দাড়ি টুপি ওয়ালা অনেক হুজুরও এভাবে ঈমানের শক্তি বাড়াতে ব্যর্থ। আপনাকে অনেক ধন্যবাদ।
@mmrahman64867 ай бұрын
ভাই,ভুল বললেন! দাড়ি টুপি ও পাগড়ী ওয়ালাদের সবাই নয়, ধর্ম ব্যবসায়ীরা কেমন করে বুঝবে এই বৈগগানিক তত্ত্ব।
@Walker-g3g2 ай бұрын
তার কারণ আপনি তাদের কথা শুনেন না নিয়মিত। আর শুনলেও উল্টা পাল্টাদের কথা শোনেন।
@raselmahmud63402 ай бұрын
আপনি জীবনে কয়জন দারি টুপি ওয়ালার ওয়াজ শুনেছেন?
@truthhunter72962 ай бұрын
কিরে ভাই তুমি কি মুসলিম?? আলেমদের কাজ কি বিজ্ঞান নিয়ে গবেষণা করা, নাকি হাদিস নিয়ে কথা বলা।। গাধার মত কথা না বলে আগে বুঝতে চেষ্টা করেন কার কি দ্বায়িত্ব। আলেমরা হাদিসের ব্যাখ্য দেন, আর বিজ্ঞানীরা বৈজ্ঞানিক দিকগুলো বিশ্লেষণ করে,,
@heamayetuddin70862 ай бұрын
অশিক্ষিত আচরনে বিনয়ী হও, বহু হাদিস বানোয়াট ভুয়া
@md.mahadihasan91427 ай бұрын
স্যার, আজকে যে জ্ঞান দিলেন, আমি অভিভূত। ইহা সত্যি বিজ্ঞান ও কোরানের চমৎকার ব্যাখ্যা। ঈমান বৃদ্ধির জন্যে একটা বিশ্বাসযোগ্য দলিল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
@Jewel2807 ай бұрын
অনেক ভালো লাগতেছে,,,, এখন নিয়মিত ভিডিও পাচ্ছি। আলহামদুলিল্লাহ।❣️
@sumonsharif7 ай бұрын
আমারও একই প্রশ্ন। নবী হাদীস পুড়িয়ে ফেলতে বলেছে এটাও হাদীস থেকে নেওয়া তাহলে হাদীস বাদ দেয়ার হাদীসের কি মূল্য রইলো । আমি ওনাকে অনেক পছন্দ করেছি। ওনার দৃষ্টি আ করছি
@GORIBERDINKAL7 ай бұрын
স্যার আপনার মতো বুদ্বিমান এবং জিনিয়াস মানুষ আমাদের দেশের খুবই প্রযোজন। আপনার দীর্ঘায়ু কামনা করছি। ❤
@mahadihassanmanna36017 ай бұрын
কি মন্তব্য করবো তা এক্সপ্রেস করার উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। এইটাই আপনার প্রজ্ঞা। আপনার দার্শনিক সত্ত্বা সেই আড়াই বছর আগে থেকে আমাকে দারুণ ভাবে আকৃষ্ট করে রেখেছে। লক্ষ কোটি ভক্তি, শ্রদ্ধা ও তাজিম আপনার প্রতি। জয় গুরু। জয় দয়াল মুর্শিদ।
@bonggojbihonggo9917 ай бұрын
আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট অবস্থিত। কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷ মিথ্যাচার, গাঁজাখুরি গোলমেলে গোঁজামিল দিয়ে ধান্ধাবাজ মুমিন যতোই কোরানকে নির্ভুল ও মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে অপচেষ্টা করবে ততোই ইসলামের ধামাচাপা দেওয়া সত্য উন্মোচন করে অন্যদের দেখাতে সুযোগ তৈরী হবে। আকাশ, সর্বনিম্ন আকাশ, নক্ষত্র বলতে আল্লাহ কী বুঝিয়েছে, তা জানতে নীচে উল্লেখিত কোরআনের ৬৭ঃ০৫ আয়াতটি ভালোভাবে লক্ষ্য করুন, "সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি" অর্থাৎ আল্লাহ বলেছে ১ম আসমানে থাকা সুসজ্জিত প্রদীপমালা থেকেই কোন্য এক বা একাধিক প্রদীপ উর্ধ্বমুখী শয়তান তাড়াতে ছোঁড়া হয়। অর্থাৎ ঐ প্রদীপ-ই উল্কাপিণ্ড যা আমরা নিম্নে উল্লেখিত অন্য কিছু আয়াত থেকে জানতে পারি, এবং কোরআন অনুযায়ী তা ই যখন উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়া হয়, তখন আমরা উল্কাপাত দেখি। ৬৭. সুরা আল-মুল্ক ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। রাতের আকাশে আমরা যে তারাগুলি জ্বলজ্বল করতে দেখি, যে গুলিকে আল্লাহ উল্কাপিন্ডের প্রদীপমালা বলে অনুমান করেছে। এবং ওগুলি কোনো সীমিত এলাকা তথা আল্লাহর সাত আসমানের সর্বনিম্ন আসমানেই সীমাবদ্ধ নয়। আসলে ওগুলি একেকটি নক্ষত্র, যা সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে (যেখানে মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু তথা উল্কা/meteroid পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে বলেই উল্কাপাত দেখা যায়) পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় লক্ষকোটি নক্ষত্র থাকেনা, থাকতে পারেনা। আস্ত একটা নক্ষত্র শয়তান তাড়াতে ছোঁড়াও হয়না। আল্লাহ ধারণা করেছে উল্কাগুলিই উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়ার আগে আকাশে ঐভাবে জ্বলজ্বল অবস্থায় মোতায়েন করা থাকে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে উল্কা যেখানে সৃষ্টি হয় সেখানটা আল্লাহর প্রথম আসমানের সীমানা হয়ে থাকলে কোরআন অনুযায়ী প্রত্যেক আসমানের দূরত্ব হলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার, তাহলে সাত আসমানের সর্বমোট দূরত্ব হলো ১২০×৭=৮৪০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে। অর্থাৎ আল্লাহর আরশের প্রায় ৩৫০০০ কিলোমিটার উপরে বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ। উল্কার যেখানে সৃষ্টি হয় সেখানটাই আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের ১ম আসমান তার প্রমাণ আরো কিছু আয়াতে আছে৷ ১৫. সূরা হিজর ১৬. নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। ১৭. আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। ১৮. কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। ৩৭. সূরা আল্-সাফ্ফাত ০৬. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। ০৭. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ০৮. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। ০৯. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি। ১০. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে। ৫৫. সুরা আর-রহমান ৩৫. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। ৭২. সুরা আল-জিন ০৮. আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। ০৯. আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিণ্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে। উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@mdraihanulferdous50367 ай бұрын
Sohomot!!!
@MoznuMia-ce2nb7 ай бұрын
Vai ami Jamalpur thaki amar nam nirob amake sobai nasthik bole apnar video dekhe bole
@mdimranh667 ай бұрын
মিরাজের ভিডিওর জন্য অনেক অপেক্ষায় ছিলাম
@nettech17037 ай бұрын
স্যারের আজকের ভিডিও শুধু পুরাতন ভিউয়ার বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে , , আর যারা নতুন ভিউয়ার তাদের বুঝতে অনেক কষ্ট হবে , অনেকে কিছুই বুঝবে না ,, জ্ঞানী এবং উচ্চ শিক্ষিতরা বুঝতে পারবে ,, আর হুজুরদেড় কিছুই বলবো না। .. আল্লাহ স্যারকে সুস্থ এবং হায়াতে তৈয়বা দেন করুন আমিন।
@rafizmahmad61357 ай бұрын
আপনি মহা জ্ঞানী, পন্ডিত ,শিক্ষিত ত্রিপল (ডঃ?) 😂
@twopanda27 ай бұрын
তথাকথিত মাদরাসার গরীব এবং বিজ্ঞান সম্পর্কে ধারনা না রাখা মুখস্ত ছাত্ররা এসব বুঝবে না। ইসলাম হুজুরদের বাপ দাদার সম্পত্তি না। সবার জন্য ইসলাম। আর হুজুরদের থেকে সবাইকে কম জানতে হবে এমন কথাও নাই। কেউ কেউ আল্লাহর ইচ্ছায় অনেক গভীর জ্ঞান অর্জন করতেই পারে। ভুল বা সাংঘর্ষিক কিছু না বললে সেসব নিয়ে চিন্তাভাবনা করা যায়। যাইহোক, কাঠবুদ্ধি রা এসব বুঝবে না। সবাই যে সব কিছু বুঝবে এমন না।
@Enjamaul7 ай бұрын
❤❤❤❤❤ amin
@bonggojbihonggo9917 ай бұрын
আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট অবস্থিত। কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷ মিথ্যাচার, গাঁজাখুরি গোলমেলে গোঁজামিল দিয়ে ধান্ধাবাজ মুমিন যতোই কোরানকে নির্ভুল ও মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে অপচেষ্টা করবে ততোই ইসলামের ধামাচাপা দেওয়া সত্য উন্মোচন করে অন্যদের দেখাতে সুযোগ তৈরী হবে। আকাশ, সর্বনিম্ন আকাশ, নক্ষত্র বলতে আল্লাহ কী বুঝিয়েছে, তা জানতে নীচে উল্লেখিত কোরআনের ৬৭ঃ০৫ আয়াতটি ভালোভাবে লক্ষ্য করুন, "সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি" অর্থাৎ আল্লাহ বলেছে ১ম আসমানে থাকা সুসজ্জিত প্রদীপমালা থেকেই কোন্য এক বা একাধিক প্রদীপ উর্ধ্বমুখী শয়তান তাড়াতে ছোঁড়া হয়। অর্থাৎ ঐ প্রদীপ-ই উল্কাপিণ্ড যা আমরা নিম্নে উল্লেখিত অন্য কিছু আয়াত থেকে জানতে পারি, এবং কোরআন অনুযায়ী তা ই যখন উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়া হয়, তখন আমরা উল্কাপাত দেখি। ৬৭. সুরা আল-মুল্ক ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। রাতের আকাশে আমরা যে তারাগুলি জ্বলজ্বল করতে দেখি, যে গুলিকে আল্লাহ উল্কাপিন্ডের প্রদীপমালা বলে অনুমান করেছে। এবং ওগুলি কোনো সীমিত এলাকা তথা আল্লাহর সাত আসমানের সর্বনিম্ন আসমানেই সীমাবদ্ধ নয়। আসলে ওগুলি একেকটি নক্ষত্র, যা সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে (যেখানে মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু তথা উল্কা/meteroid পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে বলেই উল্কাপাত দেখা যায়) পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় লক্ষকোটি নক্ষত্র থাকেনা, থাকতে পারেনা। আস্ত একটা নক্ষত্র শয়তান তাড়াতে ছোঁড়াও হয়না। আল্লাহ ধারণা করেছে উল্কাগুলিই উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়ার আগে আকাশে ঐভাবে জ্বলজ্বল অবস্থায় মোতায়েন করা থাকে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে উল্কা যেখানে সৃষ্টি হয় সেখানটা আল্লাহর প্রথম আসমানের সীমানা হয়ে থাকলে কোরআন অনুযায়ী প্রত্যেক আসমানের দূরত্ব হলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার, তাহলে সাত আসমানের সর্বমোট দূরত্ব হলো ১২০×৭=৮৪০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে। অর্থাৎ আল্লাহর আরশের প্রায় ৩৫০০০ কিলোমিটার উপরে বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ। উল্কার যেখানে সৃষ্টি হয় সেখানটাই আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের ১ম আসমান তার প্রমাণ আরো কিছু আয়াতে আছে৷ ১৫. সূরা হিজর ১৬. নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। ১৭. আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। ১৮. কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। ৩৭. সূরা আল্-সাফ্ফাত ০৬. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। ০৭. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ০৮. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। ০৯. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি। ১০. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে। ৫৫. সুরা আর-রহমান ৩৫. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। ৭২. সুরা আল-জিন ০৮. আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। ০৯. আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিণ্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে। উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@crypto__kolkata49917 ай бұрын
Amen
@salamkhan15744 ай бұрын
আলহামদুলিল্লাহ, সমাজে এমন উচ্চ স্তরের চেতনাময় মানুষের খুবই প্রয়োজন, স্যারকে অন্তর হতেই স্যালুট করছি।
@TrueTalk55552 ай бұрын
আপনাদের মত হুজুরের এগুলা রিচার্জ করার ক্ষমতা নেই আমরা শুধু ভিক্ষা করার মধ্যে আছে
@mamunalmamun37017 ай бұрын
অসাধারন আলোচনা স্যার।সুন্দরভাবে কুরআন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মহাবিশ্বের আকার বিশ্লেষণ।
@PanoramaVlog7 ай бұрын
মিরাজের আলোচনা আশা করতেছিলাম আর তা পেয়ে ও গেলাম❤ধন্যবাদ স্যার
@mukhlesurrahman16947 ай бұрын
سبحان الله و بحمده سبحان الله العظيم ❤❤❤❤ কি জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন!!!! ধন্যবাদ আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন আমীন 🎉❤
@shawkatali17947 ай бұрын
পুরো ভিডিও দেখলাম ও শুনলাম। অসাধারণ। আল্লাহ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করুন।
@nurulperves987 ай бұрын
আমিন
@blueriver96778 күн бұрын
ধন্যবাদ স্যারকে, ওনার মুল্যবান গবেষনা কর্মের জন্য। আমি মনে করি স্যারের গবষনা বিজ্ঞানী রাদারফো্রডের মতো, পরে হয়তো অনেক সীমাবদ্ধতা বের হবে কিন্তু শুরু তো হলো।
@Alaminkhan-he8xu7 ай бұрын
স্যারের বিশ্লেষণ অসাধারণ। অনেক কিছু শিখলাম। আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক। (আমিন)
@abushaidshohag56057 ай бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াতের সাথে জ্ঞানকে ও আরো বৃদ্ধি করে করুক। আমিন।
@nurulperves987 ай бұрын
আমিন
@sultanmanhood90547 ай бұрын
শেষ পর্যন্ত পাইলাম মিরাজ ভিডিও। ❤❤❤ শুনে কমেন্ট।।।
@thestoryoflife167 ай бұрын
অসাধারণ হয়েছে মেরাজ নিয়ে। এমন তথ্যবহুল ভিডিও এর আগে পাইনি।
@Suptihossen7 ай бұрын
আল্লাহ যেন আপনাকে আরো জ্ঞানের পরিধি বৃদ্ধি করে দেয়। অসংখ্য শুকরিয়া জানাই আপনার প্রতি।
@nurulperves987 ай бұрын
স্যার মেজাজ খারাপ হওয়ার কিছু নাই,বরং আরো ভালো লাগে , আমি একজন ড্রাইভার গাড়ি চালাই আর আপনার আলোচনা শুনি, এক অদ্ভুত জ্ঞানের অনুভূতি কিন্তু যদিও কিছু বুঝি কিন্তু কাউকে বোঝানোর ক্ষমতা রাখি না, আপনার মতন তো আর এত জ্ঞান নাই।
@mdjumman45607 ай бұрын
স্যার আপনি কেমন আছেন শুভ কামনা রইলো আমি আপনার সুন্দর মন্তব্যের সাথে যুক্ত হয়েছি আল্লাহর রাসূল কে চিনতে পারলে পৃথিবীর অনেক কিছুই জানতে পারব আশা করি সবাই ভালো ভাবেই বুজার চেষ্টা করি আমিন
@amindulan7 ай бұрын
আল্লাহর ধর্ম ইসলাম ।
@emdadulhaque92037 ай бұрын
স্যার আপনার সবগুলো ভিডিও আমি দেখেছি এবং মনযোগসহকারে শুনেছি। আপনার এই ভিডিও টি অনেকগুলো ভিডিও এর সংমিশ্রণে তৈরী।
@khokanmia76637 ай бұрын
বকবকানি কখন যে শেষ হলো বুঝতে পারিনি, দোয়া করি সুস্থ থাকুন, এই অধম জাতিকে কিছু জ্ঞানের পথ দেখিয়ে যান❤
@MdTuhin-wb2ud7 ай бұрын
আপনি কি অধম জাতির বাইরের কোন আজব প্রাণী নাকি?
@onnovubon98992 ай бұрын
আলহামদুলিল্লাহ, আপনার দীর্ঘায়ু কামনা করছি
@mashudhossain86867 ай бұрын
ধন্যবাদ স্যার। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
@mukhlesurrahman16947 ай бұрын
স্যার বেহুঁশ হয়ে গেছি আপনার এতো এতো সুন্দর বক বক শুনে ❤🎉❤
@muslimakhatun15617 ай бұрын
SubhanAllah! May Allah blessed you with good health. Very lively description of Miraj.
@trueidias68817 ай бұрын
আমরা জাকারিয়া স্যারের পুরাতন দর্শক, আজকের ভিডিও টা আমাদের জন্য
@shafiqulislam80662 ай бұрын
Important information sir, thanks for sharing with us.
@mohammadshafiqulameen12787 ай бұрын
Thanks love you so much may Allah keep you in good health ❤❤❤
@Ikhtiar.Mahmud7 ай бұрын
প্রতিটি ধর্মের উৎপত্তি ও ইতিহাস বর্ননা করে যদি একটা ভিডিও বানাতেন!
@nurulperves987 ай бұрын
আপনার কথায় সহমত স্যারকে আমিও একেই অনুরোধ জানাবো
@moidurislam90412 ай бұрын
amio ekmot
@SumaiyaIslam-x3pАй бұрын
Shohomot
@SalmanFarshiIII16 күн бұрын
ek mot
@amzadsuzon135 күн бұрын
ইতিহাস জানেন আর না জানেন আমি ফাইনাল রেজাল্ট বলে দেই একমাত্র সত্য ধর্ম দেখবেন ইসলাম😊
@mdsikandarbadsha76704 ай бұрын
অনেক ধন্যবাদ আপনা ভিডিও আমি অনেক দখি❤
@anantoslab7 ай бұрын
Onek Din Dhore Opekkhai Chilam, Thanks Sir ♥♥♥
@amirhamza42097 ай бұрын
Apnar video dekhle jeno jibon firee pai notunvabe anondo pai😮😮😮ostadjii
@suhanurrahman179128 күн бұрын
আপনার জন্য দোয়া রইল ❤️
@abukhalek76842 ай бұрын
ধন্যবাদ স্যার,আপনার ভক্ত হয়ে যাচ্ছি দিনে দিনে।
@yusufbakhtiar48052 ай бұрын
Bhalo bolesen... Dhonnobad ❤
@murad687237 ай бұрын
মুয়াবিয়া আর খলিফা নিয়া আর ও একটি ভিডিও করেন।
@palashkausher76957 ай бұрын
thanks for everything. Apnar moto manush Bangladesh theke harea jache
@govtjobsbdyt7 ай бұрын
আমাদের নকশী-বন্দে-মোজাদ্দেদীয়া তরিকার একজন ইমাম বলেছিলেন আল্লাহ তার নিজ সুরুতে আদমকে পয়দা করেছেন! এখন দেখছি তা স্যারের কথার সাথে মিলে যায়। 🥰
@kabirhassan73627 ай бұрын
ধন্যবাদ। আপনার আলোচনা আশা করছিলাম
@GolamRabbaniRabbani-p3r7 ай бұрын
Part 2 بسم الله الرحمن الرحيم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সশরীরে মেরাজ গমন অর্থাৎ সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি এবং তদুর্ধ স্তরে আল্লাহ পাকের নিমন্ত্রণে তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শের ধারক বাহক আল্লাহর প্রিয়তম সৃষ্টি রাহমাতুল্লিল আলামিন, হাবিবাল্লাহ, বিল মুমিনিনা রাউফুর রাহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিভিন্ন নেয়ামত রাজি পরিদর্শন, বিভিন্ন নবীগণের সঙ্গে সাক্ষাৎ সহ আল্লাহর প্রকাশ্যই দিদার এর ঘটনা ভ্রমণ মেরাজ হিসেবে পরিগণিত! সশরীরে সজ্ঞানে প্রকাশ্যে আল্লাহর দিদার হেতু আল্লাহ পাকের দরবার পর্যন্ত ভ্রমণের নামই মেরাজ! আল্লাহপাকের দুই ধনুকের ব্যবধান সদৃশ দূরত্বে একান্ত সান্নিধ্য এবং আল্লাহর সাক্ষাৎ এবং বিভিন্ন নিদর্শন পরিদর্শন সহ আল্লাহর সাথে কথোপকথনেই মেরাজ যেভাবে আল্লাহতালা সূরা আন নাজম এ উল্লেখ করেছেন উল্লেখ করেছেন: بسم الله الرحمن الرحيم ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ মিরাজ সম্পর্কে যার সঠিক জ্ঞান চর্চা নাই! গবেষণা নেই! এমন বক্তা অথবা ব্যক্তির পক্ষে মিরাজ সম্পর্কে বলা কখনোই সমুচিত নয়! কারণ, অধিকাংশ তথাকথিত তফসীর কারক এবং পবিত্র কোরআন অনুবাদক মেরাজের সুস্পষ্ট নিদর্শন সমূহ যেখানে পবিত্র কুরআনের সূরা আন নাজম এর প্রথম কয়েকটি আয়াত এ উল্লেখ করা হয়েছে! এই সূরার বিভ্রান্ত মতবাদীরা তবে নিজস্ব মন গড়া রেফারেন্স সহ ভুলভাল ব্যাখ্যা এবং অনুবাদের মাধ্যমে মেরাজের সঠিক ঘটনা এবং তাৎপর্য কে উপেক্ষা করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে, সূরা আন-নাজম এ আল্লাহতালা উপরোক্ত আয়াত সমূহ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আল্লাহর দিদার অর্থাৎ মেরাজের ঘটনা চিহ্নিত করেছেন! অথচ তথাকথিত অনুবাদকগণ নিজের অজ্ঞতার কারণে সেখানে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে যুক্ত করেছেন যা একদম পবিত্র কোরআন এবং হাদিসের বিরূপ ব্যাখ্যা! শুধুমাত্র সপ্তম আসমান পর্যন্ত নবীজিকে সঙ্গ দিয়েছেন কিন্তু ঊর্ধাকাশে তাঁর যাওয়ার অনুমতি নাই! সুতরাং এ সমস্ত বিভ্রান্ত তফসির কারক এবং অনুবাদকের আলোচনায় পবিত্র মেরাজের কাহিনী এবং তাৎপর্য গুরুত্ব সঠিক ঈমান আকিদার ব্যাখ্যা সহ না আসতে পারাই স্বাভাবিক!
@shajjadhossainshohag14917 ай бұрын
Allah's statement, فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى (And was at a distance of two bows` length or less.) means, Jibril came closer to Muhammad ﷺ when Jibril was descending to him on earth. At that time, the distance between them became only two bow lengths, when the bows are extended to full length, according to Mujahid and Qatadah. It was said that the meaning here is the distance between the bow's string and its wood center. Allah's statement,
@bonggojbihonggo9917 ай бұрын
আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট অবস্থিত। কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷ মিথ্যাচার, গাঁজাখুরি গোলমেলে গোঁজামিল দিয়ে ধান্ধাবাজ মুমিন যতোই কোরানকে নির্ভুল ও মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে অপচেষ্টা করবে ততোই ইসলামের ধামাচাপা দেওয়া সত্য উন্মোচন করে অন্যদের দেখাতে সুযোগ তৈরী হবে। আকাশ, সর্বনিম্ন আকাশ, নক্ষত্র বলতে আল্লাহ কী বুঝিয়েছে, তা জানতে নীচে উল্লেখিত কোরআনের ৬৭ঃ০৫ আয়াতটি ভালোভাবে লক্ষ্য করুন, "সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি" অর্থাৎ আল্লাহ বলেছে ১ম আসমানে থাকা সুসজ্জিত প্রদীপমালা থেকেই কোন্য এক বা একাধিক প্রদীপ উর্ধ্বমুখী শয়তান তাড়াতে ছোঁড়া হয়। অর্থাৎ ঐ প্রদীপ-ই উল্কাপিণ্ড যা আমরা নিম্নে উল্লেখিত অন্য কিছু আয়াত থেকে জানতে পারি, এবং কোরআন অনুযায়ী তা ই যখন উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়া হয়, তখন আমরা উল্কাপাত দেখি। ৬৭. সুরা আল-মুল্ক ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। রাতের আকাশে আমরা যে তারাগুলি জ্বলজ্বল করতে দেখি, যে গুলিকে আল্লাহ উল্কাপিন্ডের প্রদীপমালা বলে অনুমান করেছে। এবং ওগুলি কোনো সীমিত এলাকা তথা আল্লাহর সাত আসমানের সর্বনিম্ন আসমানেই সীমাবদ্ধ নয়। আসলে ওগুলি একেকটি নক্ষত্র, যা সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে (যেখানে মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু তথা উল্কা/meteroid পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে বলেই উল্কাপাত দেখা যায়) পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় লক্ষকোটি নক্ষত্র থাকেনা, থাকতে পারেনা। আস্ত একটা নক্ষত্র শয়তান তাড়াতে ছোঁড়াও হয়না। আল্লাহ ধারণা করেছে উল্কাগুলিই উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়ার আগে আকাশে ঐভাবে জ্বলজ্বল অবস্থায় মোতায়েন করা থাকে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে উল্কা যেখানে সৃষ্টি হয় সেখানটা আল্লাহর প্রথম আসমানের সীমানা হয়ে থাকলে কোরআন অনুযায়ী প্রত্যেক আসমানের দূরত্ব হলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার, তাহলে সাত আসমানের সর্বমোট দূরত্ব হলো ১২০×৭=৮৪০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে। অর্থাৎ আল্লাহর আরশের প্রায় ৩৫০০০ কিলোমিটার উপরে বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ। উল্কার যেখানে সৃষ্টি হয় সেখানটাই আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের ১ম আসমান তার প্রমাণ আরো কিছু আয়াতে আছে৷ ১৫. সূরা হিজর ১৬. নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। ১৭. আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। ১৮. কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। ৩৭. সূরা আল্-সাফ্ফাত ০৬. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। ০৭. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ০৮. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। ০৯. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি। ১০. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে। ৫৫. সুরা আর-রহমান ৩৫. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। ৭২. সুরা আল-জিন ০৮. আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। ০৯. আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিণ্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে। উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@mdasaduzzaman60117 ай бұрын
সঠিক ব্যাখ্যাটাই আপনি দিন আমরা শুনি তখন ওনারটা শুনবো না
@GolamRabbaniRabbani-p3r7 ай бұрын
@@mdasaduzzaman6011 সঠিক ব্যাখ্যা হচ্ছে ভাই সূরা নাজেম এর এই আয়াতগুলো মূলত মেরাজের বর্ণনা। কিন্তু সেখানে অহেতুক জিব্রাইল আলাই সালাম এর উপস্থিতি প্রমাণ করার জন্য অনেকে ভুল ব্যাখ্যা প্রদান করে প্রযুক্তি এই কারণে যে আল্লাহর সান্নিধ্য একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম একাকী অনুভব করেন অথবা আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হন একাই সেখানে জিবরাঈল বা কোন ফেরেশতা থাকার প্রশ্নই ওঠে না। অথচ আপনি অনুবাদগুলো পড়ে দেখেন এ ধরনের ব্যাখ্যা আপনি পাবেন না! এটাই সঠিক বলে আমি অনুমান করি এবং বিশ্বাস করি
@GolamRabbaniRabbani-p3r7 ай бұрын
It's of no mention of the angel during the " Miraj" this translation has got nothing to do with the existence of Jibril as he is not allowed to go to the upper destination; moreover, Jibril Alayhe wasallam himself humbly acknowledged his limitations crossing the Sidratul Muntaha and the greatest Prophet Muhammad Sallallahu alayhe wasallam himself went ahead without being accompanied by anyone let alone Jibril ( A) or anyone else! This is the " fa kana Kaaba kawsayne or Adna ; we have to be very logical as well as argumentative in the context of understanding the verse of Sura Najam ( Chapter:53) because the first 12-14 verses of the said Sura refer to the " Deedar e Elahi" or Miraj with the Almighty Allah! There's no existence of any angel when meeting incident occurs between the Creator Almighty Allah and His Most Beloved Creation! Sura Najam is the most powerful chapter in determining the Aqida or Iman in the real sense of the term; many Tafseer writers fail to diagnose the significance of the verses of this Sura assigned to highlight the Miraj of MohammadurRasullah! If we understand the protocol dignity or chain of hierarchy or who is superior or who is next; for example, when Miraj refers to the " Deedar of Allah" or the closest presence of the Almighty Allah with His Most Beloved Rasul then why to prescribe the presence of the angel Jibril? Does it appear to be acceptable? Never possible for an angel to break the limit as well as the protocol dignity of the greatest Prophet Sallallahu alayhe wasallam because everything and all that have been created by the Almighty Allah are never superior to the greatest Prophet Muhammad Sallallahu alayhe wasallam! Example of two bows' distance is never meant for the meeting held between the greatest Prophet and Jibril because Miraj occurred in the realm of " Noor " beyond our limited organs' faculty! Only people having deeper research and study along with the people having " tasauf " are able to understand that Sura Najam refers to the meeting of the greatest Prophet Muhammad Sallallahu alayhe wasallam with the Almighty Allah!
@Mo-ru7mzАй бұрын
অসম্ভব সুন্দর আলোচনা, কিন্তু আল্লাহর মানুষের মত আকৃতি ও হাত পা আছে এই বিষয়টির ব্যাখ্যা কি?
@amnanshafol6 ай бұрын
অসাধারণ, ক্ষুরধার, প্রখর মেধাসম্পন্ন একজন মানুষ আপনি। আপনার সুস্থতা কামনা করি সর্বদা ভালো থাকবেন। একটি অনুরোধ, ভিডিওর টাইটেল গুলো কিছুটা লম্বা করে লিখলে, এলগরিদম অধিক সংখ্যক মানুষের কাছে প্রমোট করে, এতে করে আরও অনেক মানুষ আপনার আলোচনা দেখতে পাবেন, আশা করছি বিষয়টি বিবেচনায় নেবেন।
@kamalahmed879317 күн бұрын
সমস্ত হাদিসগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুড়িয়ে ফেলেছেন এটিও নিশ্চয় একটি হাদিস
@priantu93722 ай бұрын
Thanks for your effort. It is nice and clear bokbok. May Almighty bless you with more knowledge. Want more vedio about meraj because this topic deserves more as it projects clear connection between science and islam. Please discuss how this travel reveals time and space theory . Thank u a lot for this vedio.
@amirhosain-qu9kv7 ай бұрын
স্যার এতোদিন পরে আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি৷
@farhanaakter-ei9gw2 ай бұрын
Joss joss... Alhamdulillah
@sufhcvbghvhvv92907 ай бұрын
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ মেরাজের উপরে ভিডিও করার জন্য
@MuhsinAnas-bc2bi2 ай бұрын
জিনিয়াস।আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম
@mrakibuddinАй бұрын
স্যার আপনি বলেছেন, আল্লাহ বলছেন পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, আপনি কোরআনের কোন আয়াতে এই কথা পেয়েছেন একটু জানাবেন দয়া করে।
@RUBEALYoutuber7 ай бұрын
কে কে আমার নবীকে ভালোবাসেন । শুধু তারাই লাইক দেন ❤❤
@tuhinchowdhury21207 ай бұрын
Thank you very much.
@mohabbotali86382 ай бұрын
রাসুল (সা:) তখন হাদিস পুড়াইয়া ফেলতে বলছেন বা লিখে রাখতে নিষেধ করছেন কারন তখন কুরআনের আয়াত নাজিল হত এবং সাহাবিরা তা লিখে রাখতেন, কুরআনের আয়াত এবং হাদিস একই সময়ে লেখার ফলে তা মিশে যাবার আশঙ্খা থাকায় হাদিস লিখতে নিষেধ করেন। তখন সাহাবিরা তা মুখস্থ রাখতেন।
@mdshahadathosen3803Ай бұрын
100% right
@mustakim-q9eАй бұрын
Vaia sothik bolesen...r ai bakti ja bollo ata onar bujar vul.....
@mdraihanulferdous50367 ай бұрын
Oshadharon!!! Huzur der waz eman jai ei lecture e eman bate!!! MashAllah keep going sir!!
@md.rashidulislam52827 ай бұрын
ধন্যবাদ স্যার।
@RahimAhmed007777 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার,,,
@SheikhAhid-zo8db6 ай бұрын
Always love for you ❤
@arfinmijan65287 ай бұрын
জ্ঞানী ব্যক্তির বকবক 🥰🤣😂
@Md.Shikder832 ай бұрын
আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুন ❤, শুধু লেবাস ধারন করলেই হবে না, সাথে আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে, যেটা অধিকাংশ লেবাসধারী মানুষগুলো করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যদি লেবাসধারী হতেন তাহলে আরো অনেক বেশি সুন্দর হতো। আপনি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমাদের মুসলমানদের সম্পদ❤
@kazijahangir62867 ай бұрын
গুরু মহানবীর গাদিরা কুম এর ভাষণ সমন্ধে ভিডিও করুন প্লিজ
@coltipothe7 ай бұрын
ভাই রাসুলুল্লাহ গাদিরা কুম নামক জায়গায় ভাষণ দেন দুইটা জিনিস বলছে রেখে যাচ্ছে মুসলিম উম্মাহর জন্য এক হলো কোরআন আরেক হল আহলে বায়াত।
@3-Free-Life7 ай бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ
@nayeemmatin88062 ай бұрын
অসাধারণ স্যার
@jahangiralamliton24287 ай бұрын
অসাধারন, তুলনা হয় না।
@md.martuzaalmamun59277 ай бұрын
অসাধারণ....... লাভ ইউ স্যার
@Abdussalam-jo1yn2 ай бұрын
ধন্যবাদ আপনাকে। গবেষণার জন্য ।তবে আপনি মিরাজ বিষয়ে দারুণ বলেছেন । তবে রাসুল হাদিস সম্পর্কে যা বলেছেন তা পরবর্তী সময়ে আরও সংশোধন করে বলবেন আশাকরি ।
@coltipothe7 ай бұрын
স্যার বাংলাদেশের মুয়াবিয়া পার্টি ফিটকাবাজ মোল্লাগন সম্পর্কের একটা ভিডিও বানান
@RAlom4097 ай бұрын
ভাই এই ভাবে না বলি, আপনি ও তো ফিরকা করে ফেলেছেন
@mrkarim1286 ай бұрын
মুয়াবিয়ার একটা গুপ্ত কেশের যোগ্যতাও তো তোর নাইরে ফাউল
@MuhammadZahid-wj7kn7 ай бұрын
Zajakumulla khoiran
@omararyf5568Ай бұрын
informative!
@thestorytellerswhisper69527 ай бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার! অনেকদিন থেকে অপেক্ষা করেছি ডেডিকেটেডলি মিরাজ এর ভিডিও এর জন্য।
@MonirHossain-zc8ss7 ай бұрын
স্যার আসসালামু আলাইকুম। সুদ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলে খুশি হতাম।পাশাপাশি বর্তমান ব্যাংক ব্যবস্থা ও এনজিও নিয়ে।
@asmikram74897 ай бұрын
Good to see your face. Alhadulillah.
@FOODLOVER-ue3vo7 ай бұрын
এখন সকাল চার টা বাজে তার পরেও আপনার ভিডিও দেখতেছি
@shakhawatali2137 ай бұрын
Good video.
@sultanmahmud16692 ай бұрын
কোরআন আর হদিসের সমন্বয় সাধন যিনি করেন তিনিই কামেল।
@trueidias68817 ай бұрын
ইউটিউব খুললেই আপনার ভিডিও সামনে আসলে মনে হয় এক প্লেট বিরিয়ানি কেউ নিয়ে এলো
@KhanBahadurbd7 ай бұрын
মিরাজ শুনতে এলাম গুরুজী❤
@siddikurrahman85962 ай бұрын
Good job but,in my views, it's been quite messy at some point messed up. So,I would request you to make it in part by part so that you can talk about a particular part having been completed one then you can talk about the next one. Thank you.
@kazal1226 ай бұрын
Sir plz say about something dimensions.is any description dimensions in quran.
@simonbashar7 ай бұрын
রিলিজের ১৫ মিনিট পর দেখা শুরু করলাম আপনার পুরাতন দর্শকরাই কেবল এ ভিডিও বুঝতে পারবে..💖💖
@nirobbrishtiАй бұрын
আসসালামুয়ালাইকুম। আমি এতদিন জানতাম নবীজি (সা) মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। এই ভিডিও তে জানলাম যে সাক্ষাৎ হয় নি। এই বিষয়টি একটু পরিষ্কার করে দিলে কৃতার্থ হতাম।
@amirul19657 ай бұрын
জাজাকাল্লাহ খাইরান
@manobic307 ай бұрын
Thanks sir
@mdabolkalam75694 ай бұрын
Your annlisis good
@abusayed30607 ай бұрын
প্রকৃতপক্ষে কোরআনের ইংলিশ ভার্সন পড়ে কোরআন সম্বন্ধে সঠিক ব্যাখ্যা করা যথাযথভাবে সত্যিকার অর্থে অসম্ভব।
@millions19577 ай бұрын
ইংলিশ ভার্সন থেকে যদি কোরআনের ব্যাখ্যা দেয়া সম্ভব না হয় তাহলে কোন ভাষায় কোরআনের ব্যাখ্যা সম্ভব?
@mdsamjid63126 ай бұрын
Bangla basai tik ace taile Miya bojonai bolle hoice language just Moner vab prokas ar maddom don't matter language 😂
@mrkarim1286 ай бұрын
@@millions1957আপনাকে আরবিতে কোরান বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে
@mahmoodgazi17847 ай бұрын
Excellent
@akmjahirulislam5077 ай бұрын
বাংলাদেশ এবং বার্মার কিছু অংশ মিলে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠা আপনার পূর্বের ভিডিওর কথা মিলে যাচ্ছে।
@Rumanaaktar-e8h2 ай бұрын
ঐ সময় আলআকসা ছিলোনা মানে কি,আল আকসা হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সময় তৈরী কমপ্লিট,উল্টাপাল্টা কি বলছেন।
@MdAzizul3767 ай бұрын
খুব ভালো
@abubhuiyan74677 ай бұрын
যাযাক আল্লাহ ।
@farukhossain47787 ай бұрын
Very nice
@rayhannkhan79897 ай бұрын
Boss ❤
@TrueMonotheiest2 ай бұрын
🥰❤🌹
@saurabhassan43537 ай бұрын
বক বক কাকা সকল নবী রাসুল মোল্লারা কিন্তু আল্লাহর কিতাব থেকে সকল কিছুর আদেশ ও সমাধান দিতেন । বক বক ও মোল্লার জন্য আমাদের এই অবস্থা ।
@AbdulAlim-kt9rm7 ай бұрын
সবই মনে হয় অনুমান নির্ভর কথাবার্তা।
@UttoriGaon7 ай бұрын
shuinen na......
@MahboobRahman-y6uАй бұрын
We have already the sky of duniya by lamps. 67:5
@farizarahman38387 ай бұрын
Today’s lecture is very informative. Please make a video on black stone
@mohammedsuaibali51223 ай бұрын
Nice tafsir
@Andrewadrian-iw6so7 ай бұрын
আপনার প্রায় সব ভিডিওই দেখা শেষ। আমি চীনে থাকি, ইঞ্জিনিয়ারিং পড়ি। আমার প্রশ্ন চাইনিজদের ৫০০০ বছরের ইতিহাসে আল্লাহ কি তাদের কোন খোঁজ নেন নাই? যুলকারনাইন নর্থ চায়নাতে আসছিলো বলছিলেন। কিন্তু এদের রুট কোথায়? আসলো কোথায় থেকে এরা? এদের মধ্যে এক ঈশ্বরবাদের কোন ধারনা নাই বরং তারা জাতিগত ভাবে বৌদ্ধ হলেও এখন বেশিরভাগই নাস্তিক। অথচ তারা খুবই ন্যায়পরায়ণ শান্তিপ্রিয়, কোন চুরি ছিনতাই নাই এখানে। আপনি বলছিলেন কে কত ভার্চুয়াস সেই পরীক্ষাই আসল। তারা ভার্চুয়াস কিন্তু তারা অবিশ্বাসী। অথচ জনসংখ্যায় তাদের ১০০ ভাগের ১ ভাগ ইহুদি জাতি নবী রাসুলে পরিপূর্ণ। তাদের এই ভুমিতে কি কখনো নবী আসে নাই? এই বিশাল ভূমি আর বিশাল জনগোষ্ঠী কার বংশধর তাদের নবী কে? আগেও তাদের সাথে বহির্বিশ্বের তেমন কোন ইন্টার্যাকশন ছিল না, এখনো নাই (সাধারণ জনগন)। তাদের ভাষা কেও বোঝে না, তারাও ইংরেজি বোঝে না। একটা ভিডিও যদি করতেন এর ওপর।
@Skeptic65777 ай бұрын
দারুণ বলেছেন ,আমি সিচুয়ান প্রভিন্সে আছি।আমারও একই অনুধাবন এবং জিজ্ঞাসা।
@arifmohammad55747 ай бұрын
স্যার রাসূল সা: যে হাদিস ক্যানসেল করেছেন তা কোন বই এ পাবো? আমি পড়তে চাই।