মেরাজ

  Рет қаралды 77,076

Scientific Tafsir (Zakaria Kamal)

Scientific Tafsir (Zakaria Kamal)

Күн бұрын

Пікірлер: 546
@spiritualtv_RuhaniMama
@spiritualtv_RuhaniMama 7 ай бұрын
দাড়ি টুপি ওয়ালা অনেক হুজুরও এভাবে ঈমানের শক্তি বাড়াতে ব্যর্থ। আপনাকে অনেক ধন্যবাদ।
@mmrahman6486
@mmrahman6486 7 ай бұрын
ভাই,ভুল বললেন! দাড়ি টুপি ও পাগড়ী ওয়ালাদের সবাই নয়, ধর্ম ব্যবসায়ীরা কেমন করে বুঝবে এই বৈগগানিক তত্ত্ব।
@Walker-g3g
@Walker-g3g 2 ай бұрын
তার কারণ আপনি তাদের কথা শুনেন না নিয়মিত। আর শুনলেও উল্টা পাল্টাদের কথা শোনেন।
@raselmahmud6340
@raselmahmud6340 2 ай бұрын
আপনি জীবনে কয়জন দারি টুপি ওয়ালার ওয়াজ শুনেছেন?
@truthhunter7296
@truthhunter7296 2 ай бұрын
কিরে ভাই তুমি কি মুসলিম?? আলেমদের কাজ কি বিজ্ঞান নিয়ে গবেষণা করা, নাকি হাদিস নিয়ে কথা বলা।। গাধার মত কথা না বলে আগে বুঝতে চেষ্টা করেন কার কি দ্বায়িত্ব। আলেমরা হাদিসের ব্যাখ্য দেন, আর বিজ্ঞানীরা বৈজ্ঞানিক দিকগুলো বিশ্লেষণ করে,,
@heamayetuddin7086
@heamayetuddin7086 2 ай бұрын
অশিক্ষিত আচরনে বিনয়ী হও, বহু হাদিস বানোয়াট ভুয়া
@md.mahadihasan9142
@md.mahadihasan9142 7 ай бұрын
স্যার, আজকে যে জ্ঞান দিলেন, আমি অভিভূত। ইহা সত্যি বিজ্ঞান ও কোরানের চমৎকার ব্যাখ্যা। ঈমান বৃদ্ধির জন্যে একটা বিশ্বাসযোগ্য দলিল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
@Jewel280
@Jewel280 7 ай бұрын
অনেক ভালো লাগতেছে,,,, এখন নিয়মিত ভিডিও পাচ্ছি। আলহামদুলিল্লাহ।❣️
@sumonsharif
@sumonsharif 7 ай бұрын
আমারও একই প্রশ্ন। নবী হাদীস পুড়িয়ে ফেলতে বলেছে এটাও হাদীস থেকে নেওয়া তাহলে হাদীস বাদ দেয়ার হাদীসের কি মূল্য রইলো । আমি ওনাকে অনেক পছন্দ করেছি। ওনার দৃষ্টি আ করছি
@GORIBERDINKAL
@GORIBERDINKAL 7 ай бұрын
স্যার আপনার মতো বুদ্বিমান এবং জিনিয়াস মানুষ আমাদের দেশের খুবই প্রযোজন। আপনার দীর্ঘায়ু কামনা করছি। ❤
@mahadihassanmanna3601
@mahadihassanmanna3601 7 ай бұрын
কি মন্তব্য করবো তা এক্সপ্রেস করার উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। এইটাই আপনার প্রজ্ঞা। আপনার দার্শনিক সত্ত্বা সেই আড়াই বছর আগে থেকে আমাকে দারুণ ভাবে আকৃষ্ট করে রেখেছে। লক্ষ কোটি ভক্তি, শ্রদ্ধা ও তাজিম আপনার প্রতি। জয় গুরু। জয় দয়াল মুর্শিদ।
@bonggojbihonggo991
@bonggojbihonggo991 7 ай бұрын
আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট অবস্থিত। কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷ মিথ্যাচার, গাঁজাখুরি গোলমেলে গোঁজামিল দিয়ে ধান্ধাবাজ মুমিন যতোই কোরানকে নির্ভুল ও মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে অপচেষ্টা করবে ততোই ইসলামের ধামাচাপা দেওয়া সত্য উন্মোচন করে অন্যদের দেখাতে সুযোগ তৈরী হবে। আকাশ, সর্বনিম্ন আকাশ, নক্ষত্র বলতে আল্লাহ কী বুঝিয়েছে, তা জানতে নীচে উল্লেখিত কোরআনের ৬৭ঃ০৫ আয়াতটি ভালোভাবে লক্ষ্য করুন, "সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি" অর্থাৎ আল্লাহ বলেছে ১ম আসমানে থাকা সুসজ্জিত প্রদীপমালা থেকেই কোন্য এক বা একাধিক প্রদীপ উর্ধ্বমুখী শয়তান তাড়াতে ছোঁড়া হয়। অর্থাৎ ঐ প্রদীপ-ই উল্কাপিণ্ড যা আমরা নিম্নে উল্লেখিত অন্য কিছু আয়াত থেকে জানতে পারি, এবং কোরআন অনুযায়ী তা ই যখন উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়া হয়, তখন আমরা উল্কাপাত দেখি। ৬৭. সুরা আল-মুল্‌ক ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। রাতের আকাশে আমরা যে তারাগুলি জ্বলজ্বল করতে দেখি, যে গুলিকে আল্লাহ উল্কাপিন্ডের প্রদীপমালা বলে অনুমান করেছে। এবং ওগুলি কোনো সীমিত এলাকা তথা আল্লাহর সাত আসমানের সর্বনিম্ন আসমানেই সীমাবদ্ধ নয়। আসলে ওগুলি একেকটি নক্ষত্র, যা সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে (যেখানে মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু তথা উল্কা/meteroid পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে বলেই উল্কাপাত দেখা যায়) পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় লক্ষকোটি নক্ষত্র থাকেনা, থাকতে পারেনা। আস্ত একটা নক্ষত্র শয়তান তাড়াতে ছোঁড়াও হয়না। আল্লাহ ধারণা করেছে উল্কাগুলিই উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়ার আগে আকাশে ঐভাবে জ্বলজ্বল অবস্থায় মোতায়েন করা থাকে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে উল্কা যেখানে সৃষ্টি হয় সেখানটা আল্লাহর প্রথম আসমানের সীমানা হয়ে থাকলে কোরআন অনুযায়ী প্রত্যেক আসমানের দূরত্ব হলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার, তাহলে সাত আসমানের সর্বমোট দূরত্ব হলো ১২০×৭=৮৪০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে। অর্থাৎ আল্লাহর আরশের প্রায় ৩৫০০০ কিলোমিটার উপরে বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ। উল্কার যেখানে সৃষ্টি হয় সেখানটাই আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের ১ম আসমান তার প্রমাণ আরো কিছু আয়াতে আছে৷ ১৫. সূরা হিজর ১৬. নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। ১৭. আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। ১৮. কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। ৩৭. সূরা আল্-সাফ্‌ফাত ০৬. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। ০৭. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ০৮. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। ০৯. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি। ১০. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে। ৫৫. সুরা আর-রহমান ৩৫. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। ৭২. সুরা আল-জিন ০৮. আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। ০৯. আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিণ্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে। উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@mdraihanulferdous5036
@mdraihanulferdous5036 7 ай бұрын
Sohomot!!!
@MoznuMia-ce2nb
@MoznuMia-ce2nb 7 ай бұрын
Vai ami Jamalpur thaki amar nam nirob amake sobai nasthik bole apnar video dekhe bole
@mdimranh66
@mdimranh66 7 ай бұрын
মিরাজের ভিডিওর জন্য অনেক অপেক্ষায় ছিলাম
@nettech1703
@nettech1703 7 ай бұрын
স্যারের আজকের ভিডিও শুধু পুরাতন ভিউয়ার বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে , , আর যারা নতুন ভিউয়ার তাদের বুঝতে অনেক কষ্ট হবে , অনেকে কিছুই বুঝবে না ,, জ্ঞানী এবং উচ্চ শিক্ষিতরা বুঝতে পারবে ,, আর হুজুরদেড় কিছুই বলবো না। .. আল্লাহ স্যারকে সুস্থ এবং হায়াতে তৈয়বা দেন করুন আমিন।
@rafizmahmad6135
@rafizmahmad6135 7 ай бұрын
আপনি মহা জ্ঞানী, পন্ডিত ,শিক্ষিত ত্রিপল (ডঃ?) 😂
@twopanda2
@twopanda2 7 ай бұрын
তথাকথিত মাদরাসার গরীব এবং বিজ্ঞান সম্পর্কে ধারনা না রাখা মুখস্ত ছাত্ররা এসব বুঝবে না। ইসলাম হুজুরদের বাপ দাদার সম্পত্তি না। সবার জন্য ইসলাম। আর হুজুরদের থেকে সবাইকে কম জানতে হবে এমন কথাও নাই। কেউ কেউ আল্লাহর ইচ্ছায় অনেক গভীর জ্ঞান অর্জন করতেই পারে। ভুল বা সাংঘর্ষিক কিছু না বললে সেসব নিয়ে চিন্তাভাবনা করা যায়। যাইহোক, কাঠবুদ্ধি রা এসব বুঝবে না। সবাই যে সব কিছু বুঝবে এমন না।
@Enjamaul
@Enjamaul 7 ай бұрын
❤❤❤❤❤ amin
@bonggojbihonggo991
@bonggojbihonggo991 7 ай бұрын
আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট অবস্থিত। কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷ মিথ্যাচার, গাঁজাখুরি গোলমেলে গোঁজামিল দিয়ে ধান্ধাবাজ মুমিন যতোই কোরানকে নির্ভুল ও মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে অপচেষ্টা করবে ততোই ইসলামের ধামাচাপা দেওয়া সত্য উন্মোচন করে অন্যদের দেখাতে সুযোগ তৈরী হবে। আকাশ, সর্বনিম্ন আকাশ, নক্ষত্র বলতে আল্লাহ কী বুঝিয়েছে, তা জানতে নীচে উল্লেখিত কোরআনের ৬৭ঃ০৫ আয়াতটি ভালোভাবে লক্ষ্য করুন, "সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি" অর্থাৎ আল্লাহ বলেছে ১ম আসমানে থাকা সুসজ্জিত প্রদীপমালা থেকেই কোন্য এক বা একাধিক প্রদীপ উর্ধ্বমুখী শয়তান তাড়াতে ছোঁড়া হয়। অর্থাৎ ঐ প্রদীপ-ই উল্কাপিণ্ড যা আমরা নিম্নে উল্লেখিত অন্য কিছু আয়াত থেকে জানতে পারি, এবং কোরআন অনুযায়ী তা ই যখন উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়া হয়, তখন আমরা উল্কাপাত দেখি। ৬৭. সুরা আল-মুল্‌ক ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। রাতের আকাশে আমরা যে তারাগুলি জ্বলজ্বল করতে দেখি, যে গুলিকে আল্লাহ উল্কাপিন্ডের প্রদীপমালা বলে অনুমান করেছে। এবং ওগুলি কোনো সীমিত এলাকা তথা আল্লাহর সাত আসমানের সর্বনিম্ন আসমানেই সীমাবদ্ধ নয়। আসলে ওগুলি একেকটি নক্ষত্র, যা সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে (যেখানে মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু তথা উল্কা/meteroid পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে বলেই উল্কাপাত দেখা যায়) পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় লক্ষকোটি নক্ষত্র থাকেনা, থাকতে পারেনা। আস্ত একটা নক্ষত্র শয়তান তাড়াতে ছোঁড়াও হয়না। আল্লাহ ধারণা করেছে উল্কাগুলিই উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়ার আগে আকাশে ঐভাবে জ্বলজ্বল অবস্থায় মোতায়েন করা থাকে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে উল্কা যেখানে সৃষ্টি হয় সেখানটা আল্লাহর প্রথম আসমানের সীমানা হয়ে থাকলে কোরআন অনুযায়ী প্রত্যেক আসমানের দূরত্ব হলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার, তাহলে সাত আসমানের সর্বমোট দূরত্ব হলো ১২০×৭=৮৪০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে। অর্থাৎ আল্লাহর আরশের প্রায় ৩৫০০০ কিলোমিটার উপরে বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ। উল্কার যেখানে সৃষ্টি হয় সেখানটাই আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের ১ম আসমান তার প্রমাণ আরো কিছু আয়াতে আছে৷ ১৫. সূরা হিজর ১৬. নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। ১৭. আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। ১৮. কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। ৩৭. সূরা আল্-সাফ্‌ফাত ০৬. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। ০৭. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ০৮. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। ০৯. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি। ১০. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে। ৫৫. সুরা আর-রহমান ৩৫. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। ৭২. সুরা আল-জিন ০৮. আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। ০৯. আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিণ্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে। উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@crypto__kolkata4991
@crypto__kolkata4991 7 ай бұрын
Amen
@salamkhan1574
@salamkhan1574 4 ай бұрын
আলহামদুলিল্লাহ, সমাজে এমন উচ্চ স্তরের চেতনাময় মানুষের খুবই প্রয়োজন, স্যারকে অন্তর হতেই স্যালুট করছি।
@TrueTalk5555
@TrueTalk5555 2 ай бұрын
আপনাদের মত হুজুরের এগুলা রিচার্জ করার ক্ষমতা নেই আমরা শুধু ভিক্ষা করার মধ্যে আছে
@mamunalmamun3701
@mamunalmamun3701 7 ай бұрын
অসাধারন আলোচনা স্যার।সুন্দরভাবে কুরআন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মহাবিশ্বের আকার বিশ্লেষণ।
@PanoramaVlog
@PanoramaVlog 7 ай бұрын
মিরাজের আলোচনা আশা করতেছিলাম আর তা পেয়ে ও গেলাম❤ধন্যবাদ স্যার
@mukhlesurrahman1694
@mukhlesurrahman1694 7 ай бұрын
سبحان الله و بحمده سبحان الله العظيم ❤❤❤❤ কি জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন!!!! ধন্যবাদ আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন আমীন 🎉❤
@shawkatali1794
@shawkatali1794 7 ай бұрын
পুরো ভিডিও দেখলাম ও শুনলাম। অসাধারণ। আল্লাহ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করুন।
@nurulperves98
@nurulperves98 7 ай бұрын
আমিন
@blueriver9677
@blueriver9677 8 күн бұрын
ধন্যবাদ স্যারকে, ওনার মুল্যবান গবেষনা কর্মের জন্য। আমি মনে করি স্যারের গবষনা বিজ্ঞানী রাদারফো্রডের মতো, পরে হয়তো অনেক সীমাবদ্ধতা বের হবে কিন্তু শুরু তো হলো।
@Alaminkhan-he8xu
@Alaminkhan-he8xu 7 ай бұрын
স্যারের বিশ্লেষণ অসাধারণ। অনেক কিছু শিখলাম। আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক। (আমিন)
@abushaidshohag5605
@abushaidshohag5605 7 ай бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াতের সাথে জ্ঞানকে ও আরো বৃদ্ধি করে করুক। আমিন।
@nurulperves98
@nurulperves98 7 ай бұрын
আমিন
@sultanmanhood9054
@sultanmanhood9054 7 ай бұрын
শেষ পর্যন্ত পাইলাম মিরাজ ভিডিও। ❤❤❤ শুনে কমেন্ট।।।
@thestoryoflife16
@thestoryoflife16 7 ай бұрын
অসাধারণ হয়েছে মেরাজ নিয়ে। এমন তথ্যবহুল ভিডিও এর আগে পাইনি।
@Suptihossen
@Suptihossen 7 ай бұрын
আল্লাহ যেন আপনাকে আরো জ্ঞানের পরিধি বৃদ্ধি করে দেয়। অসংখ্য শুকরিয়া জানাই আপনার প্রতি।
@nurulperves98
@nurulperves98 7 ай бұрын
স্যার মেজাজ খারাপ হওয়ার কিছু নাই,বরং আরো ভালো লাগে , আমি একজন ড্রাইভার গাড়ি চালাই আর আপনার আলোচনা শুনি, এক অদ্ভুত জ্ঞানের অনুভূতি কিন্তু যদিও কিছু বুঝি কিন্তু কাউকে বোঝানোর ক্ষমতা রাখি না, আপনার মতন তো আর এত জ্ঞান নাই।
@mdjumman4560
@mdjumman4560 7 ай бұрын
স্যার আপনি কেমন আছেন শুভ কামনা রইলো আমি আপনার সুন্দর মন্তব্যের সাথে যুক্ত হয়েছি আল্লাহর রাসূল কে চিনতে পারলে পৃথিবীর অনেক কিছুই জানতে পারব আশা করি সবাই ভালো ভাবেই বুজার চেষ্টা করি আমিন
@amindulan
@amindulan 7 ай бұрын
আল্লাহর ধর্ম ইসলাম ।
@emdadulhaque9203
@emdadulhaque9203 7 ай бұрын
স্যার আপনার সবগুলো ভিডিও আমি দেখেছি এবং মনযোগসহকারে শুনেছি। আপনার এই ভিডিও টি অনেকগুলো ভিডিও এর সংমিশ্রণে তৈরী।
@khokanmia7663
@khokanmia7663 7 ай бұрын
বকবকানি কখন যে শেষ হলো বুঝতে পারিনি, দোয়া করি সুস্থ থাকুন, এই অধম জাতিকে কিছু জ্ঞানের পথ দেখিয়ে যান❤
@MdTuhin-wb2ud
@MdTuhin-wb2ud 7 ай бұрын
আপনি কি অধম জাতির বাইরের কোন আজব প্রাণী নাকি?
@onnovubon9899
@onnovubon9899 2 ай бұрын
আলহামদুলিল্লাহ, আপনার দীর্ঘায়ু কামনা করছি
@mashudhossain8686
@mashudhossain8686 7 ай бұрын
ধন্যবাদ স্যার। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
@mukhlesurrahman1694
@mukhlesurrahman1694 7 ай бұрын
স্যার বেহুঁশ হয়ে গেছি আপনার এতো এতো সুন্দর বক বক শুনে ❤🎉❤
@muslimakhatun1561
@muslimakhatun1561 7 ай бұрын
SubhanAllah! May Allah blessed you with good health. Very lively description of Miraj.
@trueidias6881
@trueidias6881 7 ай бұрын
আমরা জাকারিয়া স্যারের পুরাতন দর্শক, আজকের ভিডিও টা আমাদের জন্য
@shafiqulislam8066
@shafiqulislam8066 2 ай бұрын
Important information sir, thanks for sharing with us.
@mohammadshafiqulameen1278
@mohammadshafiqulameen1278 7 ай бұрын
Thanks love you so much may Allah keep you in good health ❤❤❤
@Ikhtiar.Mahmud
@Ikhtiar.Mahmud 7 ай бұрын
প্রতিটি ধর্মের উৎপত্তি ও ইতিহাস বর্ননা করে যদি একটা ভিডিও বানাতেন!
@nurulperves98
@nurulperves98 7 ай бұрын
আপনার কথায় সহমত স্যারকে আমিও একেই অনুরোধ জানাবো
@moidurislam9041
@moidurislam9041 2 ай бұрын
amio ekmot
@SumaiyaIslam-x3p
@SumaiyaIslam-x3p Ай бұрын
Shohomot
@SalmanFarshiIII
@SalmanFarshiIII 16 күн бұрын
ek mot
@amzadsuzon13
@amzadsuzon13 5 күн бұрын
ইতিহাস জানেন আর না জানেন আমি ফাইনাল রেজাল্ট বলে দেই একমাত্র সত্য ধর্ম দেখবেন ইসলাম😊
@mdsikandarbadsha7670
@mdsikandarbadsha7670 4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনা ভিডিও আমি অনেক দখি❤
@anantoslab
@anantoslab 7 ай бұрын
Onek Din Dhore Opekkhai Chilam, Thanks Sir ♥♥♥
@amirhamza4209
@amirhamza4209 7 ай бұрын
Apnar video dekhle jeno jibon firee pai notunvabe anondo pai😮😮😮ostadjii
@suhanurrahman1791
@suhanurrahman1791 28 күн бұрын
আপনার জন্য দোয়া রইল ❤️
@abukhalek7684
@abukhalek7684 2 ай бұрын
ধন্যবাদ স্যার,আপনার ভক্ত হয়ে যাচ্ছি দিনে দিনে।
@yusufbakhtiar4805
@yusufbakhtiar4805 2 ай бұрын
Bhalo bolesen... Dhonnobad ❤
@murad68723
@murad68723 7 ай бұрын
মুয়াবিয়া আর খলিফা নিয়া আর ও একটি ভিডিও করেন।
@palashkausher7695
@palashkausher7695 7 ай бұрын
thanks for everything. Apnar moto manush Bangladesh theke harea jache
@govtjobsbdyt
@govtjobsbdyt 7 ай бұрын
আমাদের নকশী-বন্দে-মোজাদ্দেদীয়া তরিকার একজন ইমাম বলেছিলেন আল্লাহ তার নিজ সুরুতে আদমকে পয়দা করেছেন! এখন দেখছি তা স্যারের কথার সাথে মিলে যায়। 🥰
@kabirhassan7362
@kabirhassan7362 7 ай бұрын
ধন্যবাদ। আপনার আলোচনা আশা করছিলাম
@GolamRabbaniRabbani-p3r
@GolamRabbaniRabbani-p3r 7 ай бұрын
Part 2 بسم الله الرحمن الرحيم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সশরীরে মেরাজ গমন অর্থাৎ সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি এবং তদুর্ধ স্তরে আল্লাহ পাকের নিমন্ত্রণে তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শের ধারক বাহক আল্লাহর প্রিয়তম সৃষ্টি রাহমাতুল্লিল আলামিন, হাবিবাল্লাহ, বিল মুমিনিনা রাউফুর রাহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিভিন্ন নেয়ামত রাজি পরিদর্শন, বিভিন্ন নবীগণের সঙ্গে সাক্ষাৎ সহ আল্লাহর প্রকাশ্যই দিদার এর ঘটনা ভ্রমণ মেরাজ হিসেবে পরিগণিত! সশরীরে সজ্ঞানে প্রকাশ্যে আল্লাহর দিদার হেতু আল্লাহ পাকের দরবার পর্যন্ত ভ্রমণের নামই মেরাজ! আল্লাহপাকের দুই ধনুকের ব্যবধান সদৃশ দূরত্বে একান্ত সান্নিধ্য এবং আল্লাহর সাক্ষাৎ এবং বিভিন্ন নিদর্শন পরিদর্শন সহ আল্লাহর সাথে কথোপকথনেই মেরাজ যেভাবে আল্লাহতালা সূরা আন নাজম এ উল্লেখ করেছেন উল্লেখ করেছেন: بسم الله الرحمن الرحيم ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ⁠ মিরাজ সম্পর্কে যার সঠিক জ্ঞান চর্চা নাই! গবেষণা নেই! এমন বক্তা অথবা ব্যক্তির পক্ষে মিরাজ সম্পর্কে বলা কখনোই সমুচিত নয়! কারণ, অধিকাংশ তথাকথিত তফসীর কারক এবং পবিত্র কোরআন অনুবাদক মেরাজের সুস্পষ্ট নিদর্শন সমূহ যেখানে পবিত্র কুরআনের সূরা আন নাজম এর প্রথম কয়েকটি আয়াত এ উল্লেখ করা হয়েছে! এই সূরার বিভ্রান্ত মতবাদীরা তবে নিজস্ব মন গড়া রেফারেন্স সহ ভুলভাল ব্যাখ্যা এবং অনুবাদের মাধ্যমে মেরাজের সঠিক ঘটনা এবং তাৎপর্য কে উপেক্ষা করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে, সূরা আন-নাজম এ আল্লাহতালা উপরোক্ত আয়াত সমূহ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আল্লাহর দিদার অর্থাৎ মেরাজের ঘটনা চিহ্নিত করেছেন! অথচ তথাকথিত অনুবাদকগণ নিজের অজ্ঞতার কারণে সেখানে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে যুক্ত করেছেন যা একদম পবিত্র কোরআন এবং হাদিসের বিরূপ ব্যাখ্যা! শুধুমাত্র সপ্তম আসমান পর্যন্ত নবীজিকে সঙ্গ দিয়েছেন কিন্তু ঊর্ধাকাশে তাঁর যাওয়ার অনুমতি নাই! সুতরাং এ সমস্ত বিভ্রান্ত তফসির কারক এবং অনুবাদকের আলোচনায় পবিত্র মেরাজের কাহিনী এবং তাৎপর্য গুরুত্ব সঠিক ঈমান আকিদার ব্যাখ্যা সহ না আসতে পারাই স্বাভাবিক!
@shajjadhossainshohag1491
@shajjadhossainshohag1491 7 ай бұрын
Allah's statement, فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى (And was at a distance of two bows` length or less.) means, Jibril came closer to Muhammad ﷺ when Jibril was descending to him on earth. At that time, the distance between them became only two bow lengths, when the bows are extended to full length, according to Mujahid and Qatadah. It was said that the meaning here is the distance between the bow's string and its wood center. Allah's statement,
@bonggojbihonggo991
@bonggojbihonggo991 7 ай бұрын
আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট অবস্থিত। কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী সাত আসমানের উপর আল্লাহর আরশ ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮৪০ কিলোমিটার উপরে অবস্থিত। অথচ বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আছে৷ মিথ্যাচার, গাঁজাখুরি গোলমেলে গোঁজামিল দিয়ে ধান্ধাবাজ মুমিন যতোই কোরানকে নির্ভুল ও মূর্খতাপূর্ণ সন্ত্রাসবাদী ইসলামকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে অপচেষ্টা করবে ততোই ইসলামের ধামাচাপা দেওয়া সত্য উন্মোচন করে অন্যদের দেখাতে সুযোগ তৈরী হবে। আকাশ, সর্বনিম্ন আকাশ, নক্ষত্র বলতে আল্লাহ কী বুঝিয়েছে, তা জানতে নীচে উল্লেখিত কোরআনের ৬৭ঃ০৫ আয়াতটি ভালোভাবে লক্ষ্য করুন, "সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি" অর্থাৎ আল্লাহ বলেছে ১ম আসমানে থাকা সুসজ্জিত প্রদীপমালা থেকেই কোন্য এক বা একাধিক প্রদীপ উর্ধ্বমুখী শয়তান তাড়াতে ছোঁড়া হয়। অর্থাৎ ঐ প্রদীপ-ই উল্কাপিণ্ড যা আমরা নিম্নে উল্লেখিত অন্য কিছু আয়াত থেকে জানতে পারি, এবং কোরআন অনুযায়ী তা ই যখন উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়া হয়, তখন আমরা উল্কাপাত দেখি। ৬৭. সুরা আল-মুল্‌ক ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি। রাতের আকাশে আমরা যে তারাগুলি জ্বলজ্বল করতে দেখি, যে গুলিকে আল্লাহ উল্কাপিন্ডের প্রদীপমালা বলে অনুমান করেছে। এবং ওগুলি কোনো সীমিত এলাকা তথা আল্লাহর সাত আসমানের সর্বনিম্ন আসমানেই সীমাবদ্ধ নয়। আসলে ওগুলি একেকটি নক্ষত্র, যা সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে (যেখানে মহাকাশে পরিভ্রমণরত পাথর বা ধাতু দ্বারা গঠিত ছোট মহাজাগতিক বস্তু তথা উল্কা/meteroid পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে বায়ুর সংঘর্ষে জ্বলে উঠে বলেই উল্কাপাত দেখা যায়) পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় লক্ষকোটি নক্ষত্র থাকেনা, থাকতে পারেনা। আস্ত একটা নক্ষত্র শয়তান তাড়াতে ছোঁড়াও হয়না। আল্লাহ ধারণা করেছে উল্কাগুলিই উর্ধ্বমুখী শয়তানকে ছোঁড়ার আগে আকাশে ঐভাবে জ্বলজ্বল অবস্থায় মোতায়েন করা থাকে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭৫ - ১২০ কিলোমিটারের উপরে উল্কা যেখানে সৃষ্টি হয় সেখানটা আল্লাহর প্রথম আসমানের সীমানা হয়ে থাকলে কোরআন অনুযায়ী প্রত্যেক আসমানের দূরত্ব হলো সর্বোচ্চ ১২০ কিলোমিটার, তাহলে সাত আসমানের সর্বমোট দূরত্ব হলো ১২০×৭=৮৪০ কিলোমিটার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে। অর্থাৎ আল্লাহর আরশের প্রায় ৩৫০০০ কিলোমিটার উপরে বঙ্গবন্ধু ১ স্যাটালাইটের কক্ষপথ। উল্কার যেখানে সৃষ্টি হয় সেখানটাই আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের ১ম আসমান তার প্রমাণ আরো কিছু আয়াতে আছে৷ ১৫. সূরা হিজর ১৬. নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্যে সুশোভিত করে দিয়েছি। ১৭. আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। ১৮. কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাদ্ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। ৩৭. সূরা আল্-সাফ্‌ফাত ০৬. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। ০৭. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ০৮. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। ০৯. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি। ১০. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে। ৫৫. সুরা আর-রহমান ৩৫. ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। ৭২. সুরা আল-জিন ০৮. আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। ০৯. আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিণ্ডকে ওঁৎ পেতে থাকতে দেখে। উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে। কোরআনুল করীম অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান। onushilon.org/corpus/trans/koran/koranind.htm
@mdasaduzzaman6011
@mdasaduzzaman6011 7 ай бұрын
সঠিক ব্যাখ্যাটাই আপনি দিন আমরা শুনি তখন ওনারটা শুনবো না
@GolamRabbaniRabbani-p3r
@GolamRabbaniRabbani-p3r 7 ай бұрын
@@mdasaduzzaman6011 সঠিক ব্যাখ্যা হচ্ছে ভাই সূরা নাজেম এর এই আয়াতগুলো মূলত মেরাজের বর্ণনা। কিন্তু সেখানে অহেতুক জিব্রাইল আলাই সালাম এর উপস্থিতি প্রমাণ করার জন্য অনেকে ভুল ব্যাখ্যা প্রদান করে প্রযুক্তি এই কারণে যে আল্লাহর সান্নিধ্য একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম একাকী অনুভব করেন অথবা আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হন একাই সেখানে জিবরাঈল বা কোন ফেরেশতা থাকার প্রশ্নই ওঠে না। অথচ আপনি অনুবাদগুলো পড়ে দেখেন এ ধরনের ব্যাখ্যা আপনি পাবেন না! এটাই সঠিক বলে আমি অনুমান করি এবং বিশ্বাস করি
@GolamRabbaniRabbani-p3r
@GolamRabbaniRabbani-p3r 7 ай бұрын
It's of no mention of the angel during the " Miraj" this translation has got nothing to do with the existence of Jibril as he is not allowed to go to the upper destination; moreover, Jibril Alayhe wasallam himself humbly acknowledged his limitations crossing the Sidratul Muntaha and the greatest Prophet Muhammad Sallallahu alayhe wasallam himself went ahead without being accompanied by anyone let alone Jibril ( A) or anyone else! This is the " fa kana Kaaba kawsayne or Adna ; we have to be very logical as well as argumentative in the context of understanding the verse of Sura Najam ( Chapter:53) because the first 12-14 verses of the said Sura refer to the " Deedar e Elahi" or Miraj with the Almighty Allah! There's no existence of any angel when meeting incident occurs between the Creator Almighty Allah and His Most Beloved Creation! Sura Najam is the most powerful chapter in determining the Aqida or Iman in the real sense of the term; many Tafseer writers fail to diagnose the significance of the verses of this Sura assigned to highlight the Miraj of MohammadurRasullah! If we understand the protocol dignity or chain of hierarchy or who is superior or who is next; for example, when Miraj refers to the " Deedar of Allah" or the closest presence of the Almighty Allah with His Most Beloved Rasul then why to prescribe the presence of the angel Jibril? Does it appear to be acceptable? Never possible for an angel to break the limit as well as the protocol dignity of the greatest Prophet Sallallahu alayhe wasallam because everything and all that have been created by the Almighty Allah are never superior to the greatest Prophet Muhammad Sallallahu alayhe wasallam! Example of two bows' distance is never meant for the meeting held between the greatest Prophet and Jibril because Miraj occurred in the realm of " Noor " beyond our limited organs' faculty! Only people having deeper research and study along with the people having " tasauf " are able to understand that Sura Najam refers to the meeting of the greatest Prophet Muhammad Sallallahu alayhe wasallam with the Almighty Allah!
@Mo-ru7mz
@Mo-ru7mz Ай бұрын
অসম্ভব সুন্দর আলোচনা, কিন্তু আল্লাহর মানুষের মত আকৃতি ও হাত পা আছে এই বিষয়টির ব্যাখ্যা কি?
@amnanshafol
@amnanshafol 6 ай бұрын
অসাধারণ, ক্ষুরধার, প্রখর মেধাসম্পন্ন একজন মানুষ আপনি। আপনার সুস্থতা কামনা করি সর্বদা ভালো থাকবেন। একটি অনুরোধ, ভিডিওর টাইটেল গুলো কিছুটা লম্বা করে লিখলে, এলগরিদম অধিক সংখ্যক মানুষের কাছে প্রমোট করে, এতে করে আরও অনেক মানুষ আপনার আলোচনা দেখতে পাবেন, আশা করছি বিষয়টি বিবেচনায় নেবেন।
@kamalahmed8793
@kamalahmed8793 17 күн бұрын
সমস্ত হাদিসগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুড়িয়ে ফেলেছেন এটিও নিশ্চয় একটি হাদিস
@priantu9372
@priantu9372 2 ай бұрын
Thanks for your effort. It is nice and clear bokbok. May Almighty bless you with more knowledge. Want more vedio about meraj because this topic deserves more as it projects clear connection between science and islam. Please discuss how this travel reveals time and space theory . Thank u a lot for this vedio.
@amirhosain-qu9kv
@amirhosain-qu9kv 7 ай бұрын
স্যার এতোদিন পরে আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি৷
@farhanaakter-ei9gw
@farhanaakter-ei9gw 2 ай бұрын
Joss joss... Alhamdulillah
@sufhcvbghvhvv9290
@sufhcvbghvhvv9290 7 ай бұрын
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ মেরাজের উপরে ভিডিও করার জন্য
@MuhsinAnas-bc2bi
@MuhsinAnas-bc2bi 2 ай бұрын
জিনিয়াস।আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম
@mrakibuddin
@mrakibuddin Ай бұрын
স্যার আপনি বলেছেন, আল্লাহ বলছেন পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, আপনি কোরআনের কোন আয়াতে এই কথা পেয়েছেন একটু জানাবেন দয়া করে।
@RUBEALYoutuber
@RUBEALYoutuber 7 ай бұрын
কে কে আমার নবীকে ভালোবাসেন । শুধু তারাই লাইক দেন ❤❤
@tuhinchowdhury2120
@tuhinchowdhury2120 7 ай бұрын
Thank you very much.
@mohabbotali8638
@mohabbotali8638 2 ай бұрын
রাসুল (সা:) তখন হাদিস পুড়াইয়া ফেলতে বলছেন বা লিখে রাখতে নিষেধ করছেন কারন তখন কুরআনের আয়াত নাজিল হত এবং সাহাবিরা তা লিখে রাখতেন, কুরআনের আয়াত এবং হাদিস একই সময়ে লেখার ফলে তা মিশে যাবার আশঙ্খা থাকায় হাদিস লিখতে নিষেধ করেন। তখন সাহাবিরা তা মুখস্থ রাখতেন।
@mdshahadathosen3803
@mdshahadathosen3803 Ай бұрын
100% right
@mustakim-q9e
@mustakim-q9e Ай бұрын
Vaia sothik bolesen...r ai bakti ja bollo ata onar bujar vul.....
@mdraihanulferdous5036
@mdraihanulferdous5036 7 ай бұрын
Oshadharon!!! Huzur der waz eman jai ei lecture e eman bate!!! MashAllah keep going sir!!
@md.rashidulislam5282
@md.rashidulislam5282 7 ай бұрын
ধন্যবাদ স্যার।
@RahimAhmed00777
@RahimAhmed00777 7 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার,,,
@SheikhAhid-zo8db
@SheikhAhid-zo8db 6 ай бұрын
Always love for you ❤
@arfinmijan6528
@arfinmijan6528 7 ай бұрын
জ্ঞানী ব্যক্তির বকবক 🥰🤣😂
@Md.Shikder83
@Md.Shikder83 2 ай бұрын
আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুন ❤, শুধু লেবাস ধারন করলেই হবে না, সাথে আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে, যেটা অধিকাংশ লেবাসধারী মানুষগুলো করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যদি লেবাসধারী হতেন তাহলে আরো অনেক বেশি সুন্দর হতো। আপনি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমাদের মুসলমানদের সম্পদ❤
@kazijahangir6286
@kazijahangir6286 7 ай бұрын
গুরু মহানবীর গাদিরা কুম এর ভাষণ সমন্ধে ভিডিও করুন প্লিজ
@coltipothe
@coltipothe 7 ай бұрын
ভাই রাসুলুল্লাহ গাদিরা কুম নামক জায়গায় ভাষণ দেন দুইটা জিনিস বলছে রেখে যাচ্ছে মুসলিম উম্মাহর জন্য এক হলো কোরআন আরেক হল আহলে বায়াত।
@3-Free-Life
@3-Free-Life 7 ай бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ
@nayeemmatin8806
@nayeemmatin8806 2 ай бұрын
অসাধারণ স্যার
@jahangiralamliton2428
@jahangiralamliton2428 7 ай бұрын
অসাধারন, তুলনা হয় না।
@md.martuzaalmamun5927
@md.martuzaalmamun5927 7 ай бұрын
অসাধারণ....... লাভ ইউ স্যার
@Abdussalam-jo1yn
@Abdussalam-jo1yn 2 ай бұрын
ধন্যবাদ আপনাকে। গবেষণার জন্য ।তবে আপনি মিরাজ বিষয়ে দারুণ বলেছেন । তবে রাসুল হাদিস সম্পর্কে যা বলেছেন তা পরবর্তী সময়ে আরও সংশোধন করে বলবেন আশাকরি ।
@coltipothe
@coltipothe 7 ай бұрын
স্যার বাংলাদেশের মুয়াবিয়া পার্টি ফিটকাবাজ মোল্লাগন সম্পর্কের একটা ভিডিও বানান
@RAlom409
@RAlom409 7 ай бұрын
ভাই এই ভাবে না বলি, আপনি ও তো ফিরকা করে ফেলেছেন
@mrkarim128
@mrkarim128 6 ай бұрын
মুয়াবিয়ার একটা গুপ্ত কেশের যোগ্যতাও তো তোর নাইরে ফাউল
@MuhammadZahid-wj7kn
@MuhammadZahid-wj7kn 7 ай бұрын
Zajakumulla khoiran
@omararyf5568
@omararyf5568 Ай бұрын
informative!
@thestorytellerswhisper6952
@thestorytellerswhisper6952 7 ай бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার! অনেকদিন থেকে অপেক্ষা করেছি ডেডিকেটেডলি মিরাজ এর ভিডিও এর জন্য।
@MonirHossain-zc8ss
@MonirHossain-zc8ss 7 ай бұрын
স্যার আসসালামু আলাইকুম। সুদ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলে খুশি হতাম।পাশাপাশি বর্তমান ব্যাংক ব্যবস্থা ও এনজিও নিয়ে।
@asmikram7489
@asmikram7489 7 ай бұрын
Good to see your face. Alhadulillah.
@FOODLOVER-ue3vo
@FOODLOVER-ue3vo 7 ай бұрын
এখন সকাল চার টা বাজে তার পরেও আপনার ভিডিও দেখতেছি
@shakhawatali213
@shakhawatali213 7 ай бұрын
Good video.
@sultanmahmud1669
@sultanmahmud1669 2 ай бұрын
কোরআন আর হদিসের সমন্বয় সাধন যিনি করেন তিনিই কামেল।
@trueidias6881
@trueidias6881 7 ай бұрын
ইউটিউব খুললেই আপনার ভিডিও সামনে আসলে মনে হয় এক প্লেট বিরিয়ানি কেউ নিয়ে এলো
@KhanBahadurbd
@KhanBahadurbd 7 ай бұрын
মিরাজ শুনতে এলাম গুরুজী❤
@siddikurrahman8596
@siddikurrahman8596 2 ай бұрын
Good job but,in my views, it's been quite messy at some point messed up. So,I would request you to make it in part by part so that you can talk about a particular part having been completed one then you can talk about the next one. Thank you.
@kazal122
@kazal122 6 ай бұрын
Sir plz say about something dimensions.is any description dimensions in quran.
@simonbashar
@simonbashar 7 ай бұрын
রিলিজের ১৫ মিনিট পর দেখা শুরু করলাম আপনার পুরাতন দর্শকরাই কেবল এ ভিডিও বুঝতে পারবে..💖💖
@nirobbrishti
@nirobbrishti Ай бұрын
আসসালামুয়ালাইকুম। আমি এতদিন জানতাম নবীজি (সা) মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। এই ভিডিও তে জানলাম যে সাক্ষাৎ হয় নি। এই বিষয়টি একটু পরিষ্কার করে দিলে কৃতার্থ হতাম।
@amirul1965
@amirul1965 7 ай бұрын
জাজাকাল্লাহ খাইরান
@manobic30
@manobic30 7 ай бұрын
Thanks sir
@mdabolkalam7569
@mdabolkalam7569 4 ай бұрын
Your annlisis good
@abusayed3060
@abusayed3060 7 ай бұрын
প্রকৃতপক্ষে কোরআনের ইংলিশ ভার্সন পড়ে কোরআন সম্বন্ধে সঠিক ব্যাখ্যা করা যথাযথভাবে সত্যিকার অর্থে অসম্ভব।
@millions1957
@millions1957 7 ай бұрын
ইংলিশ ভার্সন থেকে যদি কোরআনের ব্যাখ্যা দেয়া সম্ভব না হয় তাহলে কোন ভাষায় কোরআনের ব্যাখ্যা সম্ভব?
@mdsamjid6312
@mdsamjid6312 6 ай бұрын
Bangla basai tik ace taile Miya bojonai bolle hoice language just Moner vab prokas ar maddom don't matter language 😂
@mrkarim128
@mrkarim128 6 ай бұрын
​@@millions1957আপনাকে আরবিতে কোরান বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে
@mahmoodgazi1784
@mahmoodgazi1784 7 ай бұрын
Excellent
@akmjahirulislam507
@akmjahirulislam507 7 ай бұрын
বাংলাদেশ এবং বার্মার কিছু অংশ মিলে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠা আপনার পূর্বের ভিডিওর কথা মিলে যাচ্ছে।
@Rumanaaktar-e8h
@Rumanaaktar-e8h 2 ай бұрын
ঐ সময় আলআকসা ছিলোনা মানে কি,আল আকসা হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সময় তৈরী কমপ্লিট,উল্টাপাল্টা কি বলছেন।
@MdAzizul376
@MdAzizul376 7 ай бұрын
খুব ভালো
@abubhuiyan7467
@abubhuiyan7467 7 ай бұрын
যাযাক আল্লাহ ।
@farukhossain4778
@farukhossain4778 7 ай бұрын
Very nice
@rayhannkhan7989
@rayhannkhan7989 7 ай бұрын
Boss ❤
@TrueMonotheiest
@TrueMonotheiest 2 ай бұрын
🥰❤🌹
@saurabhassan4353
@saurabhassan4353 7 ай бұрын
বক বক কাকা সকল নবী রাসুল মোল্লারা কিন্তু আল্লাহর কিতাব থেকে সকল কিছুর আদেশ ও সমাধান দিতেন । বক বক ও মোল্লার জন্য আমাদের এই অবস্থা ।
@AbdulAlim-kt9rm
@AbdulAlim-kt9rm 7 ай бұрын
সবই মনে হয় অনুমান নির্ভর কথাবার্তা।
@UttoriGaon
@UttoriGaon 7 ай бұрын
shuinen na......
@MahboobRahman-y6u
@MahboobRahman-y6u Ай бұрын
We have already the sky of duniya by lamps. 67:5
@farizarahman3838
@farizarahman3838 7 ай бұрын
Today’s lecture is very informative. Please make a video on black stone
@mohammedsuaibali5122
@mohammedsuaibali5122 3 ай бұрын
Nice tafsir
@Andrewadrian-iw6so
@Andrewadrian-iw6so 7 ай бұрын
আপনার প্রায় সব ভিডিওই দেখা শেষ। আমি চীনে থাকি, ইঞ্জিনিয়ারিং পড়ি। আমার প্রশ্ন চাইনিজদের ৫০০০ বছরের ইতিহাসে আল্লাহ কি তাদের কোন খোঁজ নেন নাই? যুলকারনাইন নর্থ চায়নাতে আসছিলো বলছিলেন। কিন্তু এদের রুট কোথায়? আসলো কোথায় থেকে এরা? এদের মধ্যে এক ঈশ্বরবাদের কোন ধারনা নাই বরং তারা জাতিগত ভাবে বৌদ্ধ হলেও এখন বেশিরভাগই নাস্তিক। অথচ তারা খুবই ন্যায়পরায়ণ শান্তিপ্রিয়, কোন চুরি ছিনতাই নাই এখানে। আপনি বলছিলেন কে কত ভার্চুয়াস সেই পরীক্ষাই আসল। তারা ভার্চুয়াস কিন্তু তারা অবিশ্বাসী। অথচ জনসংখ্যায় তাদের ১০০ ভাগের ১ ভাগ ইহুদি জাতি নবী রাসুলে পরিপূর্ণ। তাদের এই ভুমিতে কি কখনো নবী আসে নাই? এই বিশাল ভূমি আর বিশাল জনগোষ্ঠী কার বংশধর তাদের নবী কে? আগেও তাদের সাথে বহির্বিশ্বের তেমন কোন ইন্টার‍্যাকশন ছিল না, এখনো নাই (সাধারণ জনগন)। তাদের ভাষা কেও বোঝে না, তারাও ইংরেজি বোঝে না। একটা ভিডিও যদি করতেন এর ওপর।
@Skeptic6577
@Skeptic6577 7 ай бұрын
দারুণ বলেছেন ,আমি সিচুয়ান প্রভিন্সে আছি।আমারও একই অনুধাবন এবং জিজ্ঞাসা।
@arifmohammad5574
@arifmohammad5574 7 ай бұрын
স্যার রাসূল সা: যে হাদিস ক্যানসেল করেছেন তা কোন বই এ পাবো? আমি পড়তে চাই।
@Toonscartoon20
@Toonscartoon20 7 ай бұрын
পুরাতন ভিডিও তে আছে।
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН