Рет қаралды 2,368
ময়মনসিংহ মিনি চিড়িয়াখানা | mymensingh mini zoo
ময়মনসিংহ শহরের সবার প্রিয় জায়গা জয়নুল আবেদীন উদ্যান বা পার্ক। এই উদ্যানেই আছে মিনি চিড়িয়াখানা।
চিড়িয়াখানাটি আসলেই মিনি। খুব অল্প জায়গা এবং অল্প কিছু পশুপাখি নিয়েই এই চিড়িয়াখানা। দেয়ালা আকা জিরাপের সামনের খাচায় বাস্তবের হরিন দেখা যায়। আরেকটু এগোলেই পাখির খাচা। ঘুঘু পাখিকে চিড়িয়াখানায় দেখতে হলো এটা আসলেই দুঃখের একটা ব্যাপার।
ময়মনসিংহ মিনি চিড়িয়াখানায় বানরের লাফালাফি ও ময়ুরের পেখম মেলানোর দৃশ্য আপনাদের অনেক আনন্দ দিবে। এখানে আপনারা আরও দেখতে পাবেন হরিন, অজগর সাপ, কুমির, ময়ূর, ভাল্লুক, সজারু ও অনেক প্রজাতির পাখি।
কয়েকটি খরগোশ, পাখি, ভালুক, বানর, অজগর আর সিমেন্টের বাঘ নিয়ে মিনি চিড়িয়াখানা। তবে এটি যেন যতটা না চিড়িয়াখানা তার চেয়েও বেশি একটি পার্ক। অল্প কয়েকটি রাইড আছে তবে সেগুলো বাচ্চাদের জন্য বেশ আনন্দ দায়ক। এখানে আসা সব বাচ্চাদের চোখে মুখে আনন্দ ঝিলমিল করে। বিশেষ করে রেলগাড়ীতে। ট্রেনের ঝকঝকাঝক শব্দের সাথে তাল মিলিয়ে বাংলা গান বাজতে থাকে।
#mymensingh #mymensinghminizoo #ময়মনসিংহমিনিচিড়িয়াখানা #joynulabedinpark #mymensinghzoo #চিড়িয়াখানা #ময়মনসিংহচিড়িয়াখানা