Рет қаралды 184
যেসব মাছের হাউজে বাচ্চা রাখা হয় সেসব হাউজে ময়লা হয়। যেহেতু বড় হাউজ হলে তাড়াতাড়ি বা ঘনঘন ময়লা পরিষ্কার করা যায় না সেসব হাউজে ব্লাড ওয়ার্ম তৈরি হয়। হাউজের নিচের অংশে ময়লা জমা হওয়ার ফলে ময়লার মধ্যে ব্লাড ওয়ার্ম পোকা জন্মায়। যেদিন হাউজের পানি পরিষ্কার করা হয় সেদিন অনেক ব্লাড ওয়ার্ড পোকা দেখা যায়। এরা হাউজের নিচের অংশে ময়লার মধ্যে লুকিয়ে থাকে ফলে এদের ধরা একটু কষ্টকর সময় লাগে তবে একটা একটা করে ধরে এগুলোকে মাছের হিসেবে খাওয়ানো যায় আর এটা খুবই প্রোটিনযুক্ত এবং মাছের জন্য খুবই হেলদি একটা খাবার।
যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
যদি কেউ মাছ কিনতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার মোবাইল নাম্বার -০ ১৭৬৮-৮১৭১৪১