত্যিই ওনার এভাবে ইতিহাসের সঙ্গে এক হয়ে যাওয়া আমাদের কাছে এক অনন্য অনুভুতি। অনেক শুভেচ্ছা সিরাজের বেগমের জন্য।
@susmitadutta39463 жыл бұрын
আসল কথা বলেননি।
@sumansarkar33333 жыл бұрын
অপূর্ব এক তত্থ নির্ভর উপস্থাপনা। এত বার খোশবাগ গিয়েছি লুৎফুন্নিসা বেগম কে কাছথেকে পড়াতে দেখেছি কিন্তু কথা হয়নি।খুব ই আক্ষেপের। অনেকদিনের বাসনা আজ পূর্ণ হলো।ধন্যবাদ ।নবাবের শহরে আবার যাবো।
@parvinbanu61753 жыл бұрын
অনেক সুন্দর ভিডিওটি দাদা। আপনাকে অনেক ধন্যবাদ।
@syedahalebayetnawaz6324 Жыл бұрын
আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত মানুষ বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে আপার নামটা ঠিক স্মরণ করতে পারছিনা, তাঁর এত গুণাবলী থাকা সত্বেও ইতিহাস নিয়ে পর্যালোচনা নিবিড় পর্যবেক্ষণ করছেন, এর থেকে আমরাও জানলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে। ইতিহাস তিনি যে কাজ করছেন তার জন্য আমার অন্তরস্থল থেকে অফুরন্ত শ্রদ্ধা নিবেদন করছি। ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবেন এ প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ
@syedahalebayetnawaz6324 Жыл бұрын
সমর্পিতা! আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুর্শিদাবাদের কোন মৃত্যু হবে না যতদিন আপনাদের মত সৈনিকরা বেঁচে থাকবে।
@soubarnathakur83193 жыл бұрын
অনেক দিনের অপেক্ষার অবসান হল। মন্ত্রমুগ্ধ হলাম ৷ আপনার প্রচেষ্টা কে প্রণাম জানাই৷ জয় হোক ৷ ভালো থাকবেন ৷
@mirazahmed3183 жыл бұрын
আপনার ককমেন্ট দেখে ভালো লাগলো
@ইন্দ্রজালওচারপাশ3 жыл бұрын
রাইট দিদি।আমি৷বশ্বাস করি উনার প্রচেষ্টাকে রুখবে এমন সাধ্য কারো নেই।উনার প্রতিভা আর দরদের কাছে বারবার নিজেকে খুব তুচ্ছ মনে হয়েছে। স্বার্থক উনার মানব জনম।
@sumeakter48013 жыл бұрын
May Allah grants him Jannahtul Ferdaus. Amin
@tajstudiomarfatomohabbat58023 жыл бұрын
আমি ইতিহাসের ছাত্র ।খুব ভালো লাগলো শুনে ।অজানা বিষয় জানা গেলো ।ধন্যবাদ দিদি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sajibullahfakir16423 жыл бұрын
মানসদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরুনো ইতিহাস তুলে ধরার জন্য। বাংলাদেশ থেকে।
@mohammedbelaluddin387411 ай бұрын
আমি এই ঘটনাটি দেখে আপ্লুত। নবাবের প্রতি এই লুতফুন্নিসার প্রেমে আমি অবাক। এই লুতফুন্নিসার প্রেম আসল লুতফুন্নিসার প্রেম থেকেও শক্তিশালী। সত্যি এই প্রেম অন্যরকম প্রেম।