আজ সকালেও বহু বাঙালির ঘুম ভেঙেছে এই ম্যাজিক্যাল কণ্ঠ শুনে। বছরের পর বছর যাবে; বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্বমহিমায় থেকে যাবেন। শুভ শারদীয়া সবাইকে... ❤
@chinmoyroy7561Ай бұрын
ম
@arpanbanerjee1949Ай бұрын
শুভ মহালয়া দাদা তুমি না জানা কত ইতিহাস তুলে ধরো। না হলে আমাদের অজানা থেকে যেত ❤
@anantadubey6665Ай бұрын
শুভ শারদীয়া দাদা 🙏
@ranjanscreation8363Ай бұрын
বিগত কয়েক বছর ধরে অন্য রেকর্ডিং বাজানো হচ্ছিল। এই বছর আবার সেই অতি প্রচলিত রেকর্ডিং বাজানো হলো। এই চণ্ডীপাঠ আমাদের কানে বেজে আসছিল এটাই ভালো। আগেরটা অতোটা ভালো লাগেনা। রঞ্জন।। শান্তিনিকেতন।।
@chattumondal655Ай бұрын
দাদা আমি অনেক কিছু জানতাম না। কিন্তু তোমার ভিডিও দেখে অনেক কিছু জানলাম। আর জানতে পারি
@sujandey3468Ай бұрын
মা নিজেই যাকে আজ্ঞা করেন তাকে মুছে দেয় এমন সাধ্য কার আছে।। প্রণাম করি সেই মহান ব্যাক্তি ভদ্র বাবুকে,যার কন্ঠ আজ শারদ প্রকৃতিকে প্রত্যেক হৃদয় জন্ম দেয় ❤🙏
@prokashpramanick980Ай бұрын
"মহালয়ার দিন : কুয়াশা ভেজা ভোর,কচি ঘাসের ঘ্রাণ, শিউলি ফুলের গন্ধ আর তার সঙ্গে রেডিওতে চালানো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র - এর সেই সুমধুর কন্ঠ; আহা! কি সুন্দর সংমিশ্রণ।"🌼📻🌼
@Pritamshil12Ай бұрын
Dada life a tokhon aii din khubbiiii bhalo lagto.....akta memory hoye chilo...but akhon ar segulo hoi na😢😢
@sujaydebnath3384Ай бұрын
খুব সুন্দর বললেন। কমেন্ট শুনে ভালো লাগলো
@Samsrow2097Ай бұрын
Kuyasha ekhn r nei😣😣
@britterbaireybengaliaudio2000Ай бұрын
মা যখন নিজেই কন্ঠে অবস্থান করেন,মা নিজেই চান তাঁর সন্তানের কন্ঠে নিজের স্তোত্রপাঠ,, তখন মুষ্টিমেয় প্রতিবাদ ধোপে টেকেনা ।মায়ের ইচ্ছেয় আজ নব্বই বছর পরেও কালোত্তীর্ণ এই প্রভাতী অনুষ্ঠান। 🙏🙏🙏🙏জয় মা দুর্গা।
@rajkumarpanda3803Ай бұрын
এই অনুষ্ঠানে ও পাঠ করতে করতে কেঁদে ফেলেন উনি। যা আমি স্পষ্ট ভাবে এখনো বুঝতে পারি। গায় কাঁটা দিয়ে ওঠে। ওনার চন্ডীপাঠ।👌🎉
@dinohaldar2952Ай бұрын
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের এই মহিষাসুরমর্দিনী প্রোগ্রামটা বাঙালির একটা ইমোশন আবেগ এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে বাঙালির অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমার হৃদয়ের অন্তস্থল থেকে ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐✊✊✊✊✊✊
@jitenmanna375Ай бұрын
তোমার voice এ একটা জাদু আছে, যেটা আমাদের ভালো লাগে..... ❤️
সুজয়দা দারুন লাগলো তোমার প্রতিবেদনটি, এই মহালয়ার দিনটা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে দাদা, thank you,
@juthikabarua3599Ай бұрын
অনেক কিছু জানলাম উনার সম্পর্কে বিনম্র শ্রদ্ধা জানাই উনাকে আপনাকে অনেক শুভকামনা জানাই ধন্যবাদ ।
@adrijabhattacharyya-ch6myАй бұрын
মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ বাবুর সম্পর্কটি হলো একটি কালজয়ী সম্পর্ক, যা যুগ যুগ ধরে বাঙালির মনে বেঁচে থাকবে..! ❤️🌼🙏 সমগ্র বাঙালিরা গোটা একটা বছর, এই ভোরবেলার জন্য অপেক্ষা করে থাকে, ✨ দেবীপক্ষের সূচনা, অবশেষে মা আসছে! ❤🩹😌🌸
@zaara_hayatАй бұрын
আমি মুসলিম কিন্ত মহিষাসুরমর্দিনী শুনতে সত্যি খুব ভাল লাগে।❤❤
@SujoyneelАй бұрын
আসলে শিল্পের কোনও ধর্ম হয় না। একটা অসাধারণ সৃষ্টি; যা সবাইকে ভালো রাখে... ❤
দাদা আমাদের দেশের এটাই ঐতিহ্য। আমি/ আমরা ঈদে বন্ধুর বাড়ি যাই।
@Electrdas0084Ай бұрын
বাটপারি করতে হবে না। আপনারা মুসলমানরা কোন জাত না।
@appuruliaАй бұрын
আপনার পেছনে থাকা মা দুর্গা মাতার মুখোশ দেখে খুব খুশি হলাম , পুরুলিয়ার ছৌ মুখোশ দেখে ।
@NimaiBaidya-pd7okАй бұрын
2 রা অক্টোবর এখন রাত 12:10 বাজে। শুয়ে শুয়ে এই ভিডিও টা দেখছি এবং মহালয়ার অপেক্ষা করছি।
@sridipbikivlogs7419Ай бұрын
এক অন্যতম ইউটিউব চ্যানেল সুজয় নীল দা তোমার মহালয়ার পূর্ণ লগ্নে তোমার ভিডিও আরো প্রচলিত ও সুন্দর হোক মায়ের কাছে এই কামনা করি ❤❤ Love from Hooghly
@ProsanjiGhoshАй бұрын
আজকে ফোনে এলাম দিয়ে রেখেছি কালকে শুনবো মহিষাসুরমর্দিনী
@sadmoment.65Ай бұрын
আমিও
@amitmajhi1029Ай бұрын
Hello Sir, আপনার স্টুডিওর পিছনের যে মুখোশটা আছে এটা আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ। আপনার প্রায় সমস্ত ভিডিও দেখি। সত্যিই খুব ভাল লাগে আপনার গলার স্বর। মুখোশটা দেখে গর্বিত হলাম। কারন আমিও ত পুরুলিয়ার ছ্যেইলা বঠি। আপনার লাইকের আপেক্ষায় থাকলাম। আপনার নতুন ভিডিওর অপেক্ষায় আছি।
@biswajitpramanick2686Ай бұрын
রাত পেরোলেই মহালয়া ❤❤
@shttojitsen9307Ай бұрын
বীরেন্দ্র কৃষ্ণের দেশের বাড়ি বাংলাদেশে, আমার বাড়ির পাশে। আমি গর্বিত❤
@rakhimukerji7937Ай бұрын
Can you hear it in Bangladesh?
@The.dailycrazyАй бұрын
অসংখ্য ধন্যবাদ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র , আমাদের কে এত সুন্দর একটা মহিষাসুর মর্দিনী এই চন্ডি পাঠ করার জন্য , ❤
@debbrotamridha8837Ай бұрын
সত্যিই বীরেন্দ্র কৃষ্ণ ভাদ্রের চন্ডীপাঠ খুব ছোটো বেলা থেকে শুনে আসছি। এখন ও শুনি। খুব ভালো লাগে। উনি বাঙালীর হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকবেন।❤❤❤
@SoumodeepKarmakar-wc7tdАй бұрын
সত্যিই খুব সুন্দর কত কিছু জানতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@palashmandal5836Ай бұрын
❤ নতুন প্রজন্মের কাছে এই মূল্যবান তথ্য প্রকাশ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই ❤, আমিও কিছুই জানতাম না ❤
@sudiptadey4792Ай бұрын
অপুর্ব উপস্থাপনা ❤। যেন সব চাক্ষুষ করতে পারছি।❤ অনেক কিছু জানলাম🙏
@ManiraKhatun-m7zАй бұрын
আমি আপনার ভীষন বড়ো ফ্যান দাদা আপনার কথা শুনে আমি উৎসাহ পাই যানিনা কোনো দিন কিছু করতে পারব কিনা যদি পারি তাহলে সেটা শুধু আপনার জন্য দাদা আপনাকে অনেক ধন্যবাদ শুভ বিজয়া
@priyadarshinyghoshmomdal2256Ай бұрын
Suvo mohaloya 😊Suvo sarodiya🙏 Dadavai🌾
@A2Z-k1sАй бұрын
সত্যিই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন মুগ্ধ চণ্ডীপাঠ শুনেই আমাদের শৈশবে পূজো শুরু হয়েছে , ওনার চণ্ডীপাঠ ছাড়া পুজোর আগমনী বার্তা অধুরাই থেকে যাই আজও, ওনার চরণে কোটি কোটি প্রণাম 🙏🏻
@mayachakrabarty3804Ай бұрын
কিছুটা জানি আর কিছুটা জানি না।আপনার মুখে জেনে খুবই ভালো লাগল।
@spradhan4570Ай бұрын
অগ্রিম শুভমহালয়া সংবাদ জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে স্যার ।।
@bindassratan8238Ай бұрын
আমি ধন্য হয়েছি আপনার এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনে। এইভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরুন আমাদের কাছে।
@prasantagouswsmiАй бұрын
Satti asadharon. Birendra Krishna Bhadra ke jug jug dhare mone rakhbe apamor Bangali.
You are a gem of a person brilliant presentation of various news item....God bless
@ArupDas123-e8eАй бұрын
❤❤জয় মা দুর্গা ❤❤সকল সনাতনীদের জানাই শারদীয় দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা ❤❤আসলে মহালয়ার দিন যখন খুব সকালে ঘুম উটে শুনি তখন মনটা যেন আবেগে ভরে যায়❤❤আসলেই দাদা তার কন্ঠ যেমন ঈশ্বরের অশেষ কীপায় সুমধুর কন্ঠ ❤❤দাদা আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম ❤❤এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার কথা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না❤❤তার চণ্ডীপাঠ সুমধুর কন্ঠের❤❤ আমি বাংলাদেশি বাঙালি হিসেবে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই তার প্রতি ❤❤আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই ❤❤মা দুর্গার আগমনে পৃথিবীর দিক দিগন্ত উজ্জ্বল হয়ে উটুক❤❤
@dinohaldar2952Ай бұрын
আর সুজয় নীলদা তোমাকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন❤🎉❤
@animaburman3067Ай бұрын
I have grown up listening to Mahishasur mardini on Mahalaya day every year.Biremdra Krishna Bhadra's Chandipath has become a national heritage and shall remain forever.
@biswajitjana6487Ай бұрын
Sir...apner motivational speech sathe...apnare konthe jodi....Indian history ta sunte patam...tahale oro onek valobashi lagto....apni khub guchiye kotha bolen....🙏🙏🙏🙏🙏
@manashiganguly5474Ай бұрын
অসাধারণ। সমৃদ্ধ হলাম।
@banasreesarkar-xk4zjАй бұрын
Raat pohalei mahaloya... Khub bhalo lage tomer video❤👌
@Mr.ParthaSaha03Ай бұрын
শুভ মহালয়া ❤️
@NillNirob-i5oАй бұрын
আজ তার সুর ছাড়া মহালয়া অসম্ভব 😍🙏👍
@runasarkar2438Ай бұрын
অন্যসব বাদ দিয়ে, এখনো শুনি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কেই, ছোটবেলা কে ফিরে পাই
মহালয়া আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সমার্থক আপামর বাঙালীর কাছে। এটাই নানা প্রতিকূলতার মধ্যেও তার কালজয়ের প্রকৃষ্ট উদাহরন।
@baromishaliproductionАй бұрын
*তার কন্ঠে একটা শক্তি আছে যা হ্নদয় ছুঁয়ে যায় এবং তার কর্ম চিরকাল বেঁচে থাকবে । আমরাও বেঁচে থাকব না কর্ম শুধু থাকবে । ঈশ্বর তার মঙ্গল করুক*
@PiyaliSaha-m4lАй бұрын
Darun laglo tomar voice ta dada❤❤❤❤❤
@rupamsaha5135Ай бұрын
Thank u dada erokom ekta story amader sathe share korar jonno
@mdgamer515Ай бұрын
Love from Bangladesh ❤❤❤❤
@Bhaijaangaming-2801Ай бұрын
দাদা আমি আপনার কণ্ঠের ফেন(ভক্ত)❤❤
@YDenertainmentАй бұрын
শুভ মহালয়া🙏🙏
@Mistu-t2sАй бұрын
Dada Apnar video gulo sotti khub valo lage ❤❤❤❤
@mousumi.978Ай бұрын
Apnar o presentation asadharon..... .
@srijannrityagotumpanat9189Ай бұрын
অসম্ভব সুন্দর এই গল্প দাদা। 🙏
@goutamkuilya6903Ай бұрын
দাদা অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
@rajadas2546Ай бұрын
❤❤। রাত পোহালেই মহালয়া ।❤❤
@raj2youngboy924Ай бұрын
Our childhood ❤❤❤❤ today's children did not understand
@SweetysikderSweetАй бұрын
সত্যি অসাধারণ ভয়েজ
@taposgupta9641Ай бұрын
প্রতি বছর ভোর চারটে তে উঠে শুনি এই অনুষ্ঠান এ বছর প্রচণ্ড অসুস্থ কিন্তু তবুও এমনই টান এই অনুষ্ঠানটির প্রতি যে অসুস্থতা নিয়েও ভোর বেলা উঠে শুনেছি ❤❤ সত্যিই যেন এক অমর সৃষ্টি
@SujoyneelАй бұрын
এই অনুষ্ঠানের প্রতি বাঙালির টান থেকে যাবে। চিরদিন...
@taposgupta9641Ай бұрын
@@Sujoyneel একদম ❤️🩹
@subhadipgoswami7134Ай бұрын
বীর শ্রেষ্ঠ মহাপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শতকোটি প্রনাম ❤
@kaushikmitra3327Ай бұрын
Darun bolle. Khub bhalo
@sayantanbandyopadhyay4073Ай бұрын
অসাধারণ উপস্থাপনা❤
@sujayjana8339Ай бұрын
দারুন প্রতিবেদন ❤
@ujjaldas6202Ай бұрын
Nice concept Dada❤❤❤ thanks🙏🙏
@RituChowdhury-l2vАй бұрын
❤❤❤🙏👍khub sundor
@rajuchakraborty7740Ай бұрын
Khub sundor
@suryabhawan7723Ай бұрын
Birendra Chattopadhyay..... The great man of India...
@sunitadebnath4375Ай бұрын
খুব ভালো লাগলো শুনে
@gargichatterjee6185Ай бұрын
উনার কন্ঠ ছাড়া পুজো শুরু ভাবতেই পারিনা❤❤❤
@cameliasrannaghar7782Ай бұрын
Darun....
@WithdebsharmaАй бұрын
আপনার গলার আওয়াজ টাও অসাধারণ
@gopalroy922Ай бұрын
যে জিনিস শ্রী ভগবানের নিজের ইচ্ছায় এবং তাঁর আশীর্বাদের শক্তিতে গঠন হয়... তাকে কেউ অপছন্দ করতে সাহস পায় না..!! ঠিক ঐ জিনিষ টাই হয়েছিলো সেদিন বীরেন্দ্র বাবুর কণ্ঠে... যা আজও অমলিন ও দারুন জনপ্রিয়..পুরানো হচ্ছেই না..!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹 আর যা মানুষের ইচ্ছায় হয় তা কখনো দৈবি ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতেই পারে না.. যেটা উত্তম বাবুর অনুষ্ঠানের ক্ষেত্রে হয়েছিলো...!!
@Turim1519Ай бұрын
খুব ভালো উপস্থাপন
@debattamdey06Ай бұрын
Old is gold always ❤❤🙏🏻
@Anokha-rohanАй бұрын
সত্যি বলতে মহালয়ার ভোরে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কন্ঠে মহিষাসুরমর্দিনী-র চন্ডীপাঠ কোনো বিকল্প নেই। ওঁনার কন্ঠে চন্ডীপাঠ শুনলে এখনো আপামর বাঙালির গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি বেতার জগতের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেয়েছিলেন,যা সত্যিই অনস্বীকার্য। প্রসঙ্গত,গত শতাব্দীর ৬০-এর দশকে,"বিলে নরেন" নামে বাংলা ছবিতে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় ভাষ্যপাঠে তাঁর অবদান রেখেছিলেন।
@tumpamondal1190Ай бұрын
subho mohalaya 😊❤
@MoloypramanikpramanikАй бұрын
Soto koti pronam
@Arun.createrАй бұрын
খুব সুন্দর আপনার প্রতেকটা ভিডিও👍👍
@runasarkar2438Ай бұрын
এত সুন্দর ইতিহাস, অল্প ই জানতাম.......🙏🙏🙏🙏🙏
@shyamalghosh9910Ай бұрын
Thanks so much dada
@sovonroy777Ай бұрын
জয় মা দূর্গা ৷🌼💙🔱🙏🏼
@SougandhamajiАй бұрын
আজকে আপনাকে sher e punjab এতে দেখেছিলাম ।😅
@ChandandasguptaSastriАй бұрын
আমারো বাবার হাত ধরে বীরেন্দ্রো বাবুর প্রেমে পড়া। প্রতি মহালয়ার ভোরে। আজ বাবা আমাদের মধ্যে নেই, আছে তাঁর রেডিও টা। আগে মহালয়া শুনতে শুনতে চোখ ভিজতো আর এখন বাবার জন্য।
@soumyamishra5006Ай бұрын
খুব ভালো লাগলো দাদা
@nishandhar3324Ай бұрын
গায়ে শীতকাটা দিয়ে উটলো❤️
@RakeshMondal-fj9qrАй бұрын
Love you dada ❤ upner sob video daki ?
@RiyaRoy-ns2ekАй бұрын
শুভ মহালয়া দাদাভাই।🪷❤🪷.
@DhanjaysingsardarАй бұрын
মহানায়ক হলেই যে কন্ঠস্বর মধুর হবে এটা কে বলল, সত্যি বলতে আপনার টন্ঠস্বর শুনতে আমার খুবই ভালো লাগে , কে বলতে পারে , হয়তো বা আপনার কন্ঠেও একদিন শুনবো এই....❤
@arundasdas9291Ай бұрын
😂😂😂
@sudipgiri8464Ай бұрын
Dada I am big fan of you...... Happy mahalaya advance
@Imprettygirl-k8vАй бұрын
Sujoyneel augreem sharood shubhechchha😊
@prasenjitbhattacharya860725 күн бұрын
K bollo apner voice khub e valo abon sunte o valo laglo
@ankusbАй бұрын
Anek kichui jante parlam dada nomoskar 🙏
@maaxerox-d3rАй бұрын
APNIO voice e kom jan na...biren babur moto apnar golay o jadu achhe🥰🥰🥰🥰